Madhyamik Koshe Dekhi 13 Class 10 | ভেদ কষে দেখি 13 সমাধান | Koshe Dekhi 13 Class 10 | গণিত প্রকাশ দশম শ্রেণি (ক্লাস ১০) ভেদ সমাধান | WBBSE Class 10 Math Variation Solution | Madhyamik Ganit Prakash Class 10(X) Ved Koshe Dekhi 13

Share this page using :

WBBSE Class 10 Koshe Dekhi 13|ভেদ কষে দেখি ১৩ ক্লাস ১০ (দশম শ্রেণি)
কষে দেখি - 13

WBBSE Class 10 Koshe Dekhi 13|ভেদ কষে দেখি ১৩ ক্লাস ১০ (দশম শ্রেণি)
আজই Install করুন Chatra Mitra
1. দুটি A ও B এর সম্পর্কিত মানগুলি
দেখছি A-এর মান বাড়লে বা কমলে B-এর মান বাড়ছে বা কমছে।
আবার \(\frac{A}{B}=\frac{25}{10}=\frac{30}{12}=\frac{45}{18}=\frac{250}{100}=\frac{5}{2}\)
\(\therefore A=\frac{5}{2} B\)
\(\therefore A \propto B\) এবং এখানে ভেদ ধ্রুবকের মান \(\frac{5}{2}\)
2. \(x\) ও y দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি
দেখছি, \(x y=18 \times 3=8 \times \frac{27}{4}=12 \times \frac{9}{2}=6 \times 9\) \(x\)y = ধ্রুবক
এবং \(\therefore x \propto \frac{1}{y}\) ভেদ ধ্রুবকের মান 54 ।

3.

(i) বিপিনকাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি. পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি।
ধরি, দূরত্ব \(= S\) এবং সময় \(=t\)
আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব এবং প্রয়ােজনীয় সময় সরল ভেদে থাকে।
\(\therefore \quad S \infty t \Rightarrow S=k t \ldots \ldots\) (1) \([ k=\) অশুন্য ভেদ ধ্রুবক]
প্রশ্নানুসারে, \(S = 14\) কিমি এবং \(t = 25\) মিনিট
\(\therefore\) (1) থেকে পাই, \(14=k .25 \Rightarrow k=\frac{14}{25}\)
\(\therefore\) (1) থেকে পাই, \(\mathrm{S}=\frac{14}{25} t\)....(2)
এখন, \(5\) ঘণ্টা \(= 5\times60\) মিনিট \(= 300\) মিনিট।
\(\therefore\) (2) নং -এ \(t = 300\) বসিয়ে পাই, \(\mathrm{S}=\frac{14}{25} \times 300\)
বা, \(S = 168\)
\(\therefore\) নির্ণেয় দূরত্ব \(= 168\) কিমি।
(ii) আমাদের স্কুলের প্রথম শ্রেণির 24 জন শিশুর মধ্যে একবাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5 টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হত, তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি।
ধরি, শিশুর সংখ্যা = A, সন্দেশের সংখ্যা = B
যেহেতু শিশুর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে সন্দেশের সংখ্যা একই অনুপাতে হ্রাস বা বৃদ্ধি পায়।
সুতরাং A ও B ব্যস্তভেদে আছে।
সুতরাং \(A \propto \frac{1}{B}\)
\(\therefore A=\frac{K}{B}\) [এখানে K অশূন্য ভেদ ধুবক]
A = 24 হলে, B = 5
সুতরাং \(24=\frac{K}{5}\)
\(\therefore K=120\)
\(\therefore A=\frac{120}{B}\)……….(i)
(i) নং সমীকরণে A = 24 – 4 = 20 বসিয়ে পাই, \(20=\frac{120}{B}\)
\(\therefore B=\frac{120}{20}=6\)
\(\therefore\) প্রত্যেকে 6 টি করে গোটা সন্দেশ পেত।
(iii) একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি।
ধরি, লােকসংখ্যা \(= M\) এবং দিলংখ্যা \(= D\)
\(\because\) লােকসংখ্যা বাড়লে দিনসংখ্যা কম লাগবে, সুতরাং \(M\) ও \(D\) ব্যস্ত ভেদে থাকে।
\(\therefore \quad \mathrm{M} \infty \frac{\mathrm{l}}{\mathrm{D}} \Rightarrow \mathrm{M}=\frac{k}{\mathrm{D}} [ k=\) = অশুন্য ভেদ ধ্রুবক] ....(1)
প্রশ্নানুসারে, \(M = 50\) হলে \(D = 18\)
\(\therefore\) (1) নং থেকে পাই, \(50=\frac{k}{18} \Rightarrow k=900\)
\(\therefore \quad M=\frac{900}{D} \ldots \ldots\)(2)
এখন (2) নং -এ \(D = 15\) বসিয়ে পাই, \(\mathrm{M}=\frac{900}{15}=60\)
\(\therefore\) অতিরিক্ত লােকসংখ্যা \(= (60 - 50)\) জন \(= 10 \) জন।
\(\therefore\) পুকুরটি \(15\) দিনে কাটতে হলে অতিরিক্ত \(10\) জন লােককে কাজ করতে হবে।

4.

