বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২ || Koshe Dekhi 3.2 Class 10 | Ganit Prakash Class 10 Chapter 3, Solution | WB Board Class 10 Math Solution In Bengali | class 10 maths solution wbbse | WBBSE Class 10(Ten)(X) Math Solution Of Chapter 3

Share this page using :

Koshe Dekhi 3.2 Class 10 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২। | Ganit Prakash Chapter 3, Solution | class 10 maths solution wbbse | কষে দেখি - 3.2

Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
1. O কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি , এবং AB একটি জ্যা-এর দৈর্ঘ্য 8 সেমি.। O বিন্দু থেকে AB জ্যা-এর দূরত্ব হিসাব করে লিখি।

ধরি, OC \(\perp\) AB
\(\therefore\) O বিন্দু থেকে AB জ্যা-এর দুরত্ব = OC
\(\therefore\) C, AB-এর মধ্যবিন্দু।
\(\therefore \mathrm{AC}=\frac{1}{2} \mathrm{AB}=(\frac{1}{2} \times 8)\) সেমি = 4 সেমি।
এখন, OAC সমকোণী ত্রিভুজে, \(\mathrm{OA}^{2}=\mathrm{OC}^{2}+\mathrm{AC}^{2}\)
বা, \((5)^{2}=O C^{2}+(4)^{2}\)
[\(\because\) OA = ব্যাসার্ধ = 5 সেমি, AC = 4 সেমি]
বা, \(25=O C^{2}+16\)
বা, \(\mathrm{OC}^{2}=25-16\)
বা, \(\mathrm{OC}^{2}=9\)
বা, \(\mathrm{OC}=\sqrt{9}\)
বা, OC = 3 সেমি।
\(\therefore\) O বিন্দু থেকে AB জ্যা-এর লম্ব-দূরত্ব = 3 সেমি।
2. O কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ 26 সেমি.। O বিন্দু থেকে PQ জ্যা-এর দূরত্ব 5 সেমি। PQ জ্যা-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।

ধরি, OD \(\perp\) PQ, \(\because\) D, PQ-এর মধ্যবিন্দু
অর্থাৎ, \(\mathrm{PD}=\frac{1}{2} \mathrm{PQ}\)
বা,\(\mathrm{PQ}=2 \mathrm{PD}\)
\(\because O D \perp P Q\),
\(\therefore\) O থেকে PQ-এর দূরত্ব = OD = 5 সেমি।
এখন, বৃত্তের ব্যাস = 26 সেমি,
\(\therefore\) ব্যাসার্ধ \(=\frac{26}{2}\) সেমি = 13 সেমি।
এখন, OPD সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\mathrm{OP}^{2}=\mathrm{OD}^{2}+\mathrm{PD}^{2}\)
বা, \(13^{2}=5^{2}+\mathrm{PD}^{2}\)
[\(\because\) OP = ব্যাসার্ধ = 13 সেমি, OD = 5 সেমি]
বা, \(169=25+\mathrm{PD}^{2}\)
বা, \(P D^{2}=169-25\)
বা, \(\mathrm{PD}^{2}=144\)
বা, \(\mathrm{PD}=\sqrt{144}=12\)
\(\therefore \mathrm{PQ}=2 \mathrm{PD}=2 \times 12\) সেমি = 24 সেমি।
\(\therefore\) PQ জ্যা-এর দৈর্ঘ্য \(=2 \times P D\)
\(=(2 \times 12)= 24\) সেমি।
3. O কেন্দ্রীয় একটি বৃত্তের PQ জ্যা-এর দৈর্ঘ্য 4 সেমি. এবং O বিন্দু থেকে PQ-এর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
O কেন্দ্রীয় বৃত্তের PQ জ্যা-র দৈর্ঘ্য = 4 সেমি; কেন্দ্র O বিন্দু থেকে PQ জ্যার উপর ON লম্ব আঁকা হয়েছে।
দেওয়া আছে যে, ON = 2.1 সেমি।

যেহেতু \({\rm{ ON }} \bot {\rm{ PQ}},{\rm{ PN}} = {\rm{QN}} = \frac{1}{2}{\rm{PQ}} = \frac{1}{2} \times 4\) সেমি = 2 সেমি।
\(\triangle OPN=\) সমকোণী ত্রিভুজে OP = অতিভুজ সেজন্য
\({\rm{O}}{{\rm{P}}^2} = {\rm{O}}{{\rm{N}}^2} + {\rm{P}}{{\rm{N}}^2} = {(2.1)^2} + {(2)^2}\)\( = 4.41 + 4 = 8.41{\rm{ }}\)
\(\therefore {\rm{ OP }} = \sqrt {8.41} = 2.9\)
বৃত্তটির ব্যাসার্ধ = 2.9 সেমি।
\(\therefore\) বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 2 \(\times\) ব্যাসার্ধ = \((2 \times 2.9)\) সেমি = 5.8 সেমি।
4. O কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি. ও 8 সেমি. দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোটো দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি।

ধরি, AB = 6 সেমি, CD = ৪ সেমি
AM = BM = \(\frac{6}{2}\) = 3 সেমি।
সমকোণী \(\Delta\)MOB হইতে পাই
\({\rm{O}}{{\rm{B}}^2} = {\rm{O}}{{\rm{M}}^2} + {\rm{M}}{{\rm{B}}^2} = {4^2} + {3^2} = 16 + 9 = 25\)
\(\therefore {\rm{OB}} = \sqrt {25} = 5\) সেমি অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি. OC = 5 সেমি।
\({\rm{CN}} = \frac{1}{2} \times {\rm{CD}} = (\frac{1}{2} \times 8) = 4\) সেমি
সমকোণী \(\Delta\)CON হইতে পাই,
\(O C^2=O N^2+C N^2\)
\({\rm{ON}} = \sqrt {{\rm{O}}{{\rm{C}}^2} - {\rm{C}}{{\rm{N}}^2}} \) সেমি।
\( = \sqrt {{5^2} - {4^2}} \) সেমি \( = \sqrt {25 - 16} \) সেমি = \(\sqrt 9 \) সেমি = 3 সেমি
\(\therefore\) অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি।
Koshe Dekhi 3.2 Class 10 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২। | Ganit Prakash Chapter 3, Solution | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
5. যদি কোনো বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 48 সেমি. এবং কেন্দ্র থেকে ওই জ্যা-এর দূরত্ব 7 সেমি. হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা-এর দূরত্ব 20 সেমি., সেই জ্যা-এর দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি।

