Class 10 Math Solution In Bengali|Madhyamik | বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19 | Koshe Dekhi 19 Class 10 | মাধ্যমিক গণিত প্রকাশ দশম শ্রেণি (ক্লাস ১০)(টেন) কষে দেখি ১৯ সমাধান | WBBSE Madhyamik Class 10(Ten)(X) Math Solution Of Chapter 19 | Ganit Prakash Class 10 Koshe Dekhi 19 | West Bengal Board Class 10 Math Solution In Bengali|Madhyamik Math Solution Of Chapter 19.

Share this page using :

বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19 | Koshe Dekhi 19 Class10 | কষে দেখি ১৯ ক্লাস ১০
কষে দেখি - 19

বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19 | Koshe Dekhi 19 Class10 | কষে দেখি ১৯ ক্লাস ১০
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
1. আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নীচের অংশে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশে শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি. চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি.। 1 ঘন সেমি. লোহার ওজন 7.5 গ্রাম হলে, লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি।
চোঙাকৃতি অংশের ভূমির ব্যাসার্ধ = 10 সেমি, উচ্চতা = 2.8 মিটার
\(=\frac{28}{10} \times 100\) সেমি
= 280 সেমি
\(\therefore\) চোঙাকৃতি অংশের লােহার আয়তন = \(\pi r^{2} h=\frac{22}{7} \times 10^{2}
\times 280\) ঘন সেমি।
শঙ্কু আকৃতি অংশের ভূমির ব্যাসার্ধ = 10 সেমি, উচ্চতা = 42 সেমি।
শঙ্কু আকৃতি অংশের লােহার আয়তন = \(\frac{1}{3} \pi r^{2} h=\frac{1}{3} \times
\frac{22}{7} \times 10^{2} \times 42\) ঘন সেমি।
\(\therefore\) স্তম্ভটিতে মােট লােহার পরিমাণ
\(=\left[\frac{22}{7} \times 10^{2} \times 280+\frac{1}{3} \times \frac{22}{7} \times
10^{2} \times 42\right]\) ঘন সেমি।
\(=\frac{22}{7} \times 10^{2}(280+14)\) ঘন সেমি = \(\frac{22}{7} \times 10^{2} \times
294\) ঘন সেমি।
এখন 1 ঘন সেমি লােহার ওজন = \(7.5\) গ্রাম \(\frac{75}{10}\) গ্রাম
\(\therefore\)স্তম্ভটিতে লােহার ওজন = \(\frac{22}{7} \times 10^{2} \times 294 \times
\frac{75}{10}\) গ্রাম
\(=\frac{22}{7} \times 100 \times 294 \times \frac{75}{10} \times \frac{1}{1000}\) কিগ্রা
\(=22 \times 42 \times \frac{75}{10} \times \frac{1}{10}\) কিগ্রা
\(=22 \times 42 \times \frac{75}{10} \times \frac{1}{10}\) কিগ্রা
\(=11 \times 21 \times \frac{75}{5} \times \frac{1}{5}\) কিগ্রা
\(=11 \times 21 \times 3\) কিগ্রা
= \(231 \times 3=693\) কিগ্রা
\(\therefore\) লোহার স্তম্ভের ওজন হবে 693 কিগ্রা।
2. একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চেতা 25 সেমি.। শঙ্কুটির সমান আয়তনবিশিষ্টএকটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি. হলে, চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
মনে করি, চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য \(=r\) সেমি।
শঙ্কুর উচ্চতা \((h) = 20\) সেমি, তির্যক উচ্চতা \((l) = 25\) সেমি ব্যাসার্ধ \(x\) সেমি
হলে, \(x^{2}=l^{2}-h^{2}=25^{2}-20^{2}\)
বা, \(x^{2}=625-400=225 \therefore x= \sqrt{225}=15\)
শঙ্কুটির আয়তন \(=\frac{1}{3} \pi r^{2} n\)