(i) \(y, x\)-এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং \(y = 9\) যখন \(x= 9\) ; \(x\)-এর মান নির্ণয় করি যখন \(y = 6\)।
প্রশ্নানুসারে, \(y \propto \sqrt{x} \Rightarrow y=k \sqrt{x}[k=\) অশূন্য ভেদ ধ্রুবক].... (1)
যখন \(x=9 . y=9, \)
\(\therefore 9=k \sqrt{9} \Rightarrow k=\sqrt{9}=3\)
\(\therefore\) (1) নং থেকে পাই, \(y=3 \sqrt{x} \ldots\)(2)
এখন \(y = 6\) হলে (2) নং থেকে আমরা পাই, \(6=3 \sqrt{x}\)
বা, \(\sqrt{x}=\frac{6}{3}=2\)
বা, \(x=4\) [বর্গ করে]
\(\therefore x\) -এর নির্ণেয় মান \(= 4\)
(ii) \(x, y\)-এর সঙ্গে সরলভেদে এবং \(z\)-এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। \(y = 4, Z = 5\) হলে \(x= 3\) হয়। আবার \(y = 16, Z = 30\) হলে, \(x\)-এর মান হিসাব করে লিখি।
\(x, y\)-এর সশে সরল ভেদে এবং \(z\) এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে।
\(\therefore \quad x \propto \frac{y}{z} \Rightarrow x=k \cdot \frac{y}{z} \ldots \ldots \ldots\) (1) [\(k =\) অশূন্য ভেদ ধ্রুবক]
প্রশ্নানুসারে, \(y=4, z=5\) হলে \(x = 3\) হয়।
\(\therefore\) (1) নং থেকে পাই, \(3=k \cdot \frac{4}{5}\)
বা, \(k=\frac{15}{4}\)
\(\therefore\) (1) নং থেকে পাই, \(x=\frac{15}{4} \cdot \frac{y}{z} \ldots \ldots \ldots .\)(2)
এখন (2) নং-এ \(y = 16\) ও \(z = 30\) বসিয়ে পাই,
\(x=\frac{15}{4} \times \frac{16}{30}=2\)
\(\therefore\) \(x\) - এর নির্ণেয় মান \(= 2\)
(iii) \(x, y\)-এর সঙ্গে সরলভেদে এবং \(z\)-এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। \(y = 5\) ও \(z= 9\) হলে \(x=\frac{1}{6}\) হয়। \(x, y\) ও \(z\)-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং \(y = 6\) ও \(z=\frac{1}{5}\) হলে, \(x\)-এর মান হিসাব করে লিখি।
\(x, y\) -এর সঙ্গে সরল ভেসে এবং \(z\) -এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে।
\(\therefore \quad x \propto \frac{y}{z} \Rightarrow x=k \cdot \frac{y}{z}\) ...... (1) [ \(k =\) অশূন্য ভেদ ধ্রুবক]
প্রশ্নানুসারে, \(y = 5 ও z = 9\) হলে \(x=\frac{1}{6}\) হয়।
\(\therefore\) (1) নং থেকে পাই, \(\frac{1}{6}=k \cdot \frac{5}{9}\)
বা \(k=\frac{3}{10}\)
\(\therefore\) (1) নং থেকে পাই, \(x=\frac{3}{10} \cdot \frac{y}{z}\) .....(2)
\(x, y, z\)-এর মধ্যে নির্ণেয় সম্পর্ক, \(x=\frac{3 y}{10 z}\)
এখন, \(y=6 \quad ও z=\frac{1}{5}\) হলে (2) নং থেকে পাই,
\(x=\frac{3}{10} \times \frac{6}{\frac{1}{5}}\)
বা, \(x=\frac{3}{10} \times \frac{6 \times 5}{1}=9\)
\(\therefore\) \(x\) -এর নির্ণেয় মান \(= 9\)

5.

(i) \(x \propto y\) হলে, দেখাই যে, \(x+y \propto x-y\)
\(x \propto y\)
সুতরাং \(x\)= ky, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক।
\(\therefore \frac{x+y}{x-y}\)
\(=\frac{k y+y}{k y-y}\)
\(=\frac{y(k+1)}{y(k-1)}\)
\(=\frac{k+1}{k-1}\)
\(=n\) [যেখানে n = অশূন্য ধ্রুবক]
\(\therefore x+y=n(x-y)\)
\(\therefore x+y \propto x-y\)
(ii) \(A \propto \frac{1}{C}, C \propto \frac{1}{B}\) হলে, দেখাই যে, \(A \propto B\)
যেহেতু \(A \propto \frac{1}{C}\) এবং \(C \propto \frac{1}{B}\),
সুতরাং \(A=k_{1} \times \frac{1}{C}\) এবং \(C=k_{2} \times \frac{1}{B}\)
\(\therefore C=\frac{k_{1}}{A}\) এবং \(C=\frac{k_{2}}{B}\)
\(\therefore \quad \frac{k_{1}}{A}=\frac{k_{2}}{B}\)
বা, \(A k_{2}=B k_{1}\)
বা, \(A=\frac{k_{1}}{k_{2}} B \)
বা, \(A \propto B\) (\(\because \frac{k_{1}}{k_{2}}\) একটি ধ্রুবক)
WBBSE Class 10 Koshe Dekhi 13|ভেদ কষে দেখি ১৩ ক্লাস ১০ (দশম শ্রেণি)
আজই Install করুন Chatra Mitra
(iii) যদি \(a \propto b, b \propto \frac{1}{c}\) এবং \(c \propto d\) হয়, তবে a ও d-এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি।
\(a \propto b \therefore a=k_{1} b\) [যেখানে k1 অশূন্য ভেদ ধুবক]
\(b \propto \frac{1}{c} \therefore b=k_{2} \cdot \frac{1}{c}\) [যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক ]
\(c \propto d \therefore c=k_{3} d\) [যেখানে k3 অশূন্য ভেদ ধুবক]
আবার \(a=k_{1} b=k_{1} k_{2} \cdot \frac{1}{c}=k_{1} k_{2} \cdot \frac{1}{k_{3} d}=\frac{k_{1} k_{2}}{k_{3}} \cdot \frac{1}{d}\)
বা, \(a=m \frac{1}{d}\) [যেখানে\(m=\frac{k_{1} k_{2}}{k_{3}}\) = অশূন্য ভেদ ধুবক]
\( \therefore a \propto \frac{1}{d}\)
\(\therefore\) a ও b এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক।
(iv) \(x \propto y, y \propto z\) এবং \(z \propto x\) হলে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি।
\(x \infty y \Rightarrow x=k_{1} y\left(k_{1}=\right.\) অশূন্য ভেদ ধ্রুবক)
\(\Rightarrow k_{1}=\frac{x}{y} .\)...(1) \(y \infty z \Rightarrow y=k_{2} z\left(k_{2}=\right.\) অশূন্য ভেদ ধ্রুবক)
\(\Rightarrow k_{2}=\frac{y}{z} \cdots \cdots \cdots \cdots\)(2)
\(z \infty x \Rightarrow z=k_{3} x\left(k_{3}=\right.\) অশূন্য ভেদ ধ্রুবক)
\(\Rightarrow k_{3}=\frac{z}{x} \cdots \ldots \ldots .\)(3) এখন, (1), (2) এবং (3) গুণ করে পাই,
\(k_{1} \cdot k_{2} \cdot k_{3}=\frac{x}{y} \times \frac{y}{z} \times \frac{z}{x}=1\)
\(\therefore\) অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল \(= 1.\)

