উচ্চতা ও দূরত্ব কষে দেখি ২৫ ক্লাস ১০ | Koshe Dekhi 25 Class 10 | WBBSE Madhyamik Ganit Prakash Class 10(Ten) (X) Math Solution Of Chapter 25 | WB Board Class 10 Math Solution Of Chapter 25

Share this page using :

Koshe Dekhi 25 Class10 | Koshe Dekhi 25 Class 10 | উচ্চতা ও দূরত্ব কষে দেখি ২৫
কষে দেখি : 25

Koshe Dekhi 25 Class10 | Koshe Dekhi 25 Class 10 | উচ্চতা ও দূরত্ব কষে দেখি ২৫
আজই Install করুন Chatra Mitra Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
1. একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি \(60^{\circ}\) হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি।
লম্ব = AB
ভূমি = BC = 20m
অতিভুজ = AC
আমরা জানি, tan60 = \(\frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\)
বা, \(\sqrt 3 = \frac{{{\rm{AB}}}}{{20}}\)
বা, \({\rm{AB}} = 20\sqrt 3 \)
\(\therefore\) গাছটির উচ্চতা \(20\sqrt 3 \) মিটার
2. সূর্যের উন্নতি কোণ যখন \(30^{\circ}\) তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি।

লম্ব = AB
ভূমি = BC = 9m
অতিভুজ = AC
মনে করি AB স্তম্ভে চিত্র হইতে
\(\tan {30^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\)
বা, \(\frac{1}{{\sqrt 3 }} = \frac{{{\rm{AB}}}}{9}\)
বা, \({\rm{AB}} = \frac{9}{{\sqrt 3 }}\)
\(= \frac{{\sqrt 3 \times \sqrt 3 \times 3}}{{\sqrt 3 }}\)
\(= 3\sqrt 3 \) মিটার
\(\therefore\) স্তম্ভটির উচ্চতা মিটার
3. 150 মি. লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে \(60^{\circ}\) কোণ করে উড়তে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি।

লম্ব = AB = \(x\)m (ধরি)
ভূমি = BC
অতিভুজ = AC = 150m
চিত্র হইতে মনে করি ঘুড়িটি \(x\) উচ্চতায় A বিন্দুতে উড়ছে
\(\therefore {\rm{ }}\sin {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{AC}}}}\)
বা, \(\frac{{\sqrt 3 }}{2} = \frac{x}{{150}}\)
বা, \(x = \frac{{150\sqrt 3 }}{2} = 75\sqrt 3 \)
\(\therefore\) ঘুড়িটি মাটি থেকে \(75\sqrt 3 \) উচ্চতায় উড়ছে।
4. একটি নদীর একটি পাড়ের একটি তালগাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে \(7\sqrt 3 \) মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ \(60^{\circ}\) কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি।

লম্ব = AB = \(x\)m (ধরি)
ভূমি = BC \(=7 \sqrt{3} \mathrm{~m}\)
অতিভুজ = AC
মনে করি AB নদী; যাহা চওড়া \(x\) মিটার।
চিত্র হইতে \(\tan {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\)
বা, \(\sqrt 3 = \frac{x}{{7\sqrt 3 }}\)
বা, \(x=7 \sqrt{3} \times \sqrt{3}\)
বা, \(x=7 \times 3\)
বা, \(x = 21\)
\(\therefore\) নদীটি 21 মিটার চওড়া
5. ঝড়ে একটি টেলিগ্রাফপোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে \(8 \sqrt{3}\) মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে \(30^{\circ}\) কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি।

মনে করি, \(AB =\) টেলিগ্রাফ পােস্ট।
মনে করি, পােস্টটি C বিন্দুতে ভেঙে যাওয়ায় ওর অগ্রভাগ A ভূমিকে D বিন্দুতে স্পর্শ করেছে।
সুতরাং \(AC = CD\)।
প্রশ্নানুসারে, \(\angle CDB =30^{\circ}\) এবং \(BD = 8 \sqrt{3}\) মিটার।
লম্ব = BC (ধরি)
ভূমি = BC \(=8 \sqrt{3} \mathrm{~m}\)
অতিভুজ = DC
এখন সমকোণী ত্রিভুজ CBD থেকে পাই,
\(\frac{B C}{B D}=\tan 30^{\circ}\)
বা, \(\frac{B C}{8 \sqrt{3}}=\frac{1}{\sqrt{3}} \quad(\because B D=8 \sqrt{3}\) মিটার)
বা, \(13 C=\frac{8 \sqrt{3}}{\sqrt{3}}\)
বা, BC = 8 মিটার।
আবার, \(\frac{B D}{D C}=\cos 30^{\circ}\)
বা, \(\frac{8 \sqrt{3}}{D C}=\frac{\sqrt{3}}{2}\)
বা, \(\sqrt{3} \times D C=16 \sqrt{3}\)
বা, \(D C=\frac{16 \sqrt{3}}{\sqrt{3}}\)
বা, \(DC = 16\) মিটার।
সুতরাং টেলিগ্রাফ পােস্টটি মাটি থেকে 8 মিটার ওপরে মচকেছিল এবং টেলিগ্রাফ পােস্টটির উচ্চতা
\(= AB = AC + CB = DC + CB (\because AC = DC)\)
= 16 মিটার + 8 মিটার = 24 মিটার।
6. আমাদের পাড়ায় রাস্তার দু-পাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই-এর গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায়, তবে তা অনুভূমিক রেখার সঙ্গে \(30^{\circ}\) কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায়, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে \(60^{\circ}\) কোণ উৎপন্ন করে।
(i) মইটির দৈর্ঘ্য নির্ণয় করি।
(ii) দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি।
(iii) রাস্তাটি কত চওড়া নির্ণয় করি।
(iv) দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি।