= \(\frac{1}{3} \pi \cdot 15^{2} \cdot 20\) ঘন সেমি।
চোঙের আয়তন \(=\pi r^{2} h\)
= \(\pi \cdot r^{2} \cdot 15\) ঘন সেমি।
শর্তানুসারে, \(\pi \cdot r^{2} \cdot 15=\frac{1}{3} \pi .15^{2} \cdot 20\)
বা \(r^{2}=\frac{\pi .15^{2} \cdot 20}{3 \pi \cdot 15}=\frac{15 \times 20}{3}=100 \therefore
r=10\)
\(\therefore\) চোঙের ভূমির ব্যাস \(= 2r\) সেমি \(=2 \times 10=20\) সেমি।
3. 24 সেমি. দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি. দৈর্ঘ্য ভূমিতলের ব্যাস ও 4 সেমি. উচ্চতাবিশিষ্ট 60 টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে,জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি।
প্রত্যেকটি শঙ্কু আকৃতির লােহার টুকরাের ব্যাসার্ধ
\(= \frac{6}{2}=3\) সেমি
সেমি এবং উচ্চতা = 4 সেমি।
\(\therefore\) প্রত্যেকটি লােহার টুকরাের আয়তন \(= \frac{1}{3} \pi r^{2} h\)
= \(\frac{1}{3} \pi \cdot 3^{2} \cdot 4\)
ঘন সেমি।
\(\therefore\) 60টি লােহার টুকরাের আয়তন = \(60 \times \frac{1}{3} \pi \cdot 3^{2} \cdot
4\) ঘন সেমি।
মনে করি লােহার টুকরােগুলি নিমজ্জিত করায় ড্রামে জলতলের উচ্চতা \(h\) সেমি বৃদ্ধি পাবে।
\(\therefore\) ড্রামে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন = \(\pi
\cdot\left(\frac{24}{2}\right)^{2} \cdot h\) ঘন সেমি
(\(\because\) ড্রামের ভূমিতলের ব্যাস = 24 সেমি)
\(=\pi .12^{2} \cdot h\) ঘন সেমি।
\(\therefore\) 60টি লােহার টুকরাের আয়তন =ড্রামে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন
বা, \(60 \times \frac{1}{3} \pi \cdot 3^{2} \cdot 4=\pi \cdot 12^{2} . h\)
বা, \(144 h=20 \times 36\)
বা, \(h=\frac{20 \times 36}{144}\)
বা, \(h=\frac{20}{4}=5\).
\(\therefore\) ড্রামে জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে।
4. একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5 : 8 হলে, উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি।
ধরি, শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক
এখন শঙ্কুর তির্যক উচ্চতা \((l) = \sqrt {{h^2} + {r^2}} \)একক
শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল \(= \pi r l\) = \(\pi r\sqrt {{h^2} + {r^2}} \)বর্গ একক
এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল = \(2 \pi r h\) বর্গ একক
শর্তানুসারে, \(\frac{{\pi r\sqrt {{h^2} + {r^2}} }}{{2\pi rh}} = \frac{5}{8}\)
বা, \(\frac{{\sqrt {{h^2} + {r^2}} }}{{2h}}\) \(= \frac{5}{8}\)
বা, \(\frac{{{h^2} + {r^2}}}{{4{h^2}}}\) \(= \frac{{25}}{{64}}\)[উভয়দিকে বর্গ করে]
বা, \(1 + \frac{{{r^2}}}{{{h^2}}}\) \( =\frac{{25}}{{16}}\)
বা, \(\frac{{{r^2}}}{{{h^2}}}\) \(= \frac{{25}}{{16}} - 1 = \frac{9}{{16}}\)
\(\therefore \frac{r}{h} = \frac{3}{4}\)
উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত \(3 : 4\)।
5. 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি. দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি।
8 সেমি, দৈর্ঘ্যের ব্যাসার্ধের লোহার গোলকের আয়তন \(=\frac{4}{3} \pi r^3\)
\( = \frac{4}{3} \times \pi \times 8 \times 8 \times 8\) ঘন সেমি.