6. \(x+y \propto x-y\) হলে, দেখাই যে,

(i) \(x^{2}+y^{2} \propto x y\)
\(x+y \propto x-y\)
\(\therefore x+y=k(x-y)\) [যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক]
বা, \(\frac{x+y}{x-y}=k\);
\(\frac{(x+y)^{2}}{(x-y)^{2}}=k^{2}\)
বা, \(\frac{(x+y)^{2}+(x-y)^{2}}{(x+y)^{2}+(x-y)^{2}}=\frac{k^{2}+1}{k^{2}-1}\) [যোগভাগ প্রক্রিয়া]
বা, \(\frac{2\left(x^{2}+y^{2}\right)}{4 x y}=\frac{k^{2}+1}{k^{2}-1}\)
বা, \(x^{2}+y^{2}=\frac{2\left(k^{2}+1\right)}{k^{2}-1} x y\)
\(\therefore x^{2}+y^{2} \propto x y\) [যেখানে\(\frac{2\left(k^{2}+1\right)}{k^{2}-1}\) = অশূন্য ভেদ ধ্রুবক]
(ii) \(x^{3}+y^{3} \propto x^{3}-y^{3}\)
\(x+y \propto x-y\)
\(\therefore x+y=k(x-y)\) যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক
বা, \(\frac{x+y}{x-y}=k\)
বা, \(\frac{x+y+x-y}{x+y-x+y}=\frac{k+1}{k-1}\)
বা, \(\frac{2 x}{2 y}=\frac{k+1}{k-1}\)
\(\therefore x=\frac{k+1}{k-1} y\)
বা, \(\frac{x}{y}=\frac{k+1}{k-1}\)
বা, \(\frac{x}{y}=m\) [ধরি,\(\frac{k+1}{k-1}=m\)]
বা, \(\frac{x^3}{y^3}=m^3\)
বা, \(\frac{x^3 + y^3 }{x^3 - y^3}=\frac{m^3 +1}{m^3 -1}\)= ধ্রুবক
\(\therefore x^{3}+y^{3} \propto x^{3}-y^{3}\)
(iii) \(a x+b y \propto p x+q y\) [যেখানে a, b, p, q অশুন্য ধ্রুবক]
\(x+y \propto x-y\)
সুতরাং x+y=k(x-y) [যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক]
\(\therefore \frac{x+y}{x-y}=k\)
বা, \(\frac{x+y+x-y}{x+y-x+y} =\frac{k+1}{k-1}\) [যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই]
বা, \(\frac{2 x}{2 y}=\frac{k+1}{k-1}\)
বা, \(x=\frac{k+1}{k-1} y\)
বা, \(x=m y\) [\(\frac{k+1}{k-1}=m\)]=অশূন্য ভেদ ধ্রুবক এখন \(\frac{a x+b y}{p x+q y} =\frac{a \cdot m y+b y}{p \cdot m y+q y} =\frac{y\left(a \cdot m+b\right)}{y\left(p \cdot m+q\right)}\)
বা, \(\frac{a x+b y}{p x+q y}=\frac{a m+b}{p m+q}\) = অশূন্য ধ্রুবক [ ∵ a, b, p, q এবং m অশূন্য ভেদ ধ্রুবক]
\(\therefore a x+b y \propto p x+q y\)

7.