ধরি, এ কেন্দ্রীয় বৃত্তে AB ও PQ দুটি জ্যা। O থেকে AB ও PQ-এর উপর লম্ব যথাক্রমে OC এবং OD
প্রশ্নানুসারে, OC = 7 সেমি। AB = 48 সেমি। OD = 20 সেমি। PQ = কত ?
এখন, AB = 48 সেমি,
\(\therefore \mathrm{BC}=\frac{1}{2} \times \mathrm{AB}=(\frac{1}{2} \times 48)\) সেমি = 24 সেমি
তাহলে, OBC সমকোণী ত্রিভুজে,\(\mathrm{OB}^{2}=\mathrm{BC}^{2}+\mathrm{OC}^{2}\)
বা, \(\mathrm{OB}^{2}=(24)^{2}+(7)^{2}\)
\([\because B C=24 \mathrm{~cm}, O C=7 \mathrm{~cm}]\)
বা, \(\mathrm{OB}^{2}=576+49\)
বা, \(\mathrm{OB}^{2}=625\)
বা, \(\mathrm{OB}=\sqrt{625}=25\) \(\therefore\) OQ = 25 সেমি।
[ \(\therefore\) OB = OQ (একই বৃত্তের ব্যাসার্ধ)]
আবার, OQD সমকোণী ত্রিভুজে,
\(\mathrm{OQ}^{2}=\mathrm{OD}^{2}+\mathrm{DQ}^{2}\)
বা, \((25)^{2}=(20)^{2}+D Q^{2}\)
\([\because O Q=25 \mathrm{~cm}, O D=20 \mathrm{~cm}]\)
বা, \(625=400+\mathrm{DQ}^{2}\)
বা, \(\mathrm{DQ}^{2}=625-400\)
বা, \(\mathrm{DQ}^{2}=225\)
\(\therefore \mathrm{DQ}=\sqrt{225}=15\)
তাহলে \(\mathrm{PQ}=2 \mathrm{DQ}=(2 \times 15)=30\) সেমি
\(\therefore\) PQ জ্যা-এর দৈর্ঘ্য = 30 সেমি।
6. পাশের O কেন্দ্রীয় বৃত্তের ছবিতে \(OP \perp AB, AB = 6\) সেমি, এবং \(PC = 2\) সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

O, A যুক্ত করি। তাহলে, OA বৃত্তটির ব্যাসার্ধ। এখন, AB = 6 সেমি,
\(\therefore\) \(A P=\frac{1}{2} A B\), [ \(\because P, A B\)-এর মধ্যবিন্দু।]
বা, \(\mathrm{AP}=\frac{1}{2} \times 6\) সেমি; \(\therefore\) AP = 3 সেমি। \(\ldots \ldots\) (1)
আবার, \(\mathrm{OP}=\mathrm{OC}-\mathrm{PC}\)
বা, \(\mathrm{OP}=(\mathrm{OC}-2)\) \(\ldots \ldots\) (2)
\([\because PC=2 \mathrm{~cm}]\)
এখন, AOP সমকোণী ত্রিভুজে পাই,
\(\mathrm{OA}^{2}=\mathrm{AP}^{2}+\mathrm{OP}^{2}\)
বা, \(\mathrm{OA}^{2}=(3)^{2}+(\mathrm{OC}-2)^{2}[\because \mathrm{OP}=\mathrm{OC}-2]\)
বা, \(O A^2=9+(O C)^2-2 \times O C \times 2 +(2)^2\)
বা, \(\mathrm{OA}^{2}=9+\mathrm{OC}^{2}- 4OC + 4\)
বা, \(O A^2-O C^2=13-40 C\)
বা, \(0=13-4 \mathrm{OC}[\because \mathrm{OC}=\mathrm{OA}]\)
বা, \(4 \mathrm{OC}=13\)
বা, \(\mathrm{OC}=\frac{13}{4}=3 \cdot 25\)
\(\therefore\) বৃত্তটির ব্যাসার্ধ = 3.25 সেমি। .
7. একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে AC = DB

মনে করি, \(O\) কেন্দ্রীয় দুটি বৃত্তকে একটি সরলরেখা যথাক্রমে \(A\) ও \(B\) এবং \(C\) ও \(D\) বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, \(AC = DB.\)
অঙ্কন : \(O\) বিন্দু থেকে \(AB\) জ্যা-এর উপর \(OP\) লম্ব আঁকা হল।
প্রমাণ : \(AB\) জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র \(O\) থেকে \(OP\) লম্ব,
অর্থাৎ \(AB\) জ্যা এবং \(A B \perp O P\),
\(\therefore A P=P B\ldots(i)\)
আবার, \(CD\) জ্যা এবং \(C D \perp O P\),
\(\therefore C P=P D\ldots(ii)\)
এখন, (i) ও (ii) থেকে পাই,
\(A P-C P=P B-P D\)
\(\therefore AC = DB.\) (প্রমাণিত)
8. প্ৰমাণ করি, কোনো বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়।
ধরা যাক, O কেন্দ্রীয় একটি বৃত্তের AB ও CD দুটি জ্যা পরস্পরকে P বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে, P বিন্দু AB-এর মধ্যবিন্দু।
প্রমাণ করতে হবে যে, P, CD-এর মধ্যবিন্দু হবে না।
অঙ্কন : O, P যুক্ত করা হল।
প্রমাণ : \(\because\) P, AB-এর মধ্যবিন্দু।
\(\therefore\) OP \(\perp\) AB

