গণিতপ্রভা অষ্টম শ্রেণি (ক্লাস-৮) সমাধান || West Bengal Board Class 8 Math Book Solution || Koshe dekhi 12 WBBSE Class 8 || অধ্যায় ১২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || মিশ্রণ কষে দেখি 12 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 12 Somadhan || Gonitprava Class 8 Chapter 12 Solution
Share this page using :
Class 8 Chapter 12 Solution || Koshe dekhi 12 WBBSE Class 8 || মিশ্রণ কষে দেখি 12 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 12 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ১২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
কষে দেখি - 12
Class 8 Chapter 12 Solution || Koshe dekhi 12 WBBSE Class 8 || মিশ্রণ কষে দেখি 12 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 12 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ১২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
1. 36 লিটার ডেটল-জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5 : 1; ওই ডেটল জলে আর কতটুকু-ডেটল মেশালে জলও ডেটলের পরিমাণের অনুপাত 3 : 1 হবে হিসাব করে লিখি।
মোট ডেটল জলের পরিমাণ \(= 36\) লিটার
মিশ্রণে, জল ও ডেটলের অনুপাত \(= 5 : 1\)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+1}=\frac{5}{6} \)
ডেটলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{5+1}=\frac{1}{6} \)
\(\therefore\) মিশ্রণে জলের পরিমাণ \( =\left(\frac{5}{6} \times 36\right) \) লিটার \(= 30\) লিটার
\(\therefore\) মিশ্রণে ডেটলের পরিমাণ \( =\left(\frac{1}{6} \times 36 \right) \) লিটার = 6 লিটার
ধরি, মিশ্রণে আরও \(x \) লিটার ডেটল মেশালে জল ও
ডেটলের অনুপাত হবে \( 3:1\)
তখন ডেটলের পরিমাণ হবে \(= (6 + x)\) লিটার
প্রশ্নানুসারে, \( \frac{30}{6+x}=\frac{3}{1} \)
বা, \( 18+3 x=30 \)
বা, \( 3 x=30-18=12 \)
বা, \( x=\frac{12}{3}=4 \)
\(\therefore\) \(4\) লিটার ডেটল মেশাতে হবে।
মিশ্রণে, জল ও ডেটলের অনুপাত \(= 5 : 1\)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+1}=\frac{5}{6} \)
ডেটলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{5+1}=\frac{1}{6} \)
\(\therefore\) মিশ্রণে জলের পরিমাণ \( =\left(\frac{5}{6} \times 36\right) \) লিটার \(= 30\) লিটার
\(\therefore\) মিশ্রণে ডেটলের পরিমাণ \( =\left(\frac{1}{6} \times 36 \right) \) লিটার = 6 লিটার
ধরি, মিশ্রণে আরও \(x \) লিটার ডেটল মেশালে জল ও
ডেটলের অনুপাত হবে \( 3:1\)
তখন ডেটলের পরিমাণ হবে \(= (6 + x)\) লিটার
প্রশ্নানুসারে, \( \frac{30}{6+x}=\frac{3}{1} \)
বা, \( 18+3 x=30 \)
বা, \( 3 x=30-18=12 \)
বা, \( x=\frac{12}{3}=4 \)
\(\therefore\) \(4\) লিটার ডেটল মেশাতে হবে।
2. এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5 : 2; এই ধরনের 28 কিগ্রা. পিতলে 4 কিগ্রা. তামা মেশালে তামাও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসাব করে দেখি।
তামা ও দস্তার পরিমাণের অনুপাত \(= 5 : 2\)
\(\therefore\) তামার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+2}=\frac{5}{7} \)
দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{5+2}=\frac{2}{7} \)
মোট পিতল-এর পরিমাণ \(= 28\) কিগ্রা
\(\therefore\) পিতলে তামার পরিমাণ \( =\left(\frac{5}{7} \times 28 \right) \) কিগ্ৰা = 20 কিগ্রা
পিতলে দস্তার পরিমাণ \( =\left(\frac{2}{7} \times 28 \right) \) কিগ্রা \(= 8\) কিগ্রা
এখন \(20\) কিগ্রা তামার সঙ্গে আরও \(4\) কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হয় \(= (20 + 4)\) কিগ্রা \(= 24\) কিগ্রা তামা
\(\therefore\) এখন তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে, \( =24: 8=\frac{24}{8} =3: 1 \)
\(\therefore\) তামার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+2}=\frac{5}{7} \)
দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{5+2}=\frac{2}{7} \)
মোট পিতল-এর পরিমাণ \(= 28\) কিগ্রা
\(\therefore\) পিতলে তামার পরিমাণ \( =\left(\frac{5}{7} \times 28 \right) \) কিগ্ৰা = 20 কিগ্রা
পিতলে দস্তার পরিমাণ \( =\left(\frac{2}{7} \times 28 \right) \) কিগ্রা \(= 8\) কিগ্রা
এখন \(20\) কিগ্রা তামার সঙ্গে আরও \(4\) কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হয় \(= (20 + 4)\) কিগ্রা \(= 24\) কিগ্রা তামা
\(\therefore\) এখন তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে, \( =24: 8=\frac{24}{8} =3: 1 \)
3. বিজনবাবু ফিনাইল ও জল 2 : 23 অনুপাতে মিশিয়ে 60 লিটারফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9 :46 হবে হিসাব করে লিখি।
মোট ফিনাইল গোলা জলের পরিমাণ \(= 60\) লিটার
ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত \(= 2:23 \)
\(\therefore\) ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+23}=\frac{2}{25} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{23}{2+23}=\frac{23}{25} \)
60 লিটার মিশ্রণে, ফিনাইলের পরিমাণ\( =\left(\frac{2}{25} \times 60 \right) \) লিটার \( =\frac{24}{5} \) লিটার
\(\therefore\) জলের পরিমাণ \( =\left(\frac{23}{25} \times 60 \right) \) লিটার \( =\frac{276}{5} \) লিটার
আবার, নতুন মিশ্রণে ফিনাইল : জল \(= 9:46\)
ধরি, আর \(x \) লিটার ফিনাইল মেশানো হল।
\(\therefore\) নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{24}{5}+x\right) \) লিটার
প্রশ্নানুসারে,
\( \left(\frac{24}{5}+x\right): \frac{276}{5}=9: 46 \)
বা, \( \frac{\frac{24}{5}+x}{\frac{276}{5}}=\frac{9}{46} \)
বা, \( \frac{\frac{24+5 x}{5}}{\frac{276}{5}}=\frac{9}{46} \)
বা, \( \frac{24+5 x}{276}=\frac{9}{46}\)
বা, \(24+5 x=\frac{9}{46} \times 276 \)
বা, \(24+5 x=9 \times 6\)
বা, \(24+5 x=54\)
বা, \( 5 x=54-24\)
বা, \(x=\frac{30 }{5}=6 \)
বা, \(5 x=30 \)
\(\therefore\) আরও \(6\) লিটার ফিনাইল মেশানো হল।
ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত \(= 2:23 \)
\(\therefore\) ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+23}=\frac{2}{25} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{23}{2+23}=\frac{23}{25} \)
60 লিটার মিশ্রণে, ফিনাইলের পরিমাণ\( =\left(\frac{2}{25} \times 60 \right) \) লিটার \( =\frac{24}{5} \) লিটার
\(\therefore\) জলের পরিমাণ \( =\left(\frac{23}{25} \times 60 \right) \) লিটার \( =\frac{276}{5} \) লিটার
আবার, নতুন মিশ্রণে ফিনাইল : জল \(= 9:46\)
ধরি, আর \(x \) লিটার ফিনাইল মেশানো হল।
\(\therefore\) নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{24}{5}+x\right) \) লিটার
প্রশ্নানুসারে,
\( \left(\frac{24}{5}+x\right): \frac{276}{5}=9: 46 \)
বা, \( \frac{\frac{24}{5}+x}{\frac{276}{5}}=\frac{9}{46} \)
বা, \( \frac{\frac{24+5 x}{5}}{\frac{276}{5}}=\frac{9}{46} \)
বা, \( \frac{24+5 x}{276}=\frac{9}{46}\)
বা, \(24+5 x=\frac{9}{46} \times 276 \)
বা, \(24+5 x=9 \times 6\)
বা, \(24+5 x=54\)
বা, \( 5 x=54-24\)
বা, \(x=\frac{30 }{5}=6 \)
বা, \(5 x=30 \)
\(\therefore\) আরও \(6\) লিটার ফিনাইল মেশানো হল।
4. আমিনাবিবি 7 : 1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে একগাঁথুনির মশলা তৈরি করেছেন। কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা.মশলা রয়ে গেছে। ওইমশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6 : 1 করে মশলা তৈরি করলেন। তিনি কতকিগ্রা. সিমেন্ট মিশিয়ে ছিলেন হিসাব করে লিখি।
গাঁথুনির মশলাতে বালি : সিমেন্ট \(= 7 : 1\)
\(\therefore\) বালির পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{7}{7+1}=\frac{7}{8} \)