(i) \(a^{2}+b^{2} \propto a b\) হলে, প্রমাণ করি যে, \(a+b \propto a-b\)
প্রদত্ত আছে \(a^{2}+b^{2} \propto a b\)
\(\therefore a^{2}+b^{2}=k a b\) যেখানে k ভেদ ধ্রুবক \((\neq 0)\)।
বা, \(\frac{a^{2}+b^{2}}{2 a b}=\frac{k}{2}\)
বা, \(\frac{a^{2}+b^{2}+2 a b}{a^{2}+b^{2}-2 a b}=\frac{k+2}{k-2}\)
বা, \(\frac{(a+b)^{2}}{(a-b)^{2}}=\frac{k+2}{k-2}\)
বা, \(\frac{a+b}{a-b}=\pm \sqrt{\frac{k+2}{k-2}}=\)একটি ধ্রুবক
\(\therefore(a+b) \propto(a-b)\) (প্রমাণিত) ।
(ii) \(x^{3}+y^{3} \propto x^{3}-y^{3}\) হলে, প্রমাণ করি যে, \(x+y \propto x-y\)
\(x^{3}+y^{3} \infty x^{3}-y^{3}\)
\(\Rightarrow x^{3}+y^{3}=k\left(x^{3}-y^{3}\right) [ k=\) অশূন্য ভেদ ধ্রুবক ]
\(\Rightarrow \frac{x^{3}+y^{3}}{x^{3}-y^{3}}=k \Rightarrow \frac{x^{3}+y^{3}+x^{3}-y^{3}}{x^{3}+y^{3}-x^{3}+y^{3}}=\frac{k+1}{k-1}\)[যােগ-ভাগ প্রক্রিয়ায়]
\(\Rightarrow \frac{2 x^{3}}{2 y^{3}}=\frac{k+1}{k-1} \Rightarrow \frac{x^{3}}{y^{3}}=\frac{k+1}{k-1}\)
\(\Rightarrow \frac{x}{y}=\sqrt[3]{\frac{k+1}{k-1}}=m\) (ধরি) \(\neq 0\)
\(\Rightarrow \frac{x+y}{x-y}=\frac{m+1}{m-1}\) [যােগ-ভাগ প্রক্রিয়ায়]
\(\Rightarrow \frac{x+y}{x-y}=n\) [যেখানে \(n=\frac{m+1}{m-1} \neq 0]\)
\(\Rightarrow x+y=n(x-y),[n=\) অশূন্য ভেদ ধ্রুবক]
\(\therefore \quad x+y \infty x-y\) (প্রমাণিত)
8. 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি।
মনে করি, কৃষকসংখ্যা \(n\), দিনসংখ্যা \(d\), জমির পরিমাণ (বিঘায়) \(B\). কৃষকসংখ্যা \((n)\) অপরিবর্তিত থাকলে, দিনসংখ্যা \((d)\) এবং জমির পরিমাণ সরল ভেদে থাকে। আবার, জমির পরিমাণ \((B)\) অপরিবর্তিত থাকলে দিনসংখ্যা \((d)\) কৃষকসংখ্যার \((n)\) সঙ্গে ব্যস্ত ভেদে থাকে।
\(\therefore d \propto B\), যখন \(n\) ধ্রুবক
এবং \(d \propto\), যখন \(B\) ধ্রুবক।
যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী,
\(d \propto \frac{B}{n}\)
\(\therefore d=k \cdot \frac{B}{n}\), যেখানে \(k\) হল ভেদ ধ্রুবক।
এখন,\(n=15, d=5\) এবং \(B=18\),
সুতরাং \(5=k \times \frac{18}{15}\)
বা, \(k=\frac{5 \times 15}{18}\)
\(\therefore\) \(k=\frac{25}{6}\)
\(\therefore\) \(d=\frac{25}{6} \times \frac{B}{n}\)
যখন \(n=10, B=12\) তখন
\(d=\frac{25}{6} \times \frac{12}{10}\)
\(\therefore d=5\)
\(\therefore\) 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করবে।
উত্তর : নির্ণেয় দিন সংখ্যা 5
9. গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। \(1\frac{1}{2}\), 2 এবং \(2\frac{1}{2}\) মিটার দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নিৰ্ণয় করি। (ধরি, গলানোর আগে ও পরে আয়তন একই থাকে)
ধরি, গােলকের আয়তন \(= V\) এবং ব্যাসার্ধ \(= R\)
প্রশ্নানুসারে, \(\mathrm{V} \infty \mathrm{R}^{3}\) বা, \(\mathrm{V}=k \cdot \mathrm{R}^{3}\) অশূন্য ভেদ ধ্রুবক]
এখন (1) নং \(\mathrm{R}=\frac{1 \frac{1}{2}}{2}=\frac{3}{4}, \frac{2}{2}=1\) এবং \(\frac{2 \frac{1}{2}}{2}=\frac{5}{4}\) বসিয়ে পাই,
\(\mathrm{V}_{1}=k \cdot\left(\frac{3}{4}\right)^{3}\) বা, \(64 \mathrm{~V}_{1}=27 \mathrm{k}\) ....(2)
\(V_{2}=k \cdot(1)^{3} \quad\) বা, \(V_{2}=k\) ....(3)
\(V_{3}=k \cdot\left(\frac{5}{4}\right)^{3}\) বা, \(64 \mathrm{~V}_{3}=125 \mathrm{k}\)....(4)
যখন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গােলকের আয়তন যথাক্রমে \(\mathrm{V}_{1}, \mathrm{~V}_{2}\) এবং \(\mathrm{V}_{3}\)
\(\therefore \quad V=V_{1}+V_{2}+V_{3}\)
\(=\frac{27 k}{64}+k+\frac{125 k}{64}\)
\(=\frac{27 k+64 k+125 k}{64}\)
\(=\frac{216 k}{64}\)
\(=\frac{54 k}{16}\)
\(=\frac{27 k}{8}\)
এখন (1) নং -এ \(\mathrm{V}=\frac{27 k}{8}\) বসিয়ে পাই, \(\frac{27 k}{8}=k \cdot \mathrm{R}^{3}\)
