WBBSE Class 6 Gonit Nije Kori 12.1 | গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 | নিজে করি ১২.১ ক্লাস 6 সমাধান গ.সা.গু ও ল. সা.গু| ক্লাস VI নিজে করি 12.1 | গনিত প্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 গ.সা.গু ও ল. সা.গু | Nije Kori 12.1 math solution | class 6 math solution wbbse

Share this page using :

Nije Kori 12.1 Class 6 | class 6 math solution wbbse | গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 | নিজে করি ১২.১ ক্লাস 6 সমাধান | ক্লাস VI নিজে করি 12.1 || গ.সা.গু ও ল. সা.গু

Nije Kori 12.1 Class 6 | গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 | নিজে করি ১২.১ ক্লাস 6 সমাধান | ক্লাস VI নিজে করি 12.1 গ.সা.গু ও ল. সা.গু | class 6 math solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
1. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630-কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসেব করি।
\( 564-3=561\)
\(630-3=627 \)
যেহেতু বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630 কে ভাগ করলে ভাগশেষ 3 হবে কিন্তু 561 ও 627 কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে
\(\therefore\) বৃহত্তম সংখ্যাটি হবে 561 ও 627-এর গসাগু।

\(\therefore\) 561 ও 627-এর গসাগু = 33
\(\therefore\) নির্ণেয় বৃহত্তম সংখ্যা = 33
Nije Kori 12.1 Class 6 | গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 | নিজে করি ১২.১ ক্লাস 6 সমাধান | ক্লাস VI নিজে করি 12.1 গ.সা.গু ও ল. সা.গু | class 6 math solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
2. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসেব করি।
78, 182 ও 195-এর গসাগু দিয়ে সংখ্যা তিনটিকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না।
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে 78, 182 ও 195-এর গসাগু


\(\therefore\) 78, 182, 195-এর গসাগু = 13
\(\therefore\) নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি = 13
Nije Kori 12.1 Class 6 | গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 | নিজে করি ১২.১ ক্লাস 6 সমাধান | ক্লাস VI নিজে করি 12.1 গ.সা.গু ও ল. সা.গু | class 6 math solution wbbse
3. মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনল। তার দাদা ওই একইরকমের আরও কয়েকটি খাতা কিনল 57 টাকা 50 পয়সায় । প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসেব করি।
মিলির কাছে মোট অর্থ আছে = 80 টাকা 50 পয়সা
\(= (80 \times 100)\) পয়সা + 50 পয়সা
= 8000 পয়সা + 50 পয়সা
= 8050 পয়সা
মিলির দাদার কাছে মোট অর্থ আছে
= 57 টাকা 50 পয়সা
\(= (57 \times 100)\) পয়সা + 50 পয়সা
= 5700 পয়সা + 50 পয়সা = 5750 পয়সা
প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম
= 8050 পয়সা ও 5750 পয়সা-এর গসাগু

\(\therefore\) 8050 পয়সা ও 5750 পয়সার গসাগু = 1150 পয়সা
\(\therefore\) প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম = 1150 পয়সা
\( =\frac{1150}{100} \) টাকা
= 11 টাকা 50 পয়সা
মিলি, 1150 টাকায় কেনে 1টি খাতা
\(\therefore\) 8050 টাকায় কেনে \( \left(\frac{8050}{1150}\right) \) টি খাতা = 7 টি খাতা
মিলির দাদা, 1150 টাকায় কেনে 1 টি খাতা
\(\therefore\) 5750 টাকায় কেনে \( \left(\frac{5750}{1150}\right) \) টি খাতা = 5 টি
\(\therefore\) মোট খাতার সংখ্যা = (7 + 5) টি = 12 টি
Nije Kori 12.1 Class 6 | গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 | নিজে করি ১২.১ ক্লাস 6 সমাধান | ক্লাস VI নিজে করি 12.1 গ.সা.গু ও ল. সা.গু | class 6 math solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
Nije Kori 12.1 Class 6 | গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণি নিজে করি 12.1 | নিজে করি ১২.১ ক্লাস 6 সমাধান | ক্লাস VI নিজে করি 12.1
Scroll to Top