Math Solution Of Chapter 22 | Koshe Dekhi 22 Class 10|পিথাগোরাসের উপপাদ্য কষে দেখি ২২ ক্লাস ১০ সমাধান | গণিত প্রকাশ দশম শ্রেণি (ক্লাস ১০) | WBBSE Madhyamik Ganit Prakash Class 10(Ten) (X) Math Solution Of Chapter 22 | WB Board Class 10

Share this page using :

Koshe Dekhi 22 Class 10 Math Solution | পিথাগোরাসের উপপাদ্য কষে দেখি ২২ | কষে দেখি 22 ক্লাস 10
কষে দেখি - 22

Koshe Dekhi 22 Class 10 Math Solution | পিথাগোরাসের উপপাদ্য কষে দেখি ২২ | কষে দেখি 22 ক্লাস 10
আজই Install করুন Chatra Mitra Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
1. যদি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নিম্নরূপ হয়, তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে হিসাব করে লিখি :
(i) 8 সেমি, 15 সেমি ও 17 সেমি (ii) 9 সেমি, 11 সেমি ও 6 সেমি।
(a) \(\because 8^{2}+15^{2}=17^{2}\) বা, \(64+225=289\)
\(\therefore\) প্রদত্ত বাহু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী হবে।
(b)\(\because 9^{2}+6^{2} \neq 11^{2}\) বা, \(81+36 \neq 121\)
\(\therefore\) প্রদত্ত বাহু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী হবে না।
2. আমাদের পাড়ার রাস্তায় একটি 15 মিটার লম্বা মই এমনভাবে রাখা আছে যে মইটি ভূমি থেকে 9 মিটার উঁচুতে অবস্থিত মিলিদের জানালা স্পর্শ করেছে। এবার ওই রাস্তার একই বিন্দুতে মইটির পাদদেশ রেখে মইটিকে ঘুরিয়ে এমনভাবে রাখা হল যে মইটি রাস্তার অপর প্রান্তে অবস্থিত আমাদের জানালা স্পর্শ করল। আমাদের জানালা যদি ভূমি থেকে 12 মিটার উপরে থাকে, তবে পাড়ার ওই রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি।

ধরি, রাস্তার O বিন্দুতে মইটি এমনভাবে রাখা আছে যে, সেটি B বিন্দুতে অবস্থিত পূজাদের জানালাটিকে স্পর্শ করে।
আবার, মইটির গােড়া O বিন্দুতে স্থির রেখে ঘুরিয়ে ধরলে সেটি A বিন্দুতে অবস্থিত লক্ষ্মীদের জানালাটিকে ঠিক স্পর্শ করে।
আমাদেরকে রাস্তার প্রশস্থতা, অর্থাৎ DC নির্ণয় করতে হবে।
এখন, BOD সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(O B^{2}=B D^{2}+O D^{2} \ldots \ldots(1)\)
আবার, AOC সমকোণী ত্রিভুজ থেকে পাই, \(\mathrm{OA}^{2}=\mathrm{AC}^{2}+\mathrm{OC}^{2}\)
বা, \(\mathrm{OB}^{2}=\mathrm{AC}^{2}+\mathrm{OC}^{2} \ldots \ldots\) (2) [\(\because\) OA = OB = মইয়ের দৈর্ঘ্য]
তাহলে, (1) ও (2) থেকে পাই, \(\mathrm{BD}^{2}+\mathrm{OD}^{2}=\mathrm{AC}^{2}+\mathrm{OC}^{2}\)
বা, \(9^{2}+O D^{2}=(12)^{2}+O C^{2}\)
বা, \(O D^{2}-O C^{2}=144-81\)
বা, \((O D+O C)(O D-O C)=63\)
বা,\(\mathrm{DC}(\mathrm{OD}-\mathrm{OC})=63\)
বা, \(\mathrm{DC}=\frac{63}{\mathrm{OD}-\mathrm{OC}} \cdots \cdots \cdots \cdots\)(3)
এখন (1) থেকে পাই,\(\mathrm{OB}^{2}=9^{2}+\mathrm{OD}^{2}[\because \mathrm{BD}=9\) মি]
বা, \((15)^{2}=9^{2}+O D^{2}\) [\(\because\) মইয়ের দৈর্ঘ্য OB = 15 মি]
বা, \(\mathrm{OD}^{2}=225-81\)
বা, \(\mathrm{OD}^{2}\) = 144
বা, \(O D=\sqrt{144}=12\)
(2) থেকে পাই, \(O B^{2}=A C^{2}+O C^{2}\)
বা,\((15)^{2}=(12)^{2}+\mathrm{OC}^{2}\)
বা, \(225=144+\mathrm{OC}^{2}\)
বা, \(\mathrm{OC}^{2}=225-144\)
বা, \(\mathrm{OC}^{2}=81\)
বা, \(O C=\sqrt{81}\)
বা, \(\mathrm{OC}=9\)
\(\therefore\) (3) থেকে পাই,
\(D C=\frac{63}{12-9}=\frac{63}{3}=21[\because O D=12 ; O C=9]\)
\(\therefore\) রাস্তাটির প্রশস্থতা = 21 মিটার।
3. 10 সেমি বাহুবিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

ধরি, ABCD রম্বসের কর্ণদ্বয় AC ও BD পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে এবং AC কর্ণের দৈর্ঘ্য 12 সেমি।
আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
\(\therefore \mathrm{AO}=\frac{1}{2} \mathrm{AC}=\frac{1}{2} \times 12\) সেমি \(=6\) সেমি
প্রশ্নানুসারে, AB = 10 সেমি।
এখন, সমকোণী ত্রিভুজ AOB থেকে পাই, \(\mathrm{AB}^{2}=\mathrm{AO}^{2}+\mathrm{BO}^{2}\)
বা,\((10)^{2}=6^{2}+\mathrm{BO}^{2}\)
বা, \(100=36+\mathrm{BO}^{2}\)
বা, \(\mathrm{BO}^{2}=100-36=64\)
বা, \(\mathrm{BO}=\sqrt{64}=8\)
\(\therefore\) \(BD = 2BO = 2 \times 8\) সেমি = 16 সেমি।
\(\therefore\) অপর কর্ণের দৈর্ঘ্য = 16 সেমি।
4. একটি ত্রিভুজ, PQR অঙ্কন করেছি যার \(\angle Q\) সমকোণ। QR বাহুর উপর S যে-কোনো একটি বিন্দু হলে, প্রমাণ করি যে, \({\rm{P}}{{\rm{S}}^2} + {\rm{Q}}{{\rm{R}}^2} = {\rm{P}}{{\rm{R}}^2} + {\rm{Q}}{{\rm{S}}^2}\)