বা, \(\mathrm{R}^{3}=\frac{27}{8}[\because k \neq 0]\)
বা, \(\mathrm{R}^{3}=\left(\frac{3}{2}\right)^{3}\)
বা, \(\mathrm{R}=\frac{3}{2}\)
\(\therefore\) নতুন গােলকের ব্যাসার্ধ \(=\frac{3}{2}\) মিটার
\(\therefore\) নতুন গােলকের ব্যাস \(=2 \times \frac{3}{2}\) মিটার \(= 3\) মিটার।
\(\therefore\) নতুন গােলকের ব্যাসের দৈর্ঘ্য \(= 3\) মিটার।
10. \(y\) দুটি চলের সমষ্টির সমান, যার একটি \(x\) চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি \(x\) চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। \(x = 1\) হলে \(y = -1\) এবং \(x = 3\) হলে \(y = 5; x\) ও \(y\)-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি।
প্রশ্নানুসারে, \(y=k_{1} x+\frac{k_{2}}{x}\)......(1)
যেখানে, \(k_{1} ও k_{2}\) ভেদ ধ্রুবক।
(1) নং এ \(x = 1, y = -1\) বসিয়ে পাই,
\(-1=k_{1}+k_{2}\)......(2)
আবার (1) নং \(x = 3, y = 5\) বসিয়ে পাই,
\(5=3 k_{1}+\frac{k_{2}}{3}\)......(3)
(2) নং ও (3) নং সমাধান করে পাই,
\(k_{1}=2\) এবং \(k_{2}=-3\)
\(\therefore\) \(x\) ও y এর মধ্যে নির্ণেয় সম্পর্কটি হল \(y=2 x-\frac{3}{x}\)
11. \(a \propto b,b \propto c\)হলে দেখাই যে, \({a^3}{b^3} + {b^3}{c^3} + {c^3}{a^3} \propto abc\left( {{a^3} + {b^3} + {c^3}} \right)\)
যেহেতু \(a \propto b\) এবং \(b \propto c\) সুতরাং \(a=k b\) এবং \(b = pc,\)
অর্থাৎ \(a=k p c=m c\) যেখানে \(k, p, m(=k p)\) সকলেই ভেদ ধ্রুবক।
এখন \(\frac{a^{3} b^{3}+b^{3} c^{3}+c^{3} a^{3}}{a b c\left(a^{3}+b^{3}+c^{3}\right)}\)
\(=\frac{m^{3} c^{3} \cdot p^{3} c^{3}+p^{3} c^{3} \cdot c^{3}+c^{3} \cdot m^{3} c^{3}}{m c \cdot p c \cdot c\left(m^{3} c^{3}+p^{3} c^{3}+c^{3}\right)}\)
\(=\frac{m^{3} p^{3} c^{6}+p^{3} c^{6}+m^{3} c^{6}}{m p c^{6}\left(m^{3}+p^{3}+1\right)}\)
\(=\frac{m^{3} p^{3}+p^{3}+m^{3}}{m p\left(m^{3}+p^{3}+1\right)}=\) একটি ধ্রুবক, যেহেতু m ও p উভয়ই ধ্রুবক
\(\therefore a^{3} b^{3}+b^{3} c^{3}+c^{3} a^{3} \propto a b c\left(a^{3}+b^{3}+c^{3}\right)\) (প্রমাণিত)
12. \(x\) ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ \(x\)-এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ \(x^{2}\) -এর সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্ৰমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি।
মনে করি, খরচের পরিমাণ (টাকায়) E যখন গভীরতা \(x\) ডেসিমিটার। তাহলে,
\(E=k_{1} x+k_{2} x^{2}\), যেখানে, \(k_{1}, k_{2}\) উভয়ই ধ্রুবক।
প্রশ্নানুসারে, \(x=100\) হলে, \(E=5000\) এবং \(x=200\) হলে, \(E=12000\);
\(\therefore \quad 5000=100 k_{1}+k_{2}(100)^{2}\)
বা, \(5000=100 k_{1}+10000 k_{2}\)
\(50=k_{1}+100 k_{2}\ldots\) (i)
এবং \(12000=200 k_{1}+k_{2}(200)^{2}\)
বা, \(12000=200 k_{1}+40000 k_{2}\)
বা, \(120=2 k_{1}+400 k_{2}\)
বা, \(60=k_{1}+200 k_{2}\ldots\) (ii)
(i) থেকে (i) বিয়ােগ করে পাই, \(10=100 k_{2}\)
বা, \(k_{2}=\frac{10}{100}\)
\(\therefore k_{2}=\frac{1}{10}\)
(i) নং সমীকরণে \(k_{2}=\frac{1}{10}\) বসিয়ে পাই,
\(50=k_{1}+100 \times \frac{1}{10}\)
বা, \(50=k_{1}+10\)
বা, \(k_{1}=50-10\)
\(\therefore\) \(k_{1}=40\)
\(\therefore E=40 x+\frac{x^{2}}{10}\)
যখন \(x=250\) তখন
\(E=40 \times 250+\frac{(250)^{2}}{10}\)
\(=10000+\frac{62500}{10}\)
\(=10000+6250\)
\(=16250\)
উত্তর : 250 ডেসিমিটার কুপ খনন করতে খরচ পড়বে 16250 টাকা।
WBBSE Class 10 Koshe Dekhi 13|ভেদ কষে দেখি ১৩ ক্লাস ১০ (দশম শ্রেণি)
আজই Install করুন Chatra Mitra
13. চোঙের আয়তন, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 এবং তাদের উচ্চতার অনুপাত 5 : 4 হলে, ওদের আয়তনের অনুপাত নিৰ্ণয় করি।
