সদৃশতা কষে দেখি ১৮.২ | Koshe Dekhi 18.2 | গণিত প্রকাশ দশম শ্রেণি (ক্লাস ১০) কষে দেখি 18.2 সমাধান | WBBSE Class10 Math Solution Of Chapter 18 Similarity Koshe Dekhi 18.2 | Ganit Prakash Class10 Math Solution Of Similarity Exercise 18.2 | WB Board Class 10 Math Solution Of Chapter 18 Similarity.
Share this page using :
সদৃশতা কষে দেখি ১৮.২।Koshe Dekhi 18.2 Class 10 Math Solution
কষে দেখি - 18.2
সদৃশতা কষে দেখি ১৮.২।Koshe Dekhi 18.2 Class 10 Math Solution
1. \(\triangle ABC\)-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
(i) \(PB = AQ, AP = 9\) একক, \(QC = 4\) একক হলে, PB-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
(ii) PB-এর দৈর্ঘ্য AP-এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং QC -এর দৈর্ঘ্য AQ -এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে, AC -এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
(iii) যদি \(AP = QC, AB \)-এর দৈর্ঘ্য 12 একক এবং AQ -এর দৈর্ঘ্য 2 একক হয়, তবে CQ -এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
(i) \(PB = AQ, AP = 9\) একক, \(QC = 4\) একক হলে, PB-এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
(ii) PB-এর দৈর্ঘ্য AP-এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং QC -এর দৈর্ঘ্য AQ -এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে, AC -এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
(iii) যদি \(AP = QC, AB \)-এর দৈর্ঘ্য 12 একক এবং AQ -এর দৈর্ঘ্য 2 একক হয়, তবে CQ -এর দৈর্ঘ্য কত হবে, হিসাব করে লিখি।
(a)\(\triangle \mathrm{ABC}\)-এ PQ || BC,
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{AP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{CQ}}\)\(\ldots\ldots\)(1)।
বা, \(\frac{9}{\mathrm{AQ}}=\frac{\mathrm{AQ}}{4}\) \([\because \mathrm{AP}=9\) একক, \(\mathrm{QC}=4\) একক \(]\)
বা,\(\mathrm{AQ}^{2}=36\)
বা,\(A Q=\sqrt{36}\)
বা, \(\mathrm{AQ}=6\)
\(\therefore\) (1) থেকে পাই, \(\frac{9}{\mathrm{~PB}}=\frac{6}{4}\)
বা, \(P B=\frac{36}{6}\)
বা, \(P B=6\)
\(\therefore\) PB-এর দৈর্ঘ্য = 6 একক
(b) (a)-এর (1) থেকে পাই, \(\frac{\mathrm{AP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{CQ}}\)
বা, \(\frac{\mathrm{AP}}{2 \mathrm{AP}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{AQ}+3}\) [প্রশ্নানুসারে]
বা, \(\frac{1}{2}=\frac{A Q}{A Q+3}\)
বা, \(2 \mathrm{AQ}=\mathrm{AQ}+3\)
\(\therefore Q C=A Q+3=(3+3)\) একক = 6 একক
\(\therefore \mathrm{AC}=\mathrm{AQ}+\mathrm{QC}=(3+6)\) একক = 9 একক
\(\therefore\) AC -এর দৈর্ঘ্য = 9 একক
(c) -এর (1) নং থেকে পাই, \(\frac{\mathrm{AP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{CQ}}\)
বা, \(\frac{\mathrm{AP}+\mathrm{BP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{AQ}+\mathrm{CQ}}{\mathrm{CQ}}\)
বা,\(\frac{\mathrm{AB}}{\mathrm{PB}}=\frac{2+\mathrm{CQ}}{\mathrm{CQ}}\)
বা, \(\frac{12}{\mathrm{~PB}}=\frac{2+\mathrm{CQ}}{\mathrm{CQ}}\) \(\ldots\ldots\) (2)
আবার, \(\frac{\mathrm{AP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{CQ}}\)
বা, \(\frac{\mathrm{CQ}}{\mathrm{PB}}=\frac{2}{\mathrm{CQ}}\)
বা, \(2 \mathrm{~PB}=\mathrm{CQ}^{2}\)
বা, \(\mathrm{PB}=\frac{\mathrm{CQ}^{2}}{2}\)
\(\therefore\) (2) থেকে পাই ,
বা, \(\frac{12}{\frac{C Q^{2}}{2}}=\frac{2+C Q}{C Q}\)
বা, \(\frac{24}{\mathrm{CQ}^{2}}=\frac{2+\mathrm{CQ}}{\mathrm{CQ}}\)
বা, \(\frac{24}{\mathrm{CQ}}=2+\mathrm{CQ} [\because \mathrm{CQ} \neq 0]\) \([\because \mathrm{CQ} \neq 0]\)
বা, \(2 \mathrm{CQ}+\mathrm{CQ}^{2}=24\)
বা,\(\mathrm{CQ}^{2}+2 \mathrm{CQ}-24=0\)
বা, \(\operatorname{CQ}^{2}+(6-4) C Q-24=0\)
বা, \(\mathrm{CQ}(\mathrm{CQ}+6)-4(\mathrm{CQ}+6)=0\)
বা, \(C Q^{2}+6 C Q-4 C Q-24=0\)
বা, \((\mathrm{CQ}+6)(\mathrm{CQ}-4)=0\)
\(\therefore\) হয় \(\mathrm{CQ}+6=0\)
বা, \(\mathrm{CQ}=-6\) (গ্রাহ্য)