\(\because\) AB ও CD উভয়েই P বিন্দুগামী
\(\therefore\) AB ও CD উভয়েই OP-এর উপর P বিন্দুতে লম্ব হতে পারে না।
(কারন আমরা জানি একটি সরলরেখাংশের উপর একটি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যায়)
\(\therefore\) AB, OP-এর উপর লম্ব।
\(\therefore\) CD, OP-এর উপর লম্ব নয়।
আবার যেহেতু কোনো জ্যা-এর মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্র-সংযোজক রেখাংশ জ্যা-এর উপর লম্ব।
সুতরাং, P, CD-এর মধ্যবিন্দু নয়।
উভয়েই ব্যাস হলে, অবশ্যই সংজ্ঞানুসারে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে।
9. \(X\) ও \(Y\) কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। \(XY\)-এর মধ্যবিন্দু S-এর সঙ্গে A বিন্দু যুক্ত করলাম এবং A বিন্দু দিয়ে অঙ্কিত SA-এর উপর লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে P ও Q বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে \(PA = AQ\).

ধরি, কেন্দ্র X ও Y থেকে PA ও AQ-এর উপর যথাক্রমে XM ও YN দুটি লম্ব অঙ্কন করা হল। X, A এবং Y, A যুক্ত করি।
\(\because \mathrm{XM} \perp \mathrm{PA}, \therefore \mathrm{AM}=\frac{1}{2} \mathrm{PA}\)\(\ldots \ldots\)(1)।
আবার, \(\mathrm{YN} \perp \mathrm{AQ}, \therefore \mathrm{AN}=\frac{1}{2} \mathrm{AQ}\)\(\ldots \ldots\)(2)
এখন, \(\because\) S, XY-এর মধ্যবিন্দু, \(\therefore \mathrm{AS} \perp \mathrm{XY}\) [ \(\because\) পরস্পরছেদী দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযুক্ত সরলরেখা উহার সাধারণ জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।]
\(\therefore\) AXS ও AYS সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে
XS = YS [ \(\therefore\) S, XY-এর মধ্যবিন্দু]
\(\angle ASX \) = \(\angle ASY \) [ \(\because\) প্রত্যেকেই সমকোণ]
এবং AS সাধারণ বাহু।
\(\triangle \mathrm{AXS} \cong \triangle \mathrm{AYS}\) [ সর্বসমতার S-A-S শর্তানুসারে]
\(\therefore \mathrm{XA}=\mathrm{YA}\) [ \(\therefore\) সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]
এখন, XY এবং PQ উভয়ই AS-এর উপর লম্ব। \(\therefore X Y \| P Q\)
আবার, \(\because\) XM ও YN উভয়ই PQ-এর উপর লম্ব। \(\therefore \mathrm{XY}|| \mathrm{PQ}\)
এখন, \(\triangle \mathrm{AXM}\) ও \(\triangle \mathrm{AYN}\)-এর মধ্যে \(\mathrm{XA}=\mathrm{YA}, \mathrm{SX}=S \mathrm{Y}\)
এবং SA সাধারণ বাহু। \(\therefore \Delta \mathrm{AXM} \cong \Delta \mathrm{AYN}\) [ \(\therefore\) সর্বসমতার S-S-S শর্তানুসারে]
\(\therefore\) AM = AN [ \(\therefore\) সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু]
বা, \(\frac{1}{2} \mathrm{PA}=\frac{1}{2} \mathrm{AQ}\) [ (1) ও (2) থেকে]
বা, PA = AQ \(\therefore\) PA = AQ (প্রমাণিত)।
10. O কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি, ও 24 সেমি. দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা AB এবং CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি AB ও CD -জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি. হয়, তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি।
ধরি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি. এবং বৃত্তের কেন্দ্র থেকে AB জ্যা-এর দূরত্ব \(x\) সেমি।
\(\therefore\) বৃত্তের কেন্দ্র থেকে CD জ্যা-এর দূরত্ব \( (17 –x)\) সেমি.।
\(\therefore \mathrm{r}^{2}=\mathrm{x}^{2}+5^{2}\) এবং \(r^{2}=(17-x)^{2}+(12)^{2}\),
সুতরাং, \({x^2} + {5^2} = {(17 - x)^2} + {12^2} \)
বা, \(x^2+25=289-34 x+x^2+144\)
বা, \(34 x=408\)
বা, \(x=12\)
\(\therefore x = 12\)
জ্যা দুটির মধ্যে দূরত্ব = PQ = 10 সেমি AB = 10 সেমি।
\(\therefore\) PB = 5 সেমি। CD = 24 সেমি \(\therefore\) QD = 12 সেমি

ধরি বৃত্তের ব্যাসার্ধ \(= x\) সেমি
\(\Delta\)OPB তে; \({\rm{O}}{{\rm{P}}^2} = {\rm{O}}{{\rm{B}}^2} - {\rm{P}}{{\rm{B}}^2} = {x^2} - {5^2} = {x^2} - 25\)
\(\therefore {\rm{OP}} = \sqrt {{x^2} - 25} \)
আবার অনুরূপে, \(\Delta\)OQD তে;
\({\rm{O}}{{\rm{Q}}^2} = {\rm{O}}{{\rm{D}}^2} - {\rm{Q}}{{\rm{D}}^2} = {x^2} - {12^2} = {x^2} - 144\)
\(\therefore O Q=\sqrt{x^2-144}\)
প্রশ্নানুসারে, \(OP + OQ = 17\)
\(\therefore \sqrt {{x^2} - 25} + \sqrt {{x^2} - 144} = 17\)
বা, \({x^2} - 25 + {x^2} - 144 + 2\sqrt {\left( {{x^2} - 25} \right)\left( {{x^2} - 144} \right)} = 289\)
বা, \(2{x^2} + 2\sqrt {\left( {{x^2} - 25} \right)\left( {{x^2} - 144} \right)} = 289 + 169\)
বা, \(2{x^2} + 2\sqrt {\left( {{x^2} - 25} \right)\left( {{x^2} - 144} \right)} = 458\)
বা, \(2\left(x^2+\sqrt{\left(x^2-25\right)\left(x^2-144\right.}\right)=458\)
বা, \({x^2} + \sqrt {\left( {{x^2} - 25} \right)\left( {{x^2} - 144} \right)} = 229\)
বা, \(\left(x^2-229\right)^2=\sqrt{\left(x^2-25\right)\left(x^2-144\right)}\)
বা, \({\left( {{x^2} - 229} \right)^2} = \left( {{x^2} - 25} \right)\left( {{x^2} - 144} \right)\)
বা, \({x^4} - 458{x^2} + {(229)^2} = {x^4} - 169{x^2} + 3600\)
বা, \( - 458{x^2} + 169{x^2} + 52441 = 3600\)
ৰা, \(458{x^2} - 169{x^2} - 48841 = 0\)
বা, \(289{x^2} = 48841\)
বা, \({x^2} = \frac{{48841}}{{289}} = 169\)
\(\therefore\) \(x = \sqrt {169} = 13\)
\(\therefore\) বৃত্তের ব্যাসার্ধ = 13 সেমি।
11. দুটি বৃত্তের কেন্দ্র P এবং Q; বৃত্ত দুটি A এবং B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, \(CD = 2PQ\)