সমাধান : চিত্র হইতে \(\Delta\) ABE হইতে
\(\cos 30^{\circ}=\frac{\text { ভূমি }}{\text { অতি }}\)
বা, \(\cos {30^\circ } = \frac{6}{{{\rm{AE}}}}\)
বা, \(\frac{{\sqrt 3 }}{2} = \frac{6}{{{\rm{AE}}}}\)
বা, \({\rm{AE}} = \frac{{12}}{{\sqrt 3 }} =\frac{12 \times \sqrt{3}}{\sqrt{3} \times \sqrt{3}}=\frac{12 \sqrt{3}}{3}=4 \sqrt{3}\)
\(\therefore\) মইটির দৈঘ্য \(4 \sqrt{3}\) মিটার
\(\Delta\)CDE হইতে
\(\cos {60^\circ } = \frac{{{\rm{ED}}}}{{{\rm{CE}}}}\)
বা, \(\frac{1}{2} = \frac{{{\rm{ED}}}}{{4\sqrt 3 }}\)
বা, \(E D=\frac{4 \sqrt{3}}{2}\)
বা, \({\rm{ED}} = 2\sqrt 3 \)
মান \(\Delta\)CED হইতে
\(\tan {60^\circ } = \frac{{{\rm{CD}}}}{{{\rm{ED}}}}\)
বা, \(\sqrt 3 = \frac{{{\rm{CD}}}}{{2\sqrt 3 }}\)
বা, \(C D=2 \sqrt{3} \times \sqrt{3}\)
বা, \(C D=2 \times 3\)
বা, \({\rm{CD = 6}}\)
(i) মইটির দৈঘ্য \(4\sqrt 3 \) মিটার
(ii) দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির দৈঘ্য \(2\sqrt 3 \) মিটার।
(iii) বাড়ি দুটির মধ্যে দুরত্ব = BE + ED
= \((6 + 2\sqrt 3 ) = 2(3 + \sqrt 3 )\) মিটার।
(iv) দ্বিতীয় বাড়ির 6 মিটার উচুতে মইটির ঠেকানো আছে।
7. যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ \(60^{\circ}\) হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ \(30^{\circ}\) হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি।
[\(\sqrt{3}\)-এর আসন্ন মান 1.732 ধরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি]

সমাধান : মনে করি AB চিমনি যাহার উচ্চতা \(x\) মিটার
\(\triangle A B D\)-এর ক্ষেত্রে \(\tan {30^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BD}}}}\)
বা, \(\frac{1}{{\sqrt 3 }} = \frac{x}{{{\rm{BD}}}}\)
বা, \({\rm{BD}} = x\sqrt 3 \ldots ({\rm{i}})\)
\(\triangle A B C\)-এর ক্ষেত্রে \(\tan {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BD}} - 24}}\)
বা, \(\sqrt 3 = \frac{x}{{{\rm{BD}} - 24}}\)
বা, \(\sqrt{3}(B D-24)=x\)
বা, \({\rm{ BD }}\sqrt 3 - 24\sqrt 3 = x\)
বা, \(B D \sqrt{3}=x+24 \sqrt{3}\)
বা, \({\rm{BD}} = \frac{{x + 24\sqrt 3 }}{{\sqrt 3 }}\ldots ({\rm{ii}})\)
(i) ও (ii) হইতে পাই
বা, \(\frac{{x\sqrt 3 }}{1} = \frac{{x + 24\sqrt 3 }}{{\sqrt 3 }}\)
বা, \(3x = x +24\sqrt 3 \)
বা, \(3 x-x=24 \sqrt{3}\)
বা, \(2x = 24\sqrt 3 \)
বা, \(x = 12\sqrt 3 [\sqrt 3 = 1.732]\)\(=12 \times 1.732\)
\(\therefore\) \(x = 20.784\) মিটার
\(\therefore\) চিমনির উচ্চতা = 20.784 মিটার
8. সূর্যের উন্নতি কোণ \(45^{\circ}\) থেকে বৃদ্ধি পেয়ে \(60^{\circ}\) হলে, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। [ \(\sqrt{3}=1.732\) ধরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি]

সমাধান : চিত্র হইতে AB খুঁটি যাহার উচ্চতা \(x\) মিটার
\(\Delta\)ABC হইতে \(\tan {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\)
বা, \(\frac{{\sqrt 3 }}{1} = \frac{x}{{{\rm{BC}}}}\)
বা, \({\rm{BC}} = \frac{x}{{\sqrt 3 }} \ldots ({\rm{i}})\)
আবার \(\Delta\)ABD হইতে \(\tan 45^{\circ}=\frac{A B}{B D}\)
বা, \(\tan {45^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}} + 3}}\ldots ({\rm{ii}})\)
বা,\(1 = \frac{x}{{{\rm{BC}} + 3}}\)
বা, \(B C+3=x\) বা, \(B C=x-3\)
(i) ও (ii) হইতে পাই
\(\frac{x}{{\sqrt 3 }} = \frac{{x - 3}}{1}\)
বা, \(x = x\sqrt 3 - 3\sqrt 3 \)
বা, \(x - x\sqrt 3 = - 3\sqrt 3 \)
বা, \(x(1 - \sqrt 3 ) = - 3\sqrt 3 \)
বা, \(x = \frac{{ - 3\sqrt 3 }}{{1 - \sqrt 3 }}\)
বা, \(x = \frac{{ - 3 \times 1.732}}{{1 - 1.732}} [\therefore \sqrt 3 = 1.732]\)
\( = \frac{{ - 5.196}}{{ - .732}} = \frac{{5196}}{{732}} = 7.098\) মিটার
\(\therefore\) খুঁটিটির উচ্চতা = 7.098 মিটার
9. \(9 \sqrt{3}\) মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ \(30^{\circ}\) হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখি।

ধরাে, চিমনিটি হল \(AB\) এবং বাড়িটি হল \(\mathrm{CD} . \mathrm{CE} \perp \mathrm{AB}\), \(\therefore \mathrm{CE}=\mathrm{BD}\) এবং \(\mathrm{CD}=\mathrm{BE}=9 \sqrt{3}\) মিটার।
প্রশ্নানুসারে, \(\angle \mathrm{ACE}=30^{\circ}\)
এখন, \(\Delta\)\(ACE\) সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই,
\(\tan 30^{\circ}=\frac{\mathrm{AE}}{\mathrm{CE}}\)
বা, \(\frac{1}{\sqrt{3}}=\frac{\mathrm{AE}}{\mathrm{CE}}\)
বা, \(\sqrt{3} \mathrm{AE}=\mathrm{CE}\)
বা, \(\sqrt{3} A E=B D[\because C E=B D]\)
বা, \(\sqrt{3 A E}=30\)
বা, \(\mathrm{AE}=\frac{30}{\sqrt{3}}=\frac{30 \times \sqrt{3}}{\sqrt{3} \times \sqrt{3}}=\frac{30 \sqrt{3}}{3}=10 \sqrt{3}\)
এখন, \(\mathrm{AB}=\mathrm{AE}+\mathrm{BE}\)
\(=10 \sqrt{3}+9 \sqrt{3}\)
\(=19 \sqrt{3}\) মি.
\(\because \mathrm{BE}=\mathrm{CD}=9 \sqrt{3}\) মি
\(\therefore\) চিমনিটির উচ্চতা \(=19 \sqrt{3}\) মিটার।
10. একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে \(60^{\circ}\) ও \(30^{\circ}\) হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি।