নতুবা, \(\mathrm{CQ}-4=0\)
বা, \(\mathrm{CQ}=4\)(গ্রাহ্য নয়)
কিন্তু CQ-এর মান ঋণাত্মক হতে পারে না।
\(\therefore\) CQ = 4 একক
\(\therefore\) CQ-এর দৈর্ঘ্য = 4 একক।
2. \(\triangle PQR\)-এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে \(X, Y\) দুটি বিন্দু নিলাম।
(i) \(PX = 2\) একক, \(XQ = 3.5\) একক, \(YR = 7\) একক এবং \(PY = 4.25\) একক হলে, \(XY\) ও \(QR\) পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
(ii) \(PQ = 8\) একক, \(YR = 12\) একক, \(PY = 4\) একক এবং PY -এর দৈর্ঘ্য \(XQ\) -এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে, \(XY\) ও \(QR\) সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
(i) \(PX = 2\) একক, \(XQ = 3.5\) একক, \(YR = 7\) একক এবং \(PY = 4.25\) একক হলে, \(XY\) ও \(QR\) পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
(ii) \(PQ = 8\) একক, \(YR = 12\) একক, \(PY = 4\) একক এবং PY -এর দৈর্ঘ্য \(XQ\) -এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে, \(XY\) ও \(QR\) সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি।
(a) \(\triangle \mathrm{PQR}\) -এ XY ও QR পরস্পর সমান্তরাল হবে যদি \(\frac{\mathrm{PX}}{\mathrm{QX}}=\frac{\mathrm{PY}}{\mathrm{RY}}\)
এখন,\(\frac{P X}{Q X}\)= \(\frac{\text{2 একক }}{\text{3.5 একক}}\) = \(\frac{2}{\frac{35}{10}}=2 \times \frac{10}{35}=\frac{4}{7}\)
আবার, \(\frac{P Y}{R Y}\) = \(\frac{\text{4.25 একক }}{\text{ 7 একক}}\) = \(\frac{425}{100} \times \frac{1}{7}=\frac{17}{28}\)
\(\therefore \frac{\mathrm{PX}}{\mathrm{QX}} \neq \frac{\mathrm{PY}}{\mathrm{RY}}\) \(\therefore X Y \not\| Q R\)
(b) \(\triangle \mathrm{PQR}\) -এ XY ও QR পরস্পর সমান্তরাল হবে যদি \(\frac{P X}{Q X}=\frac{P Y}{R Y}\) হয়। \(\ldots\ldots\)(1)
বা, \(\frac{\mathrm{PX}+\mathrm{QX}}{\mathrm{QX}}=\frac{\mathrm{PY}+\mathrm{RY}}{\mathrm{RY}}\)
\(\frac{\mathrm{PQ}}{\mathrm{QX}}=\frac{\mathrm{PY}+\mathrm{RY}}{\mathrm{RY}}\)
বা, \(\frac{8}{6}=\frac{4+12}{12}\) [\(\because\) PQ = 8 একক, \(P Y=4\) একক, \(\mathrm{YR}=12\)একক এবং \(Q X=(P Y+2)\) \(=(4+2)\) একক = 6 একক]
বা, \(\frac{4}{3}=\frac{16}{12}\)
বা, \(\frac{4}{3}=\frac{4}{3}\)
অর্থাৎ,\(\frac{\mathrm{PX}}{\mathrm{QX}}=\frac{\mathrm{PY}}{\mathrm{RY}}, \therefore \mathrm{XY} \| \mathrm{QR}\)
\(\therefore\) প্রদত্ত শর্তাধীনে XY ও QR পরস্পর সমান্তরাল হবে।
3. প্রমাণ করি যে, কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। (থ্যালেসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করি)
ধরি, \(\triangle \mathrm{ABC}\)-এর AB-এর মধ্যবিন্দু E এবং E বিন্দু থেকে BC-এর সমান্তরাল সরলরেখা EF, AC-কে F বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে যে, F, AC-এর মধ্যবিন্দু, অর্থাৎ, AF = CF
প্রমাণ : \(\triangle \mathrm{ABC}\)-এ EF || BC (প্রদত্ত),
থ্যালেসের উপপাদ্য অনুসারে পাই,
\(\frac{\mathrm{AE}}{\mathrm{BE}}=\frac{\mathrm{AF}}{\mathrm{CF}}\)
বা, \(\frac{\mathrm{AE}}{\mathrm{AE}}=\frac{\mathrm{AF}}{\mathrm{CF}}\) [\(\because\) E, AB -এর মধ্যবিন্দু , \(\therefore\) AE=BE ]
বা, \(1=\frac{\mathrm{AF}}{\mathrm{CF}}\)
বা, \(\mathrm{AF}=\mathrm{CF}\)
\(\therefore\) F, AC-এর মধ্যবিন্দু, অর্থাৎ EF, AC-কে সমদ্বিখণ্ডিত করেছে। (প্রমাণিত)
4. \(\triangle ABC\) -এর AD মধ্যমার উপর P একটি বিন্দু। বর্ধিত BP ও CP যথাক্রমে AC ও AB -কে Q ও R বিন্দুতেছেদ করে। প্রমাণ করো যে, \( RQ \| BC\)
ধরি, \(\triangle \mathrm{ABC}\)-এর AD মধ্যমার উপর P একটি বিন্দু। বর্ধিত BP ও বর্ধিত CP, AC ও AB-কে যথাক্রমে Q ও R বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে যে, RQ || BC
অঙ্কন : PD-কে T পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন, PD = DT হয়। B, T এবং C, T যুক্ত করি। ।
প্রমাণ : BPCT চতুর্ভুজের BC ও PT দুটি কর্ণ। আবার, BD = CD [\(\because\) AD_ মধ্যমা] এবং PD = DT [অঙ্কনানুসারে) ।
অর্থাৎ, BPCT চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