\(\mathrm{PM} \perp \mathrm{CA}\) এবং \(\mathrm{QN} \perp \mathrm{AD}\) অঙ্কন করি।
\(\therefore \mathrm{AM}=\frac{1}{2} \mathrm{CA}\) এবং \(\mathrm{AN}=\frac{1}{2} \mathrm{AD}\)
\(\therefore \mathrm{AM}+\mathrm{AN}=\frac{1}{2} \mathrm{CA}+\frac{1}{2} \mathrm{AD}\)
বা, \(\mathrm{MN}=\frac{1}{2}(\mathrm{CA}+\mathrm{AD})\)
বা, \(\mathrm{MN}=\frac{1}{2} \mathrm{CD}\)\(\ldots \ldots\)(1) ।
আবার, CD || PQ এবং \(\mathrm{PM} \perp \mathrm{CD}\) ও \(\mathrm{QN} \perp \mathrm{CD}\), \(\therefore\) PQ = MN
\(\therefore \mathrm{PQ}=\frac{1}{2} \mathrm{CD}\) [ (1) থেকে]
বা, CD = 2PQ
\(\therefore\) CD = 2PQ (প্রমাণিত)।
Koshe Dekhi 3.2 Class 10 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২। | Ganit Prakash Chapter 3, Solution | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
12. একটি বৃত্তের AB ও AC জ্যা দুটি সমান। প্রমাণ করি যে, \(\angle\)BAC -এর সমদ্বিখণ্ডক কেন্দ্ৰগামী।

ধরি, O কেন্দ্রীয় বৃত্তে AB ও AC দুটি সমান জ্যা। A, O যুক্ত করি এবং D পর্যন্ত বর্ধিত করি।
প্রমাণ করতে হবে যে,\(\angle \mathrm{BAC}\)-এর সমদ্বিখণ্ডক O বিন্দুগামী। অর্থাৎ AD, \(\angle \mathrm{BAC}\)-এর সমদ্বিখণ্ডক প্রমাণ করলেই প্রমাণটি যথেষ্ট হবে।
অঙ্কন : O, B এবং O, C যুক্ত করি।
প্রমাণ : \(\triangle \mathrm{AOB}\) ও \(\Delta \mathrm{AOC}\)-এর মধ্যে OB = OC (একই বৃত্তের ব্যাসার্ধ)
AB = AC (প্রদত্ত) এবং OA সাধারণ বাহু।
\(\therefore \Delta \mathrm{AOB} \cong \Delta \mathrm{AOC}\) [সর্বসমতার S-S-S শর্তানুসারে) ।
\(\therefore \angle \mathrm{OAB}=\angle \mathrm{OAC}\) [সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণ]
\(\therefore\) AO বা AD, \(\angle \mathrm{BAC}\)-এর সমদ্বিখণ্ডক।
\(\therefore \angle \mathrm{BAC}\)-এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। (প্রমাণিত)
13. একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা-এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্ৰগামী হয়, তাহলে প্রমাণ করি যে, জ্যা দুটি সমান।

ধরি, AB ও AC দুটি জ্যা O_কেন্দ্রীয় বৃত্তে পরস্পরকে A বিন্দুতে ছেদ করেছে। জ্যা-দুটির অন্তর্ভুক্ত কোণ \(\angle \mathrm{BAC}\)-এর সমদ্বিখণ্ডক AO কেন্দ্রগামী।
প্রমাণ করতে হবে যে, AB = AC
অঙ্কন : O, B এবং O, C যুক্ত করি।
প্রমাণ : \(\triangle \mathrm{AOB}\) ও\(\triangle \mathrm{AOC}\)-এর মধ্যে
\(\angle \mathrm{OBA}=\angle \mathrm{OAB}[\because \mathrm{OB}=\mathrm{OA}\), একই বৃত্তের ব্যাসার্ধ]
\(=\angle \mathrm{OAC}[\because \angle \mathrm{OAB}=\angle \mathrm{OAC}\) প্রদত্ত]
\(=\angle \mathrm{OCA}[\because \mathrm{OC}=\mathrm{OA}\), একই বৃত্তের ব্যাসার্ধ
অর্থাৎ, \(\angle \mathrm{OBA}=\angle \mathrm{OCA}\) এবং \(\angle \mathrm{OAB}=\angle \mathrm{OAC}\)
এবং OA সাধারণ বাহু।
সর্বসমতার A - A - S শর্তানুসারে, \(\Delta \mathrm{AOB} \cong \triangle \mathrm{AOC}\)
\(\therefore\) AB = AC [ \(\therefore\) সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু]
\(\therefore\) AB ও AC জ্যা দুটি সমান। (প্রমাণিত)
14. প্রমাণ করি, একটি বৃত্তে দুটি জ্যা-এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যা-টির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
প্রমাণ : AB এবং CD দুটি জ্যা। বৃত্তের কেন্দ্র থেকে উহাদের দূরত্ব যথাক্রমে OP ও OQ. OP < OQ
প্রমাণ করতে হবে যে, AB > CD
OB ও OD যোগ করা হল। এখন P, AB-এর মধ্যবিন্দু
\(\therefore\) PB = \(\frac{1}{2}\) AB এবং Q, CD-এর মধ্যবিন্দু
\(\therefore\) QD = \(\frac{1}{2}\) CD

