সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান || Koshe Dekhi 3, Class 6 || WBBSE Class VI Chapter 3, Math Solution in Bengali || গণিতপ্রভা ষষ্ঠ শ্রেনি সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান সমাধান || কষে দেখি 3, ক্লাস ৬ || West Bengal Board Class 6 Chapter 3, Math Solution

Share this page using :

পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অঙ্কের সমাধান || Koshe Dekhi 3 Class 6 || WBBSE Class VI Chapter 3 Math Solution in Bengali
কষে দেখি - 3

পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অঙ্কের সমাধান || Koshe Dekhi 3, Class 6 || WBBSE Class VI Chapter 3, Math Solution in Bengali
আজই Install করুন Chatra Mitra

1. নীচের সংখ্যাগুলিকে সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যায় লিখি—

(a) 12
12-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণসংখ্যায় 10
(b) 347
347-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণসংখ্যায় 350
(c) 1324
1324-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণসংখ্যায় 1320
(d) 5968
5968-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণসংখ্যায় 5970

2. নীচের সংখ্যাগুলি সবথেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণসংখ্যায় লিখি—

(a) 621
621-এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণসংখ্যা 600
(b) 483
483-এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণসংখ্যা 500
(c) 6521
6521-এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণসংখ্যা 6500
(d) 2178
2178-এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণসংখ্যা 2200

3. নীচের সংখ্যাগুলি সবথেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যায় লিখি—

(a) 346
346-এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা 0
(b) 827
827-এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা 1000
(c) 6719
6719-এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা 7000
(d) 8394
8394-এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা 8000

4. নীচের সংখ্যাগুলি সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি-

পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অঙ্কের সমাধান || Koshe Dekhi 3, Class 6 || WBBSE Class VI Chapter 3, Math Solution in Bengali
আজই Install করুন Chatra Mitra
(a) \(37 + 54\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
37 &40 \\
+ \ 54 &+ \ 50 \\
\hline 91 & 90
\end{array}
\)
(b) \(73 - 48\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
73 &70 \\
- \ 48 &- \ 50 \\
\hline 25 & 20
\end{array}
\)
(c) \(24 + 59\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
24 &20 \\
+\ 59 &+\ 60 \\
\hline 83 & 80
\end{array}
\)
(d) \(97 - 38\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
97 &100 \\
- \ 38 &- \ 40 \\
\hline 59 & 60
\end{array}
\)
(e) \(76 - 29\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
76 &80 \\
- \ 29 &- \ 30 \\
\hline 47 & 50
\end{array}
\)
(f) \(66 + 73\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
66 &70 \\
+\ 73 &+ \ 70 \\
\hline 139 & 140
\end{array}
\)
(g) \(251 + 175\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
251 & 250 \\
+ \ 175 &+ \ 180 \\
\hline 426 & 430
\end{array}
\)
(h) \(462 - 271\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
462 &460 \\
- \ 271 &- \ 270\\
\hline 191 & 190
\end{array}
\)

5. নীচের সংখ্যাগুলি সবথেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণসংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি-

পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অঙ্কের সমাধান || Koshe Dekhi 3, Class 6 || WBBSE Class VI Chapter 3, Math Solution in Bengali
আজই Install করুন Chatra Mitra
(a) \(426 + 589\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
426 &400 \\
+\ 589 &+ \ 600\\
\hline 1015 & 1000
\end{array}
\)
(b) \(356 + 435\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
356 &400 \\
+\ 435 &+\ 400 \\
\hline 791 & 800
\end{array}
\)
(c) \(678 - 125\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
678 &700 \\
- \ 125 &- \ 100\\
\hline 553 & 600
\end{array}
\)
(d) \(1248 + 4329\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
1248 &1200\\
+ \ 4329 &+ \ 4300\\
\hline 5577 & 5500
\end{array}
\)
(e) \(170 - 895\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
170 &200 \\
+\ 895 &+\ 900 \\
\hline 1065 & 1100
\end{array}
\)
(f) \(947 + 448\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
947 &900 \\
+\ 448 &+ \ 400 \\
\hline 1395 & 1300
\end{array}
\)
(g) \(5612 + 2095\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
5612 &5600 \\
+ \ 2095 &+ \ 2100 \\
\hline 7707 & 7700
\end{array}
\)
(h) \(4258 - 2436\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
4258 &4300 \\
- \ 2436 &- \ 2400 \\
\hline 1822 & 1900
\end{array}
\)

6. নীচের সংখ্যাগুলি সবথেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি—

পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অঙ্কের সমাধান || Koshe Dekhi 3, Class 6 || WBBSE Class VI Chapter 3, Math Solution in Bengali
আজই Install করুন Chatra Mitra
(a) \(2836+7466\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
2836 &3000 \\
+ \ 7466 &+ \ 7000 \\
\hline 10302 & 10000
\end{array}
\)
(b) \(3076+5731\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
3076 &3000 \\
+ \ 5731 &+ \ 6000\\
\hline 8807 & 9000
\end{array}
\)
(c) \(7767+3685\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
7767 &8000 \\
+ \ 3685 &+ \ 4000\\
\hline 11452 & 12000
\end{array}
\)
(d) \(8005+7483\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
8005 &8000 \\
+ \ 7483 &+ \ 7000\\
\hline 15488 & 15000
\end{array}
\)
(e) \(1375+6307\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
1375 &1000 \\
+ \ 6307 &+ \ 6000\\
\hline 7682 & 7000
\end{array}
\)
(f) \(8643+5285\)
\(\begin{array}{r}\text{সঠিক}& \text{অনুমান}\\
8643 &9000 \\
+ \ 5285 &+ \ 5000\\
\hline 13928 & 14000
\end{array}
\)
7. বামপাশের সাথে ডানপাশ মেলাই--

বামপাশ ডানপাশ
(a) 38 (কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা)
(b) 78 (কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণসংখ্যা)
(c) 875 (কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা)
(d) 1875 (কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা)
(e) 279 (কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা)
(f) 325 (কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণসংখ্যা)
(c) 40
(a) 100
(b) 1000
(f) 2000
(d) 280
(e) 300
পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অঙ্কের সমাধান || Koshe Dekhi 3, Class 6 || WBBSE Class VI Chapter 3, Math Solution in Bengali
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অঙ্কের সমাধান || Koshe Dekhi 3, Class 6 || WBBSE Class VI Chapter 3, Math Solution in Bengali
আজই Install করুন Chatra Mitra

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top