\(\therefore\) BPCT একটি সামান্তরিক।
\(\therefore \) BP \(\| \mathrm{TC}\) এবং \(\mathrm{TB} \| \mathrm{CP}\)
এখন, \(\triangle \mathrm{ABT}\)-এ RP || BT \(\lfloor\because\) TB \(\| \mathrm{CP}]\)
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{AR}}{\mathrm{BR}}=\frac{\mathrm{AP}}{\mathrm{TP}}\) \(\ldots\ldots\)(1)
আবার, \(\triangle \mathrm{ACT}\)-এ QP || CT [ \(\because\) BP || TC]
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{AQ}}{\mathrm{CQ}}=\frac{\mathrm{AP}}{\mathrm{TP}}\) \(\ldots\ldots\)(2)
তাহলে, (1) ও (2) থেকে পাই, \(\frac{\mathrm{AR}}{\mathrm{BR}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{CQ}}\)
\(\therefore\) \(\triangle \mathrm{ABC}\) -এ \(\frac{\mathrm{AR}}{\mathrm{BR}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{CQ}}\)
\(\therefore\) থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, , \(\mathrm{RQ} \| \mid \mathrm{BC}\)
\(\therefore\) RQ || BC (প্রমাণিত)।
5. \(\triangle ABC\)-এর BE ও CF মধ্যমা দুটি পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে এবং FE সরলরেখাংশ AG সরলরেখাংশকে O বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, \(AO = 3OG\)
প্রদত্ত, \(\triangle \mathrm{ABC}\)-এর BE ও CF মধ্যমা পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে। FE, AG-কে O বিন্দুতে ছেদ
করেছে। প্রমাণ করতে হবে যে, AO = 3OG
অঙ্কন : AG কে বর্ধিত করি। ধরি, বর্ধিত AG, BC-কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে, G, \(\triangle \mathrm{ABC}\)-এর ভরকেন্দ্র এবং AD একটি মধ্যমা [\(\therefore\) ত্রিভুজের মধ্যমাগুলি সমবিন্দু]।
প্রমাণ : G, \(\triangle \mathrm{ABC}\)-এর ভরকেন্দ্র এবং AD মধ্যমা।
\(\therefore \mathrm{AG}: \mathrm{GD}=2: 1\) [কারণ, ত্রিভুজের ভরকেন্দ্র, মধ্যমাগুলিকে 2 : 1 অনুপাতে বিভক্ত করে।]
বা, \(\frac{\mathrm{AG}}{\mathrm{GD}}=\frac{2}{1}\)
বা, \(\frac{\mathrm{AO}+\mathrm{OG}}{\mathrm{OD}-\mathrm{OG}}=\frac{2}{1}\) [চিত্রানুসারে,]
বা,\(2 O D-2 O G=A O+O G\)
বা,\(2 O D-A O=O G+2 O G\)
বা,\(2 \mathrm{AO}-\mathrm{AO}=3 \mathrm{OG}\)
[\(\because \triangle \mathrm{ABD}-\)এ FO|| BD, (মধ্যবিন্দুদ্বয়ের সংযােজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল)
\(\therefore \frac{\mathrm{AF}}{\mathrm{BF}}=\frac{\mathrm{AO}}{\mathrm{OD}}\)
বা, \(\frac{\mathrm{AF}}{\mathrm{AF}}=\frac{\mathrm{AO}}{\mathrm{OD}}(\because \mathrm{AF}=\mathrm{BF})\)
বা, \(1=\frac{\mathrm{AO}}{\mathrm{OD}} \Rightarrow \mathrm{AO}=\mathrm{OD}\), i.e., \(\left.\mathrm{OD}=\mathrm{AO}\right]\)
বা, AO = 30G (প্রমাণিত)
সদৃশতা কষে দেখি ১৮.২।Koshe Dekhi 18.2 Class 10 Math Solution
6. প্ৰমাণ করি যে, ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল।
ধরি, ABCD একটি ট্রাপিজিয়াম যার AD ও BC বাহুদ্বয় সমান্তরাল, অর্থাৎ AD || BC। AB ও DC এটির দুটি তির্যক বাহু, মধ্যবিন্দু দুটি যথাক্রমে E ও F।
প্রমাণ করতে হবে যে, EF || AD এবং EF || BC
অঙ্কন : BA ও CD-কে বর্ধিত করি। ধরি, বর্ধিত BA ও বর্ধিত CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ : \(\triangle \mathrm{PCB}\)-এ \(\mathrm{AD} \| \mathrm{BC}\) \(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{PA}}{\mathrm{AB}}=\frac{\mathrm{PD}}{\mathrm{DC}}\)
বা,\(\frac{\mathrm{PA}}{2 \mathrm{AE}}=\frac{\mathrm{PD}}{2 \mathrm{DF}}\) [ \(\because\) E ও F যথাক্রমে AB ও AC -এর মধ্যবিন্দু। ]
\(\frac{\mathrm{PA}}{\mathrm{AE}}=\frac{\mathrm{PD}}{\mathrm{DF}}\)
\(\therefore \triangle \mathrm{PEF}\) এ \(\frac{\mathrm{PA}}{\mathrm{AE}}=\frac{\mathrm{PD}}{\mathrm{DF}}\)
\(\therefore\) থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, EF || AD
আবার, \(\because \mathrm{AD}\|\mathrm{BC}, \therefore \mathrm{AD}\| \mathrm{EF} \| \mathrm{BC} .\) (প্রমাণিত)
7. \(\triangle ABC\) -এর BC বাহুর উপর D যে-কোনো একটি বিন্দু। P, Q যথাক্রমে \(\triangle ABD\) ও \(\triangle ADC\)-এর ভরকেন্দ্র। প্রমাণ করি যে, \( PQ \|BC\)
