গণিত প্রকাশ সমাধান দশম শ্রেণি | Right Circular Cylinder Koshe Dekhi 8 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | কষে দেখি 8 ক্লাস 10 | WBBSE Madhyamik Maths Class 10(Ten) (X) Solution Of Chapter | কষে দেখি ৮ ক্লাস ১০ (টেন) সমাধান | Madhyamik Ganit Prakash Koshe Dekhi 8 somadhan.
Share this page using :
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10
কষে দেখি - 8
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
1. পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নীচের প্রশ্নের উত্তর লিখি।
(i) ছবির ঘনবস্তুটির ______ টি তল।
(ii) ছবির ঘনবস্তুটির ______ টি বক্রতল ও ______ টি সমতল।
(i) ছবির ঘনবস্তুটির ______ টি তল।
(ii) ছবির ঘনবস্তুটির ______ টি বক্রতল ও ______ টি সমতল।
(i) ছবির ঘনবস্তুটির 3 টি তল।
(ii) ছবির ঘনবস্তুটির 1 টি বক্রতল ও 2 টি সমতল।
(ii) ছবির ঘনবস্তুটির 1 টি বক্রতল ও 2 টি সমতল।
2. আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙ।
কাচের গ্লাস, জলের পাইপ, গোলাকার পেনসিল, টিউবলাইট, গ্যাস সিলিন্ডার।
3. স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি. চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি।
মনে করি, ড্রামটির উচ্চতা = h সেমি।
ড্রামটির ব্যাসার্ধ \( = \frac{{28}}{2} = 14\) সেমি।
প্রশ্নানুসারে, \(2 \pi r^{2}+2 \pi r h=2816\)
\(\Rightarrow 2 \pi r(r+h)=2816\)
\(\Rightarrow 2 \times \frac{22}{7} \times 14(14+h)=2816\)
\(\Rightarrow(14+h)=\frac{2816}{88}\)
\(\Rightarrow(14+h)=32\)
\(\Rightarrow h=32-14=18\)
\(\therefore\) ড্রামটির উচ্চতা 18 সেমি।
ড্রামটির ব্যাসার্ধ \( = \frac{{28}}{2} = 14\) সেমি।
প্রশ্নানুসারে, \(2 \pi r^{2}+2 \pi r h=2816\)
\(\Rightarrow 2 \pi r(r+h)=2816\)
\(\Rightarrow 2 \times \frac{22}{7} \times 14(14+h)=2816\)
\(\Rightarrow(14+h)=\frac{2816}{88}\)
\(\Rightarrow(14+h)=32\)
\(\Rightarrow h=32-14=18\)
\(\therefore\) ড্রামটির উচ্চতা 18 সেমি।
4. একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি. ব্যাসের এবং 2.5 মিটার. লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি. মশলা লাগবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি।
স্তম্ভ দুটির ব্যাসার্ধ (r) \(=\frac{5 \cdot 6}{2}\) ডেসিমি \(= 2.8\) ডেসিমি এবং উচ্চতা (h)\(= 2.5\) মিটার \(=2.5 \times 10\) ডেসিমি
\(= 25\) ডেসিমি।
\(\therefore\) স্তম্ভ দুটির মােট আয়তন \(\rightarrow 2 \pi r^{2} h\)
\(=2 \times \frac{22}{7} \times(2 \cdot 8)^{2} \times 25\) ঘনডেসিমি
\(=2 \times \frac{22}{7} \times 2.8 \times 2.8 \times 25\) ঘনডেসিমি \(= 1232\) ঘনডেসিমি
\(\therefore \) নির্ণেয় কংক্রিটের ঢালাই \(= 1232\) ঘনডেসিমি
আবার, স্তম্ভ দুটির বক্রতলের ক্ষেত্রফল \(\rightarrow 2 \times 2 \pi \mathrm{mh}\)
\(=2 \times 2 \times \frac{22}{7} \times 0.28 \times 2.5\) বর্গমিটার \(= 8.8 \) বর্গমিটার
\(\therefore \) নির্ণেয় খরচ \(=8.8 \times 125\) টাকা \(= 1100\) টাকা।
\(= 25\) ডেসিমি।
\(\therefore\) স্তম্ভ দুটির মােট আয়তন \(\rightarrow 2 \pi r^{2} h\)
\(=2 \times \frac{22}{7} \times(2 \cdot 8)^{2} \times 25\) ঘনডেসিমি
\(=2 \times \frac{22}{7} \times 2.8 \times 2.8 \times 25\) ঘনডেসিমি \(= 1232\) ঘনডেসিমি
\(\therefore \) নির্ণেয় কংক্রিটের ঢালাই \(= 1232\) ঘনডেসিমি
আবার, স্তম্ভ দুটির বক্রতলের ক্ষেত্রফল \(\rightarrow 2 \times 2 \pi \mathrm{mh}\)
\(=2 \times 2 \times \frac{22}{7} \times 0.28 \times 2.5\) বর্গমিটার \(= 8.8 \) বর্গমিটার
\(\therefore \) নির্ণেয় খরচ \(=8.8 \times 125\) টাকা \(= 1100\) টাকা।
5. 2.8 ডেসিমি দৈঘ্যের অন্তর্ব্যাসবিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা. গ্যাস থাকলে, প্রতি ঘন ডেসিমি, গ্যাসের ওজন হিসাব করে লিখি।
সমাধানঃ সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ \((r)\) = \(\frac{2 . 8}{2}\) ডেসিমি = 1.4 ডেসিমি
এবং উচ্চতা (লম্ব) \((h)\) = 7.5 ডেসিমি।
সিলিন্ডারের ভিতরের আয়তন, \(\pi r^{2} h=\frac{22}{7} \times 1.4 \times 1 . 4 \times 7 . 5\) ঘনডেসিমি
= 46.2 ঘনডেসিমি.
এখন, 15.015 কেজি = 15015 গ্রাম।
\(\therefore\) 46.2 ঘনডেসিমি গ্যাসের ওজন = 15015 গ্রাম
1 ঘনডেসিমি গ্যাসের ওজন = \(\frac{15015}{46 . 2}\) গ্রাম = 325 গ্রাম।
উত্তর : প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম।
এবং উচ্চতা (লম্ব) \((h)\) = 7.5 ডেসিমি।
সিলিন্ডারের ভিতরের আয়তন, \(\pi r^{2} h=\frac{22}{7} \times 1.4 \times 1 . 4 \times 7 . 5\) ঘনডেসিমি
= 46.2 ঘনডেসিমি.