গোলককে গলিয়ে যে নিরেট গুলি তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য \(\frac{1}{2}\) সেমি.
গুলির আয়তন \(=\frac{4}{3} \pi r^3\)
\( = \frac{4}{3}\pi \times \frac{1}{2} \times \frac{1}{2} \times \frac{1}{2}\) ঘনসেমি
ধরি n টি নিরেট গুলি পাওয়া যাবে।
সুতরাং, \(n \times \frac{4}{3}\pi \times \frac{1}{2} \times \frac{1}{2} \times \frac{1}{2} = \frac{4}{3} \times \pi \times 8 \times 8 \times 8\)
বা, n = 8 \( \times \) 8 \( \times \) 8 \( \times \) 8 = 4096
\(\therefore\) লোহার গোলককে গলিয়ে 4096 টা নিরেট গুলি পাওয়া যাবে।
6. একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি. এবং দৈর্ঘ্য 35 সেমি.। দণ্ডটি গলিয়ে 8 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি. উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি।
মনে করি, দণ্ডটি গলিয়ে \(x\) টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে।
এখন, 1 এটি নিরেট শঙ্কুর আয়তন \(=\frac{1}{3} \pi r^{2} h\)
= \(\frac{1}{3} \pi .8^{2} .28\) ঘন সেমি।
\(\therefore x\) টি শঙ্কুর আয়তন = \(x \times \frac{1}{3} \pi .8^{2} .28\) ঘন সেমি।
আবার, দণ্ডটির আয়তন \(=\pi r^{2} h\)
= \(\pi \cdot 32^{2} \cdot 35\) ঘন সেমি।
\(\therefore\) শর্তানুসারে, \(x \times \frac{1}{3} \pi .8^{2} \cdot 28=\pi .32^{2}
.35\)
বা, \(\frac{x}{3} \times 64 \times 28=32 \times 32 \times 35\)
বা, \(x=\frac{3 \times 32 \times 32 \times 35}{64 \times 28}=\frac{3 \times 32 \times
5}{2 \times 4}=3 \times 4 \times 5=60\)
\(\therefore\) 60 টি শঙ্কু তৈরি করা যাবে।
7. 4.2 ডেসিমি. দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি।
স্পষ্টত ঘনকের বর্গাকার ভূমিতলের অন্তবৃত্ত হল শঙ্কুর ভূমিতল
এবং ঘনকের উচ্চতা হল শঙ্কুর উচ্চতা।
এখন ঘনকের বর্গাকার ভূমিতলের অন্তবৃত্ত ব্যাস = ঘনকের ধারের দৈর্ঘ্য =4.2 ডেসিমি= 42 সেমি।
\(\therefore\) শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য = 42 সেমি এবং শঙ্কুর উচ্চতা = ঘনকের ধারের
দৈর্ঘ্য = 42 সেমি।
শঙ্কুটির আয়তন = \(\frac{1}{3} \pi \cdot r^{2} \cdot h\)
\(=\frac{1}{3} \times \frac{22}{7} \times\left(\frac{42}{2}\right)^{2} \times 42\) ঘন সেমি
সেমি
\(=\frac{22}{21} \times 21 \times 21 \times 42\) ঘন সেমি
\(=22 \times 21 \times 42\) ঘন সেমি
\(=462 \times 42\) ঘন সেমি
\(=462(40+2)\) ঘন সেমি
\(=18480+924=19404\) ঘন সেমি
\(\therefore\) নির্ণেয় আয়তন = 19404 ঘন সেমি।
8. একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান হলে, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি।
মনে করি গোলক ও চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং চোঙের উচ্চতা h একক
সুতরাং; গোলকের ঘনফল = \(\frac{4}{3}\pi {r^3}\)ঘনএকক
এবং চোঙের ঘনফল = \(\pi {r^2}h\) ঘন একক
প্রমানুসারে, \(\frac{4}{3}\pi {r^3} = \pi {r^2}h\)
বা, \(4r = 3h\)
বা, \(\frac{r}{h} = \frac{3}{4}\)
বা, \(r: h=3: 4\)
\(\therefore\) চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3 : 4 ।
বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19 | Koshe Dekhi 19 Class10 | কষে দেখি ১৯ ক্লাস ১০
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
9. 6.6 ডেসিমি. দীর্ঘ, 4.2 ডেসিমি. প্রশস্ত এবং 1.4 ডেসিমি. পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে দেখি।
আয়তঘনাকার তামার টুকরাের আয়তন = দৈর্ঘ্য \(\times\) প্রস্থ \(\times\) উচ্চতা
\(=6.6 \times 4 . 2 \times 1 . 4\)
ঘনডেসিমি
\(\therefore\) আয়তঘনাকার তামার টুকরােয় তামার পরিমাণ \(=6.6 \times 4.2 \times 1 . 4\) ঘনডেসিমি
গােলকের ব্যাস = 2.1 ডেসিমি।
\(\therefore\) গােলকের ব্যাসার্ধ \(=\frac{2 \cdot 1}{2}\) ডেসিমি = 1.05 ডেসিমি।
প্রতিটি গােলকের আয়তন = \(\frac{4}{3}\pi {r^3}\)
\(=\frac{4}{3} \pi(1.05)^{3}\) ঘনডেসিমি
\(=\frac{4}{3} \times \frac{22}{7} \times 1.05 \times 1.05 \times 1.05\) ঘনডেসিমি
\(\therefore\) গােলকের সংখ্যা \(=\frac{6.6 \times 4 . 2 \times 1.4}{\frac{4}{3} \times \frac{22}{7}
\times 1 \cdot 05 \times 1 \cdot 05 \times 1 \cdot 05}\)
\(=\frac{6.6 \times 4 \cdot 2 \times 1.4 \times 3 \times 7}{4 \times 22 \times 1 \cdot 05 \times 1 \cdot
05 \times 1 \cdot 05}=8\) টি
\(\therefore\) প্রতিটি গােলকে যে ধাতু আছে তার পরিমাণ
\(=\frac{4}{3} \pi(1 \cdot 05)^{3}\) ঘনডেসিমি
\(=\frac{4}{3} \times \frac{22}{7} \times \frac{21}{20} \times \frac{21}{20} \times \frac{21}{20}\)
ঘনডেসিমি \(\left[\because 1.05=\frac{21}{20}\right]\)
\(=88 \times \frac{1}{20} \times \frac{21}{20} \times \frac{21}{20}\) ঘনডেসিমি।
\(=11 \times \frac{1}{10} \times \frac{21}{10} \times \frac{21}{10}\) ঘনডেসিমি।
\(= 4.851\) ঘনডেসিমি।
উত্তর : 8 টি গােলক ঢালাই যাবে। প্রতিটি গােলকে যে তামা থাকবে তার পরিমাণ 4.851 ঘনডেসিমি।
10. 4.2 সেমি, দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি. দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি।
গােলকের ব্যাসার্ধ \(=4 \cdot 2\) সেমি =
\(\frac{42}{10}=\frac{21}{5}\) সেমি।
\(\therefore\) গােলকটিতে সােনার পরিমাণ =\(\frac{4}{3} \pi r^{3}=\frac{4}{3} \times
\frac{22}{7} \times\left(\frac{21}{5}\right)^{3}\) ঘন সেমি
মনে করি, লম্ব-বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য = \(x\) সেমি।
\(\therefore\) দণ্ডটিতে সােনার পরিমাণ = \(\pi r^{2} h=\frac{22}{7} \times\left(\frac{2
\cdot 8}{2}\right)^{2} \times x\) ঘন সেমি।
শর্তানুসারে, \(\frac{22}{7} \times\left(\frac{2 \cdot 8}{2}\right)^{2} \times
x=\frac{4}{3} \times \frac{22}{7} \times\left(\frac{21}{5}\right)^{3}\)
বা, \(\left(\frac{14}{10}\right)^{2} \times x=\frac{4}{3} \times \frac{21 \times 21 \times
21}{5 \times 5 \times 5}\)
বা, \(x=\frac{4 \times 7 \times 21 \times 21}{5 \times 5 \times 5} \times \frac{100}{14
\times 14}\)
বা, \(x=\frac{4 \times 7 \times 21 \times 21}{5 \times 5 \times 5} \times \frac{100}{14
\times 14}\)
\(=\frac{7 \times 21 \times 21}{5} \times \frac{4}{7 \times 7}=\frac{7 \times 3 \times