ধরি, \(\triangle \mathrm{ABC}\)-এর BC বাহুর উপর D যে-কোনাে একটি বিন্দু। \(\triangle \mathrm{ABD}\)-এর BE ও DF মধ্যমা দুটি পরস্পরকে P বিন্দুতে এবং \(\triangle \mathrm{ACD}\)-এর CE ও DS মধ্যমা দুটি পরস্পরকে Q বিন্দুতে ছেদ করেছে।
\(\therefore\) P ও Q যথাক্রমে \(\triangle ABD \) ও \(\triangle \mathrm{ADC}\) -এর ভরকেন্দ্র। P ও Q যুক্ত করি।
প্রমাণ করতে হবে যে, PQ || BC
প্রমাণ : P, \(\triangle \mathrm{ABD}\)-এর ভরকেন্দ্র। \(\therefore \frac{\mathrm{BP}}{\mathrm{PE}}=\frac{2}{1}\) [\(\therefore\) ভরকেন্দ্র মধ্যমাকে 2 : 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে] বা \(\mathrm{BP}=2 \mathrm{PE}\) \(\ldots\ldots\) (1)
অনুরূপভাবে, CQ = 2QE \(\ldots\ldots\) (2)
এখন, \(\triangle \mathrm{EBC}\) -এ \(\frac{\mathrm{EP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{EP}}{2 \mathrm{EP}}=\frac{1}{2}\) [(1) থেকে ] \(\ldots\ldots\)(3)
আবার, \(\triangle \mathrm{EBC}\)-এ \(\frac{\mathrm{EQ}}{\mathrm{CQ}}=\frac{\mathrm{EQ}}{2 \mathrm{EQ}}=\frac{1}{2}\) [(2) থেকে] \(\ldots\ldots\)(4)
(3) ও (4) থেকে আমরা পাই, \(\frac{\mathrm{EP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{EQ}}{\mathrm{CQ}}\)
অর্থাৎ, \(\Delta \mathrm{EBC}\) -এ PQ সরলরেখাটি BE ও CF-কে এমনভাবে বিভক্ত করেছে যে, \(\frac{\mathrm{EP}}{\mathrm{BP}}=\frac{\mathrm{EQ}}{\mathrm{CQ}}\)
\(\therefore\) থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, PQ || BC
\(\therefore \mathrm{PQ} \| \mathrm{BC} .\) (প্রমাণিত) |
8. একই ভূমি QR -এর উপর এবং একই পার্শ্বে দুটি ত্রিভুজ \(\triangle PQR\) ও \(\triangle SQR\) অঙ্কন করেছি যাদের ক্ষেত্রফল সমান। F ও G যথাক্রমে ত্রিভুজ দুটির ভরকেন্দ্র হলে প্রমাণ করি যে, \(FG \| QR.\)
ধরি, \(\triangle \mathrm{PQR}\)ও \(\triangle \mathrm{SQR}\) একই ভূমি QR -এর উপর এবং QR-এর একই পার্শ্বে অবস্থিত দুটি ত্রিভুজ যাদের ক্ষেত্রফল সমান।
F ও G যথাক্রমে \(\triangle \mathrm{PQR}\)ও \(\triangle \mathrm{SQR}\)-এর ভরকেন্দ্র। F, G যুক্ত করা হল।
প্রমাণ করতে হবে যে, FG || QR
অঙ্কন : ধরি, T, QR-এর মধ্যবিন্দু।।
\(\therefore \mathrm{F}, \mathrm{PT}\) মধ্যমার উপর অবস্থিত হবে। \(P, T\) যুক্ত করি। একইভাবে, G, ST-এর উপর অবস্থিত হবে। S, T যুক্ত করি।
প্রমাণ : F, \(\triangle \mathrm{PQR}\)-এর ভরকেন্দ্র এবং PT একটি মধ্যম।
\(\therefore\) PF : FT = 2 : 1 [ \(\because\) ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2 : 1 আনুপাতে বিভক্ত করে।]
বা, \(\frac{\mathrm{PF}}{\mathrm{FT}}=\frac{2}{1}\)
বা, \(\mathrm{PF}=2 \mathrm{FT}\) \(\ldots\ldots\)(1)
একইভাবে, SG = 2GT \(\ldots\ldots\) (2)
এখন, \(\triangle P S T\)-এ FG সরলরেখাংশ PT-কে F বিন্দুতে এবং ST-কে G বিন্দুতে ছেদ করেছে, যেখানে,
\(\frac{P F}{F T}=\frac{2 F T}{F T}=2\) এবং\(\frac{\mathrm{SG}}{\mathrm{GT}}=\frac{2 \mathrm{GT}}{\mathrm{GT}}=2\)
অর্থাৎ, \(\frac{\mathrm{PF}}{\mathrm{FT}}=\frac{\mathrm{SG}}{\mathrm{GT}} \quad \therefore \mathrm{FG} \| \mathrm{PS}\)\(\ldots\ldots\)(3)
আবার, একই ভূমি QR-এর উপর এবং QR-এর একই পার্শ্বে \(\triangle \mathrm{PQR}\)ও \(\triangle \mathrm{SQR}\) অবস্থিত যাদের ক্ষেত্রফল সমান।
\(\therefore\) এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত।
\(\therefore\) PS || QR \(\ldots\ldots\) (4)
তাহলে, (3) ও (4) থেকে পাই, FG || PS || QR
\(\therefore\) FG || QR. (প্রমাণিত)
9. প্রমাণ করো যে, কোনো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যে-কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান।
প্রদত্ত : ধরি, ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার AD = BC এবং AB || DC এবং \(\angle ADC \) ও \(\angle B C D, D C\), বাহুর সংলগ্ন দুটি কোণ।
প্রমাণ করতে হবে যে, \(\angle ADC \) = \(\angle \mathrm{BCD}\)