এখন, 15.015 কেজি = 15015 গ্রাম।
\(\therefore\) 46.2 ঘনডেসিমি গ্যাসের ওজন = 15015 গ্রাম
1 ঘনডেসিমি গ্যাসের ওজন = \(\frac{15015}{46 . 2}\) গ্রাম = 325 গ্রাম।
উত্তর : প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম।
6. সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির \(\frac{2}{3}\) অংশ, দ্বিতীয়টির \(\frac{5}{6}\) অংশ ও তৃতীয়টির \(\frac{7}{9}\) অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি. দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে, তাদের উচ্চতা হিসাব করে লিখি।
ধরাে, জার তিনটির সমান উচ্চতা \(h\) ডেসিমি।
বড়াে জারটির ব্যাসার্ধ (r) \(=\frac{2.1}{2}\) ডেসিমি
বড়াে জারটির উচ্চতা \(=4.1\) ডেসিমি
প্রথম ছোট জারের আয়তন \(=\frac{2}{3} \times \frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^2 \times h\)
দ্বিতীয় ছোট জারের আয়তন \(=\frac{5}{6} \times \frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^2 \times h\)
তৃতীয় ছোট জারের আয়তন \(=\frac{7}{9} \times \frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^2 \times h\)
\(\therefore\) বড়াে জারটির অ্যাসিডের আয়তন \(=\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{2 \cdot 1}{2}\right)^{2} \times 4 \cdot 1\) ঘনডেসিমি
\(=\frac{22}{7} \times 1.05 \times 1.05 \times 4.1\) ঘনডেসিমি
\(= 14.2065\) ঘনডেসিমি।
প্রশ্নানুসারে, \(\frac{2}{3} \times \frac{22}{7} \times\left(\frac{1 \cdot 4}{2}\right)^{2} \times h+\frac{5}{6} \times \frac{22}{7} \times\left(\frac{1 \cdot 4}{2}\right)^{2} \times h+\frac{7}{9} \times \frac{22}{7} \times\left(\frac{1 \cdot 4}{2}\right)^{2} \times h=14 \cdot 2065\)
বা, \(\frac{22}{7} \times(0.7)^{2} \times h \times\left(\frac{2}{3}+\frac{5}{6}+\frac{7}{9}\right)=14.2065\)
বা, \(22 \times 0 \cdot 7 \times 0 \cdot 7 \times h \times ( \frac{12+15+14}{18})=14 \cdot 2065\)
বা, \(1.54 h \times \frac{41}{18}=14.2065\)
বা, \(h=\frac{14.2065 \times 18}{1.54 \times 41}=4.05\)
\(\therefore\) জার তিনটির সমান উচ্চতা \(= 4.05\) ডেসিমি।
বড়াে জারটির ব্যাসার্ধ (r) \(=\frac{2.1}{2}\) ডেসিমি
বড়াে জারটির উচ্চতা \(=4.1\) ডেসিমি
প্রথম ছোট জারের আয়তন \(=\frac{2}{3} \times \frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^2 \times h\)
দ্বিতীয় ছোট জারের আয়তন \(=\frac{5}{6} \times \frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^2 \times h\)
তৃতীয় ছোট জারের আয়তন \(=\frac{7}{9} \times \frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^2 \times h\)
\(\therefore\) বড়াে জারটির অ্যাসিডের আয়তন \(=\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{2 \cdot 1}{2}\right)^{2} \times 4 \cdot 1\) ঘনডেসিমি
\(=\frac{22}{7} \times 1.05 \times 1.05 \times 4.1\) ঘনডেসিমি
\(= 14.2065\) ঘনডেসিমি।
প্রশ্নানুসারে, \(\frac{2}{3} \times \frac{22}{7} \times\left(\frac{1 \cdot 4}{2}\right)^{2} \times h+\frac{5}{6} \times \frac{22}{7} \times\left(\frac{1 \cdot 4}{2}\right)^{2} \times h+\frac{7}{9} \times \frac{22}{7} \times\left(\frac{1 \cdot 4}{2}\right)^{2} \times h=14 \cdot 2065\)
বা, \(\frac{22}{7} \times(0.7)^{2} \times h \times\left(\frac{2}{3}+\frac{5}{6}+\frac{7}{9}\right)=14.2065\)
বা, \(22 \times 0 \cdot 7 \times 0 \cdot 7 \times h \times ( \frac{12+15+14}{18})=14 \cdot 2065\)
বা, \(1.54 h \times \frac{41}{18}=14.2065\)
বা, \(h=\frac{14.2065 \times 18}{1.54 \times 41}=4.05\)
\(\therefore\) জার তিনটির সমান উচ্চতা \(= 4.05\) ডেসিমি।
7. একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গসেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি. হলে, পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি।
মনে করি, পাত্রটির উচ্চতা = h সেমি।
\(\therefore\) একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল \(=2 \pi r h+\pi r^2\)
\(=2 \pi \times 7 \times h+\pi(7)^2\)
ভূমির ব্যাসার্ধ (r) \( = \frac{{14}}{2} = 7\) সেমি।
প্রশ্নানুসারে, \(2\pi \times 7 \times h + \pi {(7)^2} = 2002\)
বা, \(2 \times \frac{{22}}{7}\times 7 \times h + \frac{{22}}{7} \times 49 = 2002\)
বা, \({\rm{44 h = 2002 - 154}}\)
বা, \(h = \frac{{1848}}{{44}} = 42\)
\(\therefore\) পাত্রটির উচ্চতা হল (h) = 42 সেমি = 4.2 ডেসিমি।
পাত্রটির ব্যাসার্ধ (r) = 7 সেমি = 0.7 ডেসিমি
পাত্রটিতে জল ধরে \(=\pi r^2h\)
\( = \pi {(0.7)^2} \times 4.2\) ঘন ডেসিমি।
\( = \frac{{22}}{7} \times \frac{{49}}{{100}} \times \frac{{42}}{{10}}\) ঘন ডেসিমি
\( = \frac{{6468}}{{1000}} = 6.468\) ঘন ডেসিমি।
= 6.468 লিটার [\(\because\) 1 ঘন ডেসিমি = 1 লিটার]
\(\therefore\) পাত্রটিতে \(6.468\) কত লিটার জল ধরবে।
\(\therefore\) একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল \(=2 \pi r h+\pi r^2\)
\(=2 \pi \times 7 \times h+\pi(7)^2\)
ভূমির ব্যাসার্ধ (r) \( = \frac{{14}}{2} = 7\) সেমি।
প্রশ্নানুসারে, \(2\pi \times 7 \times h + \pi {(7)^2} = 2002\)
বা, \(2 \times \frac{{22}}{7}\times 7 \times h + \frac{{22}}{7} \times 49 = 2002\)
বা, \({\rm{44 h = 2002 - 154}}\)
বা, \(h = \frac{{1848}}{{44}} = 42\)
\(\therefore\) পাত্রটির উচ্চতা হল (h) = 42 সেমি = 4.2 ডেসিমি।
পাত্রটির ব্যাসার্ধ (r) = 7 সেমি = 0.7 ডেসিমি
পাত্রটিতে জল ধরে \(=\pi r^2h\)
\( = \pi {(0.7)^2} \times 4.2\) ঘন ডেসিমি।
\( = \frac{{22}}{7} \times \frac{{49}}{{100}} \times \frac{{42}}{{10}}\) ঘন ডেসিমি
\( = \frac{{6468}}{{1000}} = 6.468\) ঘন ডেসিমি।
= 6.468 লিটার [\(\because\) 1 ঘন ডেসিমি = 1 লিটার]
\(\therefore\) পাত্রটিতে \(6.468\) কত লিটার জল ধরবে।
8. যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জলসেচ করবে, হিসাব করে লিখি। [1 লিটার = 1 ঘন ডেসিমি]
\(14\) সেমি \(=\frac{14}{10}\) ডেসিমি \(= 1.4\) ডেসিমি ।
\(2500\) মিটার \(=2500 \times 10\) ডেসিমি \(= 25000\) ডেসিমি।
ব্যাসার্ধ \(=\frac{1.4}{2}\) ডেসিমি
উচ্চতা \(=25000\) ডেসিমি
\(\therefore\) পাম্পসেটটি প্রতি মিনিটে যে জলসেচ করতে পারে তার আয়তন \(=\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^{2} \times 25000\) ঘনডেসিমি