\(\Delta \mathrm{OPB}\) তে; \(\mathrm{OB}=\sqrt{\mathrm{PB}^{2}+\mathrm{OP}^{2}}\)
\(\Delta \mathrm{OQD}\) তে ; \(\mathrm{OD}=\sqrt{\mathrm{OQ}^{2}+\mathrm{QD}^{2}} \because \mathrm{OB}=\mathrm{OD}\)
\(\therefore \sqrt{P B^{2}+O P^{2}}=\sqrt{O Q^{2}+Q D^{2}}\) \(\because \mathrm{OP}\mathrm{QD}\)
বা, \(\frac{{\rm{1}}}{{\rm{2}}}{\rm{AB > }}\frac{{\rm{1}}}{{\rm{2}}}{\rm{CD}}\)
বা, AB > CD (প্রমাণিত)
15. একটি বৃত্তের ভিতর যে-কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি।

একটি বৃত্তের ভিতর যে-কোনাে বিন্দু দিয়ে অসংখ্য জ্যা অঙ্কন করা যায়। এদের মধ্যে বৃত্তটির কেন্দ্র এবং অভ্যন্তরীণ বিন্দুয়ের সংযােজক সরলরেখাংশ যে জ্যা-টির লম্ব-সমদ্বিখণ্ডক হবে, সেই জ্যা-টিই ক্ষদ্রতম হবে। কারণ আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে কোনাে জ্যা-এর লম্ব-দূরত্ব যত বৃদ্ধি পাবে, জ্যা-টির দৈর্ঘ্য তত হ্রাস পাবে এবং উক্ত বিন্দু দিয়ে অপর যতগলি জ্যা অঙ্কন করা যায় তার মধ্যে উক্ত জ্যা-টির লম্ব-দুরত্বই বৃহত্তম হবে। অর্থাৎ, উক্ত জ্যা-টির লম্ব-দুরত্ব কেন্দ্র থেকে সর্বাধিক হবে। সুতরাং উক্ত জ্যা-টির দৈর্ঘ্যই ক্ষুদ্রতম হবে।
গাণিতিকভাবে, ধরি, O কেন্দ্রীয় বৃত্তের অভ্যন্তরে P যে-কোনাে একটি বিন্দু। O, P যুক্ত করা হল। OP-এর P বিন্দুতে লম্ব হয় এরূপ একটি সরলরেখাংশ CD অঙ্কন করি যা বৃত্তটিকে C ও D বিন্দুতে ছেদ করে। তাহলে, CD, P বিন্দুগামী একটি জ্যা।
ধরি, AB, P বিন্দুগামী অপর একটি জ্যা।।
প্রমাণ করতে হবে যে, CD জ্যাটিই ক্ষুদ্রতর।
অঙ্কন : \(O Q \perp A B\) অঙ্কন করি।
প্রমাণ : \(\angle O Q P\) = সমকোণ \([\because \mathrm{OQ} \perp \mathrm{AB}]\)
\(\therefore\) \(\triangle O P Q\)-এর \(\angle \mathrm{OQP}>\angle \mathrm{OPQ}\)
\(\Rightarrow \mathrm{OP}>\mathrm{OQ}\) [\(\therefore\) বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর]
অর্থাৎ, কেন্দ্র O থেকে CD জ্যাটির লম্ব-দূরত্ব AB জ্যাটির লম্ব-দূরত্ব অপেক্ষা বৃহত্তর। সুতরাং কেন্দ্র থেকে CD জ্যাটি দূরবর্তী। সুতরাং, CD জ্যাটি AB জ্যা-এর চেয়ে ক্ষুদ্রতর।
এভাবে, প্রমাণ করা যায় যে, P বিন্দু দিয়ে যত জ্যা-ই অঙ্কন করা যােক না কেন, তাদের সবগুলিই CD অপেক্ষা বৃহত্তর। সুতরাং CD-ই ক্ষুদ্রতম জ্যা। (প্রমাণিত)

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্ৰশ্ন (V.S.A.)

(A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q.)

(i) O কেন্দ্রীয় বৃত্তের \(AB\) ও \(CD\) জ্যা দুটির দৈর্ঘ্য সমান। \(\angle AOB=\) \(60^{\circ}\) হলে \(\angle\)COD-এর মান
(a) \(40^{\circ}\) (b) \(30^{\circ}\) (c) \(60^{\circ}\) (d) \(90^{\circ}\)

\(\angle A O B=60^{\circ}\) হলে \(\angle C O D=60^{\circ}\)
কারন একই বৃত্তের সমান দুটি জ্যা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে।
(c) \(60^{\circ}\)
Koshe Dekhi 3.2 Class 10 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২। | Ganit Prakash Chapter 3, Solution | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
(ii) একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা-এর দৈঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব
(a) 12.5 সেমি (b) 12 সেমি. (c) \(\sqrt{69}\)সেমি. (d) 24 সেমি.