অকন : DA ও CB-কে বর্ধিত করি। ধরি, বর্ধিত DA ও বর্ধিত CB পরস্পরকে CB পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ : \(\triangle \mathrm{ODC}\)-এ AB || DC (প্রদত্ত), \(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{OA}}{\mathrm{AD}}=\frac{\mathrm{OB}}{\mathrm{BC}}\)
বা, \(\frac{\mathrm{OA}}{\mathrm{BC}}=\frac{\mathrm{OB}}{\mathrm{BC}}\)\([\because \mathrm{AD}=\mathrm{BC}]\)
বা, \(\mathrm{OA}=\mathrm{OB}\)
এখন, \(\mathrm{OD}=\mathrm{OA}+\mathrm{AD}=\mathrm{OB}+\mathrm{BC}=\mathrm{OC}\) [\(\because \mathrm{OA}=\mathrm{OB}\) এবং \(A D=B C\)]
\(\therefore \mathrm{OD}=\mathrm{OC} \therefore \angle \mathrm{ODC}=\angle \mathrm{OCD}\)
বা, \(\angle \mathrm{ADC}=\angle \mathrm{BCD}\)
\(\therefore \angle \mathrm{ADC}=\angle \mathrm{BCD}\)(প্রমাণিত)
10. \(\triangle ABC\) এবং \(\triangle DBC\) একই ভূমি BC -এর উপর এবং BC-এর একই পার্শ্বে অবস্থিত। BC বাহুর উপর E যে-কোনো একটি বিন্দু। E বিন্দু দিয়ে AB এবং BD-এর সমান্তরাল সরলরেখা AC এবং DC বাহুকে যথাক্রমে F ও G বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, \(AD \| FG\)
ধরি , \(\triangle \mathrm{ABC}\) ও \(\triangle \mathrm{DBC}\) একই ভূমি BC-এর উপর এবং BC-এর একই পার্শ্বে অবস্থিত। BC বাহুর উপর E যে-কোনাে একটি বিন্দু।
E বিন্দু দিয়ে AB এবং BD-এর সমান্তরাল সরলরেখা AC এবং DC বাহুকে যথাক্রমে F ও G বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যে, AD || FG
প্রমাণ : \(\triangle \mathrm{ABC}\)-এ FE || AB, \(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{CF}}{\mathrm{FA}}=\frac{\mathrm{CE}}{\mathrm{EB}}\)\(\ldots\ldots\)(1)
একইভাবে, \(\triangle \mathrm{BCD}\)-এ GE || DB, \(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{CG}}{\mathrm{GD}}=\frac{\mathrm{CE}}{\mathrm{EB}}\)\(\ldots\ldots\)(2)
(1) ও (2) থেকে পাই \(\frac{\mathrm{CF}}{\mathrm{FA}}=\frac{\mathrm{CG}}{\mathrm{GD}}\)
\(\therefore \triangle \mathrm{ACD}\)-এ FG, AC ও DC-কে এমনভাবে বিভক্ত করেছে যে, \(\frac{\mathrm{CF}}{\mathrm{FA}}=\frac{\mathrm{CG}}{\mathrm{GD}}\) \(\therefore\) থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, \(\mathrm{FG}\|\mathrm{AD} \therefore \mathrm{AD}\| \mathrm{FG}\) (প্রমাণিত)
E বিন্দু দিয়ে AB এবং BD-এর সমান্তরাল সরলরেখা AC এবং DC বাহুকে যথাক্রমে F ও G বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যে, AD || FG
প্রমাণ : \(\triangle \mathrm{ABC}\)-এ FE || AB, \(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{CF}}{\mathrm{FA}}=\frac{\mathrm{CE}}{\mathrm{EB}}\)\(\ldots\ldots\)(1)
একইভাবে, \(\triangle \mathrm{BCD}\)-এ GE || DB, \(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{CG}}{\mathrm{GD}}=\frac{\mathrm{CE}}{\mathrm{EB}}\)\(\ldots\ldots\)(2)
(1) ও (2) থেকে পাই \(\frac{\mathrm{CF}}{\mathrm{FA}}=\frac{\mathrm{CG}}{\mathrm{GD}}\)
\(\therefore \triangle \mathrm{ACD}\)-এ FG, AC ও DC-কে এমনভাবে বিভক্ত করেছে যে, \(\frac{\mathrm{CF}}{\mathrm{FA}}=\frac{\mathrm{CG}}{\mathrm{GD}}\) \(\therefore\) থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, \(\mathrm{FG}\|\mathrm{AD} \therefore \mathrm{AD}\| \mathrm{FG}\) (প্রমাণিত)
11. অতিসংক্ষিপ্ত উত্তরধৰ্মী প্ৰশ্ন (V.S.A.)
(A) বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q.) :
(i) \(\triangle ABC\) -এর \(BC\) বাহুর সমান্তরাল সরলরেখা \(AB\) এবং \(AC\) বাহুকে যথাক্রমে \(X\) এবং \(Y\) বিন্দুতে ছেদ করে। \(AX = 2.4\) সেমি, \(AY = 3.2\) সেমি, এবং \(YC = 4.8\) সেমি, হলে, \(AB\)-এর দৈর্ঘ্য-
(a) 3.6 সেমি, (b) 6 সেমি, (c) 6.4 সেমি. (d) 12 সেমি.
(a) 3.6 সেমি, (b) 6 সেমি, (c) 6.4 সেমি. (d) 12 সেমি.
ABC ত্রিভুজের BC \(\|\) XY
\(\therefore {\rm{ }}\frac{{{\rm{AX}}}}{{{\rm{XB}}}}{\rm{ = }}\frac{{{\rm{AY}}}}{{{\rm{YC}}}}\)
বা, \(\frac{{{\rm{2}}{\rm{.4}}}}{{{\rm{XB}}}} = \frac{{3.2}}{{4.8}}\)\([A X=2.4, A Y=3.2, Y C=4.8]\)
বা, \({\rm{XB}} = \frac{{4.8 \times 2:4}}{{3.2}} = 3.6\)
\(\therefore {\rm{AB = AX + XB = 2}}{\rm{.4 + 3}}{\rm{.6 = 6}}\)
(b) 6 সেমি.