\(= 38500\) ঘনডেসিমি \(= 38500\) লিটার [\(\because \) 1 লিটার =1 ঘন ডেসিমি]
\(=\frac{38500}{1000}\) কিলােলিটার \(= 38.5\) কিলােলিটার।
\(\therefore\) প্রতি ঘণ্টায় পাইপটি যে জলসেচ করতে পারে তার আয়তন \((=38.5 \times 60)\) কিলােলিটার \(= 2310\) কিলােলিটার।
\(\therefore \) নির্ণেয় জলের আয়তন \(= 2310\) কিলােলিটার।
\(2500\) মিটার \(=2500 \times 10\) ডেসিমি \(= 25000\) ডেসিমি।
ব্যাসার্ধ \(=\frac{1.4}{2}\) ডেসিমি
উচ্চতা \(=25000\) ডেসিমি
\(\therefore\) পাম্পসেটটি প্রতি মিনিটে যে জলসেচ করতে পারে তার আয়তন \(=\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{1.4}{2}\right)^{2} \times 25000\) ঘনডেসিমি
\(= 38500\) ঘনডেসিমি \(= 38500\) লিটার [\(\because \) 1 লিটার =1 ঘন ডেসিমি]
\(=\frac{38500}{1000}\) কিলােলিটার \(= 38.5\) কিলােলিটার।
\(\therefore\) প্রতি ঘণ্টায় পাইপটি যে জলসেচ করতে পারে তার আয়তন \((=38.5 \times 60)\) কিলােলিটার \(= 2310\) কিলােলিটার।
\(\therefore \) নির্ণেয় জলের আয়তন \(= 2310\) কিলােলিটার।
9. 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাসজারে কিছু জলে আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি. লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো যায়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি।
ব্যাসার্ধ(r) \(=\frac{5.6}{2}\)
উচ্চতা(h) \( =5 \)
ব্যাসার্ধ(r) \(=\frac{7}{2}\) সেমি
নিরেট চোঙাকৃতি লােহার পাইপের আয়তন \(=\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{5 \cdot 6}{2}\right)^{2} \times 5 \mathrm{cc}=123 \cdot 2 \) ঘনসেমি
ধরাে, গ্যাসজারে জলতল \(h\) সেমি উপরে উঠে আসবে।
\(\therefore\) উঠে আসা জলের আয়তন \(=\frac{22}{7} \times\left(\frac{7}{2}\right)^{2} \times h \mathrm{cc}=38.5 h\) ঘনসেমি
প্রশ্নানুসারে, \(38 \cdot 5 h=123 \cdot 2\)
বা, \(h=\frac{123 \cdot 2}{38 \cdot 5}=3 \cdot 2\)
\(\therefore \) জলতল \(3.2\) সেমি উপরে উঠে আসবে।
উচ্চতা(h) \( =5 \)
ব্যাসার্ধ(r) \(=\frac{7}{2}\) সেমি
নিরেট চোঙাকৃতি লােহার পাইপের আয়তন \(=\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{5 \cdot 6}{2}\right)^{2} \times 5 \mathrm{cc}=123 \cdot 2 \) ঘনসেমি
ধরাে, গ্যাসজারে জলতল \(h\) সেমি উপরে উঠে আসবে।
\(\therefore\) উঠে আসা জলের আয়তন \(=\frac{22}{7} \times\left(\frac{7}{2}\right)^{2} \times h \mathrm{cc}=38.5 h\) ঘনসেমি
প্রশ্নানুসারে, \(38 \cdot 5 h=123 \cdot 2\)
বা, \(h=\frac{123 \cdot 2}{38 \cdot 5}=3 \cdot 2\)
\(\therefore \) জলতল \(3.2\) সেমি উপরে উঠে আসবে।
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
10. একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে, এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি।
মনে করি ঐ স্তম্ভের ব্যাসার্ধ = r মিটার ও উচ্চতা = h মিটার।
১ম শর্তানুসারে, \(2\pi rh = 264 \ldots (i)\)
২য় শর্তানুসারে, \(\pi {r^2}h = 924\quad \ldots ({\rm{ ii }})\)
\((ii){\rm{ }} \div {\rm{ }}(i){\rm{ }} \Rightarrow {\rm{ }}\frac{{\pi {r^2}h}}{{2\pi rh}} = \frac{{924}}{{264}}\) বা, \(r = \frac{{924}}{{132}} = 7\)
(i) নং থেকে \(2 \times \frac{{22}}{7} \times 7 \times h = 264\)
\(\therefore {\rm{ }}h = \frac{{264}}{{44}} = 6\)
\(\therefore\) স্তম্ভের ব্যাস = \((2 \times 7)\) = 14 মিটার ও উচ্চতা = 6 মিটার।
১ম শর্তানুসারে, \(2\pi rh = 264 \ldots (i)\)
২য় শর্তানুসারে, \(\pi {r^2}h = 924\quad \ldots ({\rm{ ii }})\)
\((ii){\rm{ }} \div {\rm{ }}(i){\rm{ }} \Rightarrow {\rm{ }}\frac{{\pi {r^2}h}}{{2\pi rh}} = \frac{{924}}{{264}}\) বা, \(r = \frac{{924}}{{132}} = 7\)
(i) নং থেকে \(2 \times \frac{{22}}{7} \times 7 \times h = 264\)
\(\therefore {\rm{ }}h = \frac{{264}}{{44}} = 6\)
\(\therefore\) স্তম্ভের ব্যাস = \((2 \times 7)\) = 14 মিটার ও উচ্চতা = 6 মিটার।
11. 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূৰ্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
ধরাে, ট্যাংকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য \(r\) মিটার।
উচ্চতা(h) = 9 মিটার
\(\therefore\) ট্যাংকের জলের আয়তন \(\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times r^{2} \times 9\) ঘনমিটার \(=\frac{198 r^{2}}{7}\) ঘনমিটার।
আবার, পাইপের ব্যাস \(= 6\) সেমি \(=\frac{6}{100}\) মিটার \(= 0.06\) মিটার
ব্যাসার্ধ \(=\frac{0.06}{2}\) মিটার
উচ্চতা \(= 225\) মিটার
\(\therefore\) প্রতি মিনিটে যে জলসেচ হয় তার আয়তন = \(\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{0.06}{2}\right)^{2} \times 225\) ঘনমিটার
\(=\frac{22}{7} \times 0.03 \times 0.03 \times 225\) ঘনমিটার
\(=\frac{4 \cdot 455}{7}\) ঘনমিটার।
\(2\) ঘণ্টা \(24\) মিনিট = \((2 \times 60+24)\) মিনিট \(= 144\) মিনিট।
\(\therefore 2 \) ঘণ্টা \(24\) মিনিটে যে জলসেচ হয় তার আয়তন
\(=\frac{4.455}{7} \times 144\) ঘনমিটার
শর্তানুসারে, \(\frac{198 r^{2}}{7}=\frac{4.455}{7} \times 144\)
বা, \(r^2 \times 198=4.455 \times 144\)
বা, \(r^{2}=\frac{4 \cdot 455}{198} \times 144\)
বা, \(r^{2}=0.0225 \times 144\)
বা, \(r=\sqrt{0.0225 \times 144}=0.15 \times 12=1.8\)
\(\therefore \) নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য \(= 1.8\) মিটার \((=1.8 \times 100)\) সেমি \(= 180\) সেমি।
উচ্চতা(h) = 9 মিটার
\(\therefore\) ট্যাংকের জলের আয়তন \(\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times r^{2} \times 9\) ঘনমিটার \(=\frac{198 r^{2}}{7}\) ঘনমিটার।
আবার, পাইপের ব্যাস \(= 6\) সেমি \(=\frac{6}{100}\) মিটার \(= 0.06\) মিটার
ব্যাসার্ধ \(=\frac{0.06}{2}\) মিটার
উচ্চতা \(= 225\) মিটার
\(\therefore\) প্রতি মিনিটে যে জলসেচ হয় তার আয়তন = \(\pi r^2 h\)
\(=\frac{22}{7} \times\left(\frac{0.06}{2}\right)^{2} \times 225\) ঘনমিটার
\(=\frac{22}{7} \times 0.03 \times 0.03 \times 225\) ঘনমিটার
\(=\frac{4 \cdot 455}{7}\) ঘনমিটার।
\(2\) ঘণ্টা \(24\) মিনিট = \((2 \times 60+24)\) মিনিট \(= 144\) মিনিট।
\(\therefore 2 \) ঘণ্টা \(24\) মিনিটে যে জলসেচ হয় তার আয়তন
\(=\frac{4.455}{7} \times 144\) ঘনমিটার
শর্তানুসারে, \(\frac{198 r^{2}}{7}=\frac{4.455}{7} \times 144\)