সমাধান : PQR একটি ত্রিভুজ, যার \(\angle\) Q সমকোণ। QR এর উপর S যে-কোনো একটি বিন্দু প্রমান
করো যে, \({\rm{S}}{{\rm{P}}^2} + {\rm{Q}}{{\rm{R}}^2} = {\rm{P}}{{\rm{R}}^2} + {\rm{Q}}{{\rm{S}}^2}\)
প্রমাণ : চিত্রানুসারে, \(\Delta PQS\) ও \(\Delta PQR\) দুটি সমকোণী ত্রিভুজ।
এবং \({\rm{P}}{{\rm{R}}^2} = {\rm{P}}{{\rm{Q}}^2} + {\rm{Q}}{{\rm{R}}^2}\) এবং \(P S^{2}=P Q^{2}+Q S^{2}\) . . . (i)
বা, \({\rm{Q}}{{\rm{R}}^2} = {\rm{P}}{{\rm{R}}^2} - {\rm{P}}{{\rm{Q}}^2}\) . . . (ii)
এখন, \(P{S^2} + Q{R^2} = P{Q^2} + Q{S^2} + P{R^2} - P{Q^2}\)
\(\therefore {\rm{P}}{{\rm{S}}^2} + {\rm{O}}{{\rm{R}}^2} = {\rm{P}}{{\rm{R}}^2} + {\rm{Q}}{{\rm{S}}^2}\) (প্রমাণিত)
5. প্ৰমাণ করি, যে-কোনো রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান হবে।

সমাধান ও মনে করি, \(ABCD\) একটি রম্বস।
রম্বসের কর্ণ দুটি \(AC\) ও \(BD\) পরস্পরকে \(O\) বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে যে, \(A B^{2}+B C^{2}+C D^{2}+D A^{2}=A C^{2}+B D^{2}\).
প্রমাণ : রম্বসের কর্ণদ্বয় \(O\) বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
\(\therefore \angle A O B=\angle B O C=\angle C O D=\angle A O D=90^{\circ}\)
এবং \(O A=\frac{1}{2} A C, O B=\frac{1}{2} B D\)
এখন, \(AOB\) সমকোণী ত্রিভুজের \(\angle A O B=90^{\circ}\)
এবং \(AB\) অতিভুজ।
\(\therefore A B^{2}=O A^{2}+O B^{2}\) [পিথাগােরাসের উপপাদ্য অনুসারে]
\(=\left(\frac{1}{2} A C\right)^{2}+\left(\frac{1}{2} B D\right)^{2}=\frac{1}{4} A C^{2}+\frac{1}{4} B D^{2}\)
\(=\frac{1}{4}\left(A C^{2}+B D^{2}\right)\)
\(\therefore 4 A B^{2}=A C^{2}+B D^{2}\ldots(i)\)
অনুরূপভাবে পাওয়া যায়,
\(4 B C^{2}=A C^{2}+B D^{2}\ldots(ii)\)
\(4 C D^{2}=A C^{2}+B D^{2}\ldots(iii)\)
\(4 A D^{2}=A C^{2}+B D^{2}\ldots(iv)\)
(i), (ii), (iii) এবং (iv) যােগ করে পাই,
\(4 A B^{2}+4 B C^{2}+4 C D^{2}+4 A D^{2}=4 A C^{2}+4 B D^{2}\)
বা, \(4\left(A B^{2}+B C^{2}+C D^{2}+A D^{2}\right)=4\left(A C^{2}+B D^{2}\right)\)
\(\therefore A B^{2}+B C^{2}+C D^{2}+A D^{2}=A C^{2}+B D^{2}\). (প্রমাণিত)
[দ্রষ্টব্য : \(ABCD\) একটি রম্বস, প্রমাণ করাে যে, \(A C^{2}+B D^{2}=4 A B^{2}\)। উপরের পদ্ধতি অনুসরণ করে পাওয়া যায়,
\(A B^{2}+B C^{2}+C D^{2}+A D^{2}=A C^{2}+B D^{2}\)
\(\because ABCD\) একটি রম্বস, \(\therefore AB = BC = CD = AD \)
\(\therefore A B^{2}+A B^{2}+A B^{2}+A B^{2}=A C^{2}+B D^{2}\)
\(\therefore 4 A B^{2}=A C^{2}+B D^{2}\)
অতএব, \(A C^{2}+B D^{2}=4 A B^{2}\). (প্রমাণিত)]
6. ABC একটি সমবাহু ত্রিভুজ। AD, BC বাহুর উপর লম্ব হলে, প্রমাণ করে যে \(A{B^2} + B{C^2} + C{A^2} = 4A{D^2}\),