ধরি, AB জ্যা-এর দৈর্ঘ্য 10 সেমি।
O বৃত্তের কেন্দ্র এবং \(\mathrm{OC} \perp \mathrm{AB}\)
\(\therefore\) নির্ণেয় দুরত্ব = \(\mathrm{OC}\)
প্রশ্নানুসারে, বৃত্তের ব্যাসার্ধ, OA = 13 সেমি।
এখন, OAC সমকোণী ত্রিভুজে,
\(\mathrm{OA}^{2}=\mathrm{OC}^{2}+\mathrm{AC}^{2}[\because \mathrm{OA}\) = অতিভুজ] \(\ldots\ldots\) (1)
এখন \(O C \perp A B\), C, AB-এর মধ্যবিন্দু।
\(\therefore\) \(\mathrm{AC}=\frac{1}{2} \mathrm{AB}=(\frac{1}{2} \times 10)\) সেমি = 5 সেমি
\(\therefore\) (1) থেকে পাই, \(13^{2}=O C^{2}+5^{2}[\because O A=13\) সেমি]।
বা, \(169=O C^{2}+25\)
বা,\(O C^{2}=169-25=144\) \(\therefore O C=\sqrt{144}=12\)
\(\therefore\) নির্ণেয় দূরত্ব = 12 সেমি। \(\therefore\) (b) উত্তরটি সঠিক।
(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। O বিন্দু থেকে AB জ্যা-এর দূরত্ব 4 সেমি. হলে, CD জ্যা-এর দূরত্ব
(a) 2 সেমি. (b) 4 সেমি. (c) 6 সেমি. (d) ৪ সেমি.

ধরি, O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। O বিন্দু থেকে AB ও CD-এর উপর যথাক্রমে OP ও OQ লম্ব।
\(\therefore\) O বিন্দু থেকে AB-এর দূরত্ব = OP এবং O বিন্দু থেকে CD-এর দূরত্ব = OQ
এখন AB-এর উপর OP লম্ব। \(\therefore\) P, AB-এর মধ্যবিন্দু।
\(\therefore\) \(\mathrm{BP}=\frac{1}{2} \times \mathrm{AB}\) \(\ldots\ldots\) (1)
আবার, CD-এর উপর OQ লম্ব। \(\therefore\) Q, CD-এর মধ্যবিন্দু।
\(\therefore C Q=\frac{1}{2} \times C D\) \(\ldots\ldots\)(2)
(I) ও (2) থেকে পাই, BP = CQ [ \(\therefore\) AB = CD প্রদত্ত]
এখন, OBP ও QCQ সমকোণী ত্রিভুজের মধ্যে
অতিভুজ OB = অতিভুজ \(\mathrm{OC}\) [\(\therefore\) একই বৃত্তের ব্যাসার্ধ)
BP = CQ এবং \(\angle \mathrm{OPB}=\angle \mathrm{OQC}\) [\(\because\) প্রত্যেকেই সমকোণ]
\(\therefore \triangle O B P\) \(\cong \Delta O C Q\)
\(\therefore\) OP = OQ
বা, \(4=\mathrm{OQ}\) [ \(\therefore\) OP = 4 সেমি]
\(\therefore\)\(\mathrm{OQ}=4\) সেমি।\(\therefore\) (b) উত্তরটি সঠিক।
(iv) AB ও CD দুটি সমান্তরাল জ্যা-এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি.। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি. হলে, জ্যা দুটির মধ্যে দূরত্ব
(a) 12 সেমি. (b) 16 সেমি. (C) 20 সেমি. (d) 5 সেমি.

ধরি, O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি সমান্তরাল জ্যা। O থেকে AB ও CD-এর উপর যথাক্রমে OP ও OQ লম্ব।
\(\because\) AB || CD, \(\therefore\) OP ও \(\mathrm{OQ}\) একই সরলরেখায় অবস্থিত।
\(\therefore\) জ্যা-দুটির মধ্যে দূরত্ব = OP + OQ \(\ldots\ldots\)(1)
প্রশ্নানুসারে, \(\mathrm{OA}=\mathrm{OC}\) = বৃত্তের ব্যাসার্ধ = 10 সেমি। এখন, \(O P \perp A B\),\ (\therefore\) P, AB-এর মধ্যবিন্দু। একইভাবে, Q, CD-এর মধ্যবিন্দু।
\(\therefore\) \(\mathrm{AP}=\frac{1}{2} \mathrm{AB}=\frac{1}{2} \times 16\) সেমি = 8সেমি।
আবার, \(\mathrm{CQ}=\frac{1}{2} \mathrm{CD}=\frac{1}{2} \times 16\) সেমি = 8সেমি
এখন, OAP সমকোণী ত্রিভুজে, \(\mathrm{OA}^{2}=\mathrm{OP}^{2}+\mathrm{AP}^{2}\)
বা, \((10)^{2}=O P^{2}+(8)^{2}\) [ \(\because\) AP = 8 সেমি এবং OA = 10 সেমি]
বা, \(100=O P^{2}+64\)
বা, \(\mathrm{OP}^{2}=100-64=36 \Rightarrow \mathrm{OP}=6 .\)
অনুরূপে OCQ সমকোণী ত্রিভুজে, \(\mathrm{OC}^{2}=\mathrm{OQ}^{2}+\mathrm{CQ}^{2}\)
বা, \((10)^{2}=\mathrm{OQ}^{2}+(8)^{2}\) [ \(\because\) OC = 10 সেমি এবং CQ = 8, সেমি]
বা, \(100=\mathrm{OQ}^{2}+64\)
বা, \(\mathrm{OQ}^{2}=100-64\)
বা, \(\mathrm{OQ}^{2}=36\)
বা, OQ = 6
(1) নং থেকে পাই, জ্যা-দুটির দুরত্ব = \(\mathrm{OP}+\mathrm{OQ}\) = 6 + 6 সেমি = 12 সেমি।
\(\therefore\) নির্ণেয় দূরত্ব = 12 সেমি।
(v) দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র O; একটি সরলরেখা একটি বৃত্তকে A ও B বিন্দুতে এবং অপর বৃত্তকে C ও D বিন্দুতে ছেদ করে। \(AC = 5\) সেমি. হলে \(BD\) -এর দৈর্ঘ্য(a) 2.5 সেমি. (b) 5 সেমি. (e) 10 সেমি (d) কোনোটিই নয়।