বা, \(r^2 \times 198=4.455 \times 144\)
বা, \(r^{2}=\frac{4 \cdot 455}{198} \times 144\)
বা, \(r^{2}=0.0225 \times 144\)
বা, \(r=\sqrt{0.0225 \times 144}=0.15 \times 12=1.8\)
\(\therefore \) নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য \(= 1.8\) মিটার \((=1.8 \times 100)\) সেমি \(= 180\) সেমি।
12. সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি.। এক ঘন ডেসিমি. কাঠের ওজন 1.5 কিগ্রা এর গুঁড়িটির ওজন 9.24 কুইন্ট্যাল হলে, গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি।
\(1\) কুইন্টাল \(= 100\) কেজি।
\(\therefore 9.24\) কুইন্টাল \(=100 \times 9.24\) কেজি \(= 924\) কেজি
আবার, \(1.5\) কেজি ওজন হয় \(1\) ঘনডেসিমি কাঠের
\(\therefore 1\) কেজি ওজন হয় \(\frac{1}{1.5}\) ঘনডেসিমি কাঠের
\(\therefore 924\) কেজি ওজন হয় \(\frac{1 \times 924}{1 \cdot 5}\) ঘনডেসিমি কাঠের = 616 ঘনডেসিমি কাঠের।
ধরি, কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ \(r\) ডেসিমি এবং উচ্চতা \(h\) ডেসিমি
\(\therefore\) এটির বক্রতলের ক্ষেত্রফল = \(2 \pi r h\)
\(=2 \times \frac{22}{7} \times r \times h\) বর্গডেসিমি
প্রশ্নানুসারে, \(2 \times \frac{22}{7} \times r \times h=440\)
\(\Rightarrow r h=\frac{440 \times 7}{2 \times 22} \Rightarrow r h=70\cdots(1)\)
আবার, গুড়িটির আয়তন \(=\pi r^2h\)
\(=\frac{22}{7} \times r^{2} \times h\) ঘনডেসিমি
প্রশ্নানুসারে, \(\frac{22}{7} \times r^{2} \times h=616 \Rightarrow r \times r h=\frac{616 \times 7}{22}\)
\(\Rightarrow r \times 70=\frac{616 \times 7}{22}\) [(1) থেকে]
\(\Rightarrow r=\frac{616 \times 7}{22 \times 70} \Rightarrow r=2.8\)
\(\therefore \) \(2 r=2 \times 2.8=5.6\) (1) থেকে পাই, \(h=\frac{70}{2 \cdot 8}=25.\)
\(\therefore \) নির্ণেয় ব্যাসের দৈর্ঘ্য \(= 5.6\) ডেসিমি এবং উচ্চতা \(= 25\) ডেসিমি।।
\(\therefore 9.24\) কুইন্টাল \(=100 \times 9.24\) কেজি \(= 924\) কেজি
আবার, \(1.5\) কেজি ওজন হয় \(1\) ঘনডেসিমি কাঠের
\(\therefore 1\) কেজি ওজন হয় \(\frac{1}{1.5}\) ঘনডেসিমি কাঠের
\(\therefore 924\) কেজি ওজন হয় \(\frac{1 \times 924}{1 \cdot 5}\) ঘনডেসিমি কাঠের = 616 ঘনডেসিমি কাঠের।
ধরি, কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ \(r\) ডেসিমি এবং উচ্চতা \(h\) ডেসিমি
\(\therefore\) এটির বক্রতলের ক্ষেত্রফল = \(2 \pi r h\)
\(=2 \times \frac{22}{7} \times r \times h\) বর্গডেসিমি
প্রশ্নানুসারে, \(2 \times \frac{22}{7} \times r \times h=440\)
\(\Rightarrow r h=\frac{440 \times 7}{2 \times 22} \Rightarrow r h=70\cdots(1)\)
আবার, গুড়িটির আয়তন \(=\pi r^2h\)
\(=\frac{22}{7} \times r^{2} \times h\) ঘনডেসিমি
প্রশ্নানুসারে, \(\frac{22}{7} \times r^{2} \times h=616 \Rightarrow r \times r h=\frac{616 \times 7}{22}\)
\(\Rightarrow r \times 70=\frac{616 \times 7}{22}\) [(1) থেকে]
\(\Rightarrow r=\frac{616 \times 7}{22 \times 70} \Rightarrow r=2.8\)
\(\therefore \) \(2 r=2 \times 2.8=5.6\) (1) থেকে পাই, \(h=\frac{70}{2 \cdot 8}=25.\)
\(\therefore \) নির্ণেয় ব্যাসের দৈর্ঘ্য \(= 5.6\) ডেসিমি এবং উচ্চতা \(= 25\) ডেসিমি।।
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
13. দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি। আন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে, হিসাব করে লিখি।
পাইপটির ভিতরের ব্যাস \(= 26\) সেমি।
\(\therefore\) ভিতরের ব্যাসার্ধ \(=\frac{26}{2}\) সেমি \(= 13\) সেমি \(= 1.3\) ডেসিমি
\(\therefore\) ভিতরের বক্রতলের ক্ষেত্রফল = \(2 \pi r h\)
\(=2 \times \frac{22}{7} \times 1.3 \times 147\) বৰ্গডেসিমি [\(\because 14.7\) মি \(= 147\) ডেসিমি]
\(= 120.12\) বর্গডেসিমি
আবার পাইপটির বাইরের ব্যাস \(= 30\) সেমি।
\(\therefore\) পাইপটির বাইরের ব্যাসার্ধ \(=\frac{30}{2}\) সেমি \(= 15\) সেমি \(= 1.5\) ডেসিমি
\(\therefore\) বাইরের বক্রতলের ক্ষেত্রফল = \(2 \pi r h\)
\(=2 \times \frac{22}{7} \times 1.5 \times 147\) বৰ্গডেসিমি \(= 1386\) বর্গডেসিমি
\(\therefore \) পাইপটির সমগ্র বক্রতলের ক্ষেত্রফল \(= (1201.2 + 1386)\) বর্গডেসিমি \(= 2587.2\) বর্গড়েসিমি
\(\therefore \) আলকাতরা লেপনের খরচ \((=2587.2 \times 2.25)\) টাকা \(= 5821.2\) টাকা
\(\therefore \) নির্ণেয় খরচ \(= 5821.2\) টাকা।
\(\therefore\) ভিতরের ব্যাসার্ধ \(=\frac{26}{2}\) সেমি \(= 13\) সেমি \(= 1.3\) ডেসিমি
\(\therefore\) ভিতরের বক্রতলের ক্ষেত্রফল = \(2 \pi r h\)
\(=2 \times \frac{22}{7} \times 1.3 \times 147\) বৰ্গডেসিমি [\(\because 14.7\) মি \(= 147\) ডেসিমি]
\(= 120.12\) বর্গডেসিমি
আবার পাইপটির বাইরের ব্যাস \(= 30\) সেমি।
\(\therefore\) পাইপটির বাইরের ব্যাসার্ধ \(=\frac{30}{2}\) সেমি \(= 15\) সেমি \(= 1.5\) ডেসিমি
\(\therefore\) বাইরের বক্রতলের ক্ষেত্রফল = \(2 \pi r h\)
\(=2 \times \frac{22}{7} \times 1.5 \times 147\) বৰ্গডেসিমি \(= 1386\) বর্গডেসিমি
\(\therefore \) পাইপটির সমগ্র বক্রতলের ক্ষেত্রফল \(= (1201.2 + 1386)\) বর্গডেসিমি \(= 2587.2\) বর্গড়েসিমি
\(\therefore \) আলকাতরা লেপনের খরচ \((=2587.2 \times 2.25)\) টাকা \(= 5821.2\) টাকা
\(\therefore \) নির্ণেয় খরচ \(= 5821.2\) টাকা।
14. একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি. লোহা দিয়ে তৈরি হলে, চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি।
সমাধানঃ চোঙটির উচ্চতা = 2.8 মিটার = 28 ডেসিমি।
চোঙটির অন্তর্ব্যাস = 4.6 ডেসিমি \(\therefore\) অন্তর্ব্যাসার্ধ = \(\frac{4 \cdot 6}{2}\) ডেসিমি = 2.3 ডেসিমি।
ধরা যাক, চোঙটির বহিব্যাসার্ধ = R সেমি।
চোঙটিতে যে পরিমাণ লােহা দিয়ে তৈরি তার আয়তন 84.48 ঘনডেসিমি।
অতএব, চোঙটিতে যে পরিমাণ পদার্থ (লােহা) আছে তা হল 84.48 ঘনডেসিমি।
প্রশ্নানুসারে, \(\pi \times\left\{R^{2}-(2 \cdot 3)^{2}\right\} \times 28=84 \cdot 48\)
বা, \(\frac{22}{7} \times\left(R^{2}-5 \cdot 29\right) \times 28=84 \cdot 48\)
বা, \(R^{2}-5 \cdot 29=\frac{84 \cdot 48 \times 7}{22 \times 28}=\frac{84 \cdot 48}{22 \times 4}=\frac{21
\cdot 12}{22}\)
\(=\frac{1 \cdot 92}{2}=0.96\)
বা, \(R^{2}=5 \cdot 29+0 \cdot 96=6 \cdot 25\)
বা, \(R^{2}=(2 \cdot 5)^{2}\)