\(\therefore\) AB -এর দৈর্ঘ্য 6 সেমি
(ii) \(\triangle ABC\) ত্রিভুজের AB এবং AC বাহুর উপর D ও E বিন্দু এমনভাবে অবস্থিত যে \(DE \| BC\) এবং \(AD : DB = 3 : 1;\) যদি \(EA = 3.3\) সেমি. হয়, তাহলে AC-এর দৈর্ঘ্য-
(a) 1.1 সেমি. (b) 4 সেমি. (c) 4.4 সেমি. (d) 5.5 সেমি .
(a) 1.1 সেমি. (b) 4 সেমি. (c) 4.4 সেমি. (d) 5.5 সেমি .
\(\triangle \mathrm{ABC}\)-এর DE || BC,
থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{AD}}{\mathrm{BD}}=\frac{\mathrm{AE}}{\mathrm{CE}}\)
বা,\(\frac{\mathrm{BD}}{\mathrm{AD}}=\frac{\mathrm{CE}}{\mathrm{AE}}\)
বা, \(\frac{\mathrm{BD}+\mathrm{AD}}{\mathrm{AD}}=\frac{\mathrm{CE}+\mathrm{AE}}{\mathrm{AE}}\)
বা, \(\frac{4}{3}=\frac{\mathrm{AC}}{3.3}\) \(\left[\because \mathrm{AD}: \mathrm{DB}=3: 1, \therefore \frac{\mathrm{BD}}{\mathrm{AD}}=\frac{1}{3}\right.\)
বা, \(\left.\frac{\mathrm{AD}+\mathrm{BD}}{\mathrm{AD}}=\frac{3+1}{3}=\frac{4}{3}\right]\)
বা, \(3 \mathrm{AC}=4 \times 3.3\)
বা, \(\mathrm{AC}=\frac{4 \times 3.3}{3}\)
\(=\frac{4 \times 33}{3 \times 10}\)
\(=\frac{4 \times 11}{10}\)
\(=\frac{44}{10}\)
বা, \(\mathrm{AC}=4.4\)
\(\therefore\) AC = 4.4 সেমি,
\(\therefore\) (e) উত্তরটি সঠিক।
(iii) পাশের চিত্রে \(DE \| BC\) হলে, \(x\)-এর মান—
(a) 4 (b) 1 (c) 3 (d) 2.
(a) 4 (b) 1 (c) 3 (d) 2.
\(\triangle \mathrm{ABC}\)-এ DE || BC
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{AD}}{\mathrm{BD}}=\frac{\mathrm{AE}}{\mathrm{CE}}\)
বা, \(\frac{x+3}{3 x+19}=\frac{x}{3 x+4}\)
বা, \((3 x+4)(x+3)=x(3 x+19)\)
বা, \(3 x^{2}+4 x+9 x+12=3 x^{2}+19 x\)
বা, \(13 x-19 x+12=0\)
বা, \(3 x^{2}+13 x+12=3 x^{2}+19 x = 0\)
বা, \(-6 x+12=0\)
বা, \(6 x=12\)
বা, \(x=\frac{12}{6}=2\)
\(\therefore x\)-এর মান 2,
\(\therefore\) (d) উত্তরটি সঠিক।
(iv) ABCD ট্রাপিজিয়ামের \( AB \| DC\) এবং AD ও BC বাহুর উপর P ও Q বিন্দু দুটি এমনভাবে অবস্থিতযে \( PQ \| DC;\) যদি \(PD = 18\) সেমি, \(BQ = 35\) সেমি, \(QC = 15\) সেমি. হয়, তাহলে \(AD\) -এর দৈর্ঘ্য-
(a) 60 সেমি. (b) 30 সেমি. (c) 12 সেমি. (d) 15 সেমি.
(a) 60 সেমি. (b) 30 সেমি. (c) 12 সেমি. (d) 15 সেমি.