\(\triangle ABC \) সমবাহু এবং AD \(\perp\) BC, \(\therefore\) D, BC-এর মধ্যবিন্দু।
\(\therefore\) BD = CD
এখন, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই,
\(\mathrm{AB}^{2}=\mathrm{AD}^{2}+\mathrm{BD}^{2} \ldots \ldots\) (1)
আবার, সমকোণী ত্রিভুজ ACD থেকে পাই,
\(\mathrm{AC}^{2}=\mathrm{AD}^{2}+\mathrm{CD}^{2} \ldots \ldots \ldots \ldots\) (2)
তাহলে, (1) ও (2) যােগ করে পাই,
\(\mathrm{AB}^{2}+\mathrm{AC}^{2}=2 \mathrm{AD}^{2}+\mathrm{BD}^{2}+\mathrm{CD}^{2}\)
বা, \(\mathrm{AB}^{2}+\mathrm{AC}^{2}=2 \mathrm{AD}^{2}+\left(\frac{1}{2} \mathrm{BC}\right)^{2}+\left(\frac{1}{2} \mathrm{BC}\right)^{2}\) [\(\because\) D, BC-এর মধ্যবিন্দু]
বা, \(\mathrm{AB}^{2}+\mathrm{AC}^{2}=2 \mathrm{AD}^{2}+\frac{1}{2} \mathrm{BC}^{2}\)
বা, \(\mathrm{AB}^{2}+\mathrm{AC}^{2}=\frac{1}{2}\left(4 \mathrm{AD}^{2}+\mathrm{BC}^{2}\right)\)
বা, \(2 \mathrm{AB}^{2}+2 \mathrm{AC}^{2}=4 \mathrm{AD}^{2}+\mathrm{BC}^{2}\)
বা, \(2 \mathrm{AB}^{2}+\mathrm{AC}^{2}+\mathrm{AC}^{2}=4 \mathrm{AD}^{2}+\mathrm{AB}^{2}\left[\because \mathrm{BC}^{2}=\mathrm{AB}^{2}\right]\)
বা, \(2 \mathrm{AB}^{2}-\mathrm{AB}^{2}+\mathrm{BC}^{2}+\mathrm{AC}^{2}=4 \mathrm{AD}^{2}[\because \mathrm{AC}=\mathrm{BC}]\)
বা, \(A B^{2}+B C^{2}+C A^{2}=4 A D^{2}\)
\(\therefore\) \(\mathrm{AB}^{2}+\mathrm{BC}^{2}+\mathrm{CA}^{2}=4 \mathrm{AD}^{2}\) (প্রমাণিত)
7. একটি সমকোণী ত্রিভুজ ABC অঙ্কন করলাম যার \(\angle\) A সমকোণ। AB ও AC বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে P ও Q নিলাম। \(P, Q; B, Q\) ও \(C, P\) যুক্ত করে, প্রমাণ করি যে, \(\mathrm{BQ}^{2}+\mathrm{PC}^{2}=\mathrm{BC}^{2}+\mathrm{PQ}^{2}\)

\(\Delta ABC\)-এর \(\angle A\) সমকোণ,
\(\therefore\) \(\Delta PAQ\) একটি সমকোণী ত্রিভুজ।
\(\therefore\) এর থেকে পাই, \(\mathrm{AP}^{2}+\mathrm{AQ}^{2}=\mathrm{PQ}^{2} \ldots \ldots \ldots\) (1)
আবার, সমকোণী ত্রিভুজ APC থেকে পাই,
\(\mathrm{AP}^{2}+\mathrm{AC}^{2}=\mathrm{PC}^{2} \ldots \ldots \ldots \ldots \ldots \ldots \ldots \ldots \ldots\) (2)
আবার, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই,
\(A B^{2}+A C^{2}=B C^{2} \ldots \ldots \ldots \ldots \ldots \ldots \ldots \ldots\) (3)
আবার, সমকোণী ত্রিভুজ ABQ থেকে পাই,
\(\mathrm{AB}^{2}+\mathrm{AQ}^{2}=\mathrm{BQ}^{2} \ldots \ldots \ldots \ldots\) (4)
এখন, (2) ও (4) যােগ করে পাই,
\(\mathrm{BQ}^{2}+\mathrm{PC}^{2}=\mathrm{AB}^{2}+\mathrm{AQ}^{2}+\mathrm{AP}^{2}+\mathrm{AC}^{2}\)
\(=A B^{2}+A C^{2}+A P^{2}+A Q^{2}=B C^{2}+P Q^{2} [(3)\) ও (1) থেকে]
\(\therefore\mathrm{BQ}^{2}+\mathrm{PC}^{2}=\mathrm{BC}^{2}+\mathrm{PQ}^{2}\) (প্রমাণিত)
8. ABCD চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, প্রমাণ করে যে, \(A{B^2} + C{D^2} = B{C^2} + D{A^2}\)

ধরি, ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে লম্বভাবে ছেদ করে।
\(\therefore\) \(\angle AOB \) = \(\angle BOC\) = \(\angle COD \) = \(\angle DOA \) = 1 সমকোণ।
এখন, AOB সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\mathrm{AB}^{2}=\mathrm{AO}^{2}+\mathrm{BO}^{2} \ldots \ldots \ldots \) (1)
সমকোণী ত্রিভুজ COD থেকে পাই,
\(\mathrm{CD}^{2}=\mathrm{CO}^{2}+\mathrm{DO}^{2} \ldots \ldots \ldots\) (2)
অনুরূপভাবে, \(\mathrm{BC}^{2}=\mathrm{BO}^{2}+\mathrm{CO}^{2}\) [সমকোণী ত্রিভুজ BOC থেকে] \(\ldots\ldots\) (3)
এবং \(\mathrm{DA}^{2}=\mathrm{AO}^{2}+\mathrm{DO}^{2}\) [সমকোণী ত্রিভুজ AOD থেকে ] \(\ldots\ldots\) (4)
এখন, (1) ও (2) যােগ করে পাই,
\(\mathrm{AB}^{2}+\mathrm{CD}^{2}=\mathrm{AO}^{2}+\mathrm{BO}^{2}+\mathrm{CO}^{2}+\mathrm{DO}^{2}\)
\( =\left(\mathrm{AO}^{2}+\mathrm{DO}^{2}\right)+\left(\mathrm{BO}^{2}+\mathrm{CO}^{2}\right)\)
\(=\mathrm{DA}^{2}+\mathrm{BC}^{2}\) [(4) ও (3) থেকে]
\(\therefore\) \(\mathrm{AB}^{2}+\mathrm{CD}^{2}=\mathrm{BC}^{2}+\mathrm{DA}^{2}\) (প্রমাণিত)
Koshe Dekhi 22 Class 10 Math Solution | পিথাগোরাসের উপপাদ্য কষে দেখি ২২ | কষে দেখি 22 ক্লাস 10
আজই Install করুন Chatra Mitra Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
9. একটি ত্রিভুজ ABC অঙ্কন করেছি যার উচ্চতা \(AD ; AB > AC\) হলে প্রমাণ করি যে, \(A{B^2} - A{C^2} = B{D^2} - C{D^2}\)