\(\therefore\) R = 2.5 \(\therefore\) বহির্ব্যাসার্ধ = 2.5 ডেসিমি
\(\therefore\) বহির্ব্যাস = 2\( \times \)2.5 ডেসিমি। = 5 ডেসিমি।
উত্তর : ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ = 5 ডেসিমি।
চোঙটির অন্তর্ব্যাস = 4.6 ডেসিমি \(\therefore\) অন্তর্ব্যাসার্ধ = \(\frac{4 \cdot 6}{2}\) ডেসিমি = 2.3 ডেসিমি।
ধরা যাক, চোঙটির বহিব্যাসার্ধ = R সেমি।
চোঙটিতে যে পরিমাণ লােহা দিয়ে তৈরি তার আয়তন 84.48 ঘনডেসিমি।
অতএব, চোঙটিতে যে পরিমাণ পদার্থ (লােহা) আছে তা হল 84.48 ঘনডেসিমি।
প্রশ্নানুসারে, \(\pi \times\left\{R^{2}-(2 \cdot 3)^{2}\right\} \times 28=84 \cdot 48\)
বা, \(\frac{22}{7} \times\left(R^{2}-5 \cdot 29\right) \times 28=84 \cdot 48\)
বা, \(R^{2}-5 \cdot 29=\frac{84 \cdot 48 \times 7}{22 \times 28}=\frac{84 \cdot 48}{22 \times 4}=\frac{21
\cdot 12}{22}\)
\(=\frac{1 \cdot 92}{2}=0.96\)
বা, \(R^{2}=5 \cdot 29+0 \cdot 96=6 \cdot 25\)
বা, \(R^{2}=(2 \cdot 5)^{2}\)
\(\therefore\) R = 2.5 \(\therefore\) বহির্ব্যাসার্ধ = 2.5 ডেসিমি
\(\therefore\) বহির্ব্যাস = 2\( \times \)2.5 ডেসিমি। = 5 ডেসিমি।
উত্তর : ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ = 5 ডেসিমি।
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
15. একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি।
মনে করি, চোঙের ব্যাসার্ধ = r ডেসিমি এবং উচ্চতা = h ডেসিমি।
প্রথম ক্ষেত্রে \(h=2 r\) দ্বিতীয় ক্ষেত্রে \(h=6 r\)
প্রথম ক্ষেত্রে আয়তন \(=\pi \cdot r^{2} h=\pi \cdot r^{2} \cdot 2 r\) ঘন ডেসিমি।
দ্বিতীয় ক্ষেত্রে আয়তন \(=\pi \cdot r^{2} \cdot 6 r\) ঘন ডেসিমি
প্রশ্নানুসারে, \(\pi \cdot r^{2} \cdot 6 r-\pi \cdot r^{2} \cdot 2 r=539\)
বা, \(6 \pi r^{3}-2 \pi r^{3}=539\)
বা, \(4 \pi r^{3}=539\)
বা, \(4 \times \frac{22}{7} \times r^{3}=539\)
বা, \(r^{3}=539 \times \frac{7}{88}\)
বা, \(r^{3}=\frac{49 \times 7}{8}=\left(\frac{7}{2}\right)^{3} \quad \therefore
r=\frac{7}{2}\)
\(\therefore\) উচ্চতা \(=h=2 r=2 \times \frac{7}{2}=7\) ডেসিমি।
\(\therefore\) চোঙটির উচ্চতা \(=7\) ডেসিমি।
প্রথম ক্ষেত্রে \(h=2 r\) দ্বিতীয় ক্ষেত্রে \(h=6 r\)
প্রথম ক্ষেত্রে আয়তন \(=\pi \cdot r^{2} h=\pi \cdot r^{2} \cdot 2 r\) ঘন ডেসিমি।
দ্বিতীয় ক্ষেত্রে আয়তন \(=\pi \cdot r^{2} \cdot 6 r\) ঘন ডেসিমি
প্রশ্নানুসারে, \(\pi \cdot r^{2} \cdot 6 r-\pi \cdot r^{2} \cdot 2 r=539\)
বা, \(6 \pi r^{3}-2 \pi r^{3}=539\)
বা, \(4 \pi r^{3}=539\)
বা, \(4 \times \frac{22}{7} \times r^{3}=539\)
বা, \(r^{3}=539 \times \frac{7}{88}\)
বা, \(r^{3}=\frac{49 \times 7}{8}=\left(\frac{7}{2}\right)^{3} \quad \therefore
r=\frac{7}{2}\)
\(\therefore\) উচ্চতা \(=h=2 r=2 \times \frac{7}{2}=7\) ডেসিমি।
\(\therefore\) চোঙটির উচ্চতা \(=7\) ডেসিমি।
16. ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভরতি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের তিনটি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভাল। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে (i) আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং (ii) ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি।
ট্যাঙ্কারটির ব্যাসার্ধ (r) \( = \frac{{2.8}}{2} = 1.4\) মিটার = 14 ডেসিমি।
ট্যাঙ্কারটির দৈর্ঘ্য (h) = 6 মিটার = 60 ডেসিমি।
ট্যাঙ্কারটির আয়তন \(=\pi r^2h\)
\( = \pi {(14)^2} \times 60\) ঘন ডেসিমি।
\( = \frac{{22}}{7} \times 196 \times 60\) ঘনডেসিমি = 36960 লিটার।
\(\therefore\) ট্যাঙ্কটিতে জল ধরে 36960 লিটার।
প্রতিটি হোসপাইপের ব্যাসার্ধ \( = \frac{2}{2} = 1\) সেমি \( = \frac{1}{{10}}\) ডেসিমি।
পাইপের দৈর্ঘ্য = 420 মিটার = 4200 ডেসিমি।
\(\therefore\) 40 মিনিটে জল খরচ হবে \( = 40 \times 3 \times \pi {\left( {\frac{1}{{10}}} \right)^2} \times 4200\) লিটার।
\( = 120 \times \frac{{22}}{7} \times \frac{1}{{100}} \times 4200\) লিটার = 15840 লিটার।
\(\therefore\) ট্যাংকারের আর জল রয়েছে = (36960 – 15840) লিটার = 21120 লিটার।
ট্যাঙ্কারটির দৈর্ঘ্য (h) = 6 মিটার = 60 ডেসিমি।
ট্যাঙ্কারটির আয়তন \(=\pi r^2h\)
\( = \pi {(14)^2} \times 60\) ঘন ডেসিমি।
\( = \frac{{22}}{7} \times 196 \times 60\) ঘনডেসিমি = 36960 লিটার।
\(\therefore\) ট্যাঙ্কটিতে জল ধরে 36960 লিটার।
প্রতিটি হোসপাইপের ব্যাসার্ধ \( = \frac{2}{2} = 1\) সেমি \( = \frac{1}{{10}}\) ডেসিমি।
পাইপের দৈর্ঘ্য = 420 মিটার = 4200 ডেসিমি।
\(\therefore\) 40 মিনিটে জল খরচ হবে \( = 40 \times 3 \times \pi {\left( {\frac{1}{{10}}} \right)^2} \times 4200\) লিটার।
\( = 120 \times \frac{{22}}{7} \times \frac{1}{{100}} \times 4200\) লিটার = 15840 লিটার।
\(\therefore\) ট্যাংকারের আর জল রয়েছে = (36960 – 15840) লিটার = 21120 লিটার।
17. 17.5 সেমি. ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলাইয়ের চারিপার্শে 3.5 সেমি. পুরু বালি-সিমেন্টের প্লাস্টার করতে হবে।
(i) প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয়, তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি।
(ii) প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4 : 1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমি. সিমেন্টের প্রয়োজন, হিসাব করে লিখি।
(i) প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয়, তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি।
(ii) প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4 : 1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমি. সিমেন্টের প্রয়োজন, হিসাব করে লিখি।
(a) প্রতিটি স্তম্ভের ব্যাস \(= 17.5\) সেমি \(= 1.75\) ডেসিমি
\(\therefore\) এদের ব্যাসার্ধ \(=\frac{1 \cdot 75}{2}\) ডেসিমি \(= 0.875\) ডেসিমি
প্রতিটি স্তম্ভ \(3.5\) সেমি \(= 0.35\) ডেসিমি পুরু
\(\therefore\) আস্তরণের পর প্রতিটি স্তম্ভের বাইরের ব্যাসার্ধ হবে \((0.875 + 0.35)\) ডেসিমি \(= 1.225\) ডেসিমি
\(\therefore\) মশলার আয়তন \(=\frac{22}{7}\left\{(1.225)^{2}-(0.875)^{2}\right\} \times 30\) ঘনডেসিমি [\(\therefore 3\) মি \(= 30\) ডেসিমি]
\(=\frac{22}{7}(1.225+0.875)(1.225-0.875) \times 30\) ঘনডেসিমি
\(=\frac{22}{7} \times 2.1 \times 0.35 \times 30\) ঘনডেসিমি \(= 69.3\) ঘনডেসিমি।