3}{5} \times 4\)
\(=\frac{63 \times 4}{5}=\frac{63 \times 8}{10}=\frac{504}{10}=50.4\)
\(\therefore\) দণ্ডের দৈর্ঘ্য \(= 50.4\) সেমি।
11. 6 ডেসিমি. দৈর্ঘ্যর ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি. লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দন্ড তৈরি করা হলে, দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
গােলকের ব্যাসার্ধ = \(\frac{6}{2}=3\) ডেসিমি।
\(\therefore\) গােলকটিতে রৌপ্যের পরিমাণ = \(\frac{4}{3} \pi .3^{3}\) ঘন ডেসিমি।
মনে করি, নিরেট দণ্ডের ব্যাসার্ধের দৈর্ঘ্য \(= r\) ডেসিমি।
দণ্ডটির দৈর্ঘ্য \(= 1\) ডেসিমি।
\(\therefore\) দণ্ডটিতে রৌপ্যের পরিমাণ = \(\pi \cdot r^{2} \cdot 1\) ঘন ডেসিমি।
\(\therefore\) শর্তানুসারে, \(\pi r^{2} \cdot 1=\frac{4}{3} \pi \cdot 3^{3}\)
বা,\(r^{2}=\frac{4}{3} \times 3 \times 9=36=6^{2} \therefore r=6\)
\(\therefore\) ব্যাসের নির্ণেয় দৈর্ঘ্য = \(2 r\) ডেসিমি = \(2 \times 6=12\) ডেসিমি।
12. একটি নিরেট লম্ব বৃত্তাকার দন্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি.। সেই দণ্ডটি গলিয়ে 21 টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি।
প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলে, 21 টি গোলকের আয়তন \(= 21 \times \frac{4}{3} \pi r^{3}\)
\( = 21 \times \frac{4}{3} \times \pi \times {(8)^3}\) ঘন সেমি,
লম্ববৃত্তাকার দডের প্রথছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি. = 32 সেমি
ধরি, দণ্ডটির দৈর্ঘা h সেমি.।
\(\therefore\) দণ্ডটির আয়তন \(= \pi r^{2} h\)
= \(\pi {(32)^2} \times h\) ঘন সেমি,
প্রশ্নানুসারে, \(\pi \times {(32)^2} \times h = 21\frac{4}{3}\pi \times {(8)^3}\)
বা, \(h = \frac{{21 \times 4 \times 8 \times 8 \times 8}}{{32 \times 32 \times 3}} = 14\)
\(\therefore\) দণ্ডটির দৈর্ঘ্য 14 সেমি. ছিল।
13. 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমি. গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূৰ্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি. দৈর্ঘ্যের ব্যাসের 100 টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি. উঠবে তা হিসাব করে লিখি।
মনে করি, 100টি লােহার গােলক সম্পূর্ণ নিমজ্জিত করায় চৌবাচ্চার
জলতলের উচ্চতা \(h\) ডেসিমি বৃদ্ধি পাবে।
এখন, \(h\) ডেসিমি উচ্চতা বৃদ্ধির জন্য জলের আয়তন বৃদ্ধি \(21 \times 11 \times h\) ঘন
ডেসিমি।
এখন 1টি গােলকের আয়তন \(=\frac{4}{3} \pi r^{3}\)
\(=\frac{4}{3} \pi\left(\frac{21}{2 \times 10}\right)^{3}\) ঘন ডেসিমি।
\(=\frac{4}{3} \times \frac{22}{7} \times \frac{21 \times 21 \times 21}{8 \times 1000}\)
ঘন ডেসিমি
\(\therefore\) 100 টি গােলকের আয়তন = \(100 \times \frac{4}{3} \times \frac{22}{7}
\times \frac{21 \times 21 \times 21}{8 \times 1000}\) ঘন ডেসিমি।
\(\because\) বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন = 100 টি গােলকের আয়তন
\(\therefore 21 \times 11 \times h\) ঘন ডেসিমি = \(100 \times \frac{4}{3} \times