সমাধান : চিত্র হইতে মনেকরি, AB লাইট হাউস যাহার উচ্চতা \(x\) মিটার
প্রথমক্ষেত্রে \(\Delta\)ABC হইতে
\(\tan 60 = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\)
বা, \(\frac{{\sqrt 3 }}{1} = \frac{x}{{150}}\)
বা, \(x = 150\sqrt 3 \) মিটার
\(\therefore\) লাইট হাউসটির উচ্চতা \(150 \sqrt{3}\) মিটার,
আবার \(\triangle A B D\) থেকে,
\(\tan {30^\circ } = \frac{{{\rm{AB}}}}{{150 + {\rm{CD}}}}\)
বা, \(\frac{1}{{\sqrt 3 }} = \frac{{150\sqrt 3 }}{{150 + {\rm{CD}}}}\)
বা, \(150+C D=150 \times 3\)
বা, \(150+C D=450\)
বা, CD = 450 – 150
বা, CD = 300 মিটার
\(\therefore\) লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুলের দুরত্ব
\(B D=(B C+C D)\)
(300+150) = 450 মিটার
11. একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে \(60^{\circ}\) ও \(30^{\circ}\); বাড়ির উচ্চতা 16 মিটার হলে, মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লিখি।

ধরাে, \(AB\) হল মনুমেন্ট এবং \(CD\) হল বাড়িটি।
'
\(\mathrm{DE} \perp \mathrm{AB} . \quad \therefore \mathrm{DE}=\mathrm{BC}\) এবং \(\mathrm{CD}=\mathrm{BE}=16\) মিটার।
প্রশ্নানুসারে, \(\angle \mathrm{ADE}=60^{\circ}\) এবং \(\angle \mathrm{BDE}=30^{\circ}\)
এখন, \(\Delta\)\(BDE\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(tan 30°=\frac{B E}{D E}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\frac{1}{\sqrt{3}}=\frac{16}{\mathrm{DE}}\)
বা, \(\mathrm{DE}=16 \sqrt{3}\) \(\ldots\) (1)
আবার, \(\Delta\)\(ADE\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan 60^{\circ}=\frac{\mathrm{AE}}{\mathrm{DE}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\sqrt{3}=\frac{\mathrm{AE}}{\mathrm{DE}}\)
বা, \(\sqrt{3}=\frac{\mathrm{AE}}{16 \sqrt{3}}\) \([\because D E=16 \sqrt{3}]\)
বা, \(\mathrm{AE}=48\)
\(\therefore \mathrm{AB}=\mathrm{AE}+\mathrm{BE}=(48+16)\) মিটার \(= 64\) মিটার।
\(\therefore\) মনুমেন্টের উচ্চতা \(64\) মিটার এবং মুনমেন্টটি থেকে বাড়িটির দূরত্ব \(16 \sqrt{3}\) মিটার।
12. 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে \(60^{\circ}\) কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে \(45^{\circ}\) কোণ করে তখন প্রতিক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি।

\(\triangle A B D\) থেকে পাই,
\(\sin 60^{\circ}=\frac{A B}{A D}\)
বা, \(\frac{{\sqrt 3 }}{2} = \frac{{{\rm{AB}}}}{{250}}\)
বা, \({\rm{AB}} = \frac{{250\sqrt 3 }}{2} = 125\sqrt 3 \)
আবার, \(\Delta\) CBD হইতে
\(\sin {45^\circ } = \frac{{{\rm{BC}}}}{{{\rm{CD}}}}\)
বা, \(\frac{1}{{\sqrt 2 }} = \frac{{{\rm{BC}}}}{{250}}\)
বা, \({\rm{BC}} = \frac{{250}}{{\sqrt 2 }} = 125\sqrt 2 \) মিটার
\(\therefore\) প্রথম ক্ষেত্রে অর্থাৎ A বিন্দুতে \(125 \sqrt{2}\) মিটার উচুতে থাকবে।
13. উড়ো জাহাজের একজন যাত্রী কোনো এক সময় তাঁর এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে। শহিদ মিনারটি যথাক্রমে \(60^{\circ}\) ও \(30^{\circ}\) অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি \(545 \sqrt{3}\) মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহিদ মিনারের দূরত্ব নির্ণয় করি।

ধরাে, হাওড়া স্টেশন ও শহিদ মিনারের অবস্থান যথাক্রমে \(H\) এবং \(S\)।
উড়ােজাহাজের উচ্চতা \(OD\)।
প্রশ্নানুসারে, \(\mathrm{OD}=545 \sqrt{3}\) মিটার,
\(\angle \mathrm{EOH}=\angle \mathrm{OHD}=60^{\circ}\) এবং \(\angle \mathrm{FOS}=\angle \mathrm{OSD}=30^{\circ}\)
এখন, \(\triangle\) \(OHD\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan 60^{\circ}=\frac{\mathrm{OD}}{\mathrm{HD}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\sqrt{3}=\frac{545 \sqrt{3}}{\mathrm{HD}}\)
বা, \(H D=\frac{545 \sqrt{3}}{\sqrt{3}}\)
বা, \(\mathrm{HD}=545\)
আবার, \(\triangle\) \(OSD\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan 30^{\circ}=\frac{\mathrm{OD}}{\mathrm{DS}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\frac{1}{\sqrt{3}}=\frac{545 \sqrt{3}}{\mathrm{DS}}\)
বা, \(\mathrm{DS}=545 \sqrt{3} \times \sqrt{3}=545 \times 3 =1635\)
এখন, \(HS = HD + DS\)
\(= 545 + 1635 = 2180.\)
\(\therefore\) হাওড়া স্টেশন ও শহিদ মিনারের মধ্যেকার দূরত্ব \(2180\) মিটার।
14. একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দন্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে \(50^{\circ}\) ও \(45^{\circ}\) হয়। তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। [ধরি,\(\tan 50^{\circ}\) = 1.192]