\(\therefore 4\) টি স্তম্ভের জন্য মশলা প্রয়ােজন হবে \(=69.3 \times 4\) ঘনডেসিমি \(= 277.2\) ঘনডেসিমি
\(\therefore 277.2\) ঘনডেসিমি মশলার প্রয়ােজন হবে।
(b) বালি ও সিমেন্টের অনুপাত \(4 : 1.\)
\(\therefore\) \(= 55.44\) ঘনডেসিমি সিমেন্টের প্রয়ােজন। \(\therefore\) মশলায় সিমেন্টের আনুপাতিক ভাগ হার \(=\frac{1}{4+1}=\frac{1}{5}\)
\(\therefore\) নির্ণেয় সিমেন্টের পরিমাণ \(=277.2 \times \frac{1}{5}\) ঘনডেসিমি \(= 55.44\) ঘনডেসিমি।
\(\therefore\) \(= 55.44\) ঘনডেসিমি সিমেন্টের প্রয়ােজন।
\(\therefore\) এদের ব্যাসার্ধ \(=\frac{1 \cdot 75}{2}\) ডেসিমি \(= 0.875\) ডেসিমি
প্রতিটি স্তম্ভ \(3.5\) সেমি \(= 0.35\) ডেসিমি পুরু
\(\therefore\) আস্তরণের পর প্রতিটি স্তম্ভের বাইরের ব্যাসার্ধ হবে \((0.875 + 0.35)\) ডেসিমি \(= 1.225\) ডেসিমি
\(\therefore\) মশলার আয়তন \(=\frac{22}{7}\left\{(1.225)^{2}-(0.875)^{2}\right\} \times 30\) ঘনডেসিমি [\(\therefore 3\) মি \(= 30\) ডেসিমি]
\(=\frac{22}{7}(1.225+0.875)(1.225-0.875) \times 30\) ঘনডেসিমি
\(=\frac{22}{7} \times 2.1 \times 0.35 \times 30\) ঘনডেসিমি \(= 69.3\) ঘনডেসিমি।
\(\therefore 4\) টি স্তম্ভের জন্য মশলা প্রয়ােজন হবে \(=69.3 \times 4\) ঘনডেসিমি \(= 277.2\) ঘনডেসিমি
\(\therefore 277.2\) ঘনডেসিমি মশলার প্রয়ােজন হবে।
(b) বালি ও সিমেন্টের অনুপাত \(4 : 1.\)
\(\therefore\) \(= 55.44\) ঘনডেসিমি সিমেন্টের প্রয়ােজন। \(\therefore\) মশলায় সিমেন্টের আনুপাতিক ভাগ হার \(=\frac{1}{4+1}=\frac{1}{5}\)
\(\therefore\) নির্ণেয় সিমেন্টের পরিমাণ \(=277.2 \times \frac{1}{5}\) ঘনডেসিমি \(= 55.44\) ঘনডেসিমি।
\(\therefore\) \(= 55.44\) ঘনডেসিমি সিমেন্টের প্রয়ােজন।
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
18. একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি. এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি.। চোঙটির উচ্চতা 36 সেমি.। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট এবং 6 সেমি. দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করি।
ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ \(=\frac{16}{2}=8\) সেমি
অন্তব্যাসার্ধ \(=\frac{12}{2}=6\) সেমি এবং উচ্চতা = 36 সেমি
\(\therefore\) ফাঁপা চোঙটির আয়তন \(=\pi \times \left(8^{2}-6^{2}\right) \cdot \times 36\) ঘনসেমি।
\(=\pi(64-36) \times 36\) ঘনসেমি,
\(=\pi \times 28 \times 36\) সেমি।
নিরেট চোঙের ব্যাসার্ধ \(=\frac{2}{2}=1\) সেমি এবং উচ্চতা \(= 6\) সেমি।
\(\therefore \) একটি নিরেট চোঙের আয়তন \(=\pi \cdot 1^{2} \cdot 6\)
\(=\pi \times 6\) ঘন সেমি।
\(\therefore \) ফাঁপা চোঙটি গলিয়ে প্রাপ্ত নিরেট চোঙের সংখ্যা
\(=\frac{\pi \times 28 \times 36}{\pi \times 6}=28 \times 6 = 168\) টি।
\(\therefore\) নিরেট চোঙের সংখ্যা 168 টি।
অন্তব্যাসার্ধ \(=\frac{12}{2}=6\) সেমি এবং উচ্চতা = 36 সেমি
\(\therefore\) ফাঁপা চোঙটির আয়তন \(=\pi \times \left(8^{2}-6^{2}\right) \cdot \times 36\) ঘনসেমি।
\(=\pi(64-36) \times 36\) ঘনসেমি,
\(=\pi \times 28 \times 36\) সেমি।
নিরেট চোঙের ব্যাসার্ধ \(=\frac{2}{2}=1\) সেমি এবং উচ্চতা \(= 6\) সেমি।
\(\therefore \) একটি নিরেট চোঙের আয়তন \(=\pi \cdot 1^{2} \cdot 6\)
\(=\pi \times 6\) ঘন সেমি।
\(\therefore \) ফাঁপা চোঙটি গলিয়ে প্রাপ্ত নিরেট চোঙের সংখ্যা
\(=\frac{\pi \times 28 \times 36}{\pi \times 6}=28 \times 6 = 168\) টি।
\(\therefore\) নিরেট চোঙের সংখ্যা 168 টি।
19. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A)
(A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.C.Q.) :
(i) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 এবং উচ্চতার অনুপাত 5 : 3 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত-
(a) 2 : 5 (b) 8 : 7 (c) 10 : 9 (d) 16 : 9
(a) 2 : 5 (b) 8 : 7 (c) 10 : 9 (d) 16 : 9
ধরাে, লম্ব-বৃত্তাকার চোঙদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে \(2 x\) একক এবং \(3 x\) একক।
আবার ধরাে, চোঙ দুটির উচ্চতা যথাক্রমে \(5 h\) একক এবং \(3 h\) একক।
\(\therefore\) প্রথম চোঙটির বক্রতলের ক্ষেত্রফল =\(2 \pi r h\)
\(=2 \pi \times 2 x \times 5 h\) বর্গএকক \(=20 \pi x h\) বর্গএকক।
এবং দ্বিতীয় চোঙটির বক্রতলের ক্ষেত্রফল =\(2 \pi r h\)
\(=2 \pi \times 3 x \times 3 h\) বর্গএকক \(=18 \pi xh\) বর্গএকক।
\(\therefore \) নির্ণেয় অনুপাত \(=20 \pi x h: 18 \pi x h=\frac{20 \pi x h}{18 \pi x h}=\frac{10}{9}=10: 9.\)
\(\therefore\) (c) উত্তরটি সঠিক।।
আবার ধরাে, চোঙ দুটির উচ্চতা যথাক্রমে \(5 h\) একক এবং \(3 h\) একক।
\(\therefore\) প্রথম চোঙটির বক্রতলের ক্ষেত্রফল =\(2 \pi r h\)
\(=2 \pi \times 2 x \times 5 h\) বর্গএকক \(=20 \pi x h\) বর্গএকক।
এবং দ্বিতীয় চোঙটির বক্রতলের ক্ষেত্রফল =\(2 \pi r h\)
\(=2 \pi \times 3 x \times 3 h\) বর্গএকক \(=18 \pi xh\) বর্গএকক।
\(\therefore \) নির্ণেয় অনুপাত \(=20 \pi x h: 18 \pi x h=\frac{20 \pi x h}{18 \pi x h}=\frac{10}{9}=10: 9.\)
\(\therefore\) (c) উত্তরটি সঠিক।।
(ii) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 এবং উচ্চতার অনুপাত 5 : 3 হলে, তাদের আয়তনের অনুপাত
(a) 27 : 20 (b) 20 : 27 (c) 4 : 9 (d) 9 : 4
(a) 27 : 20 (b) 20 : 27 (c) 4 : 9 (d) 9 : 4
ধরাে, চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে \(2 r\) একক ও \(3 r\) একক এবং উচ্চতা যথাক্রমে \(5 h\) একক ও \(3 h\) একক।
তাহলে, প্রথম চোঙের আয়তন \(=\pi r^2h\)
\(=\pi \times(2 r)^{2} \times 5 h\) ঘনএকক \(=20 \pi r^{2} h\) ঘনএকক
এবং দ্বিতীয় চোঙের আয়তন \(=\pi r^2h\)
\(\pi \times(3 r)^{2} \times 3 h\) ঘনএকক \(=27 \pi r^{2} h\) ঘনএকক
\(\therefore\) নির্ণেয় আয়তনের অনুপাত
\(=20 \pi r^{2} h: 27 \pi r^{2} h=\frac{20 \pi r^{2} h}{27 \pi r^{2} h}=\frac{20}{27}=20: 27\).
\(\therefore\) (b) উত্তরটি সঠিক।
তাহলে, প্রথম চোঙের আয়তন \(=\pi r^2h\)
\(=\pi \times(2 r)^{2} \times 5 h\) ঘনএকক \(=20 \pi r^{2} h\) ঘনএকক
এবং দ্বিতীয় চোঙের আয়তন \(=\pi r^2h\)
\(\pi \times(3 r)^{2} \times 3 h\) ঘনএকক \(=27 \pi r^{2} h\) ঘনএকক
\(\therefore\) নির্ণেয় আয়তনের অনুপাত
\(=20 \pi r^{2} h: 27 \pi r^{2} h=\frac{20 \pi r^{2} h}{27 \pi r^{2} h}=\frac{20}{27}=20: 27\).