সমাধান : প্রমাণ : \(\therefore\) ABC -এর AD উচ্চতা
\(\therefore AD \bot BC\)
সুতরাং, \(\triangle \)ABD ও \(\triangle \)ADC প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ।
\(\therefore A{B^2} = A{D^2} + B{D^2}\) . . . (i)
এবং \(A{C^2} = A{D^2} + C{D^2}\) . . . (ii)
(i)-(ii) করে পাই, এখন, \(A{B^2} - A{C^2} = A{D^2} + B{D^2} - A{D^2} - C{D^2}\)
\(= B{D^2} - CD^2\)
\(\therefore A{B^2} - A{C^2} = B{D^2} - C{D^2}\) (প্রমাণিত)
10. \(\triangle \mathrm{ABC}\) এর শীর্ষবিন্দু B ও C থেকে \(AC\) ও \(AB (AC > AB)\) বাহুদুটির উপর দুটি লম্ব অঙ্কন করেছি যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, \(A C^{2}+B P^{2}=A B^{2}+C P^{2}\)

সমাধান : মনেকরি, বর্ধিত BP এবং CP যথাক্রমে AC ও AB কে E ও F বিন্দুতে ছেদ করে
যেহেতু AFPE চতুর্ভূজটির বিপরীত কোণদ্বয় \(\angle AEP = {90^\circ } = \angle AFP\)
সুতরাং চতুর্ভূজটির বৃত্তস্থ আয়তক্ষেত্র যাহার AE = FP এবং PE = AF……(i)
আবার, \(\triangle \)CPE ও \(\triangle \)BFP –এর
(i) \(\angle\) CPE = বিপ্রতীপ \(\angle BPE\)
(ii) \({ \angle CEP = 90^\circ } = \angle BPE\)
সুতরাং \(\triangle\) CPE ও \(\triangle\) BPE ত্রিভুদ্বয় সদৃশকোনী
সুতরাং \(\frac{{BF}}{{CE}} = \frac{{BP}}{{CP}} = \frac{{FP}}{{PE}}\)......(ii)
সুতরাং \(A{C^2} + B{P^2} = A{F^2} + F{C^2} + B{P^2}\)
\( = P{E^2} + {(FP + PC)^2} + B{P^2}\) [(i) নং থেকে]
\( = P{E^2} + B{P^2} + F{P^2} + P{C^2} + 2FP.PC\)
\( = P{E^2} + B{P^2} + F{P^2} + P{C^2} + 2BP \cdot PE\) [(ii) নং থেকে]
\( = {(PE + BP)^2} + F{P^2} + P{C^2}\) [(i) নং থেকে]
\( = B{E^2} + A{E^2} + P{C^2} = A{B^2} + P{C^2}\) (প্রমাণিত)
11. ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার \(\angle\) C সমকোণ। D, AB এর উপর যে -কোনো একটি বিন্দু হলে, প্রমান করি যে, \(A{D^2} + D{B^2} = 2C{D^2}\)

ধরি, ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের \(\angle C\) = সমকোণ, যার AC= BC, D, AB-এর ওপর একটি বিন্দু।
প্রমাণ করতে হবে যে, \(\mathrm{AD}^{2}+\mathrm{DB}^{2}=2 \mathrm{CD}^{2}\)
অঙ্কন : CE \(\perp\) AB আঁকি।
প্রমাণ : ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\mathrm{AB}^{2}=\mathrm{AC}^{2}+\mathrm{BC}^{2}=\mathrm{AC}^{2}+\mathrm{AC}^{2}[\because \mathrm{BC}=\mathrm{AC}]=2 \mathrm{AC}^{2}\)
বা, \((\mathrm{AD}+\mathrm{BD})^{2}=2 \mathrm{AC}^{2}\)
বা, \(\mathrm{AD}^{2}+\mathrm{BD}^{2}+2 \mathrm{AD} \cdot \mathrm{BD}=2 \mathrm{AC}^{2}\)
বা, \(\mathrm{AD}^{2}+\mathrm{BD}^{2}=2 \mathrm{AC}^{2}-2 \mathrm{AD} \cdot \mathrm{BD}\)
\(=2 \mathrm{AC}^{2}-2(\mathrm{AE}-\mathrm{DE})(\mathrm{BE}+\mathrm{DE})\)
\(=2 \mathrm{AC}^{2}-2(\mathrm{AE}-\mathrm{DE})(\mathrm{AE}+\mathrm{DE})[\because \mathrm{BE}=\mathrm{AE}\), কারণ, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব অতিভুজকে সমদ্বিখণ্ডিত করে।]
\(=2 \mathrm{AC}^{2}-2\left(\mathrm{AE}^{2}-\mathrm{DE}^{2}\right)=2 \mathrm{AC}^{2}-2 \mathrm{AE}^{2}+2 \mathrm{DE}^{2}\)
\(=2\left(\mathrm{AC}^{2}-\mathrm{AE}^{2}\right)+2 \mathrm{DE}^{2}=2 \mathrm{CE}^{2}+2 \mathrm{DE}^{2}\left[\because \mathrm{AC}^{2}=\mathrm{AE}^{2}+\mathrm{CE}^{2}\right]\)
\(=2\left(\mathrm{CE}^{2}+\mathrm{DE}^{2}\right)=2 \mathrm{CD}^{2}\) [ সমকোণী ত্রিভুজ CED থেকে পীথাগােরাসের উপপাদ্য অনুসারে]
\(\therefore\) \(\mathrm{AD}^{2}+\mathrm{BD}^{2}=2 \mathrm{CD}^{2}\) (প্রমাণিত)
12. ABC ত্রিভুজের \(\angle\) A সমকোণ। CD মাধ্যমা হলে, প্রমাণ করি যে, \(B{C^2} = C{D^2} + 3A{D^2}\)