ধরাে, বাড়িটি \(AB\) এবং পতাকা দণ্ডটি \(AC\).
প্রশ্নানুসারে, \(AC = 3 . 3\) মিটার,
\(\angle \mathrm{AOB}=45^{\circ}\) এবং \(\angle \mathrm{BOC}=50^{\circ}\)
এখন, সমকোণী ত্রিভুজ \(BOC\) থেকে পাই,
\(\tan 50^{\circ}=\frac{B C}{O B}\)
বা, \(1.192=\frac{\mathrm{BC}}{\mathrm{OB}}\)
বা, \(1 \cdot 192=\frac{\mathrm{AB}+\mathrm{AC}}{\mathrm{OB}}\)
বা, \(1 \cdot 192=\frac{\mathrm{AB}+3 \cdot 3}{\mathrm{OB}}\)
বা, \(1 \cdot 1920 B-3 \cdot 3=A B\)
বা, \(1.192 \mathrm{OB}=\mathrm{AB}+3.3\) \(\ldots\) (1)
আবার, \(AOB\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan 45^{\circ}=\frac{\mathrm{AB}}{\mathrm{OB}}\)
বা, \(1=\frac{\mathrm{AB}}{\mathrm{OB}}\)
বা, \(\mathrm{OB}=\mathrm{AB}\)
\(\therefore\) (1) থেকে পাই, \(1.1920 B-3.3=O B\)
বা, \(1.192 O B-O B=3.3\)
বা, \(0.192 O B=3.3\)
বা, \(O B=\frac{3.3}{0.192}=17.19\) (প্রায়)
\(\therefore O B=A B=17.19\) (প্রায়)
\(\therefore\) তিনতলা বাড়িটির উচ্চতা \(17.19\) মিটার (প্রায়)।
15. দুটি স্তম্ভের উচ্চতা যথাক্ৰমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ \(60^{\circ}\) হলে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি।

মনে করি, প্রথম স্তম্ভটির উচ্চতা \(= AB = 180\) মিটার এবং দ্বিতীয় স্তম্ভটির
উচ্চতা \(= CD = 60\) মিটার (চিত্র দেখাে)।
শর্তানুসারে, দ্বিতীয় স্তম্ভটির গােড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ \(= 60^{\circ}\), অর্থাৎ \(\angle ADB = 60^{\circ}\)
মনে করি, প্রথম স্তম্ভের গােড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ = \(\boldsymbol{\theta}\), অর্থাৎ \(\angle CBD \) = \(\boldsymbol{\theta}\)।
এখন ABD সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\frac{A B}{B D}=\tan 60^{\circ}\)
বা, \(\frac{A B}{B D}=\sqrt{3}\)
বা, \(\frac{180}{B D}=\sqrt{3}\) (\(\because\) AB = 180 মিটার)
বা, \(B D=\frac{180}{\sqrt{3}}\) মিটার = \(\frac{180 \sqrt{3}}{3}\) মিটার ।
বা, \(B D=60 \sqrt{3}\) মিটার।
আবার \(CDB\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\frac{C D}{B D}=\tan \theta\)
বা, \(\frac{60}{60 \sqrt{3}}=\tan \theta\) (\(\because\) CD = 60 মিটার এবং BD = \(60 \sqrt{3}\) মিটার)।
বা, \(\tan \theta=\frac{1}{\sqrt{3}}=\tan 30^{\circ}\)
বা, \(\theta=30^{\circ}\)।
\(\therefore\) নির্ণেয় উন্নতি কোণ = \(30^{\circ}\)।
16. সূর্যের উন্নতি কোণ \(45^{\circ}\) হলে, কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ \(30^{\circ}\) হলে, ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি।


\(\triangle A D C\)-এর
\(\tan 45^{\circ}=\frac{A D}{D C}\)
বা, \(1=\frac{A D}{D C}\)
বা, \(A D=D C\) . . . . (i)
\(\triangle A B D\) - এর
\(\tan 30^{\circ}=\frac{A D}{B D}\)
বা, \(\frac{1}{\sqrt{3}}=\frac{A D}{B C+C D}\)
বা, \(\frac{1}{\sqrt{3}}=\frac{A D}{60+C D}\)
বা, \(A D=\frac{60+C D}{\sqrt{3}}\) . . . . (ii)
(i) ও (ii) সমীকরণ থেকে পাই,
\(C D=\frac{60+C D}{\sqrt{3}}\)
বা, \(C D \sqrt{3}-C D=60\)
বা, \(C D(\sqrt{3}-1)=60\)
বা, \(C D(1.732-1)=60\)
বা, \(C D=\frac{60}{0.732}\)
\(=81.96\) (প্রায়)
(i) থেকে পাই,
\(A D=C D=81.96\) (প্রায়)
\(\therefore\) স্তম্ভটির উচ্চতা = 81.96 মিটার (প্রায়)
17. একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ \(30^{\circ}\) থেকে \(60^{\circ}\) হলো। চিমনির উচ্চতা হিসাব করে লিখি।

মনে করি, AD হল চিমনি। B এবং C বিন্দু থেকে চিমনির চুড়া A বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে \(30^{\circ}\) এবং \(60^{\circ}\)
প্রশ্নানুসারে, BC=50 মিটার এবং \(\angle D B A=30^{\circ}, \angle D C A=60^{\circ}\)
ABD সমকোণ \(\angle A D B=1\) এবং \(\angle D B A=30^{\circ}\);
\(\therefore \quad \frac{A D}{B D}=\tan \angle D B A\)
বা,\(\frac{A D}{B D}=\tan 30^{\circ}=\frac{1}{\sqrt{3}}\)
\(\therefore\) \(B D=A D \times \sqrt{3} \ldots(i)\)
আবার, ACD সমকোণী ত্রিভুজের \(\angle A D C=\)
1 সমকোণ এবং \(\angle D C A=60^{\circ}\);
\(\therefore \frac{A D}{C D}=\tan \angle D C A\)
বা, \(\frac{A D}{C D}=\tan 60^{\circ}=\sqrt{3}\)
\(\therefore C D=\frac{A D}{\sqrt{3}} \ldots(ii)\)
(i) এবং (ii) থেকে পাই, \(B D-C D=A D \times \sqrt{3}-\frac{A D}{\sqrt{3}}\)
\(B D-C D=A D \times \sqrt{3}-\frac{A D}{\sqrt{3}}=A D\left(\sqrt{3}-\frac{1}{\sqrt{3}}\right)\)
\(=A D\left(\frac{3-1}{\sqrt{3}}\right)=A D \times \frac{2}{\sqrt{3}}\)
বা, \(B C=A D \times \frac{2}{\sqrt{3}}[\because B D-C D=B C]\)
বা, \(A D=\frac{B C \times \sqrt{3}}{2}=\frac{50 \times \sqrt{3}}{2}\) মিটার \([\because B C=50\) মিটার]
\(=25 \sqrt{3}\) মিটার ।
উত্তর : চিমনির উচ্চতা \(=25 \sqrt{3}\) মিটার।
18. 126 ডেসিমি উচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে \(30^{\circ}\) কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি।