\(\therefore\) (b) উত্তরটি সঠিক।
(iii) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1 : 2 হলে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত-
(a) \(1: \sqrt{2}\) (b) \(\sqrt{2}: 1\) (c) 1 : 2 (d) 2 : 1
(a) \(1: \sqrt{2}\) (b) \(\sqrt{2}: 1\) (c) 1 : 2 (d) 2 : 1
মনে করি, লম্ব বত্তাকার চোঙ প্রথমটি ও দ্বিতীয়টির ব্যাসার্ধ যথাক্রমে R ও r এবং
তাদের উচ্চতা যথাক্রমে H ও h
\(\therefore\) তাদের আয়তন যথাক্রমে \(\pi R^{2} H\) ঘন একক এবং \(\pi r^{2} h\) ঘন একক।
প্রশ্নানুসারে, \(\pi R^{2} H=\pi r^{2} h\)
বা, \(\frac{R^{2}}{r^{2}}=\frac{h}{H}=\frac{2}{1}\) [\(\because\) \(H: h=1: 2\) \(\therefore\) \(h: H=2:
1\)]
বা,
\(\left(\frac{R}{r}\right)^{2}=\left(\sqrt{\frac{2}{1}}\right)^{2}=\left(\frac{\sqrt{2}}{\sqrt{1}}\right)^{2}=\left(\frac{\sqrt{2}}{1}\right)^{2}\)
\(\therefore\) \(\frac{R}{r}=\frac{\sqrt{2}}{1}\)
\(\therefore\) \(R: r=\sqrt{2}: 1\)
উত্তর : (b) \(\sqrt{2}: 1\)
তাদের উচ্চতা যথাক্রমে H ও h
\(\therefore\) তাদের আয়তন যথাক্রমে \(\pi R^{2} H\) ঘন একক এবং \(\pi r^{2} h\) ঘন একক।
প্রশ্নানুসারে, \(\pi R^{2} H=\pi r^{2} h\)
বা, \(\frac{R^{2}}{r^{2}}=\frac{h}{H}=\frac{2}{1}\) [\(\because\) \(H: h=1: 2\) \(\therefore\) \(h: H=2:
1\)]
বা,
\(\left(\frac{R}{r}\right)^{2}=\left(\sqrt{\frac{2}{1}}\right)^{2}=\left(\frac{\sqrt{2}}{\sqrt{1}}\right)^{2}=\left(\frac{\sqrt{2}}{1}\right)^{2}\)
\(\therefore\) \(\frac{R}{r}=\frac{\sqrt{2}}{1}\)
\(\therefore\) \(R: r=\sqrt{2}: 1\)
উত্তর : (b) \(\sqrt{2}: 1\)
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
(iv) একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে, চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের
(a) সমান (b) দ্বিগুণ (c) অর্ধেক (d) 4 গুণ
(a) সমান (b) দ্বিগুণ (c) অর্ধেক (d) 4 গুণ
ধরাে, চোঙটির ব্যাসার্ধ \(r\) একক এবং উচ্চতা \(h\) একক। তাহলে চোঙটির আয়তন \(=\pi r^{2} h\) ঘনএকক।
যদি চোঙটির ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ \(\frac{r}{2}\) একক এবং উচ্চতা দ্বিগুণ অর্থাৎ \(2h\) একক করা হয়, তবে তার আয়তন হয় \(=\pi r^2h\)
\(= \pi \times\left(\frac{r}{2}\right)^{2} \times 2 h\) ঘনএকক
\(=\pi \times \frac{r^{2}}{4} \times 2 h\) ঘন একক
\(=\frac{\pi r^{2} h}{2}\) ঘনএকক।
\(\therefore\) তখন তার আয়তন অর্ধেক হবে।
\(\therefore \) (c) উত্তরটি সঠিক।
যদি চোঙটির ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ \(\frac{r}{2}\) একক এবং উচ্চতা দ্বিগুণ অর্থাৎ \(2h\) একক করা হয়, তবে তার আয়তন হয় \(=\pi r^2h\)
\(= \pi \times\left(\frac{r}{2}\right)^{2} \times 2 h\) ঘনএকক
\(=\pi \times \frac{r^{2}}{4} \times 2 h\) ঘন একক
\(=\frac{\pi r^{2} h}{2}\) ঘনএকক।
\(\therefore\) তখন তার আয়তন অর্ধেক হবে।
\(\therefore \) (c) উত্তরটি সঠিক।
(v) একটি লম্ব বৃত্তাকার রোডের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে, বক্ৰতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের
(a) সমান (b) দ্বিগুণ (c) অর্ধেক (d) 4 গুণ
(a) সমান (b) দ্বিগুণ (c) অর্ধেক (d) 4 গুণ
ধরাে, চোঙটির ব্যাসার্ধ \(r\) একক এবং উচ্চতা \(h\) একক।
\(\therefore \) বক্রতলের ক্ষেত্রফল \(=2 \pi r h\) বর্গএকক।
যদি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ \(2 r\) একক এবং উচ্চতা অর্ধেক অর্থাৎ \(\frac{h}{2}\) একক করা হয়, তবে তার বক্রতলের ক্ষেত্রফল হয় \(2 \pi \times 2 r \times \frac{h}{2}\) বর্গএকক \(=2 \pi r h\) বর্গএকক।
\(\therefore\) বক্রতলের ক্ষেত্রফল একই থাকে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল দুটি সমান হয়।
\(\therefore \) বক্রতলের ক্ষেত্রফল \(=2 \pi r h\) বর্গএকক।
যদি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ \(2 r\) একক এবং উচ্চতা অর্ধেক অর্থাৎ \(\frac{h}{2}\) একক করা হয়, তবে তার বক্রতলের ক্ষেত্রফল হয় \(2 \pi \times 2 r \times \frac{h}{2}\) বর্গএকক \(=2 \pi r h\) বর্গএকক।
\(\therefore\) বক্রতলের ক্ষেত্রফল একই থাকে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল দুটি সমান হয়।
B. নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :
(i) একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি এবং উচ্চতা h সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে, জলের আয়তন হবে \(\pi {r^2}h\) ঘনসেমি।
মিথ্যা।
আয়তন হবে \(=\frac{\pi r^{2} h}{2}\) ঘনসেমি
(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে, চোঙটির যে-কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে।
সত্য ;
কারণ, আয়তনের সাংখ্যিক মান \(=\pi 2^{2} \cdot h=4 \pi h\) এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যিক মান \(=2 \pi \times 2 \times h=4 \pi h\) অর্থাৎ সাংখ্যিক মান দুটি সমান।
\(\therefore\) বিবৃতিটি সত্য।
কারণ, আয়তনের সাংখ্যিক মান \(=\pi 2^{2} \cdot h=4 \pi h\) এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যিক মান \(=2 \pi \times 2 \times h=4 \pi h\) অর্থাৎ সাংখ্যিক মান দুটি সমান।
\(\therefore\) বিবৃতিটি সত্য।
(C) শূন্যস্থান পূরন করি :
(i) একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য \(\ell\) একক এবং প্রস্থ b একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল______বর্গএকক।
\(\therefore\) \(lb\) ;
কারণ, বক্রতলের ক্ষেত্রফল = ভূমির পরিধি \(\times\) উচ্চতা \(=l \times b\) বর্গএকক \(=l b\) বর্গএকক।
কারণ, বক্রতলের ক্ষেত্রফল = ভূমির পরিধি \(\times\) উচ্চতা \(=l \times b\) বর্গএকক \(=l b\) বর্গএকক।
(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি. হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দন্ড রাখা যাবে তার দৈর্ঘ্য______সেমি।
\(\therefore\) \(5\) ;
কারণ, দণ্ডটির দৈর্ঘ্য \(=\sqrt{3^{2}+4^{2}}\) সেমি
\(=\sqrt{25}\) সেমি
\(=\sqrt{9+16}\) সেমি
\(= 5\) সেমি।
কারণ, দণ্ডটির দৈর্ঘ্য \(=\sqrt{3^{2}+4^{2}}\) সেমি
\(=\sqrt{25}\) সেমি
\(=\sqrt{9+16}\) সেমি
\(= 5\) সেমি।
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
(iii) একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য______একক।
\(\therefore\) \(4\);
কারণ, মনে করাে, চোঙটির ব্যাস \(d \) একক এবং উচ্চতা \(h\) একক।
ব্যাসার্ধ \(=\frac{d}{2}\)
প্রশ্নানুসারে, \(\pi \times\left(\frac{d}{2}\right)^{2} \times h=2 \pi \times \frac{d}{2} \times h\)
\(\Rightarrow \pi \times \frac{d^{2}}{4} \times h=\pi d h\)
\(\Rightarrow d=4\).
20. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.) :
(i) একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্ৰতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে, স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি।
ধরাে, চোঙটির ভূমির ব্যাসার্ধ \(r\) একক এবং উচ্চতা \(h\) একক।
\(\therefore\) এটির পার্শ্বতলের ক্ষেত্রফল \(=2 \pi r h\) বর্গএকক এবং আয়তন \(=\pi r^{2} h\) ঘনএকক।
প্রশ্নানুসারে, \(2 \pi r h=264\)
বা, \(5 \pi n=\frac{264}{2}\)
বা, \(\pi r h=132\cdots(1)\)
এবং \(\pi r^{2} h=924\)
বা, \(\pi r h \times r=924\)
বা, \(132 \times r=924\) [(1) থেকে]
বা, \(r=\frac{924}{132}=7\).