\frac{22}{7} \times \frac{21 \times 21 \times 21}{8 \times 1000}\) ঘন ডেসিমি
বা, \(21 \times 11 \times h=100 \times \frac{4}{3} \times \frac{22}{7} \times \frac{21
\times 21 \times 21}{8 \times 1000}\)
বা, \(h=\frac{4 \times 22 \times 21 \times 21}{8 \times 10 \times 21 \times 11}=\frac{4
\times 2 \times 21}{8 \times 10}=\frac{21}{10}=2 \cdot 1\)
\(\therefore\) চৌবাচ্চায় জলতলের উচ্চতা \(h\) ডেসিমি বৃদ্ধি পাবে অর্থাৎ চৌবাচ্চার জলতল
2.1 ডেসিমি উঠে আসবে।
14. সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতাবিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি।
শঙ্কু, অর্ধগোলকের ও চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান।
সুতারাং; তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান।
মনে করি, শঙ্কু, অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক
অর্ধগোলকের উচ্চতা = অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য
শর্তানুসারে, শঙ্কুর উচ্চতা = চোঙের উচ্চতা = r একক
এখন, শঙ্কুর আয়তন : অর্ধগোলকের আয়তন : চোঙের আয়তন
\( = \frac{1}{3}\pi {r^2}r:\frac{2}{3}\pi {r^3}:\pi {r^2}r \)
\(= \frac{1}{3}:\frac{2}{3}:1\)
\({\rm{ = 1 : 2 : 3}}\)
\(\therefore\) নির্ণেয় অনুপাত = \({\rm{ = 1 : 2 : 3}}\)
15. 1 সেমি, পুরু সিসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে, দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি।
1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি ।
সুতরাং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য (6 - 1) = 5 সেমি
\(\therefore\) গোলকটিতে সীসার পাত হচ্ছে = \(\frac{4}{3}\pi \left( {{6^3} - {5^3}} \right)\) ঘন সেমি
= \(\frac{4}{3}\pi \times 91\) ঘনসেমি
গোলকটিকে গলিয়ে লম্ববৃত্তাকার দণ্ডে তৈরি করা হবে।
ধরি, দন্ডটির দৈর্ঘ্য h সেমি
শর্তানুসারে, \(\pi {(2)^2}h = \frac{4}{3}\pi \times 91\)
\(\Rightarrow \pi \times 4 \times h=\frac{4}{3} \pi \times 91\)
\(\therefore h = \frac{{91}}{3} = 30\frac{1}{3}\) সেমি
\(\therefore\) দণ্ডটির দৈর্ঘ্য \(30\frac{1}{3}\) সেমি হবে।
16. 2 মিটার লম্বা একটি আয়াতঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি.। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘন মিটার কাঠ নষ্ট হবে হিসাব করি।
আয়তঘনাকার কাঠের লগের বর্গাকার প্রস্থচ্ছেদের বাহুর দৈর্ঘ্য 4 ডেসিমি. = 1.4 মিটার

\(\therefore\) আয়তঘনাকার কাঠের লগের আয়তন = ভূমির ক্ষেত্রফল \(\times\) উচ্চতা
\(=1.4 \times 1.4 \times 2\)
= 3.92 ঘনমিটার
বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কাঠের লগকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কাঠের গুঁড়িতে পরিণত করতে হবে। বর্গাকার চিত্রের অন্তর্লিখিত পরিবৃত্ত হলে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গাকার চিত্রের বাহু দৈর্ঘ্যের সমান
\(\therefore\) লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির ব্যাসার্ধের দৈর্ঘ্য \(\frac{1.4}{2}= 7\) মিটার
\(\therefore\) কাঠের গুড়ির আয়তন = ভূমিতলের ক্ষেত্রফল \(\times\) উচ্চতা = \(\frac{{22}}{7} \times .7 \times .7 \times 2 = 3.08\) ঘনমিটার