ধরাে, দণ্ডটি ছিল \(AB\) এবং এটিকে \(C\) বিন্দুতে বাঁকানাে হয়েছিল যাতে সেটি ভূমির সমতলে \(D\) বিন্দুতে মাটিকে স্পর্শ করে ভূমির সঙ্গে \(30^{\circ}\) কোণ উৎপন্ন করে।
\(\therefore\) \(AC = CD\) এবং, \(\angle \mathrm{BDC}=30^{\circ}\)
এখন, সমকোণী ত্রিভুজ \(\triangle B C D\) থেকে পাই,
\(\sin 30^{\circ}=\frac{\mathrm{BC}}{\mathrm{CD}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\frac{1}{2}=\frac{A B-A C}{C D}\)
বা, \(\frac{1}{2}=\frac{\mathrm{AB}-\mathrm{CD}}{\mathrm{CD}}\)
বা, \(2 \mathrm{AB}-2 \mathrm{CD}=\mathrm{CD}\)
বা, \(2 A B=C D+2 C D\)
বা, \(2 \mathrm{AB}=3 \mathrm{CD}\)
বা, \(2 \times 126=3 \mathrm{CD}\) \([\because A B=126\) ডেসিমি \(]\)
বা, \(\mathrm{CD}=\frac{2 \times 126}{3}\)
বা, \(\mathrm{CD}=84\)
\(\therefore A C=84,\)
\(\therefore B C=A B-A C\)
\(=126-84=42\)
আবার, \(BDC\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan 30^{\circ}=\frac{\mathrm{BC}}{\mathrm{BD}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\frac{1}{\sqrt{3}}=\frac{42}{\mathrm{BD}} \quad[\because \mathrm{BC}=42]\)
বা, \(B D=42 \sqrt{3}.\)
\(\therefore\) দণ্ডটিকে ভূমি থেকে \(42\) ডেসিমি উপরে বাঁকানাে হয়েছিল এবং এটির অগ্রভাগ গােড়া থেকে \(42 \sqrt{3}\) ডেসিমি দূরে মাটিকে স্পর্শ করেছিল।
19. মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে \(30^{\circ}\) উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণদিকে \(60^{\circ}\) উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর \(50 \sqrt{3}\) মিটার উঁচুতে উড়ে থাকে, তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি।

সমাধান : মনে করি, পাখিটি A বিন্দুতে \(50 \sqrt{3}\) মিটার উচ্চতায় আছে।
\(\Delta\)ABD হইতে, \(\tan {30^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{AD}}}}\) (সংজ্ঞানুসারে)
বা, \(\frac{1}{{\sqrt 3 }} = \frac{{50\sqrt 3 }}{{{\rm{AD}}}}\)
বা, \(A D=\frac{50 \sqrt{3}}{\sqrt{3}}\)
বা, AD = 150 মিটার ।
\(\Delta\)ACB হইতে \(\tan {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{AC}}}}\) (সংজ্ঞানুসারে)
বা, \(\sqrt 3 = \frac{{50\sqrt 3 }}{{{\rm{AC}}}}\)
বা, \(A C=\frac{50 \sqrt{3}}{\sqrt{3}}\)
বা, AC = 50 মি:
\(\therefore\) CD = AD + AC = (150 + 50) = 200 মি:
পাখিটি 2 \(\times\) 60 = 120 সে. যায় 200 মি.
\(\therefore\) 60 \(\times\) 60 মিটার \( = \frac{{200 \times 60 \times 60}}{{120 \times 1000}} = 6000\) মি. = 6 কিমি।
\(\therefore\) তার গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টায়।
20. \(5 \sqrt{3}\) মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতাদিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে \(30^{\circ}\) অবনতি কোণে দেখলেন। কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে \(45^{\circ}\) অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি।