এবং সিমেন্টের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{7+1}=\frac{1}{8} \)
\(\therefore\) \(72\) কিগ্রা মশলাতে বালির পরিমাণ \( =\left(\frac{7}{8} \times 72 \right) \) \(= 63\) কিগ্রা
এবং সিমেন্টের পরিমাণ \( =\left(\frac{1}{8} \times 72 \right) \) কিগ্রা \(= 9\) কিগ্রা
নতুন মশলায় বালি : সিমেন্ট \(= 6 : 1\)
ধরি, \(x\) কেজি সিমেন্ট মেশানো হয়েছিল।
বর্তমানে সিমেন্টের পরিমাণ \( (9 + x)\) কেজি।
প্রশ্নানুসারে,
\( \frac{9+x}{63}=\frac{1}{6} \)
বা, \( 9+x=\frac{63}{6} \)
বা, \( 2(9+x)=21\)
বা, \( 18+2 x=21\)
বা, \(2 x=21-18\)
বা, \(2 x=3 \)
বা, \(x=\frac{3}{2}=1.5 \)
\(\therefore\) আমিনাবিবি \(1.5\) কিগ্রা সিমেন্ট মিশিয়েছেন।
\(\therefore\) বালির পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{7}{7+1}=\frac{7}{8} \)
এবং সিমেন্টের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{7+1}=\frac{1}{8} \)
\(\therefore\) \(72\) কিগ্রা মশলাতে বালির পরিমাণ \( =\left(\frac{7}{8} \times 72 \right) \) \(= 63\) কিগ্রা
এবং সিমেন্টের পরিমাণ \( =\left(\frac{1}{8} \times 72 \right) \) কিগ্রা \(= 9\) কিগ্রা
নতুন মশলায় বালি : সিমেন্ট \(= 6 : 1\)
ধরি, \(x\) কেজি সিমেন্ট মেশানো হয়েছিল।
বর্তমানে সিমেন্টের পরিমাণ \( (9 + x)\) কেজি।
প্রশ্নানুসারে,
\( \frac{9+x}{63}=\frac{1}{6} \)
বা, \( 9+x=\frac{63}{6} \)
বা, \( 2(9+x)=21\)
বা, \( 18+2 x=21\)
বা, \(2 x=21-18\)
বা, \(2 x=3 \)
বা, \(x=\frac{3}{2}=1.5 \)
\(\therefore\) আমিনাবিবি \(1.5\) কিগ্রা সিমেন্ট মিশিয়েছেন।
5. একধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলেরপরিমাণের অনুপাত 4 : 3 : 2; এই ধরনের 54 কিগ্রা. জার্মান সিলভারে আর কত কিগ্রা. দস্তা মেশালে সেই পরিমাণেরঅনুপাত 6 : 5 : 3 হবে হিসাব করে লিখি।
জার্মান সিলভারে তামা : দস্তা : নিকেল \(= 4 : 3 : 2\)
\(\therefore\) জামার্ন সিলভারে তামার পরিমাণের আনুপাতিক
ভাগহার \( =\frac{4}{4+3+2}=\frac{4}{9} \)
জার্মান সিলভারে দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{3}{4+3+2}=\frac{3}{9} \)
জার্মার্ন সিলভারে নিকেলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{2}{4+3+2}=\frac{2}{9} \)
\(\therefore\) \(54\) কিগ্রা জার্মান সিলভারে,
তামার পরিমাণ \( =\left(\frac{4}{9} \times 54\right) \) কিগ্ৰা \(= 24\) কিগ্রা
দস্তার পরিমাণ \( =\left(\frac{3}{9} \times 54 \right) \) কিগ্রা \(= 18\) কিগ্রা
নিকেলের পরিমাণ \( =\left(\frac{2}{9} \times 54{}\right) \) কিগ্ৰা \(= 12\) কিগ্রা
ধরি, \(54\) কিগ্রা জার্মান সিলভারে \(x\) কিগ্রা দস্তা মেশানো হয়েছে
\(\therefore\) এখন দস্তার পরিমাণ = \((18 + x)\) কিগ্রা
বর্তমানে নতুন তামা : দস্তা : নিকেল \(= 6 : 5 : 3\)
প্রশ্নানুসারে,
\( 24:(18+x)=6: 5 \)
বা, \( \frac{24}{18+x}=\frac{6}{5} \)
বা, \( 6(18+x)=24 \times 5 \)
বা, \( 18+x=\frac{24 \times 5}{6} \)
বা, \( 18+x=20 \)
বা, \( x=20-18=2 \)
\(\therefore\) আরও \(2\) কিগ্রা দস্তা মেশাতে হবে।
[একইভাবে, দস্তা ও নিকেলের অনুপাত থেকেও সমস্যাটির সমাধান করা যাবে]
\(\therefore\) জামার্ন সিলভারে তামার পরিমাণের আনুপাতিক
ভাগহার \( =\frac{4}{4+3+2}=\frac{4}{9} \)
জার্মান সিলভারে দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{3}{4+3+2}=\frac{3}{9} \)
জার্মার্ন সিলভারে নিকেলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{2}{4+3+2}=\frac{2}{9} \)
\(\therefore\) \(54\) কিগ্রা জার্মান সিলভারে,
তামার পরিমাণ \( =\left(\frac{4}{9} \times 54\right) \) কিগ্ৰা \(= 24\) কিগ্রা
দস্তার পরিমাণ \( =\left(\frac{3}{9} \times 54 \right) \) কিগ্রা \(= 18\) কিগ্রা
নিকেলের পরিমাণ \( =\left(\frac{2}{9} \times 54{}\right) \) কিগ্ৰা \(= 12\) কিগ্রা
ধরি, \(54\) কিগ্রা জার্মান সিলভারে \(x\) কিগ্রা দস্তা মেশানো হয়েছে