ধরি, \(\Delta ABC\)-এর \(\angle A\) = 90°, CD একটি মধ্যমা,
\(\therefore\) AD = \(\frac{1}{2}\)AB
বা, AB = 2AD
প্রমাণ করতে হবে যে, \(B C^{2}=C D^{2}+3 A D^{2}\)
প্রমাণ : সমকোণী ত্রিভুজ ABC থেকে পীথাগােরাসের উপপাদ্য অনুসারে পাই, \(\mathrm{BC}^{2}=\mathrm{AC}^{2}+\mathrm{AB}^{2} \ldots \ldots \ldots\) (1)
\(=\mathrm{AC}^{2}+(2 \mathrm{AD})^{2}[\because \mathrm{AB}=2 \mathrm{AD}]\)
\(=A C^{2}+4 A D^{2}=\left(A C^{2}+A D^{2}\right)+3 A D^{2}\)
\(=C D^{2}+3 A D^{2}\) [\(\because\) সমকোণী ত্রিভুজ’ ACD থেকে পাই, \(\mathrm{AC}^{2}+\mathrm{AD}^{2}=\left.C D^{2}\right]\)
\(\therefore \mathrm{BC}^{2}=\mathrm{CD}^{2}+3 \mathrm{AD}^{2}\) (প্রমাণিত)
13. ABC ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু O থেকে \(BC, CA\) ও \(AB\) বাহুর উপর যথাক্রমে \(OX, OY,\) ও \( OZ,\) লম্ব অঙ্কন করেছি। করি যে, \(\mathrm{AZ}^{2}+\mathrm{BX}^{2}+\mathrm{CY}^{2}=\mathrm{AY}^{2}+\mathrm{CX}^{2}+\mathrm{BZ}^{2}\)

ধরি, \(\Delta ABC\)-এর অভ্যন্তরে O একটি বিন্দু। O বিন্দু থেকে BC, CA ও AB বাহুর ওপর অঙ্কিত লম্বত্রয় হল যথাক্রমে OX, OY ও OZ।
প্রমাণ করতে হবে যে,
\(A Z^{2}+B X^{2}+C Y^{2}=A Y^{2}+C X^{2}+B Z^{2}\)
প্রমাণ : সমকোণী ত্রিভুজ AOZ থেকে পীথাগােরাসের উপপাদ্য অনুসারে পাই, \(\mathrm{OA}^{2}=\mathrm{AZ}^{2}+\mathrm{OZ}^{2}\)
বা, \(A Z^{2}=O A^{2}-O Z^{2}\) \(\ldots\ldots\) (1)
অনুরূপভাবে, \(B X^{2}=O B^{2}-O X^{2}\) \(\ldots\ldots\) (2) এবং
\(\mathrm{CY}^{2}=\mathrm{OC}^{2}-\mathrm{OY}^{2} \ldots \ldots \ldots \ldots\) (3)
এখন, (1), (2) ও (3) যােগ করে পাই,
\(A Z^{2}+B X^{2}+C Y^{2}\)
\(=\left(\mathrm{OA}^{2}+\mathrm{OB}^{2}+\mathrm{OC}^{2}\right)-\left(\mathrm{OZ}^{2}+\mathrm{OX}^{2}+\mathrm{OY}^{2}\right)\)
\(=\left(\mathrm{OA}^{2}-\mathrm{OY}^{2}\right)+\left(\mathrm{OC}^{2}-\mathrm{OX}^{2}\right)+\left(\mathrm{OB}^{2}-\mathrm{OZ}^{2}\right)\)
\(=\mathrm{AY}^{2}+\mathrm{CX}^{2}+\mathrm{BZ}^{2}\)
[সমকোণী \(\Delta AOY\), \(\Delta COX\) ও \(\Delta BOZ\) পীথাগোরাসের উপপাদ্য অনুসারে।)
\(\therefore A Z^{2}+B X^{2}+C Y^{2}=A Y^{2}+C X^{2}+B Z^{2}\) (প্রমাণিত)
14. \(RST\) ত্রিভুজের \(\angle S\) সমকোণ। \(RS\) ও \(ST\) বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে \(X\) ও \(Y\) ; প্রমাণ করি যে, \(R{Y^2} + {\rm{X}}{{\rm{T}}^{\rm{2}}}{\rm{ = 5X}}{{\rm{Y}}^{\rm{2}}}\)

ধরি, \(\Delta RST\)-এ \(\angle S\) = সমকোণ। X ও Y যথাক্রমে RS ও ST-এর মধ্যবিন্দু।
প্রমাণ করতে হবে যে, \(\mathrm{RY}^{2}+\mathrm{XT}^{2}=5 \mathrm{XY}^{2}\)
অঙ্কন : R, Y; X, T; X, Y যুক্ত করি।
প্রমাণ : \(\because\) \(\angle S\) = সমকোণ, \(\therefore\) সমকোণী \(\Delta SXY\) থেকে পীথাগােরাসের উপপাদ্য অনুসারে পাই,
\(X Y^{2}=S X^{2}+S Y^{2} \ldots \ldots \ldots\) (1)
অনুরূপভাবে সমকোণী \(\Delta RSY\) থেকে পাই,
\(\mathrm{RY}^{2}=\mathrm{RS}^{2}+\mathrm{SY}^{2} \ldots \ldots \ldots\) (2)
আবার \(\triangle X S T\) থেকে পাই,
\(X T^2=S X^2+S T^2 \ldots \ldots \ldots\) (3)
এখন, \(\mathrm{RY}^{2}+\mathrm{XT}^{2}\)
(2) + (3) করে পাই,
\(=\mathrm{RS}^{2}+\mathrm{SY}^{2}+\mathrm{SX}^{2}+\mathrm{ST}^{2}\)
\(\left [\because(2)\right.\) থেকে এবং \(\left.\mathrm{XT}^{2}=\mathrm{SX}^{2}+\mathrm{ST}^{2}\right]\)
\(=(2 \mathrm{SX})^{2}+\mathrm{SY}^{2}+\mathrm{SX}^{2}+(2 \mathrm{SY})^{2}[\because \mathrm{RS}=2 \mathrm{SX}\) এবং \(\mathrm{ST}=2 \mathrm{SY}]\)
\(=4 \mathrm{SX}^{2}+\mathrm{SY}^{2}+\mathrm{SX}^{2}+4 \mathrm{SY}^{2}=5 \mathrm{SX}^{2}+5 \mathrm{SY}^{2}=5\left(\mathrm{SX}^{2}+\mathrm{SY}^{2}\right)\)
\(=5 \mathrm{XY}^{2}[(1)(\) থেকে \()]\)
\(\therefore \mathrm{RY}^{2}+\mathrm{XT}^{2}=5 \mathrm{XY}^{2}\) (প্রমাণিত)

15. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)

(A) বহু বিকল্পীয় প্রশ্ন( M.C.Q) :

(i) এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিমদিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান। যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব
(a) 34 মিটার, (b) 17 মিটার (c) 26 মিটার (d) 25 মিটার

ধরি, যাত্রা শুরুর বিন্দু O থেকে লােকটি প্রথমে 24 মিটার পশ্চিমে গিয়ে A বিন্দুতে পৌঁছায়। সেখান থেকে আরও 10 মি উত্তরে গিয়ে সে শেষ পর্যন্ত B বিন্দুতে পৌঁছায়।
আমাদেরকে OB দূরত্ব নির্ণয় করতে হবে।
এখন, যেহেতু পশ্চিম দিকের সঙ্গে উত্তর দিক সর্বদা লম্বভাবে অবস্থান করে, সুতরাং, \(\Delta OAB\) একটি সমকোণী ত্রিভুজ, যার \(\angle A\) = সমকোণ।
\(\therefore\) পীথাগােরাসের উপপাদ্য অনুসারে, \(\mathrm{OB}^{2}=\mathrm{OA}^{2}+\mathrm{AB}^{2}\)
বা, \(O B^{2}=\left(24^{2}+10^{2}\right)\) \(=\) \((576+100)\) \(= 676\) মিটার
\(\therefore\) OB = \(\sqrt{676}\) মিটার = 26 মিটার
\(\therefore\) যাত্রা আরম্ভের বিন্দু থেকে লােকটির দূরত্ব 26 মিটার।
(ii) ABC একটি সমবাহু ত্রিভুজ এবং \(AD ⏊ BC\) হলে \(A{D^2} =\)
(a) \(\frac{3}{2}D{C^2}\) (b) \(2D{C^2}\) (c) \(3D{C^2}\) (d) \(4{\rm{D}}{{\rm{C}}^2}\)

ধরি, \(\triangle ABC \) একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ AB = BC = CA।
AD \(\perp\) BC
\(\therefore\) \(\triangle ABD \) ও \(\triangle ACD \) উভয়ই সমকোণী ত্রিভুজ।
\(B C=2 D C\)
\(\therefore\) পীথাগােরাসের উপপাদ্য অনুসারে পাই,
\(\mathrm{AB}^{2}=\mathrm{AD}^{2}+\mathrm{BD}^{2} \ldots \ldots \ldots \ldots\) (1)
বা, \(\mathrm{BC}^{2}=\mathrm{AD}^{2}+\mathrm{DC}^{2}\) [\(\because\) \(\triangle ABC \) সমবাহু ত্রিভুজ এবং AD \(\perp\) BC, \(\therefore\) D, BC-এর মধ্যবিন্দু।]
বা, \((2 D C)^{2}=A D^{2}+D C^{2}\)
বা, \(4 \mathrm{DC}^{2}=\mathrm{AD}^{2}+\mathrm{DC}^{2}\)
বা, \(\mathrm{AD}^{2}=3 \mathrm{DC}^{2}\)
\(\therefore\) (c) উত্তরটি সঠিক।
(iii) ABC সমদ্বিবাহু ত্রিভুজে \(AC = BC\) এবং \(A{B^2} = 2A{C^2}\) হলে \(\angle C\) এর পরিমাপ \({\rm{ (a) }} {30^\circ } {\rm{ (b) }} {90^\circ }{\rm{ (c) }}\)\({45^\circ } {\rm{ (d) }} {60^\circ }\)

\(A B^{2}=2 A C^{2}=A C^{2}+A C^{2}\)
\(\therefore A B^{2}=A C^{2}+B C^{2}[\because A C=B C]\)
\(\therefore \Delta ABC = \angle C\) সমকোণ।
Ans. (b) \(90^{\circ}\)
(iv) 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8মিটার। তাদের শীর্ষদেশের মধ্যে দূরত্ব
(a) 9 মিটার b) 10 মিটার 11 মিটার d) 12 মিটার।

ধরি, AB ও CD রড দুটির দৈর্ঘ্য যথাক্রমে 13 মি ও7 মি।
প্রশ্নানুসারে, AC = 8 মি, DE \(\perp\) AB
\(\therefore\) AC = DE = 8 মি
এখন, সমকোণী ত্রিভুজ BDE থেকে পাই,
\(\mathrm{BD}^{2}=\mathrm{BE}^{2}+\mathrm{DE}^{2}\)
\(=(\mathrm{AB}-\mathrm{AE})^{2}+\mathrm{DE}^{2}\)
\(=(13-\mathrm{DC})^{2}+\mathrm{DE}^{2}[\because \mathrm{AE}=\mathrm{DC}]\)
\(=(13-7)^{2}+\mathrm{AC}^{2}[\because \mathrm{DC}=7\) মি এবং \(\mathrm{DE}=\mathrm{AC}]\)
\(=(6)^{2}+(8)^{2}=36+64=100\)
\(\therefore B D=\sqrt{100}=10\)
\(\therefore\) শীর্ষ দুটির নির্ণেয় দুরত্ব = 10 মিটার।
\(\therefore\) (b) উত্তরটি সঠিক।
(v) একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি. হলে, রম্বসটির পরিসীমা (a) 13 সেমি (b) 26 সেমি (C) 52 সেমি (d) 25 সেমি।

ABCD রম্বসটির কর্ণ AC ও BD, যেখানে AC = 10 সেমি, BD = 24 সেমি। O কর্ণ দুটির ছেদবিন্দু।
আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
\(\therefore\) \(\mathrm{AO}=\mathrm{CO}=\frac{10}{2}\) সেমি \(=5\) সেমি।
\(\mathrm{BO}=\mathrm{DO}=\frac{24}{2}\) সেমি = 12 সেমি।
এবং \(\angle AOB \) = \(\angle BOC\) = \(\angle COD \) = \(\angle DOA\) = 1 সমকোণ।
এখন, সমকোণী ত্রিভুজ AOB থেকে পাই, \(\mathrm{AB}^{2}=\mathrm{AO}^{2}+\mathrm{BO}^{2}\)
বা, \(A B^{2}=\left\{(5)^{2}+(12)^{2}\right\}\) বর্গসেমি = 169 বর্গসেমি
বা, \(A B=\sqrt{169}\)
\(\therefore\) AB = 13 সেমি।
\(\therefore\) ABCD রম্বসের পরিসীমা = 4 \(\times\) 13 সেমি = 52 সেমি।
\(\therefore\) নির্ণেয় পরিসীমা = 52 সেমি।
\(\therefore\) (c) উত্তরটি সঠিক।
Koshe Dekhi 22 Class 10 Math Solution | পিথাগোরাসের উপপাদ্য কষে দেখি ২২ | কষে দেখি 22 ক্লাস 10
আজই Install করুন Chatra Mitra Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র

(B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :

(i) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে, ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে।
বিবৃতিটি সত্য; কারণ, ধরি, বাহু তিনটি \(3x\) সেমি, \(4x\) সেমি, \(5x \)সেমি।
তাহলে, \((5 x)^{2}=(3 x)^{2}+(4 x)^{2}\)
অর্থাৎ, \(25 x^{2}=9 x^{2}+16 x^{2}\)
\(\therefore\) পীথাগােরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে।
(ii) 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি. হবে।

ধরি, O কেন্দ্রীয় বৃত্তে AB জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে [চিত্র-6.12]
অর্থাৎ, \(\angle AOB \) = 1 সমকোণ।
প্রশ্নানুসারে, OA = OB = 10 সেমি।
এখন, AOB সমকোণী ত্রিভুজ থেকে পীথাগােরাসের উপপাদ্য অনুসারে পাই,
\(\mathrm{AB}^{2}=\mathrm{AO}^{2}+\mathrm{BO}^{2}=(10)^{2}+(10)^{2}=100+100=200\)
\(\therefore\) AB = \(\sqrt{200}=10 \sqrt{2}\)
\(\therefore\) জ্যাটির দৈর্ঘ্য = \(10 \sqrt{2}\) সেমি।
\(\therefore\) প্রদত্ত বিবৃতিটি মিথ্যা।

(C) শূন্যস্থান পূরণ করি :

(i) একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ______ সমান।
= সমষ্টির।
(ii) একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য \(4 \sqrt{2}\) সেমি হলে, অতিভুজের দৈর্ঘ্য ______ সেমি।
= 8 সেমি।
কারণ, অতিভুজ \(=\sqrt{(4 \sqrt{2})^{2}+(4 \sqrt{2})^{2}}\)
\(=\sqrt{32+32}=\sqrt{64}\)
\(=8\)
(iii) ABCD আয়তাকার চিত্রের AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে। \(AB = 12\) সেমি, \(AO = 6.5\) সেমি হলে, BC-এর দৈর্ঘ্য ______ সেমি।
5;

আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
\(\therefore\) AO = CO
\(\therefore\) AC = 2AO = 2 \(\times\) 6.5 সেমি = 13 সেমি। [\(\because\) AO = 6.5 সেমি]
এখন, সমকোণী ত্রিভুজ ABC থেকে পীথাগােরাসের উপপাদ্য অনুসারে পাই,
\(\mathrm{AC}^{2}=\mathrm{AB}^{2}+\mathrm{BC}^{2}\)
বা, \((13)^{2}=(12)^{2}+\mathrm{BC}^{2}\) [\(\because\) AB = 12 সেমি]
বা, 169 = 144 + \(\mathrm{BC}^{2}\)
বা, \(\mathrm{BC}^{2}\) = 169 - 144.
বা, \(\mathrm{BC}^{2}\) = 25
বা, \(B C=\sqrt{25}\)
বা, BC = 5
\(\therefore\) BC-এর দৈর্ঘ্য = 5 সেমি।

16. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)

(i) ABC ত্রিভুজের \(AB = (2a - 1)\) সেমি, \(AC =2\sqrt {2a} \) সেমি এবং \(BC = (2a + 1)\) সেমি হলে \(\angle BAC\)-এর মান লিখি।
এখানে, \(\mathrm{BC}^{2}=(2 a+1)^{2}\) বর্গসেমি
= \(\left\{4 a^{2}+2 \times 2 a \times 1+1\right\}\) বর্গসেমি
= \(\left(4 a^{2}+4 a+1\right)\) বর্গসেমি।
\(\mathrm{AB}^{2}=(2 a-1)^{2}\) বর্গসেমি
= \(\left\{(2 a)^{2}-2.2 a .1+1^{2}\right\}\) বর্গসেমি
= \(\left(4 a^{2}-4 a+1\right)\) বর্গসেমি
\(A C^{2}=(2 \sqrt{2 a})^{2}\) বর্গসেমি = 8a বর্গসেমি
এখন, \(\mathrm{AB}^{2}+\mathrm{AC}^{2}=\left(4 a^{2}-4 a+1+8 a\right)\) বর্গসেমি
= \(\left(4 a^{2}+4 a+1\right)\) বর্গসেমি = \(\mathrm{BC}^{2}\)
\(\therefore\) \(\mathrm{BC}^{2}=\mathrm{AB}^{2}+\mathrm{AC}^{2}\)
\(\therefore\) পীথাগােরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে পাই, \(\triangle ABC \) একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ BC।
[\(\therefore\) \(\angle BAC \) = 90°]
(ii) পাশের চিত্রে PQR ত্রিভুজের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে \(\angle POR = 90^{\circ}, OP = 6\) সেমি. এবং \(OR = 8\) সেমি। যদি \(PR = 24\) সেমি এবং \(\angle QPR = 90^{\circ}\) হয়, তাহলে QR বাহুর দৈর্ঘ্য কত তা লিখি।

চিত্রে \(\angle POQ = {90^\circ },\)
\( {\rm{OP}} = 6, {\rm{OQ}} = 8, {\rm{PR}} = 24\)
\(\angle QPR = {90^\circ }\)
\(\triangle\) POQ থেকে পাই,
\(P{Q^2} = O{P^2} + O{Q^2} = {6^2} + {8^2} = 36 + 64 = 100\)
\(\therefore PQ = 10\)
\(\therefore P Q=\sqrt{100}\)
\(\mathrm{QR}^{2}=\mathrm{PR}^{2}+\mathrm{PQ}^{2}=24^{2}+10^{2}=576+100=676\)
\(\therefore Q R=\sqrt{676}=26\)
26 সেমি।
(iii) ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে \(OB = 6\) সেমি, \(OD = 8\) সেমিএবং \(OA = 5\) সেমি। OC-এর দৈর্ঘ্য নির্ণয় করি।

ধরি, O, ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু।
তাহলে, \(\mathrm{OA}^{2}+\mathrm{OC}^{2}=\mathrm{OB}^{2}+\mathrm{OD}^{2}\)
বা,\(5^{2}+O C^{2}=6^{2}+8^{2}\) [\(\because\) OA = 5 সেমি, OB = 6 সেমি, OD = 8 সেমি]
\(25+\mathrm{OC}^{2}=36+64\)
বা, \(\mathrm{OC}^{2}=100-25, \mathrm{OC}^{2}=75\)
বা, \(\mathrm{OC}=\sqrt{75}\)
বা, \(\mathrm{OC}=\sqrt{25 \times 3}\)
বা, \(\mathrm{OC}=5 \sqrt{3}\)
\(\therefore\) OC-এর দৈর্ঘ্য = \(5 \sqrt{3}\) সেমি।
(iv) ABC ত্রিভুজের A বিন্দু থেকে BC বাহুর উপর AD লম্ব BC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়। যদি \(BD = 8\) সেমি, \(DC = 2\) সেমি এবং \(AD = 4\) সেমি হয়, তাহলে \(\angle BAC\)-এর পরিমাপ কত তা লিখি।

সমকোণী ত্রিভুজ ACD-এ পাই,
\(A C^{2}=A D^{2}+C D^{2}=\left(4^{2}+2^{2}\right)\) বর্গসেমি [\(\because\) AD = 4 সেমি, DC = 2 সেমি]
= 20 বর্গসেমি।
সমকোণী ত্রিভুজ ABD-এ পাই,
\(A B^{2}=A D^{2}+B D^{2}=\left(4^{2}+8^{2}\right)\) বর্গসেমি [\(\because\) AD = 4 সেমি, BD = 8 সেমি]
= 80 বর্গসেমি।
আবার, BC = BD + CD = 8 সেমি + 2 সেমি = 10 সেমি।
\(\therefore\) \(\mathrm{BC}^{2}=(10)^{2}\) বর্গসেমি = 100 বর্গসেমি।
\(\therefore\) \(\mathrm{BC}^{2}\) = 100 বর্গসেমি = 20 বর্গসেমি + 😯 বর্গসেমি
= \(\mathrm{AC}^{2}+\mathrm{AB}^{2}\)
\(\therefore \mathrm{BC}^{2}=\mathrm{AC}^{2}+\mathrm{AB}^{2}\)
\(\therefore\) পীথাগােরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, \(\triangle ABC \) একটি সমকোণী ত্রিভুজ যার \(\angle A\) = সমকোণ এবং BC অতিভুজ।
\(\therefore\) \(\angle BAC\)-এর মান = \(90^{\circ}\)।
(v) ABC সমকোণী ত্রিভুজের \(\angle ABC = 90^{\circ}, AB = 3\) সেমি, BC = 4 সেমি এবং B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব BD যা AC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়। BD-এর দৈর্ঘ্য নির্ণয় করি।

সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই,
\(\mathrm{AC}^{2}=\mathrm{AB}^{2}+\mathrm{BC}^{2}=\left(3^{2}+4^{2}\right)\) বর্গসেমি = \((9+16)\) বর্গসেমি = 25 বর্গসেমি
\(\therefore\) AC = \(\sqrt{25}\) সেমি = 5 সেমি
এখন, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই,
\(\mathrm{AB}^{2}=\mathrm{BD}^{2}+\mathrm{AD}^{2} \ldots \ldots \ldots\) (1)
আবার, সমকোণী ত্রিভুজ BCD থেকে পাই,
\(\mathrm{BC}^{2}=\mathrm{BD}^{2}+\mathrm{CD}^{2} \ldots \ldots \ldots \ldots \ldots \ldots \ldots \ldots\) (2)
(1) থেকে পাই, \(\mathrm{BD}^{2}=\mathrm{AB}^{2}-\mathrm{AD}^{2}\)
= (3) \(^{2}-\mathrm{AD}^{2}\) [\(\because\) AB = 3 সেমি) = 9 – \(\mathrm{AD}^{2}\) \(\ldots \ldots\) (3)
(2) থেকে পাই, \(\mathrm{BD}^{2}=(\mathrm{BC})^{2}-(\mathrm{CD})^{2}\)
\(=4^{2}-\mathrm{CD}^{2}\) [\(\because\) BC = 4 সেমি] = 16 – \(\mathrm{CD}^{2}\) \(\ldots \ldots\)(4)
(3) ও (4) তুলনা করে পাই, \(9-A D^{2}=16-C D^{2}\)
বা, \(\mathrm{CD}^{2}-\mathrm{AD}^{2}=16-9\)
বা, \((CD + AD) (CD - AD)\) \(=7\)
বা, \(AC (AC - AD - AD)\) \(=7\)
বা, \(5 (5 - 2AD) = 7\)
বা, \(25 - 10AD = 7\)
বা, \(10AD = 25 –7\)
বা, \(10AD = 18\)
বা, \(A D=\frac{18}{10}=1 \cdot 8\)
\(\therefore\) (3) থেকে পাই,
\(\mathrm{BD}^{2}=9-(1 \cdot 8)^{2}=9-3 \cdot 24=5 \cdot 76\)
\(\therefore\) \(\mathrm{BD}=\sqrt{5 \cdot 76}=2 \cdot 4\)
\(\therefore\) BD-এর নির্ণেয় দৈর্ঘ্য = 2.4 সেমি।
Koshe Dekhi 22 Class 10 Math Solution | পিথাগোরাসের উপপাদ্য কষে দেখি ২২ | কষে দেখি 22 ক্লাস 10
আজই Install করুন Chatra Mitra Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Exit mobile version