ধরাে, লক্ষ্মীদেবী ওভারব্রিজের \(O\) বিন্দুতে দাঁড়িয়ে প্রথমে \(A\) বিন্দুতে ইঞ্জিনটিকে \(30^{\circ}\) অবনতি কোণে দেখতে পেল এবং এর ঠিক \(2\) সেকেণ্ড পরে তিনি ইঞ্জিনটিকে \(B\) বিন্দুতে \(45^{\circ}\) অবনতি কোণে দেখতে পেল।
আবার, ধরাে \(OD\perp \mathrm{AB}\).
প্রশ্নানুসারে, \(\mathrm{OD}=5 \sqrt{3}\) মিটার
\(\angle \mathrm{EOA}=\angle \mathrm{OAD}=30^{\circ}\) এবং \(\angle B O F=\angle O B D=60^{\circ}\)
এখন, \(AOD\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan 30^{\circ}=\frac{O D}{A D}\) [সংজ্ঞানুসারে]
বা,\(\frac{1}{\sqrt{3}}=\frac{5 \sqrt{3}}{\mathrm{AD}}\) [\(\because O D=5 \sqrt{3}\) মি]
বা, \(AD = 15\).
বা, \(A D=5 \sqrt{3} \times \sqrt{3}\)
বা, \(A D=5 \times 3\)
আবার, \(BOD\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan 45^{\circ}=\frac{O D}{B D}\) [সংজ্ঞানুসারে]
বা, \(1=\frac{5 \sqrt{3}}{B D}\)
বা, \(B D=5 \sqrt{3}\)
\(\therefore A B=A D+B D\)
\(=15+5 \sqrt{3}=(15+5 \times 1.732)\)
\(=(15+8.660)\) মিটার
\(=23.66\) মিটার
\(\therefore\) ট্রেনটির গতিবেগ
\(=\frac{23.66}{2}\) মিটার/ সেকেন্ড।
\(=11.83\) মিটার/ সেকেন্ড।
\(\therefore\) ট্রেনটির গতিবেগ \(=11.83\) মিটার/ সেকেন্ড।
21. একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি \(45^{\circ}\) কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি \(30^{\circ}\) কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি।
সমাধান : মনে করি, সেতুটির দৈঘ্য AB = \(x\) মি:
\(\Delta\) ABC হইতে \(\tan {45^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(1 = \frac{x}{{{\rm{BC}}}}\) বা, \({\rm{ BC}} = x\ldots {\rm{ (i) }}\)
আবার \(\tan {30^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BD}}}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}} + 400}} = \frac{1}{{\sqrt 3 }}\)
বা, \({\rm{BC}} = {\rm{x}}\sqrt 3 - 400 \ldots {\rm{ (ii) }}\)
(i) ও (ii) হইতে \(x\) = \(x \sqrt{3}-400\)
বা, \(x - x\sqrt 3 = - 400\)
\(\Rightarrow x \sqrt 3 - x = 400\)
\(\Rightarrow x(\sqrt 3 - 1) = 400\)
\(\Rightarrow x = \frac{{400}}{{\sqrt 3 - 1}}\)
\(= \frac{{400(\sqrt 3 + 1)}}{{(\sqrt 3 - 1)(\sqrt 3 + 1)}}\)
\(=\frac{400(\sqrt{3}+1)}{(\sqrt{3})^{2}-(1)^{2}}\)
\( = \frac{{400(\sqrt 3 + 1)}}{{3 - 1}}\)
\(= \frac{{400(\sqrt 3 + 1)}}{2}\)
\( = 200(1.732 + 1)\)
\( = 200(\sqrt 3 + 1)\) মিটার।
\(\therefore\) সেতুটির দৈর্ঘ্য \( = 200(\sqrt 3 + 1)\) মিটার।
22. একটি পার্কের একপ্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যাথাক্রমে \(30^{\circ}\) অবনতি কোণ ও \(60^{\circ}\) উন্নতি কোণে দেখা যায । ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করি।

ধরি, AB হল বাড়ি এবং CD হল চিমনি।
\(A B=15 \mathrm{~m}\)
\(\angle E A D=30^{\circ}\) এবং \(\angle C A E=60^{\circ}\)
ধরি, \(A E \| E D\)
\(\angle A D B=\angle E A D=30^{\circ}\) (একান্তর কোণ)
\(\therefore B D=A E\) এবং \(D E=A B=15 \mathrm{~m}\)
\(\therefore C D=D E+E C\)
\(\triangle A B D\) থেকে পাই,
\(\frac{B D}{A B}=\cot 30^{\circ}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\frac{B D}{15}=\sqrt{3}\)
বা, \(B D=15 \sqrt{3}\)
\(\therefore A E=B D=15 \sqrt{3}\)
\(\triangle A C E\) থেকে পাই,
\(\frac{E C}{A E}=\tan 60^{\circ}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\frac{E C}{15 \sqrt{3}}=\sqrt{3}\)
বা, \(E C=15 \sqrt{3} \times \sqrt{3}=45\)
\(\therefore C D=D E+E C=(15+45)\) মি. = 60 মি.
\(\therefore\) চিমনির উচ্চতা 60 মি. এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব \(15 \sqrt{3}\) মি.
23. (i) একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে \(60^{\circ}\) ও \(30^{\circ}\) হলে, উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত

ধরি , উড়োজাহাজের A বিন্দুর থেকে C বিন্দুর অবনতি কোণ \(60^{\circ}\) এবং D বিন্দুর অবনতি কোণ \(30^{\circ}\)। উড়োজাহাজের A বিন্দু ভূমি থেকে AB উচ্চতায় আছে।
মনেকরি, BC = \(x\) মি. \(\therefore\) BD = (1000 - \(x\)) মি.
\(\triangle A B C\) থেকে,
\(\tan {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\) [সংজ্ঞানুসারে]
\( \Rightarrow \sqrt 3 = \frac{{{\rm{AB}}}}{x}\)
\( \Rightarrow {\rm{AB}} = \sqrt 3 x \ldots \ldots \ldots \ldots \ldots {\rm{(i)}}\)
\(\triangle A B D\) থেকে,
\(\tan {30^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BD}}}}\) [সংজ্ঞানুসারে]
\( \Rightarrow \frac{1}{{\sqrt 3 }} = \frac{{{\rm{AB}}}}{{(1000 - x)}}\)
\( \Rightarrow {\rm{AB}} = \frac{{1000 - x}}{{\sqrt 3 }} \ldots \ldots \ldots \ldots {\rm{ (ii) }}\)
(i) ও (ii)-কে তুলনা করে পাই
\(\sqrt 3 x = \frac{{1000 - x}}{{\sqrt 3 }}\)
\(\Rightarrow 3 x=1000-x\)
\( \Rightarrow 3x + x = 1000\)
\(\Rightarrow 4 x=1000\)
\(\Rightarrow x = \frac{{1000}}{4}\)
\(\Rightarrow x = 250\)মি.
\(x\)-এর মান (i)-এ বসিয়ে পাই
\(A B=(\sqrt{3} \times 250)\) মি. = \(250 \sqrt{3}\) মি.
\(\therefore\) মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা \(250 \sqrt{3}\) মি.।
23. (ii) একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে \(60^{\circ}\) ও \(30^{\circ}\) হলে, উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত।