\(\therefore\) এখন দস্তার পরিমাণ = \((18 + x)\) কিগ্রা
বর্তমানে নতুন তামা : দস্তা : নিকেল \(= 6 : 5 : 3\)
প্রশ্নানুসারে,
\( 24:(18+x)=6: 5 \)
বা, \( \frac{24}{18+x}=\frac{6}{5} \)
বা, \( 6(18+x)=24 \times 5 \)
বা, \( 18+x=\frac{24 \times 5}{6} \)
বা, \( 18+x=20 \)
বা, \( x=20-18=2 \)
\(\therefore\) আরও \(2\) কিগ্রা দস্তা মেশাতে হবে।
[একইভাবে, দস্তা ও নিকেলের অনুপাত থেকেও সমস্যাটির সমাধান করা যাবে]
6. দুই প্রকার গুঁড়ো-সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণেরঅনুপাত যথাক্রমে 2 : 3 এবং 4 : 5; যদি প্রথম প্রকারের 10 কিগ্রা. -এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা. মেশানোহয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি।
প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা : সাবান গুঁড়ো \(= 2 : 3\)
\(\therefore\) গুঁড়ো সাবানে সোডার পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{2}{2+3}=\frac{2}{5} \)
গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{3}{2+3}=\frac{3}{5} \)
\(10\) কিগ্রা গুঁড়ো সাবানে, সোডার পরিমাণ
\( =\left(\frac{2}{5} \times 10\right) \) কিগ্রা = 4 কিগ্রা
সাবান গুঁড়োর পরিমাণ \( =\left(\frac{3}{5} \times 10 \right) \) কিগ্রা = \(6\) কিগ্রা
দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা : সাবান গুঁড়ো \(= 4 : 5\)
গুঁড়ো সাবানে সোডার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{4+5}=\frac{4}{9} \)
গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{4+5}=\frac{5}{9} \)
18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ \( =\left(\frac{4}{9} \times 18\right) \) কিগ্রা \(=8\) কিগ্রা
সাবান গুঁড়োর পরিমাণ \( =\left(\frac{5}{9} \times 18^{}\right) \) কিগ্রা \(= 10\) কিগ্রা
(\(10 \) কিগ্রা \(+ 18\) কিগ্ৰা)\( = 28\) কিগ্রা গুঁড়ো সাবানে মোট সাবান
গুঁড়োর পরিমাণ \(= (6+10)\) কিগ্ৰা \(= 16\) কিগ্রা
\(\therefore\) নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ
\( =\frac{16}{28} \) অংশ
\( =\frac{4}{7} \) অংশ
\(\therefore\) গুঁড়ো সাবানে সোডার পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{2}{2+3}=\frac{2}{5} \)
গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{3}{2+3}=\frac{3}{5} \)
\(10\) কিগ্রা গুঁড়ো সাবানে, সোডার পরিমাণ
\( =\left(\frac{2}{5} \times 10\right) \) কিগ্রা = 4 কিগ্রা
সাবান গুঁড়োর পরিমাণ \( =\left(\frac{3}{5} \times 10 \right) \) কিগ্রা = \(6\) কিগ্রা
দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা : সাবান গুঁড়ো \(= 4 : 5\)
গুঁড়ো সাবানে সোডার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{4+5}=\frac{4}{9} \)
গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{4+5}=\frac{5}{9} \)
18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ \( =\left(\frac{4}{9} \times 18\right) \) কিগ্রা \(=8\) কিগ্রা
সাবান গুঁড়োর পরিমাণ \( =\left(\frac{5}{9} \times 18^{}\right) \) কিগ্রা \(= 10\) কিগ্রা
(\(10 \) কিগ্রা \(+ 18\) কিগ্ৰা)\( = 28\) কিগ্রা গুঁড়ো সাবানে মোট সাবান
গুঁড়োর পরিমাণ \(= (6+10)\) কিগ্ৰা \(= 16\) কিগ্রা
\(\therefore\) নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ
\( =\frac{16}{28} \) অংশ
\( =\frac{4}{7} \) অংশ
7. দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে \(\frac{1}{3}\) ও \(\frac{1}{4}\) অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটিরঅবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল-মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণেরঅনুপাত কত হবে হিসাব করে লিখি।
দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে \( \frac{1}{3} \) ও \( \frac{1}{4} \) অংশ ফলের রস আছে।
ধরি, পাত্রগুলির আয়তন 1
প্রথম পাত্রে অবশিষ্ট অংশ \( =\left(1-\frac{1}{3}\right)=\frac{2}{3} \) অংশ
এবং দ্বিতীয় পাত্রে অবশিষ্ট অংশ \( =\left(1-\frac{1}{4}\right)=\frac{3}{4} \) অংশ
\(\therefore\) নতুন পাত্রে মোট ফলের রস \( =\left(\frac{1}{3}+\frac{1}{4}\right) \) অংশ
\( =\frac{4+3}{12} \) অংশ \( =\frac{7}{12} \) অংশ
এবং জলের মোট অংশ \( =\left(\frac{2}{3}+\frac{3}{4}\right) \) অংশ
\( =\frac{8+9}{12} \) অংশ \( =\frac{17}{12} \) অংশ
\(\therefore\) নতুন পাত্রে ফলের রস ও জলের নতুন অনুপাত হল
\( =\frac{7}{12}: \frac{17}{12}=7: 17 \)
ধরি, পাত্রগুলির আয়তন 1
প্রথম পাত্রে অবশিষ্ট অংশ \( =\left(1-\frac{1}{3}\right)=\frac{2}{3} \) অংশ
এবং দ্বিতীয় পাত্রে অবশিষ্ট অংশ \( =\left(1-\frac{1}{4}\right)=\frac{3}{4} \) অংশ
\(\therefore\) নতুন পাত্রে মোট ফলের রস \( =\left(\frac{1}{3}+\frac{1}{4}\right) \) অংশ
\( =\frac{4+3}{12} \) অংশ \( =\frac{7}{12} \) অংশ
এবং জলের মোট অংশ \( =\left(\frac{2}{3}+\frac{3}{4}\right) \) অংশ
\( =\frac{8+9}{12} \) অংশ \( =\frac{17}{12} \) অংশ
\(\therefore\) নতুন পাত্রে ফলের রস ও জলের নতুন অনুপাত হল
\( =\frac{7}{12}: \frac{17}{12}=7: 17 \)
Class 8 Chapter 12 Solution || Koshe dekhi 12 WBBSE Class 8 || মিশ্রণ কষে দেখি 12 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 12 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ১২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
8. রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই তিনটি গ্লাসের শরবতের জল ও সিরাপের পরিমাণের অনুপাতযথাক্রমে 3 : 1, 5 : 3 ও 9 : 7; আমি এই তিনটি গ্লাসের শরবত একটি বড়ো পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুনপাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কী হলো।
তিনটি সমান মাপের পাত্র রেশমি খাতুন পূর্ণ করেছে।
প্রথম পাত্রের শরবতের জল ও সিরাপের অনুপাত \( =3: 1 \)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{3+1}=\frac{3}{4} \)
সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{3+1}=\frac{1}{4} \)
দ্বিতীয় পাত্রের শরবতের জল ও সিরাপের অনুপাত \(= 5 : 3\)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+3}=\frac{5}{8} \)
সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{5+3}=\frac{3}{8} \)
আবার, তৃতীয় পাত্রের শরবতের জল ও সিরাপের অনুপাত \(= 9 : 7\)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{9}{9+7}=\frac{9}{16} \)
সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{7}{9+7}=\frac{7}{16} \)
\(\therefore\) নতুন বড়ো পাত্রে, মোট জলের পরিমাণ \( =\left(\frac{3}{4}+\frac{5}{8}+\frac{9}{16}\right)\)
\(=\left(\frac{12+10+9}{16}\right)=\frac{31}{16} \)
\(\therefore\) মোট সিরাপের পরিমাণ \( =\left(\frac{1}{4}+\frac{3}{8}+\frac{7}{16}\right)=\left(\frac{4+6+7}{16}\right)=\frac{17}{16} \)
\(\therefore\) বড়ো পাত্রে জল ও সিরাপের অনুপাত হল \( =\frac{31}{16}: \frac{17}{16}\)
\(=31 : 17 \)
প্রথম পাত্রের শরবতের জল ও সিরাপের অনুপাত \( =3: 1 \)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{3+1}=\frac{3}{4} \)
সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{3+1}=\frac{1}{4} \)
দ্বিতীয় পাত্রের শরবতের জল ও সিরাপের অনুপাত \(= 5 : 3\)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+3}=\frac{5}{8} \)
সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{5+3}=\frac{3}{8} \)
আবার, তৃতীয় পাত্রের শরবতের জল ও সিরাপের অনুপাত \(= 9 : 7\)
\(\therefore\) জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{9}{9+7}=\frac{9}{16} \)
সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{7}{9+7}=\frac{7}{16} \)
\(\therefore\) নতুন বড়ো পাত্রে, মোট জলের পরিমাণ \( =\left(\frac{3}{4}+\frac{5}{8}+\frac{9}{16}\right)\)
\(=\left(\frac{12+10+9}{16}\right)=\frac{31}{16} \)
\(\therefore\) মোট সিরাপের পরিমাণ \( =\left(\frac{1}{4}+\frac{3}{8}+\frac{7}{16}\right)=\left(\frac{4+6+7}{16}\right)=\frac{17}{16} \)
\(\therefore\) বড়ো পাত্রে জল ও সিরাপের অনুপাত হল \( =\frac{31}{16}: \frac{17}{16}\)
\(=31 : 17 \)
9. দু-প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাতযথাক্রমে 8 : 3 এবং 15 : 7; এই দু-প্রকার পিতল 5 : 2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে তামাও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসাব করে লিখি।
দুই প্রকার পিতল \(5 : 2\) অনুপাতে মেশানো আছে।
ধরি, নতুন পিতলে প্রথম প্রকার পিতল আছে \(= 5x\) একক
নতুন পিতলে দ্বিতীয় প্রকার পিতল আছে \(= 2x\) একক
যেখানে \(x\) হল অশূন্য আনুপাতিক ধ্রুবক।
প্রথম প্রকার পিতলে, তামা : দস্তা \(= 8 : 3\)
তামার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{8}{8+3}=\frac{8}{11} \)
দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{8+3}=\frac{3}{11} \)
\(\therefore\) প্রথম প্রকার পিতলে,
তামার পরিমাণ\( =\left(\frac{8}{11} \times 5 x\right) \) একক \( =\frac{40 x}{11} \) একক
দস্তার পরিমাণ \( =\left(\frac{3}{11} \times 5 x\right) \) একক \( =\frac{15 x}{11} \) একক
আবার, দ্বিতীয় প্রকার পিতলে তামা : দস্তা \(= 15 : 7\)
তামার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{15}{15+7}=\frac{15}{22} \)
দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{7}{15+7}=\frac{7}{22} \)
\(\therefore\) দ্বিতীয় প্রকার পিতলে,
তামার পরিমাণ \( =\left(\frac{15}{22} \times 2 x\right) \) একক \( =\frac{15 x}{11} \) একক
দস্তার পরিমাণ \( =\left(\frac{7}{22} \times 2 x\right) \) একক \( =\frac{7 x}{11} \) একক
\(\therefore\) নতুন পিতলে মোট তামার পরিমাণ \( =\left(\frac{40 x}{11}+\frac{15 x}{11}\right) \) একক
\( =\left(\frac{40 x+15 x}{11}\right) \) একক
\( =\left(\frac{55 x}{11}\right) \) একক
\( = 5x\) একক
নতুন পিতলে মোট দস্তার পরিমাণ \( =\left(\frac{15 x}{11}+\frac{7 x}{11}\right) \) একক
\( =\left(\frac{15 x+7 x}{11}\right) \) একক
\( =\left(\frac{22 x}{11}\right) \) একক
=\(2x\) একক
\(\therefore\) নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত
\( =5 x: 2 x=5: 2 \)
ধরি, নতুন পিতলে প্রথম প্রকার পিতল আছে \(= 5x\) একক
নতুন পিতলে দ্বিতীয় প্রকার পিতল আছে \(= 2x\) একক
যেখানে \(x\) হল অশূন্য আনুপাতিক ধ্রুবক।
প্রথম প্রকার পিতলে, তামা : দস্তা \(= 8 : 3\)
তামার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{8}{8+3}=\frac{8}{11} \)
দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{8+3}=\frac{3}{11} \)
\(\therefore\) প্রথম প্রকার পিতলে,
তামার পরিমাণ\( =\left(\frac{8}{11} \times 5 x\right) \) একক \( =\frac{40 x}{11} \) একক
দস্তার পরিমাণ \( =\left(\frac{3}{11} \times 5 x\right) \) একক \( =\frac{15 x}{11} \) একক
আবার, দ্বিতীয় প্রকার পিতলে তামা : দস্তা \(= 15 : 7\)
তামার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{15}{15+7}=\frac{15}{22} \)
দস্তার পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{7}{15+7}=\frac{7}{22} \)
\(\therefore\) দ্বিতীয় প্রকার পিতলে,
তামার পরিমাণ \( =\left(\frac{15}{22} \times 2 x\right) \) একক \( =\frac{15 x}{11} \) একক
দস্তার পরিমাণ \( =\left(\frac{7}{22} \times 2 x\right) \) একক \( =\frac{7 x}{11} \) একক
\(\therefore\) নতুন পিতলে মোট তামার পরিমাণ \( =\left(\frac{40 x}{11}+\frac{15 x}{11}\right) \) একক
\( =\left(\frac{40 x+15 x}{11}\right) \) একক
\( =\left(\frac{55 x}{11}\right) \) একক