\(\therefore\) লম্ব বৃত্তাকার গুঁড়িতে কাঠ থাকবে 3.08 ঘন মিটার, এবং কাঠ নষ্ট হবে (3.92 - 3.08) ঘন মিটার = 0.84 ঘন মিটার।
বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19 | Koshe Dekhi 19 Class10 | কষে দেখি ১৯ ক্লাস ১০
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra

17. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্ৰশ্ন (V.S.A)

(A) বহুবিকল্পীয় প্ৰশ্ন (M.C.Q.) :

(i) r একক দৈর্য্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য
(a) 2r একক (b) 3r একক (c) r একক (d) 4r একক
শর্তানুসারে, \(\frac{4}{3}\pi {r^3} = \frac{1}{3}\pi {R^2} \times r\)
বা, \(4{r^2} = {R^2}\)
বা, R = 2r
(a) 2r একক
(ii) একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেমি.। শঙ্কুটির উচ্চতা
(a) 10 সেমি. (b) 15 সেমি. (c) 18 সেমি. (d) 24 সেমি.
\(\frac{1}{3}\pi {r^2}h = \pi {r^2}5\)
বা, \(\frac{1 h}{3}=5\)
বা, h = 15
(b) 15 সেমি
(iii) একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য
(a) r একক (b) 2r একক (c) \(\frac{r}{2}\)একক (d) 4r একক
(b) 2r একক
(iv) r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন
(a) \(4\pi {r^3}\) ঘন একক (b) \(3\pi {r^3}\) ঘন একক
(c) \(\frac{{\pi {r^3}}}{4}\) ঘন একক (d) \(\frac{{\pi {r^3}}}{3}\) ঘন একক
\(\frac{1}{3}\pi {r^2} \times r = \frac{1}{3}\pi {r^3}\) ঘন একক \(=\frac{\pi r^3}{3}\) ঘন একক
(d) \(\frac{{\pi {r^3}}}{3}\) ঘন একক।
(v) \(x\) একক দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে,গোলকের ব্যাসের দৈর্ঘ্য (a) \(x\) একক (b) \(2x\) একক (c) \(\frac{x}{2}\) একক (d) \(4x\) একক।
(a) \(x\) একক

(B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :

(i) দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে, মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে \(6 \pi r^{2}\) বর্গ একক।
বিবৃতিটি মিথ্যা।
(ii) একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা \(\ell\) একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ওশঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল \(\left( {\pi rl + 2\pi rh + 2\pi {r^2}} \right)\) বর্গ একক।
বিবৃতিটি মিথ্যা।

(C) শূন্যস্থান পূর্ণ করি :

(i) একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল = একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল + ______ বক্রতলের ক্ষেত্রফল + অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল ।
চোঙের
(ii) একমুখ কাটা একটি পেনসিলের আকার শঙ্কু ও ______সমন্বয়।
চোঙের
(iii) একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন ______।
সমান। কারণ নিরেট লােহার গােলকটিকে গলিয়ে যে পরিমাণ লােহা
পাওয়া যাবে,
সেই পরিমাণ লােহা দিয়েই লম্ব বৃত্তাকার শঙ্কুটি তৈরি করা হবে।

18. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্ৰশ্ন (S.A) :

(i) একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি. হয়, তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসাব করে লিখি।