ধরি, AB উচ্চতায় থাকা উড়োজাহাজের A বিন্দু থেকে ভূমিস্থ ফলকদ্বয় C ও D বিন্দুতে অবনতি কোণ যথাক্রমে \(60^{\circ}\) এবং \(30^{\circ}\)।
মনে করি, BC = \(x\)মি.
\(\therefore\) BD = (1000 +\(x\)) মি.
\(\triangle A B C\) থেকে,
\(\tan {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\)
\( \Rightarrow \sqrt 3 = \frac{{{\rm{AB}}}}{x}\)
\( \Rightarrow {\rm{AB}} = \sqrt 3 x \ldots \ldots \ldots \ldots \ldots {\rm{(i)}}\)
\(\triangle A B D\) থেকে,
\(\tan 30^{\circ}=\frac{A B}{B D}\)
\(\Rightarrow \frac{1}{\sqrt{3}}=\frac{A B}{(1000+x)}\)
\(\Rightarrow A B=\frac{1000+x}{\sqrt{3}} \ldots \ldots \ldots \ldots \ldots {\rm{(ii)}}\)
(i) ও (ii) -কে তুলনা করে পাই,
\(\sqrt 3 x = \frac{{1000 + x}}{{\sqrt 3 }}\)
\(\Rightarrow 3 x=1000+x\)
\(\Rightarrow 3x - x = 1000\)
\(\Rightarrow 2x = 1000\)
\( \Rightarrow x = \frac{{1000}}{2}\)
\(\Rightarrow x = 500\) মি .
\(x\)-এর মান (i)-এ বসিয়ে পাই:
\(A B=(500 \times \sqrt{3})\) মি. \(=500 \sqrt{3}\) মি.।
\(\therefore\) ভূমি থেকে উড়োজাহাটির উচ্চতা \(=500 \sqrt{3}\) মি.।
Koshe Dekhi 25 Class10 | Koshe Dekhi 25 Class 10 | উচ্চতা ও দূরত্ব কষে দেখি ২৫
আজই Install করুন Chatra Mitra Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র

24. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A)

(A) বহুবিকল্পীয় প্রশ্ন: (M.C.Q) :

(i) মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ \(60^{\circ}\) এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা
(a) 10 মিটার (b) \(10 \sqrt{3}\) মিটার (c) \(\frac{10}{\sqrt{3}}\) মিটার (d) 100 মিটার

\(\triangle A B C\) থেকে,
\(\tan {60^\circ } = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\sqrt 3 = \frac{{{\rm{AB}}}}{{10}}\)
বা, AB = \(10 \sqrt{3}\)
Ans. (b) \(10 \sqrt{3}\) মিটার
(ii) \(\theta\)-এর মান- (a) \(30^{\circ}\) (b) \(45^{\circ}\) (c) \(60^{\circ}\) (d) \(75^{\circ}\)

লম্ব = 5cm
ভূমি \(=5 \sqrt{3} \mathrm{~m}\)
সমাধান : চিত্র হইতে \(\tan \theta\) = লম্ব/ভুমি
বা, \(\tan \theta = \frac{5}{{5\sqrt 3 }}\)
বা, \(\tan \theta = \frac{1}{{\sqrt 3 }}\)
বা, \(\tan \theta=\tan 30^{\circ}\)
বা, \(\theta=30^{\circ}\)
Ans. (a) \(30^{\circ}\)
(iii) তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো,
(a) \(15^{\circ}\) (b) \(30^{\circ}\) (c) \(45^{\circ}\) (d) \(60^{\circ}\)

মনেকরি, AB বাড়ির উচ্চতা এবং BC ভুমি
\(\triangle A B C\) থেকে,
\(\tan \theta = \frac{{{\rm{AB}}}}{{BC}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\tan \theta = \frac{{{\rm{AB}}}}{{{\rm{AB}}}}{\rm{ }}[\therefore {\rm{AB = BC}}]\)
বা, \(\tan \theta=1\)
বা, \(\tan \theta=\tan 45^{\circ}\)
বা, \(\theta=45^{\circ}\)
Ans. (c) \(45^{\circ}\)
(iv) একটি টাওয়ারের উচ্চতা \(100 \sqrt{3}\) মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ
(a) \(30^{\circ}\) (b) \(45^{\circ}\) (c) \(60^{\circ}\) (d) কোনোটিই নয়

এখানে, ধরা যাক্ \(PQ =\) স্তম্ভের উচ্চতা = \(100 \sqrt{3}\) মিটার।
\(RQ = 100\) মিটার (চিত্র দেখাে)।
\(\therefore \frac{P Q}{R Q}=\tan \theta\)
যেখানে \(\theta\) = \(\angle PRQ \) = উন্নতি কোণ।
বা, \(\frac{100 \sqrt{3}}{100}=\tan \theta\)
বা, \(\tan \theta=\sqrt{3}=\tan 60^{\circ}\)
বা, \(\theta = 60^{\circ} \therefore\) (c) নং সঠিক।
(v) একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার \(\sqrt{3}\) গুণ হলে, সূর্যের উন্নতি কোণ
(a) \(30^{\circ}\) (b) \(45^{\circ}\) (c) \(60^{\circ}\) (d) কোনোটিই নয়

AB পোস্ট। যাহার উচ্চতা \(x\)
\(\triangle A B C\) থেকে,
\(\tan \theta = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\tan \theta = \frac{x}{{\sqrt {3x} }}\)
বা, \(\tan \theta = \frac{1}{{\sqrt 3 }}\)
বা, \(\tan \theta=\tan 30^{\circ}\)
বা, \(\theta=30^{\circ}\)
Ans. (a) \({30^\circ }\)

(B) নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :

(i) \(\triangle ABC \) এর \(\angle B = 90^{\circ}\), AB = BC হলে \(\angle\)C = \(60^{\circ}\)

বিবৃতিটি মিথ্যা
(ii) PQ একটি বাড়ির উচ্চতা, QR ভূমি। P বিন্দু থেকে R বিন্দুর অবনতি কোণ \(\angle SPR \); সুতরাং, \(\angle SPR = \angle PRQ \)
যেহেতু QR ও PS সমান্তরাল
চিত্র হইতে \(\angle SPR \) = \(\angle PRQ \) ইহারা একান্তর কোণ
বিবৃতিটি সত্য।

(C) শূন্যস্থান পূরন করি :

(i) সূর্যের উন্নতি কোণ \(30^{\circ}\) থেকে বৃদ্ধি পেয়ে \(60^{\circ}\) হলে, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ ________পায়। (হ্রাস/বৃদ্ধি)
হ্রাস পায়।
(ii) সূর্যের উন্নতি কোণ \(45^{\circ}\) হলে, একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ________ হবে।
সমান হবে
(iii) যখন সূর্যের উন্নতি কোণ \(45^{\circ}\)-এর ________ তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম।
বেশী

25. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A) :

(i) একটি ঘুড়ির উন্নতি কোণ \(60^{\circ}\) এবং সুতোর দৈর্ঘ্য \(20 \sqrt{3}\) মিটার হলে, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি।

ধরাে, ঘুড়িটির উচ্চতা \(AB = h\) মিটার এবং ধরাে সুতাের দৈর্ঘ্য \(= AC\).
প্রশ্নানুসারে, \(\mathrm{AC}=20 \sqrt{3}\) মিটার এবং \(\angle \mathrm{ACB}=\mathrm{A}\) বিন্দুতে ঘুড়িটির উন্নতি কোণ \(= 60^{\circ}\)।
এখন, \(ABC\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\sin \angle A C B=\sin 60^{\circ}=\frac{A B}{A C} \quad[\sin \theta\)-এর সংজ্ঞানুসারে]
বা, \(\frac{\sqrt{3}}{2}=\frac{h}{20 \sqrt{3}}\)
বা, \(2 h=20 \sqrt{3} \times \sqrt{3}\)
বা, \(2 h=20 \times 3\)
বা, \(h=\frac{20 \times 3}{2}=30\)
\(\therefore\) ভূমি থেকে ঘুড়িটির নির্ণেয় উচ্চতা \(= 30\) মিটার।
(ii) একটি সমকোণী ত্রিভুজাকারক্ষেত্র ABC-এর অতিভুজ AC দৈর্ঘ্য 100 মিটার এবং \(AB = 50 \sqrt{3}\) মিটার হলে, \(\angle\)C এর মান নির্ণয় করি।

ধরাে, \(\angle \mathrm{C}=\theta\).
প্রশ্নানুসারে, \(\mathrm{AB}=50 \sqrt{3}\) মিটার
এবং \(AC = 100\) মিটার
এখন, \(ABC\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\sin \theta=\frac{\mathrm{AB}}{\mathrm{AC}}\) [সংজ্ঞানুসারে]
\(\Rightarrow \sin \theta=\frac{50 \sqrt{3}}{100}\)
\(\Rightarrow \sin \theta=\frac{\sqrt{3}}{2}\)
\(\Rightarrow \sin \theta=\sin 60^{\circ}\)
\(\Rightarrow \theta=60^{\circ}\)
\(\angle C\) -এর নির্ণেয় মান \(= 60^{\circ}\)।
(iii) ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি।

ধরাে, গাছটি \(AB\) এবং এটি \(c\) বিন্দুতে এমনভাবে ভেঙে গেল যে, \(BD = BC\), যেখানে গাছটির অগ্রভাগ ভূমিকে \(D\) বিন্দুতে স্পর্শ করেছে।
আবার, ধরাে \(\angle BDC\) \(= \theta\).
এখন, সমকোণী ত্রিভুজ \(BCD\) থেকে পাই,
\(\tan \theta=\frac{B C}{B D}\) [সংজ্ঞানুসারে]
\(\Rightarrow \tan \theta=\frac{\mathrm{BC}}{\mathrm{BC}} \quad[\because \mathrm{BD}=\mathrm{BC}\) (প্রদত্ত)]
\(\Rightarrow \tan \theta=1\)
\(\Rightarrow \tan \theta=\tan 45^{\circ}\)
\(\Rightarrow \theta=45^{\circ}\)
\(\therefore\) ভূমির সঙ্গে গাছটির অগ্রভাগ \(45^{\circ}\) কোণ উৎপন্ন করেছে।
(iv) ABC সমকোণী ত্রিভুজ \(\angle\)B = \(90^{\circ}\), AB-র উপর D এমন একটি বিন্দু যে \(AB : BC : BD =\sqrt{3}:1 : 1, \angle ACD\)-এর মান নির্ণয় করি।

ধরাে, \(\angle BCD = \theta\)
দেওয়া আছে, \(\mathrm{AB}: \mathrm{BC}: \mathrm{BD}=\sqrt{3}: 1: 1\),
অর্থাৎ, \(\mathrm{BC}: \mathrm{BD}=1: 1\)
\(\Rightarrow \frac{\mathrm{BC}}{\mathrm{BD}}=\frac{1}{1}=1 \quad \Rightarrow \frac{\mathrm{BD}}{\mathrm{BC}}=1\) \(\ldots\) (1)
এখন, \(BCD\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\tan \theta=\frac{B D}{B C}\) [সংজ্ঞানুসারে]
\(\Rightarrow \tan \theta=1\)[(1) থেকে]
\(\Rightarrow \tan \theta=\tan 45^{\circ}\)
\(\Rightarrow \theta=45^{\circ}\)
\(\therefore \angle B C D=45^{\circ}\)
আবার, \(\mathrm{AB}: \mathrm{BC}=\sqrt{3}: 1\)
বা, \(\frac{\mathrm{AB}}{\mathrm{BC}}=\frac{\sqrt{3}}{1}=\sqrt{3}.\)
এখন, সমকোণী ত্রিভুজ \(ABC\) থেকে পাই,
\(\tan \angle \mathrm{ACB}=\frac{\mathrm{AB}}{\mathrm{BC}}\)
\(\Rightarrow \tan \angle \mathrm{ACB}=\sqrt{3}=\tan 60^{\circ}\)
\(\Rightarrow \angle \mathrm{ACB}=60^{\circ}\)
\(\therefore \angle \mathrm{ACD}=\angle \mathrm{ACB}-\angle \mathrm{BCD}\) [চিত্রানুসারে]
\(=60^{\circ}-45^{\circ}=15^{\circ}\)
\(\therefore\) \(\angle ACD\)-এর নির্ণেয় মান \(= 15^{\circ}\).
(v) একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত \(\sqrt{3} : 1\) হলে, সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি।

মনে করি, ছায়ার দৈঘ্য \(\sqrt{3} x\) দণ্ডের দৈর্ঘ্য \(x\)
উন্নতি কোণ = \(\theta\)
\(\triangle A B C\) হইতে, \(\tan \theta = \frac{{{\rm{AB}}}}{{{\rm{BC}}}}\) [সংজ্ঞানুসারে]
বা, \(\tan \theta = \frac{{1x}}{{\sqrt 3 x}}\)
বা, \(\tan \theta = \frac{1}{{\sqrt 3 }}\)
বা, \(\tan \theta = \tan {30^\circ }\)
বা, \(\theta=30^{\circ}\)
\(\therefore\) সূর্যের উন্নতি কোণ \(30^{\circ}\)
Koshe Dekhi 25 Class10 | Koshe Dekhi 25 Class 10 | উচ্চতা ও দূরত্ব কষে দেখি ২৫
আজই Install করুন Chatra Mitra Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top