ABCD ট্রাপিজিয়ামের AB || DC
অঙ্কন: ট্রাপিজিয়ামের DA ও CB বাহুকে বর্ধিত করি। ধরি, বর্ধিত DA ও বর্ধিত CB পরস্পরকে X বিন্দুতে ছেদ করেছে। এখন, \(\triangle \mathrm{XPQ}\)-এ \(\mathrm{AB} \| \mathrm{PQ}\) \([\because P Q \| D C \text{এবং} \mathrm{AB} \| \mathrm{DC}\) ]
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{X A}{A P}=\frac{X B}{B Q}\)
বা, \(\frac{\mathrm{XA}}{\mathrm{XB}}=\frac{\mathrm{AP}}{\mathrm{BQ}}\) \(\ldots\ldots\) (1)
আবার, \(\triangle \mathrm{XCD}\)-এ AB || DC
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{XA}}{\mathrm{AD}}=\frac{\mathrm{XB}}{\mathrm{BC}}\)
বা, \(\frac{\mathrm{XA}}{\mathrm{XB}}=\frac{\mathrm{AD}}{\mathrm{BC}}\) \(\ldots\ldots\)(2)
(1) ও (2) থেকে পাই,
\(\frac{\mathrm{AP}}{\mathrm{BQ}}=\frac{\mathrm{AD}}{\mathrm{BC}}\)
বা, \(\frac{\mathrm{AD}-\mathrm{PD}}{\mathrm{BQ}}=\frac{\mathrm{AD}}{\mathrm{BQ}+\mathrm{CQ}}\)
বা, \(\frac{\mathrm{AD}-18}{35}=\frac{\mathrm{AD}}{35+15}\) [\(\therefore\) PD = 18 সেমি, BQ = 35 সেমি, CQ = 15 সেমি।
বা, \(\frac{\mathrm{AD}-18}{35}=\frac{\mathrm{AD}}{50}\)
বা, \(50 \mathrm{AD}-900=35 \mathrm{AD}\)
বা, \(50 A D-35 A D=900\)
বা, \(15 \mathrm{AD}=900\)
বা, \(\mathrm{AD}=\frac{900}{15}=60\)
\(\therefore \mathrm{AD}=60\) সেমি
\(\therefore\) (a) উত্তরটি সঠিক।
(v) পাশের চিত্রে, \(DP = 5\) সেমি, \(DE = 15\) সেমি, \(DQ = 6 \) সেমি, এবং \(QF = 18\) সেমি.হলে
(a) \(PQ = EF\) (b) \(PQ \| EF\) (c) \(PQ ≠ EF\) (d) PQ \(\nparallel EF\)
(a) \(PQ = EF\) (b) \(PQ \| EF\) (c) \(PQ ≠ EF\) (d) PQ \(\nparallel EF\)
আমরা জানি, \(\frac{\text{6 সেমি}}{\text{15 সেমি}}\) \(=\frac{1}{3}\) এবং \(\frac{\text{6 সেমি}}{\text{18 সেমি}}\) সেমি =\(\frac{1}{3}\)
\(\therefore\)\(\frac{\text{5 সেমি}}{\text{15 সেমি}}\)=\(\frac{\text{6 সেমি}}{\text{18 সেমি}}\)
বা, \(\frac{\mathrm{DP}}{\mathrm{DE}}=\frac{\mathrm{DQ}}{\mathrm{QF}}\)
অর্থাৎ \(\triangle \mathrm{DEF}\)-এ \(\frac{\mathrm{DP}}{\mathrm{DE}}=\frac{\mathrm{DQ}}{\mathrm{QF}} \Rightarrow \frac{\mathrm{DP}}{\mathrm{PE}} \neq \frac{\mathrm{DQ}}{\mathrm{QF}}\)
\(\therefore\) থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে,
\(PQ \not\| EF\)
\(\therefore\) (d) উত্তরটি সঠিক।
(B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :
(i) দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম।
মিথ্যা। কারণ দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নয়।
(ii) পাশের চিত্রে \( DE \| BC\) হলে, \(\frac{{{\rm{AB}}}}{{{\rm{BD}}}}{\rm{ = }}\frac{{{\rm{AC}}}}{{{\rm{CE}}}}\) হবে।
সত্য।
(C) শূন্যস্থান পূরণ করি :
(i) একটি ত্রিভুজের যে-কোনো বাহুর সমান্তরাল অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ________ বিভক্ত করে।
সমানুপাতে
(ii) দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ________।
সমান।
(iii) একটি ট্রপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ________ বিভক্ত করে।
সমানুপাতে।
12. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)
(i) পাশের চিত্রে, ABC ত্রিভুজে \(\frac{{{\rm{AD}}}}{{{\rm{DB}}}}{\rm{ = }}\frac{{{\rm{AE}}}}{{{\rm{EC}}}}\) এবং \(\angle ADE = \angle ACB\) হলে, বাহুভেদে ABC ত্রিভুজটি কী ধরনের লিখি।
\(\triangle \mathrm{ABC}\) -এ \(\frac{\mathrm{AD}}{\mathrm{DB}}=\frac{\mathrm{AE}}{\mathrm{EC}}\)
\(\therefore\) থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে, DE || BC
\(\therefore \angle \mathrm{ADE}\) = অনুরূপ\(\angle \mathrm{ABC}\)
বা, \(\angle \mathrm{ACB}=\angle \mathrm{ABC}\) [\(\therefore\) দেওয়া আছে, \(\angle \mathrm{ADE}=\angle \mathrm{ACB}\)]
\(\therefore \mathrm{AB}=\mathrm{AC}\)
\(\triangle ABC \) ত্রিভুজটি সমদ্বিবাহু।
(ii) পাশের চিত্রে \(DE \| BC\) এবং \(AD : BD = 3 : 5\) হলে, \(\triangle ADE\) -এর ক্ষেত্রফল : \(\triangle CDE\) -এর ক্ষেত্রফল কত তা লিখি।
\(\triangle A B C\)-এ DE || BC,
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{AD}}{\mathrm{BD}}=\frac{\mathrm{AE}}{\mathrm{CE}} .\) \(\ldots\ldots\)(1)
আবার, দেওয়া আছে, \(\mathrm{AD}: \mathrm{BD}=3: 5\)