ধরি, চোঙের আয়তন = V, ভূমির ব্যাসার্ধ = R এবং উচ্চতা = H
প্রশ্নানুসারে, \(\mathrm{V} \infty \mathrm{R}^{2} \mathrm{H} \Rightarrow \mathrm{V}=k \cdot \mathrm{R}^{2} \mathrm{H}\) [যেখানে = অশূন্য ভেদ ধ্রুবক]
এখন, ধরি চোঙ দুটির আয়তন \(\mathrm{V}_{1} ও \mathrm{V}_{2}\) এবং তাদের ব্যাসার্ধ যথাক্রমে \(2 r ও 3 r\) এবং উচ্চতা যথাক্রমে \(5 h ও 4 h\) [\(\because\) ব্যাসার্ধের অনুপাত \(2 : 3\) এবং উচ্চতার অনুপাত \(5 : 4\)]
\(\therefore\) (1) নং থেকে পাই, \(\mathrm{V}_{1}=k \cdot(2 r)^{2} 5 h=20 k r^{2} h[\because \mathrm{R}=2 r\) এবং \(\mathrm{H}=5 h]\)
এবং \(\mathrm{V}_{2}=k_{\imath}(3 r)^{2} \cdot 4 h=36 \mathrm{k} r^{2} h[\because \mathrm{R}=3 r\) এবং \(\mathrm{H}=5 h]\)
\(\therefore \quad \frac{\mathrm{V}_{1}}{\mathrm{~V}_{2}}=\frac{20 \mathrm{kr}^{2} h}{36 \mathrm{kr}^{2} h}=\frac{5}{9} \)
\( \therefore \mathrm{V}_{1}: \mathrm{V}_{2}=5: 9\)
\(\therefore\) চোঙ দুটির আয়তনের অনুপাত \(= 5 : 9\)
14. পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময়লাগত। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি।
ধরি, জমির পরিমাণ = G বিঘা, লাঙলের সংখ্যা = P এবং চাযের সময় = D দিন।
আমরা জানি, লাঙলের সংখ্যা ধ্রুবক থাকলে, জমির পরিমাণের সঙ্গে চাযের সময় সরল ভেদে থাকে; \(\therefore \mathrm{G} \infty \mathrm{D}\) [যখন P = ধ্রুবক]
আবার, চাষের সময় ধ্রুবক থাকলে, জমির পরিমাণের সঙ্গে লাঙলের সংখ্যা সরল ভেদে থাকে; \(\therefore \mathrm{G} \infty \mathrm{D}\) [যখন D = ধ্রুবক] তাহলে, যৌগিক ভেদের সূত্রানুসারে, \(G \infty PD\) (যখন P ও D উভয়ই চল)
\(\Rightarrow \mathrm{G}=k \cdot \mathrm{PD}\) [যেখানে k = অশূন্য ভেদ ধ্রুবক] ....(1)
প্রশ্নানুসারে, \(G = 2400, P = 25\) হলে \(D = 36\)
\(\therefore\) (1) নং থেকে পাই, \(2400=k .25 \times 36\)
বা, \(k=\frac{2400}{25 \times 36}=\frac{96}{36}=\frac{8}{3}\)
(1) নং থেকে পাই, \(\mathrm{G}=\frac{8}{3} \mathrm{PD}\)....(2)
এখন, (2) নং -এ \(\mathrm{G}=\frac{2400}{2}=1200\) এবং \(D = 30\) বসিয়ে পাই, \(1200=\frac{8}{3} \times \mathrm{P} \times 30\)
বা, \(P=\frac{1200 \times 3}{8 \times 30}=15\)
\(\therefore\) লাঙ্গলের সংখ্যা \(= 15\)
\(\therefore\) \(1\) টি ট্রাক্টর \(15\) টি লাঙলের সমান চাষ করে।
15. গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে, গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে।
ধরি, গােলকের আয়তন = v, পৃষ্ঠতলের ক্ষেত্রফল = A এবং বাসার্ধ = R
প্রশ্নানুসারে, \(\mathrm{V} \infty \mathrm{R}^{3} \Rightarrow \mathrm{V}=k_{1} \cdot \mathrm{R}^{3}\) [যেখানে \(k_{1}\) = অশুন্য ভেদ ধ্রুবক] ....(1)
এবং \(\mathrm{A} \infty \mathrm{R}^{2} \Rightarrow \mathrm{A}=k_{2} \cdot \mathrm{R}^{2},\left[k_{2}=\right.\) অশুন্য ভেদ ধ্রুবক] ....(2)
এখন, (1) থেকে পাই, \(\mathrm{R}^{3}=\frac{\mathrm{V}}{k_{1}}\)
বা, \(\mathrm{R}=\sqrt[3]{\frac{\mathrm{V}}{k_{1}}}\)
তাহলে, (2) থেকে পাই, \(\mathrm{A}=k_{2} \cdot\left(\sqrt[3]{\frac{\mathrm{V}}{k_{1}}}\right)^{2}\)
বা, \(\mathrm{A}^{3}=\left\{k_{2} \cdot\left(\sqrt[3]{\frac{\mathrm{V}}{k_{1}}}\right)^{2}\right\}^{3}\) [ঘন করে]
বা, \(\mathrm{A}^{3}=k_{2}{ }^{3} \cdot \frac{\mathrm{V}^{2}}{k_{1}{ }^{2}}\)
বা, \(\mathrm{V}^{2}=\frac{\mathrm{k}_{1}^{2}}{k_{2}{ }^{3}} \cdot \mathrm{A}^{3}\)
বা, \(\mathrm{V}^{2}=k \cdot \mathrm{A}^{3}\) [যেখানে, \(\left.k=\frac{k_{1}^{2}}{k_{2}^{3}} \neq 0, \because k_{1}, k_{2} \neq 0\right]\)
\(\therefore \quad V^{2} \infty A^{3}[\because k=\) অশূন্য ভেদ ধ্রুবক]
\(\therefore\) গােলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে।(প্রমাণিত)

16. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্ৰশ্ন (V.S.A.)

(A) বহুবিকল্পীয় প্রশ্ন (M.CQ)

(i) \(x{\rm{ }} \propto {\rm{ }}\frac{1}{y}\) হলে,
\({\rm{ (a) }}x = \frac{1}{y}{\rm{ (b) }}y = \frac{1}{x}{\rm{ (c) }}xy = 1{\rm{ (d) }}xy\) = অশূন্য ধ্রুবক
\(x{\rm{ }} \propto {\rm{ }}\frac{1}{y}\)
বা, \(x=\frac{k}{y}\)[k= অশূন্য ধ্রুবক]
বা, \(xy=k\)
(d) \(x\)y = অশূন্য ধ্রুবক।
(ii) যদি \(x\propto\) y হয়, তখন
\({\rm{ (a) }}{x^2} \propto {y^3}(b){x^3} \propto {y^2}(c)x \propto {y^3}(d){x^2} \propto {y^2}\)
\(x\propto y\)
বা, \(x=ky\) [k= অশূন্য ধ্রুবক]
বা, \(x ^2 =k ^2y^2\)
\(\therefore {x^2} \propto {y^2}\)
(d) \({x^2} \propto {y^2}\)
(iii) \(x \propto y\)এবং \(y = 8\) যখন \(x = 2 ; y = 16\) হলে, \(x\)-এর মান
(a) 2 (b) 4 (c) 6 (d) 8
\(x \infty y \Rightarrow x=k y(k=\) ভেদ ধ্রুবক) . . . . . .(1)
দেওয়া আছে, \(y = 8\) যখন \(x= 2\)
\(\therefore \quad 2=k .8 \Rightarrow k=\frac{2}{8}=\frac{1}{4}\)
\(\therefore\) (1) থেকে পাই, \(x=\frac{1}{4} y, \ldots \ldots .\)(2)
(2)-এ \(y = 16\) বসিয়ে পাই, \(x=\frac{1}{4} \times 16=4 .\) \(\therefore\) (b) উত্তরটি সঠিক।
(iv) \(x \propto {y^2}\) এবং \(y = 4\) ; যখন \(x=8 ; x=32\) হলে \(y\)-এর ধনাত্মক মান
(a) 4 (b) 8 (c) 16 (d) 32
\(x \infty y^{2} ; \therefore x=k . y^{2}(k=\) ভেদ ধ্রুবক \(i \neq 0) \ldots\) (1)
প্রশ্নানুসারে, \(y = 4\) যখন \(x = 8\) \(\therefore\) (1) থেকে পাই,
\(8=k \cdot 4^{2}\)
বা, \(8=16 \mathrm{k}\)
বা, \(k=\frac{8}{16}=\frac{1}{2}\)
\(\therefore \quad x=\frac{1}{2} y^{2}[\) থেকে]..... (2)
(2) নং-এ \(x = 32\) বসিয়ে পাই, \(32=\frac{1}{2} y^{2}\)
বা, \(y^{2}=64\)
বা, \(y=8\) (ধনাত্মক মান নিয়ে),
\(\therefore\) \(y\)-এর নির্ণেয় মান \(8\)
\(\therefore\) (b) উত্তরটি সঠিক।
(v) যদি \(y - z \propto \frac{1}{x},z - x \propto \frac{1}{y}\) এবং \(x - y \propto \frac{1}{z}\) হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি।
(a) 0 (b) 1 (c) -1 (d) 2
\((y-z) \propto \frac{1}{x} \quad \therefore(y-z)=\frac{k}{x}\), যেখানে \( k\) হল ভেদ ধ্রুবক।
\(\therefore x(y-z)=k\ldots\) (i)
\((z-x) \propto \frac{1}{y} \quad \therefore z-x=\frac{l}{y}\),
যেখানে \(l\) হল ভেদ ধ্রুবক।
\(\therefore y(z-x)=l \ldots\) (ii)
এবং \((x-y) \propto \frac{1}{z} \quad \therefore x-y=\frac{m}{z}\), যেখানে \(m\) হল ভেদ ধ্রুবক।
\(\therefore z(x-y)=m\ldots\) (iiii)
এখন, (i), (ii) এবং (iii) থেকে পাই,
\(x(y-z)+y(z-x)+z(x-y)=k+l+m\)
\(x y-x z+y z-x y+x z-y z=k+l+m\)
\(0=k+l+m\)
\(\therefore\) \(k+l+m=0\)
উত্তর : ভেদ ধ্রুবক তিনটির যােগফল 0.

(B) নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি :

(i) \({\rm{ y }} \propto {\rm{ }}\frac{1}{x}\) হলে, \(\frac{y}{x}\)= অশূন্য ধ্রুবক
\(y \infty \frac{1}{x} \)
\(\Rightarrow y=k \cdot \frac{1}{x}(k=\) অশূন্য ভেদ ধ্রুবক;
\(\Rightarrow x y=k \Rightarrow x y=\) অশূন্য ধ্রুবক
\(\therefore\) বিবৃতিটি মিথ্যা।
(ii) \(x \propto z\) এবং \(y \propto z\) হলে, \(xy \propto z\)
\(x \propto z \)
\(\Rightarrow x=k_{1} z\left(k_{1}=\right.\) অশুন্য ভেদ ধ্রুবক) .... (1)
\(y \propto z \)
\(\Rightarrow y=k_{2} z\left(k_{2}=\right.\) অশূন্য ভেদ ধ্রুবক) .... (2)
\(\therefore \quad x y=k_{1}z\cdot k_{2} z=k_{1} k_{2} . z^{2}=k \cdot z^{2}\left[k=k_{1} k_{2}\right]\)
\(\therefore \quad x y=k.z^{2}, \quad \therefore x y \propto z^{2}\)
\(\therefore\) বিবৃতিটি মিথ্যা।
WBBSE Class 10 Koshe Dekhi 13|ভেদ কষে দেখি ১৩ ক্লাস ১০ (দশম শ্রেণি)
আজই Install করুন Chatra Mitra

(C) শূন্যস্থান পূরণ করি :

(i) \(x \propto \frac{1}{y}\) এবং \(y \propto \frac{1}{z}\) হলে, \(x \propto \)________ ।
যেহেতু \(x \propto \frac{1}{y}\) এবং \(y \propto \frac{1}{z}\),
অতএব \(x=\frac{k_{1}}{y}\) এবং \(y=\frac{k_{2}}{z}\),
যেখানে \(k_{1} ও k_{2}(\neq 0)\) উভয়েই ধ্রুবক।
\(\therefore x=\frac{k_{1}}{\frac{k_{2}}{z}}=\frac{k_{1} z}{k_{2}}\)
বা, \(x \propto z\), যেহেতু \(\frac{k_{1}}{k_{2}}=\) একটি ধ্রুবক।
(ii) \(x \propto y\) হলে, \({x^n} \propto \)________ ।
\(x \infty y \Rightarrow x=k y(k=\) অশূন্য ভেদ ধ্রুবক)
\(\Rightarrow(x)^{n}=(k y)^{n}\) (উভয়পক্ষের \(n\)-ঘাত নিয়ে)
\(\Rightarrow x^{n}=k^{n} \cdot y^{n} \Rightarrow x^{n}=m y^{\prime \prime}\) (যখন, \(m=k^{n}=\) অশূন্য ভেদ ধ্রুবক)
\(\therefore x^{n} \infty y^{n}(\because m=\) অশূন্য ভেদ ধ্রুবক)
\(\therefore\) শূন্যস্থানে \(y^{n}\) বসবে।
(iii) \(x \propto y\) এবং \(x \propto z\) হলে, \({\rm{( y + z ) }} \propto \)________ ।
\(x=k_1 y\)
\(x=k_2 y\)
\(y+z= \frac{2}{k_1+k_2}x\)
\({\rm{( y + z ) }} \propto x \)
\(\therefore x\)

সংক্ষিপ্ত উত্তরধৰ্মী প্ৰশ্ন (S.A.)