ধরি, \(\mathrm{O}\) সমকেন্দ্রীয় দুটি বৃত্তে AB সরলরেখাটি বড়াে বৃত্তটিকে A ও B বিন্দুতে এবং ছােটো বৃত্তটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে।
ধরি,\(\mathrm{OP} \perp \mathrm{CD}, \therefore \mathrm{OP} \perp \mathrm{AB}\) উভয়ের মধ্যবিন্দু।
\(\therefore\) PC = PD এবং PA = PB
এখন, BD = PB – PD [চিত্রানুসারে]
= PA – PC [ \(\because\) PB = PA এবং PD = PC]
= AC
= 5 সেমি [ \(\because\) AC = 5 সেমি প্রদত্ত]
\(\therefore\) BD-এর দৈর্ঘ্য = 5 সেমি, \(\therefore\) (b) উত্তরটি সঠিক।

B. সত্য / মিথ্যা লিখি

(i) তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়।
মিথ্যা,
কারণ দুটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়।
(ii) \(ABCDA\) ও \(ABCEA\) বৃত্ত দুটি একই বৃত্ত।
সত্য
(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB এবং AC জ্যা দুটি OA ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে \(\angle\)OAB = \(\angle\)OAC
মিথ্যা।

কারণ জ্যা দ্বয় সমান কিনা তা আমাদের অজানা।
Koshe Dekhi 3.2 Class 10 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২। | Ganit Prakash Chapter 3, Solution | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra

C. শূন্যস্থান পূরণ করি

(i) O কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1 : 1 হলে \(\angle POQ : \angle ROS\) = ________ ।

\(P Q: R S=1: 1\)
জ্যা দুটির দৈর্ঘ্য সমান,
আমরা জানি কোন বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে।
\(\therefore \angle P O Q: \angle R O S=1: 1\)
(ii) বৃত্তের কোনো জ্যা-এর লম্বসমদ্বিখণ্ডক ওই বৃত্তের ________।
কেন্দ্রগামী

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্ৰশ্ন (S.A.) :

17.

(i) 10 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা-এর দৈর্ঘ্য 12 সেমি.। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি।

ধরি, P ও Q বৃত্ত দুটির কেন্দ্র এবং CD এদের সাধারণ জ্যা। ধরি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব PQ, CD-কে O বিন্দুতে ছেদ করেছে।
\(\therefore \mathrm{O}, \mathrm{CD}\) এর মধ্যবিন্দু \([\because \mathrm{PO} \perp \mathrm{CD}]\)
\(\therefore C O=\frac{1}{2} C D=(\frac{1}{2} \times 12)\) সেমি (\(\because \mathrm{CD}=12\) সেমি) = 6 সেমি
প্রশ্নানুসারে, CP = 10 সেমি।
এখন, POC সমকোণী ত্রিভুজে, \(\mathrm{CP}^{2}=\mathrm{OC}^{2}+\mathrm{OP}^{2}\)
বা, \((10)^{2}=(6)^{2}+\mathrm{OP}^{2}\)[\(\therefore\) CP = 10 সেমি, OC = 6 সেমি]
বা, \(100=36+\mathrm{OP}^{2}\)
বা, \(\mathrm{OP}^{2}=100-36\)
বা, \(\mathrm{OP}^{2}=64\)
বা, \(O P=\sqrt{64}\)
বা, OP = 8
\(\therefore P Q=2 \times O P\) [ \(\because\) OP = OQ] = \(( 2 \times 8)\) সেমি = 16 সেমি।
\(\therefore\) বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি।
Koshe Dekhi 3.2 Class 10 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২। | Ganit Prakash Chapter 3, Solution | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
(ii) 5 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে AB এবং AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত। \(AB = AC = 6\) সেমি. হলে, BC জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় করি।

ধরি, O বৃত্তের কেন্দ্র। O, A যুক্ত করি। ধরি, OA, BC-কে D বিন্দুতে ছেদ করেছে।
এখন, \(\triangle \mathrm{BOD}\) ও \(\Delta \mathrm{COD}\)-এর মধ্যে OB = OC [ \(\therefore\) একই বৃত্তের ব্যাসার্ধ]
\(\angle B O D=\angle C O D\) [\(\therefore\) সমান সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে ] এবং OD সাধারণ বাহু।
\(\therefore\) \(\triangle \mathrm{BOD} \cong \triangle \mathrm{COD}\)
(S-A-S শর্তানুসারে)
\(\therefore\) BD = CD,
\(\therefore\) D, BC-এর মধ্যবিন্দু। \(\therefore\) \(\mathrm{OD} \perp \mathrm{BC}\).
\(\therefore\) BOD সমকোণী ত্রিভুজ। \(\therefore \mathrm{OB}^{2}=\mathrm{BD}^{2}+\mathrm{OD}^{2}\)
বা, \((5)^{2}=B D^{2}+O D^{2}\)
বা, \(25=B D^{2}+O D^{2}\) \(\ldots\ldots\) (1)
আবার ABD সমকোণী ত্রিভুজে,\(\mathrm{AB}^{2}=\mathrm{BD}^{2}+\mathrm{AD}^{2}\)
বা, \((6)^{2}=B D^{2}+A D^{2}\)
বা, \(36=B D^{2}+A D^{2}\) \(\ldots\ldots\) (2)
\(\therefore\) (2) থেকে (1) বিয়ােগ করে পাই,
\(\mathrm{AD}^{2}-\mathrm{OD}^{2}=36-25=11\)
বা\((\mathrm{AD}+\mathrm{OD})(\mathrm{AD}-\mathrm{OD})=11\)
বা, \(\mathrm{OA}(\mathrm{AD}-\mathrm{OD})=11\)
বা, \(5(\mathrm{AD}-\mathrm{OD})=11\)
বা, \(\mathrm{AD}-\mathrm{OD}=\frac{11}{5}\) \(\ldots\ldots\) (3)
আবার, \(\mathrm{AD}+\mathrm{OD}=5\)\(\ldots\ldots\) (4)
এখন (3) ও (4) যােগ করে পাই,
\(2 \mathrm{AD}=\frac{11}{5}+5 =\frac{11+25}{5}=\frac{36}{5}\)
বা, \(A O=\frac{36}{5} \times \frac{1}{2}\)
বা, \(2 \mathrm{AD}=\frac{36}{5}\)
বা, \(\mathrm{AD}=\frac{18}{5}\)
\(\therefore\) ABD সমকোণী ত্রিভুজ থেকে পাই, \(A B^{2}=B D^{2}+A D^{2}\)
বা, \((6)^{2}=B D^{2}+\left(\frac{18}{5}\right)^{2}\)
বা, \(36=\mathrm{BD}^{2}+\frac{324}{25}\)
বা, \(\mathrm{BD}^{2}=36-\frac{324}{25}\)
বা, \(\mathrm{BD}^{2}=\frac{900-324}{25}\)
বা, \(\mathrm{BD}=\sqrt{\frac{576}{25}}=\frac{24}{5}\)
\(\therefore B C=2 \times B D\) [ \(\therefore\) D, BC-এর মধ্যবিন্দু]
\(=2 \times \frac{24}{5}\) সেমি \(=\frac{48}{5}\) সেমি \(=9.6\)
\(\therefore\) BC জ্যা-এর দৈর্ঘ্য = 9.6 সেমি।
(iii) O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। \(\angle\)AOB = \(60^{\circ}\) এবং CD = 6 সেমি. হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি।