বা, \(\frac{\mathrm{AD}}{\mathrm{BD}}=\frac{3}{5}\)
\(\therefore \frac{\mathrm{AE}}{\mathrm{CE}}=\frac{3}{5}\)\(\ldots\ldots\) (2)
এখন, AE ও CE একই সরলরেখায় অবস্থিত এবং \(\triangle ADE \) ও \(\Delta \mathrm{CDE}\)-এর সাধারণ শীর্ষবিন্দু D, \(\therefore\) উভয় ত্রিভুজের উচ্চতা সমান হবে। ধরি, উক্ত সমান উচ্চতা = \(h\)
\(\therefore\) \(\frac{\text{\(\triangle \mathrm{ADE}\)-এর ক্ষেত্রফল}}{\text{\(\triangle \mathrm{CDE}\)-এর ক্ষেত্রফল}}\)=\(\frac{\frac{1}{2} \times \mathrm{AE} \times h}{\frac{1}{2} \times \mathrm{CE} \times h}=\frac{\mathrm{AE}}{\mathrm{CE}}=\frac{3}{5}\) [(2) থেকে পাই ]
\(\therefore\) নির্ণেয় অনুপাত = 3 : 5
(iii) পাশের চিত্রে, \( LM \| AB\) এবং \(A L=( x+3)\) একক, \(A C=2 x\) একক, \(B=(x-2)\) একক এবং \(B C=(2 x+3)\) একক হলে, \(x\) -এর মান নির্ণয় করি।
\(\triangle \mathrm{ABC}\)-এ LM || AB
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{CL}}{\mathrm{AL}}=\frac{\mathrm{CM}}{\mathrm{BM}}\)
বা, \(\frac{\mathrm{CL}+\mathrm{AL}}{\mathrm{AL}}=\frac{\mathrm{CM}+\mathrm{BM}}{\mathrm{BM}}\)
বা, \(\frac{\mathrm{AC}}{\mathrm{AL}}=\frac{\mathrm{BC}}{\mathrm{BM}}\)
বা, \(\frac{2 x}{x-3}=\frac{2 x+3}{x-2}\)
বা, \(2 x^{2}-6 x+3 x-9=2 x^{2}-4 x\)
বা, \(-3 x-9=-4 x\)
বা, \(-3 x+4 x=9\)
বা, \(x \quad \therefore x=9\) \(\therefore\) নির্ণেয় \(x\) -এর মান = 9।
সদৃশতা কষে দেখি ১৮.২।Koshe Dekhi 18.2 Class 10 Math Solution
(iv) পাশের চিত্ৰে, ABC ত্রিভুজে \(DE \| PQ \| BC\) এবং \(AD = 3 \) সেমি; \(DP = x\) সেমি \(PB = 4\) সেমি \(AE = 4\) সেমি, \(EQ = 5\) সেমি, \(QC = y\) সেমি, হলে \(x\) এবং \(y\)-এর মান নির্ণয় করি।
\(\triangle \mathrm{APQ}\)-এ DE | | PQ,
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{AD}}{\mathrm{DP}}=\frac{\mathrm{AE}}{\mathrm{EQ}}\)
বা, \(\frac{\text{3 সেমি}}{\text{\(x\) সেমি}}\)= \(\frac{\text{4 সেমি}}{\text{5 সেমি}}\) [\(\therefore\) AD = 3 সেমি, DP = \(x\) সেমি, AE = 4 সেমি এবং EQ = 5 সেমি]।
বা, \(\frac{3}{x}=\frac{4}{5}\)
বা, \(4 x=15\)
বা, \(\dot{x}=\frac{15}{4}\)
আবার, \(\triangle \mathrm{ABC}\)-এ PQ || BC,
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে, \(\frac{\mathrm{AP}}{\mathrm{PB}}=\frac{\mathrm{AQ}}{\mathrm{QC}}\)
বা, \(\frac{\mathrm{AD}+\mathrm{DP}}{\mathrm{PB}}=\frac{\mathrm{AE}+\mathrm{EQ}}{\mathrm{QC}}\) [চিত্রানুসারে]
বা, \(\frac{\text{3 সেমি+ \(x\) সেমি }}{\text{4 সেমি}}\) =\(\frac{\text{4 সেমি+ 5 সেমি }}{\text{\(y\) সেমি}}\)
বা, \(\frac{3+x}{4}=\frac{9}{y}\)
বা, \(\frac{3+\frac{15}{4}}{4}=\frac{9}{y}\left[\because x=\frac{15}{4}\right]\)
বা, \(\frac{\frac{12+15}{4}}{4}=\frac{9}{y}\)
বা, \(\frac{\frac{27}{4}}{4}=\frac{9}{y}\)
বা, \(\frac{3}{16}=\frac{1}{y}\)
বা, \(\frac{27}{16}=\frac{9}{y}\)
বা, \(3 y=16\)
বা, \(y=\frac{16}{3}\)
\(\therefore x=\frac{15}{4}\) এবং \(y=\frac{16}{3}\)
(v) পাশের চিত্রে, \( DE \| BC, BE \| XC\) এবং \(\frac{\mathrm{AD}}{\mathrm{DB}}=\frac{2}{1}\) হলে \(\frac{\mathrm{AX}}{\mathrm{XB}}\) -এর মান নির্ণয় করি।
\(\triangle \mathrm{ABC}\)-এ DE || BC,
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{AD}}{\mathrm{DB}}=\frac{\mathrm{AE}}{\mathrm{EC}}\)
বা, \(\frac{\mathrm{AE}}{\mathrm{EC}}=\frac{2}{1}\left[\because \frac{\mathrm{AD}}{\mathrm{DB}}=\frac{2}{1}\right]\)
বা, \(\mathrm{AE}=2 \mathrm{EC}\) \(\ldots\ldots\) (1)
আবার, \(\triangle \mathrm{AXC}\)-এ BE || XC,
\(\therefore\) থ্যালেসের উপপাদ্য অনুসারে,
\(\frac{\mathrm{AB}}{\mathrm{BX}}=\frac{\mathrm{AE}}{\mathrm{EC}}\)
বা, \(\frac{\mathrm{AB}}{\mathrm{XB}}=\frac{2 \mathrm{EC}}{\mathrm{EC}}\) [(1) থেকে)]
বা, \(\frac{A B}{X B}=2\)
বা, \(\frac{\mathrm{AB}}{\mathrm{XB}}+1=2+1\)[উভয়দিকে 1 যোগ করে]
বা, \(\frac{A B+X B}{X B}=3\)
বা, \(\frac{\mathrm{AX}}{\mathrm{XB}}=\frac{3}{1} \)
বা, \(\frac{A X}{X B}=3\)
\(\therefore \frac{\mathrm{AX}}{\mathrm{XB}}\) এর মান \(= 3\)
সদৃশতা কষে দেখি ১৮.২।Koshe Dekhi 18.2 Class 10 Math Solution
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra