বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.১ | WBBSE Class 10(Ten)(X) Math Solution Of Chapter 3 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩.২ | Koshe Dekhi 3.1 Class 10 | Koshe Dekhi 3.2 Class 10 | Ganit Prakash Class 10 Chapter 3 Solution | WB Board Class 10 Math Solution In Bengali | class 10 maths solution wbbse
Share this page using :
Madhyamik Math koshe dekhi 3.1 And 3.2 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩. | class 10 maths solution wbbse | কষে দেখি - 3.1
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্রআজই Install করুন Chatra Mitra
1. পাশের \(O\) কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ \(PAQ\) বৃত্তাংশে অবস্থিত লিখি।
Ans. OP, OA, OC, OQ
2. নীচের শূন্যস্থান গুলি বুঝে লিখি :
(i) একটি বৃত্তে _______ বিন্দু আছে।
অসংখ্য
(ii) বৃত্তের বৃহত্তম জ্যা _______৷
ব্যাস
(iii) জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি _______ বিভক্ত করে।
বৃত্তাংশে
(iv) বৃত্তের সকল ব্যাস _______ বিন্দুগামী।
কেন্দ্র
(v) দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য _______হবে।
সমান
(vi) একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি _______-এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ।
ব্যাসার্ধ
(vii) বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা _______।
বড়ো
Madhyamik Math koshe dekhi 3.1 And 3.2 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩. | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র আজই Install করুন Chatra Mitra
3.
স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসাৰ্ধ, উপচাপ, অধিচাপ নিৰ্দেশ করি।
কেন্দ্র O
জ্যা = CD
ব্যাস = AB
ব্যাসার্ধ = OA = OB = OE
উপচাপ = XY, অধিচাপ = XPY
জ্যা = CD
ব্যাস = AB
ব্যাসার্ধ = OA = OB = OE
উপচাপ = XY, অধিচাপ = XPY
4. সত্য না মিথ্যা লিখি :
(i) বৃত্ত একটি সামতলিক চিত্র।
সত্য
(ii) বৃত্তাংশ (Segment) একটি সামতলিক ক্ষেত্র।
সত্য
(iii) বৃত্তকলা (Sector) একটি সামতলিক ক্ষেত্র।
সত্য
(iv) জ্যা একটি সরলরেখাংশ।
সত্য
(v) চাপ একটি সরলরেখাংশ।
মিথ্যা
(vi) একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে।
মিথ্যা
কারণ একটি বৃত্তে সসীম সংখ্যক বিভিন্ন দৈর্ঘ্যের জ্যা আছে।
কারণ একটি বৃত্তে সসীম সংখ্যক বিভিন্ন দৈর্ঘ্যের জ্যা আছে।
(vii) একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটিই বৃত্ত আঁকা সম্ভব।
মিথ্যা
কারণ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব।
কারণ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব।
(viii) দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান।
সত্য
Madhyamik Math koshe dekhi 3.1 And 3.2 | বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি ৩. | class 10 maths solution wbbse
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।