\(\triangle \mathrm{AOB}\)-এ OA = OB [একই বৃত্তের ব্যাসার্ধ]
\(\therefore\) \(\angle OAB \) = \(\angle OBA \)
এখন, \(\angle AOB \) + \(\angle OAB \) + \(\angle OBA \) = 180°
বা, 60° + \(\angle OAB \) + \(\angle OAB \) = 180° [\(\therefore\)\(\angle OBA \) = \(\angle \mathrm{OAB}\)]
বা, \(2 \angle \mathrm{OAB}=120^{\circ}\)
বা, \(\angle O A B=\frac{120^{\circ}}{2}\)
বা, \(\angle \mathrm{OAB}=60^{\circ}\)
\(\therefore \triangle \mathrm{OAB}\)-এর \(\angle \mathrm{OAB}=\angle \mathrm{OBA}=\angle \mathrm{AOB}=60^{\circ}\)
\(\therefore \triangle \mathrm{AOB}\) সমবাহু। \(\therefore \mathrm{OA}=\mathrm{OB}=\mathrm{AB}\)
কিন্তু \(A B=C D=6\)সেমি। \(\therefore \mathrm{OA}=\mathrm{OB}=6\) সেমি।
\(\therefore\) বৃত্তটির ব্যাসার্ধ = 6 সেমি।
(iv) O কেন্দ্রীয় বৃত্তের ভিতর P যে-কোনো একটি বিন্দু। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি. এবং OP = 3 সেমি. হলে, P বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যুনতম তা নির্ণয় করি।

ধরি, O কেন্দ্রীয় বৃত্তে P বিন্দুগামী জ্যা AB. O, P যুক্ত করি।
প্রশ্নানুসারে, OA = 5 সেমি। OP = 3 সেমি।
এখন, AB-এর দৈর্ঘ্য ন্যূনতম হবে যদি OP, AB-এর উপর লম্ব হয় ।
\(\therefore\) \(\Delta \mathrm{OAP}\) একটি সমকোণী ত্রিভুজ।
\(\therefore \mathrm{OA}^{2}=\mathrm{AP}^{2}+\mathrm{OP}^{2}\)
বা, \((5)^{2}=A P^{2}+(3)^{2}\) \([\because OA=5 \mathrm{~cm}, O P=3 \mathrm{~cm}]\)
বা, \(25=\mathrm{AP}^{2}+9\)
বা, \(\mathrm{AP}^{2}=25-9\)
বা, \(\mathrm{AP}^{2}=16\)
বা, \(\mathrm{AP}=\sqrt{16}=4\) .
আবার, \(\because \mathrm{OP} \perp \mathrm{AB}\) \(\therefore \mathrm{P}, \mathrm{AB}\)-এর মধ্যবিন্দু ।
\(\therefore \mathrm{AB}=2 \times \mathrm{AP}=2 \times 4\) সেমি = 8 সেমি।
\(\therefore\) P বিন্দুগামী যে জ্যা-টির দৈর্ঘ্য ন্যূনতম সেটির দৈর্ঘ্য 8 সেমি।
(v) P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত A ও B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ-এর সমান্তরাল সরলরেখা বৃত্তদুটিকে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করে। PQ = 5 সেমি. হলে, CD-এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করি।

ধরি, PM \(\perp\) CD এবং \(\mathrm{QN} \perp \mathrm{CD}\)
\(\because \mathrm{PQ}|| \mathrm{CD}\), \(\therefore \mathrm{PQ}=\mathrm{MN}\) এখন PQ= 5 সেমি
\(\therefore\) MN = 5 সেমি
এখন , \(\mathrm{MN}=\mathrm{AM}+\mathrm{AN}\)
বা, \(\mathrm{MN}=\frac{1}{2} \mathrm{AC}+\frac{1}{2} \mathrm{AD}\) \(\left[\because \mathrm{PM} \perp \mathrm{AC} \Rightarrow \mathrm{AM}=\frac{1}{2} \mathrm{AC}\right.\) এবং
\(\mathrm{QN} \perp \mathrm{AD} \Rightarrow\) \(\left.\mathrm{AN}=\frac{1}{2} \mathrm{AD} .\right]\)
বা, \(\mathrm{MN}=\frac{1}{2}(\mathrm{AC}+\mathrm{AD})\)
বা, \(5=\frac{1}{2} \times \mathrm{CD}\) \([\because \mathrm{AC}+\mathrm{AD}=\mathrm{CD}]\)
বা, \(\mathrm{CD}=5 \times 2=10\)
\(\therefore\) CD জ্যা-এর দৈর্ঘ্য = 10 সেমি।
Koshe Dekhi 3.2 Class 10 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২। | Ganit Prakash Chapter 3, Solution | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version