ধরি, শঙ্কু ও চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি, এবং চোঙের উচ্চতা h সেমি
প্রশ্নানুসারে, \(\pi {r^2}h = \frac{1}{3}\pi {r^2} \times 15\)
বা, h = 5
\(\therefore\) নিরেট চোঙের উচ্চতা 5 সেমি.।
(ii) একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা অনুপাত কত তা হিসাব করে লিখি।
মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং শঙ্কুর উচ্চতা h একক, ব্যাস 2r একক
সুতরাং, \(\frac{4}{3}\pi {r^3} = \frac{1}{3}\pi {r^2}h\)
বা, \({\rm{4 r = h}}\)
বা, \(\frac{{2r}}{h} = \frac{1}{2}\)
বা, \(2 r: h=1: 2\)
\(\therefore\) গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1 : 2
(iii) সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি।
চোঙ, শঙ্কু এবং গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান।
সুতরাং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান।
মনে করি, চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক।
গোলকের উচ্চতা = গোলকের ব্যাসের দৈর্ঘ্য
প্রদত্ত শর্তানুসারে, চোঙ ও শঙ্কুর উচ্চতা = 2r একক
\(\therefore\) চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত \( = \pi {r^2} \times 2r:\frac{1}{3}\pi {r^2} \times 2r:\frac{4}{3}\pi {r^3}\)
\( = 2\pi {r^3}:\frac{2}{3}\pi {r^3}:\frac{8}{3}\pi {r^3}\)
\( = 2:\frac{2}{3}:\frac{8}{3}\) \( = 3:1:4\)
(iv) একটি ঘনবস্তুর নীচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি ৷
ধরি, অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং শঙ্কু উচ্চতা h একক
অর্ধগোলকের তলের ক্ষেত্রফল = \(3\pi {r^2}\) বর্গ একক
শঙ্কুর তলের ক্ষেত্রফল \( = \pi r(r + l)\) বর্গ একক
=\(\pi r\left( {r + \sqrt {{h^2} + {r^2}} } \right)\) বর্গ একক
শর্তানুসারে \(\pi r(r + l) = 3\pi {r^2}\)
বা, \(\pi {r^2} + \pi r\sqrt {{h^2} + {r^2}} = 3\pi {r^2}\)
বা, \(\pi r \sqrt{h^{2}+r^{2}}=3 \pi r^{2}-\pi r^{2}\)
বা, \(\pi r\sqrt {{h^2} + {r^2}} = 2\pi {r^2}\)
বা, \(\sqrt {{h^2} + {r^2}} = 2r\)
বা, \({h^2} + {r^2} = 4{r^2}\) [উভয়দিকে বর্গ করে]
বা, \({h^2} = 3{r^2}\)
বা, \(h=\sqrt{3} r\)
\(\therefore \frac{r}{h} = \frac{1}{{\sqrt 3 }}\) ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত \(1:\sqrt 3 \)
(v) একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে, শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি।
ধরি, শঙ্কু ও গোলক উভয়েরই ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং শঙ্কুর উচ্চতা h একক
প্রশ্নানুসারে, \(\frac{3}{4}\pi {r^3} = 2 \times \frac{1}{3}\pi {r^2}h\)
বা, 2r = h
বা, \(\frac{h}{r} = \frac{2}{1}\)
\(\therefore\) শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 : 1
বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি 19 | Koshe Dekhi 19 Class10 | কষে দেখি ১৯ ক্লাস ১০
Madhyamik Previous Year Question Paper | মাধ্যমিক বিগত 22 বছরের অঙ্ক প্রশ্নের উত্তরপত্র
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top