\(\therefore\) চোঙটির নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য \(= 7\) একক।।
\(\therefore\) এটির পার্শ্বতলের ক্ষেত্রফল \(=2 \pi r h\) বর্গএকক এবং আয়তন \(=\pi r^{2} h\) ঘনএকক।
প্রশ্নানুসারে, \(2 \pi r h=264\)
বা, \(5 \pi n=\frac{264}{2}\)
বা, \(\pi r h=132\cdots(1)\)
এবং \(\pi r^{2} h=924\)
বা, \(\pi r h \times r=924\)
বা, \(132 \times r=924\) [(1) থেকে]
বা, \(r=\frac{924}{132}=7\).
\(\therefore\) চোঙটির নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য \(= 7\) একক।।
(ii) একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গএকক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘনএকক হলে, \(\frac{{cr}}{v}\) এর মান কত তা লিখি।
ধরাে, চোঙটির উচ্চতা \(h\) একক।
প্রশ্নানুসারে, \(C=2 \pi r h\cdots(1)\)
\(\mathrm{V}=\pi r^{2} h\cdots(2)\)
\(\therefore \frac{\mathrm{Cr} }{\mathrm{V}}=\frac{2 \pi r h \times r}{\pi r^{2} h}=\frac{2 \pi r^{2} h}{\pi r^{2} h}=2.\)
\(\therefore \frac{\mathrm{Cr} }{\mathrm{~V}}\) এর নির্ণেয় মান \(= 2.\)
প্রশ্নানুসারে, \(C=2 \pi r h\cdots(1)\)
\(\mathrm{V}=\pi r^{2} h\cdots(2)\)
\(\therefore \frac{\mathrm{Cr} }{\mathrm{V}}=\frac{2 \pi r h \times r}{\pi r^{2} h}=\frac{2 \pi r^{2} h}{\pi r^{2} h}=2.\)
\(\therefore \frac{\mathrm{Cr} }{\mathrm{~V}}\) এর নির্ণেয় মান \(= 2.\)
(iii) একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি. এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি. হলে, চোঙটির আয়তন কত তা লিখি।
ধরাে, চোঙটির ভূমির ব্যাসার্ধ \(r\) সেমি।
বক্রতলের ক্ষেত্রফল \(=2 \pi r h\) \(=2 \pi r \times 14\) বর্গসেমি
প্রশ্নানুসারে, \(2 \pi r \times 14=264\)
বা, \(2 \times \frac{22}{7} \times r \times 14=264\)
বা, \(2 \times 22 \times r \times 2=264\)
বা, \(r=\frac{264}{2 \times 22 \times 2}=3\)
\(\therefore\) চোঙটির আয়তন \(=\pi r^{2} h\)
\(=\frac{22}{7} \times(3)^{2} \times 14 =22 \times 9 \times 2 =396 \) ঘনসেমি
\(\therefore\) চোঙটির নির্ণেয় আয়তন \(= 396\) ঘনসেমি
বক্রতলের ক্ষেত্রফল \(=2 \pi r h\) \(=2 \pi r \times 14\) বর্গসেমি
প্রশ্নানুসারে, \(2 \pi r \times 14=264\)
বা, \(2 \times \frac{22}{7} \times r \times 14=264\)
বা, \(2 \times 22 \times r \times 2=264\)
বা, \(r=\frac{264}{2 \times 22 \times 2}=3\)
\(\therefore\) চোঙটির আয়তন \(=\pi r^{2} h\)
\(=\frac{22}{7} \times(3)^{2} \times 14 =22 \times 9 \times 2 =396 \) ঘনসেমি
\(\therefore\) চোঙটির নির্ণেয় আয়তন \(= 396\) ঘনসেমি
(iv) দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1 : 2 এবং ভূমির পরিধির অনুপাত 3 : 4 হলে, তাদের আয়তন অনুপাত কত তা লিখি।
মনে করি, চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে r একক ও R একক ও উচ্চতা h ও 2h একক।
প্রশ্নানুসারে, \(2\pi r:2\pi R = 3:4\)
বা, \({\rm{r : R = 3 : 4}}\)
বা, \(\frac{r}{R}=\frac{3}{4}\)
বা, \(r = \frac{{3R}}{4}\)
\(\therefore\) আয়তনের অনুপাত \( = \pi {(r)^2} \times h:\pi \left( {{R^2}} \right) \times 2h = {\left( {\frac{{3R}}{4}} \right)^2}:2{R^2} = 9{R^2}:32{R^2} = 9:32\)
প্রশ্নানুসারে, \(2\pi r:2\pi R = 3:4\)
বা, \({\rm{r : R = 3 : 4}}\)
বা, \(\frac{r}{R}=\frac{3}{4}\)
বা, \(r = \frac{{3R}}{4}\)
\(\therefore\) আয়তনের অনুপাত \( = \pi {(r)^2} \times h:\pi \left( {{R^2}} \right) \times 2h = {\left( {\frac{{3R}}{4}} \right)^2}:2{R^2} = 9{R^2}:32{R^2} = 9:32\)
(v) একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য \(50 \%\) হ্রাস করা হলো এবং উচ্চতা \(50 \%\) বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি।
ধরাে, চোঙটির ব্যাসার্ধ \(r\) একক এবং উচ্চতা \(h\) একক
\(\therefore\) চোঙটির আয়তন \(=\pi r^{2} h\) ঘনএকক।।
ব্যাসার্ধ \(50\%\) কমালে হয় \(\left(r-r \times \frac{50}{100}\right)\) একক
\(=\left(r-\frac{r}{2}\right)\) একক
\(=\frac{r}{2}\) একক
আবার, উচ্চতা \(50\%\) বাড়ালে হয় \(\left(h+h \times \frac{50}{100}\right)\) একক \(=\frac{3 h}{2}\) একক
\(\therefore\) তখন চোঙটির আয়তন \(=\pi \times\left(\frac{r}{2}\right)^{2} \times \frac{3 h}{2}\) ঘন একক \(=\frac{3 \pi r^{2} h}{8}\) ঘনএকক।
\(\therefore\) আয়তন কমে যায় = \(\left(\pi r^{2} h-\frac{3 \pi r^{2} h}{8}\right)\) ঘনএকক
\(=\frac{8 \pi r^{2} h-3 \pi r^{2} h}{8}\) ঘনএকক
\(=\frac{5 \pi r^{2} h}{8}\) ঘনএকক
\(\therefore\) নির্ণেয় শতকরা হার
\(=\frac{\frac{5 \pi r^{2} h}{8}}{\pi r^{2} h} \times 100 \%=\frac{5}{8} \times 100 \%=\frac{125}{2} \%=62 \frac{1}{2} \%\)
\(\therefore\) চোঙটির আয়তন \(62 \frac{1}{2} \%\) কমে যাবে।।
\(\therefore\) চোঙটির আয়তন \(=\pi r^{2} h\) ঘনএকক।।
ব্যাসার্ধ \(50\%\) কমালে হয় \(\left(r-r \times \frac{50}{100}\right)\) একক
\(=\left(r-\frac{r}{2}\right)\) একক
\(=\frac{r}{2}\) একক
আবার, উচ্চতা \(50\%\) বাড়ালে হয় \(\left(h+h \times \frac{50}{100}\right)\) একক \(=\frac{3 h}{2}\) একক
\(\therefore\) তখন চোঙটির আয়তন \(=\pi \times\left(\frac{r}{2}\right)^{2} \times \frac{3 h}{2}\) ঘন একক \(=\frac{3 \pi r^{2} h}{8}\) ঘনএকক।
\(\therefore\) আয়তন কমে যায় = \(\left(\pi r^{2} h-\frac{3 \pi r^{2} h}{8}\right)\) ঘনএকক
\(=\frac{8 \pi r^{2} h-3 \pi r^{2} h}{8}\) ঘনএকক
\(=\frac{5 \pi r^{2} h}{8}\) ঘনএকক
\(\therefore\) নির্ণেয় শতকরা হার
\(=\frac{\frac{5 \pi r^{2} h}{8}}{\pi r^{2} h} \times 100 \%=\frac{5}{8} \times 100 \%=\frac{125}{2} \%=62 \frac{1}{2} \%\)
\(\therefore\) চোঙটির আয়তন \(62 \frac{1}{2} \%\) কমে যাবে।।
Koshe Dekhi 8 Class 10 | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি ৮ | লম্ব বৃত্তাকার চোঙ কষে দেখি 8 ক্লাস 10 | Class 10 Math Solution Wbbse
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra