ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী কষে দেখি 16 সমাধান || koshe dekhi 16 Class 7 || WBBSE Class 7 Math Book Solution in Bengali || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী 16 সমাধান || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী সমাধান 16 || Class 7 Chapter 16 Solution || গণিতপ্রভা দ্বি-স্তম্ভ লেখ Class 7 কষে দেখি 16 || কষে দেখি 16 ক্লাস VII || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী 16 সমাধান

Share this page using :

Koshe dekhi 16 Class 7 || WBBSE Class 7 Math Book Solution in Bengali || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী 16 সমাধান || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী সমাধান 16
কষে দেখি - 16

Koshe dekhi 16 Class 7 || WBBSE Class 7 Math Book Solution in Bengali || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী 16 সমাধান || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী সমাধান 16
আজই Install করুন Chatra Mitra
1. আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্যসংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম।
এই স্তম্ভ লেখচিত্র দেখি ও নীচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি
(a) 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলো লিখি।
(b) এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। এইরকম পরিবারের সংখ্যা কত লিখি।
(c) স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি 5 টি পরিবারের সদস্য সংখ্যা 5 এবং 2 টি পরিবারের সদস্য সংখ্যা 3।

(a) 4 জন সদস্য সংখ্যার পরিবার,
(b) পরিবারের সদস্য সংখ্যা = 5 জন।
2. নীচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক = 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি।
পর্বতশৃঙ্গের নাম গডউইনঅস্টিন কৈলাশ নন্দাদেবী অন্নপূর্ণা
উচ্চতা (মিটার প্রায়) 8610 6710 7825 8090
Koshe dekhi 16 Class 7 || WBBSE Class 7 Math Book Solution in Bengali || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী 16 সমাধান || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী সমাধান 16
আজই Install করুন Chatra Mitra
3. আমাদের সপ্তম শ্রেণির 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণির 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নীচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি।

খেলা ক্রিকেট ফুটবল সাঁতার হকি খোখো
সপ্তম   শ্রেণির ছাত্রছাত্রী সংখ্যা 12 14 8 11 10
অষ্টম   শ্রেণির ছাত্রছাত্রী সংখ্যা 14 16 10 12 8
4. কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও শোলার তৈরি পুতুলের তথ্য নীচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি।
মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে
মাটির পুতুলের সংখ্যা 600 550 450 750 900
শোলার পুতুলের সংখ্যা 500 450 600 6502 700
5. আমি আমার শ্রেণির 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রংটা পছন্দ তারতালিকা তৈরি করি ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি [নিজে করি]
Koshe dekhi 16 Class 7 || WBBSE Class 7 Math Book Solution in Bengali || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী 16 সমাধান || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী সমাধান 16
আজই Install করুন Chatra Mitra
6. তরাই তারাপদ উচ্চমাধ্যমিক বিদ্যামন্দিরে গত চার বছরেরও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। এই তথ্য দিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসেব করি।
বছর 2009 2010 2011 2012 2013
ছাত্র 628 536 709 655 660
ছাত্রী 312 415 384 510 629
7. আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতেকলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম-
No entries yet
8. ফুলিয়ার উৎপল ও আমিনাবিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি।
দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও নীচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি-
(i) কোন্ বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে। আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি।
(ii) কোন্ বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি বুনেছে লিখি। আবার কোন্ বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি।
(iii) কোন কোন বছরে উৎপল আমিনাবিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনাবিবির থেকে বেশি শাড়ি বুনেছে।
(iv) আবার কোন্ কোন্ বছরে আমিনাবিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। আমিনা বিবি সবচেয়ে বেশি কোন্ বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে দেখি।

Koshe dekhi 16 Class 7 || WBBSE Class 7 Math Book Solution in Bengali || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী 16 সমাধান || ক্লাস 7 গণিত অধ্যায় 16 অনুশীলনী সমাধান 16
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Exit mobile version