17.

(i) \(x \propto y^{2}\) এবং \(y = 2a\) যখন \(x= a\) ; \(x\) ও \(y\)-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি ।
\(x \infty y^{2} \Rightarrow x=k . y^{2} \ldots \ldots \ldots \text { (1) }[k=\) অশূন্য ভেদ ধ্রুবক]
যখন \(x=a, y=2 a\) \(\therefore\) (1) থেকে পাই, \(a=k \cdot(2 a)^{2}\)
\(\Rightarrow a=k \cdot 4 a^{2}\)
\(\Rightarrow k=\frac{a}{4 a^{2}}=\frac{1}{4 a}\)
\(\therefore\) (1) থেকে পাই, \(x=\frac{1}{4 a} \cdot y^{2}\)
বা, \(y^{2}=4 a x\)
\(\therefore x ও y\)-এর মধ্যে নির্ণেয় সম্পর্ক \(y^{2}=4 a x\)
(ii) \(x \propto y,{\rm{ }}y \propto z\) এবং \(z \propto x\) হলে, অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নিৰ্ণয় করি।
যেহেতু \(x \propto y \quad \therefore x=k_{1} \cdot y\) যেখানে \(k_{1}\) ভেদ ধ্রুবক।
\(y \propto z \quad \therefore y=k_{2} \cdot z\) যেখানে \(k_{2}\) ভেদ ধ্রুবক ।
\(z \propto x \quad \therefore z=k_{3} \cdot x\) যেখানে \(k_{3}\) ভেদ ধ্রুবক।
এখন, \(x \cdot y \cdot z=k_{1} y \cdot k_{2} z \cdot k_{3} x\)
বা, \(x y z=k_{1} k_{2} k_{3} x y z\)
বা, \(k_{1} k_{2} k_{3}=\frac{x y z}{x y z}\)
\(\therefore\) \(k_{1} k_{2} k_{3}=1\)
উত্তর : ধ্রুবক তিনটির গুণফল 1
(iii) \(x \propto \frac{1}{y}\) এবং \(y \propto \frac{1}{z}\) হলে, \(x, z\)-এর সঙ্গে সরলভেদে না ব্যস্তভেদে আছে তা নির্ণয় করি।
\(x \infty \frac{1}{y} \Rightarrow x=k_{1} \cdot \frac{1}{y}\left(k_{1}=\right.\) অশূন্য ভেদ ধ্রুবক)....(1)
আবার, \(y \infty \frac{1}{z} \Rightarrow y=k_{2} \cdot \frac{1}{z}\left(k_{2}=\right.\) অশূন্য ভেদ ধ্রুবক)....(2)
এখন, (1) নং-এ \(y=k_{2} \cdot \frac{1}{z}\) বসিয়ে পাই,
\(x=\frac{k_{1}}{k_{2} \cdot \frac{1}{z}}=\frac{k_{1}}{k_{2}} \cdot z=k \cdot z\) [যখন \(k=\frac{k_{1}}{k_{2}} \neq 0\)]
\(\therefore\) \(x=k \cdot z\)(যখন \(k =\) অশূন্য ভেদ ধ্রুবক)
\(\therefore x \propto z\)
\(\therefore \quad x, z\)-এর সঙ্গে সরল ভেদে আছে।
(iv) \(x \propto yz\) এবং \(y \propto zx\) হলে, দেখাই যে, \(z\) একটি অশূন্য ধ্রুবক।
\(x \infty yz \Rightarrow x=k_{1}, yz [k_{1}=\) অশুন্য ভেদ ধ্রুবক)
\(\Rightarrow y=\frac{x}{k_{1} z} \cdots\)(1)
আবার, \(y \infty z \Rightarrow y=k_{2} \cdot a r \mid k_{2}=\) অশূন্য ভেদ ধ্রুবক]
\(\Rightarrow \frac{x}{k_{1} z =}\)\(k_{2}. z x\) [(1) থেকে]
\(\Rightarrow z^{2}=\frac{1}{k_{1} k_{2}} \Rightarrow z=\sqrt{\frac{1}{k_{1} k_{2}}} \cdots \cdots\) (2)
\(\because k_{1}, h_{2}\) অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং \(\frac{1}{k_{1} k_{2}}\) ভেদ ধ্রুবক
\(\therefore\) \(z\) একটি অশুন্য ধ্রুবক। (প্রমাণিত)
(v) যদি \(b \propto {a^3}\) হয় এবং \(a\)-এর বৃদ্ধি হয় \(2 : 3\) অনুপাতে, তাহলে \(b\)-এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয়।
\(b \propto a^{3} \Rightarrow b=k \cdot a^{3}(k=\) অশূন্য ভেদ ধ্রুবক) ....(1)
এখন a-এর বৃদ্ধি হয় \(2 : 3\) অনুপাতে,
(1) নং -এ a-এর পরিবর্তে \(a \times \frac{3}{2}=\frac{3 a}{2}\) বসিয়ে পাই,
\(b=h \cdot\left(\frac{3 a}{2}\right)^{3} \Rightarrow b=k \cdot \frac{27 a^{3}}{8} \cdots \). (2)
এখন (1) ও (2) থেকে পাই, নির্ণেয় অনুপাত \(=\frac{k a^{3}}{k \cdot \frac{27 a^{3}}{8}}=\frac{8}{27}=8: 27\)
\(\therefore b\)-এর বৃদ্ধি হয় \(8 : 27\) অনুপাতে।
WBBSE Class 10 Koshe Dekhi 13|ভেদ কষে দেখি ১৩ ক্লাস ১০ (দশম শ্রেণি)
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top