\( = 5x\) একক
নতুন পিতলে মোট দস্তার পরিমাণ \( =\left(\frac{15 x}{11}+\frac{7 x}{11}\right) \) একক
\( =\left(\frac{15 x+7 x}{11}\right) \) একক
\( =\left(\frac{22 x}{11}\right) \) একক
=\(2x\) একক
\(\therefore\) নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত
\( =5 x: 2 x=5: 2 \)
10. দু-প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলেরপরিমাণের অনুপাত যথাক্রমে 2 : 11 এবং 5 : 21; এই দু-প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেসস্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7 : 32 হবে হিসাব করে লিখি।
ধরি, প্রথম প্রকার স্টেনলেস স্টিল \( x\) একক ও দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল \(y\) একক মেশাতে হবে।
প্রথম প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম : স্টিল \( = 2:11\)
প্রথম প্রকার স্টেনলেস স্টিলে,
ক্রোমিয়ামের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+11}=\frac{2}{13} \)
স্টিলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{11}{2+11}=\frac{11}{13} \)
\(\therefore\) প্রথম প্রকারে,
ক্রোমিয়ামের পরিমাণের \( =\left(\frac{2}{13} \times x\right) \)একক\( =\frac{2 x}{13} \) একক
স্টিলের পরিমাণ \( =\left(\frac{11}{13} \times x\right) \) একক\( =\frac{11x}{13} \) একক
দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম : স্টিল \(= 5:21\)
দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে,
ক্রোমিয়ামের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+21}=\frac{5}{26} \)
স্টিলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{21}{5+21}=\frac{21}{26} \)
দ্বিতীয় প্রকারে,
ক্রোমিয়ামের পরিমাণ \( =\left(\frac{5}{26} \times y\right) \) একক \( =\frac{5 y}{26} \) একক
স্টিলের পরিমাণ \( =\left(\frac{21}{26} \times y\right) \) একক \( =\frac{21 y}{26} \) একক
নতুন প্রকার স্টেনলেস স্টিলে, মোট ক্রোমিয়াম
\( =\left(\frac{2 x}{13}+\frac{5 y}{26}\right) \) একক \( =\frac{4 x+5 y}{26} \) একক
নতুন প্রকার স্টেনলেস স্টিলে, মোট স্টিল
\( =\left(\frac{11 x}{13}+\frac{21 y}{26}\right) \) একক \( =\frac{22 x+21 y}{26} \)একক
নতুন প্রকার স্টেনলেস স্টিলে, ক্রোমিয়াম : স্টিল
\( =\left(\frac{4 x+5 y}{26}\right):\left(\frac{22 x+21 y}{26}\right) \)
শর্তানুসারে,
\( \frac{\frac{4 x+5 y}{26}}{\frac{22 x+21 y}{26}}=\frac{7}{32} \)
বা, \( \frac{4 x+5 y}{22 x+21 y}=\frac{7}{32}\)
বা, \(32(4 x+5 y)=7(22 x+21 y)\)
বা, \(128 x+160 y=154 x+147 y\)
বা, \(128 x-154 x=147 y-160 y\)
বা, \(-26 x=-13 y\)
বা, \(\frac{x}{y}=\frac{-13}{-26}=\frac{1}{2} \)
বা, \(x:y=1:2\)
\(\therefore\) দু-প্রকার স্টেনলেস স্টিল \(1 : 2\) অনুপাতে মেশাতে হবে।
প্রথম প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম : স্টিল \( = 2:11\)
প্রথম প্রকার স্টেনলেস স্টিলে,
ক্রোমিয়ামের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+11}=\frac{2}{13} \)
স্টিলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{11}{2+11}=\frac{11}{13} \)
\(\therefore\) প্রথম প্রকারে,
ক্রোমিয়ামের পরিমাণের \( =\left(\frac{2}{13} \times x\right) \)একক\( =\frac{2 x}{13} \) একক
স্টিলের পরিমাণ \( =\left(\frac{11}{13} \times x\right) \) একক\( =\frac{11x}{13} \) একক
দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম : স্টিল \(= 5:21\)
দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে,
ক্রোমিয়ামের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+21}=\frac{5}{26} \)
স্টিলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{21}{5+21}=\frac{21}{26} \)
দ্বিতীয় প্রকারে,
ক্রোমিয়ামের পরিমাণ \( =\left(\frac{5}{26} \times y\right) \) একক \( =\frac{5 y}{26} \) একক
স্টিলের পরিমাণ \( =\left(\frac{21}{26} \times y\right) \) একক \( =\frac{21 y}{26} \) একক
নতুন প্রকার স্টেনলেস স্টিলে, মোট ক্রোমিয়াম
\( =\left(\frac{2 x}{13}+\frac{5 y}{26}\right) \) একক \( =\frac{4 x+5 y}{26} \) একক
নতুন প্রকার স্টেনলেস স্টিলে, মোট স্টিল
\( =\left(\frac{11 x}{13}+\frac{21 y}{26}\right) \) একক \( =\frac{22 x+21 y}{26} \)একক
নতুন প্রকার স্টেনলেস স্টিলে, ক্রোমিয়াম : স্টিল
\( =\left(\frac{4 x+5 y}{26}\right):\left(\frac{22 x+21 y}{26}\right) \)
শর্তানুসারে,
\( \frac{\frac{4 x+5 y}{26}}{\frac{22 x+21 y}{26}}=\frac{7}{32} \)
বা, \( \frac{4 x+5 y}{22 x+21 y}=\frac{7}{32}\)
বা, \(32(4 x+5 y)=7(22 x+21 y)\)
বা, \(128 x+160 y=154 x+147 y\)
বা, \(128 x-154 x=147 y-160 y\)
বা, \(-26 x=-13 y\)
বা, \(\frac{x}{y}=\frac{-13}{-26}=\frac{1}{2} \)
বা, \(x:y=1:2\)
\(\therefore\) দু-প্রকার স্টেনলেস স্টিল \(1 : 2\) অনুপাতে মেশাতে হবে।
11. একপাত্র শরবতের 5 : 2 অনুপাতে সিরাপ ও জল মেশানোআছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জালের পরিমাণ সমান সমান হবেহিসাব করে লিখি।
একপাত্র শরবতে সিরাপ ও জলের অনুপাত \(= 5 : 2\)
\(\therefore\) সম্পূর্ণ শরবতে, সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{5}{5+2} \) অংশ \( =\frac{5}{7} \) অংশ
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{5+2} \) অংশ \( =\frac{2}{7} \) অংশ
তথ্য সাপেক্ষে শরবতের কিছু অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে,
অর্থাৎ তাদের পরিমাণের অনুপাত হবে \(1 : 1\)।
\(\therefore\) নতুন শরবতে সিরাপের পরিমাণের আনুপাতিক
ভাগহার = জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \(=\frac{1}{2}\) অংশ
প্রথমে সিরাপ ছিল \( =\frac{5}{7} \) অংশ, পরে সিরাপের পরিমাণ \( =\frac{1}{2} \) অংশ
অর্থাৎ এমন পরিমাণ মিশ্রণ তুলতে হবে যাতে \( \left(\frac{5}{7}-\frac{1}{2}\right) \) অংশ
\( =\left(\frac{10-7}{14}\right) \) অংশ \( =\frac{3}{14} \) অংশ সিরাপ উঠে আসে।
গণিতের ভাষায় সমস্যাটি হল,
\(\begin{array}{|c|c|}
\hline \text{সিরাপের আনুপাতিক ভাগহার (অংশ) } & \text{শরবতের পরিমাণ (অংশ)} \\
\hline \frac{5}{7} & 1 \\
\hline \frac{3}{14} & x \text { (ধরি) }\\
\hline \end{array} \)
সিরাপের আনুপাতিক ভাগহারের পরিমাণ কমলে শরবতের পরিমাণ কমবে।
এক্ষেত্রে, সম্পর্কটি সরল সম্পর্কযুক্ত।
\(\therefore\) সমানুপাতটি হল, \( \frac{5}{7}: \frac{3}{14}:: 1: x \)
\( \therefore \frac{5}{7} \times x=1 \times \frac{3}{14} \)
বা, \( x=\frac{3}{{14}} \times \frac{7}{5}\)
\(\therefore x=\frac{3}{10} \)
\(\therefore\) \( \frac{3}{10} \) অংশ শরবত তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে।
বিকল্প পদ্ধতি :
শরবতে সিরাপ : জল \(= 5 : 2\)
\(\therefore\) সিরাপের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+2}=\frac{5}{7} \)
এবং জলের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{7} \)
মনে করি, y একক শরবত থেকে \(x\) একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ অর্থাৎ, \(x\) একক জল ঢালা হল।
অর্থাৎ, সমগ্র শরবতের \( \frac{x}{y} \) অংশ শরবত তুলে নিলে সিরাপ ও জলের পরিমাণ সমান হয়।
\(\therefore\) সম্পূর্ণ শরবতে, সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{5}{5+2} \) অংশ \( =\frac{5}{7} \) অংশ
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{5+2} \) অংশ \( =\frac{2}{7} \) অংশ
তথ্য সাপেক্ষে শরবতের কিছু অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে,
অর্থাৎ তাদের পরিমাণের অনুপাত হবে \(1 : 1\)।
\(\therefore\) নতুন শরবতে সিরাপের পরিমাণের আনুপাতিক
ভাগহার = জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \(=\frac{1}{2}\) অংশ
প্রথমে সিরাপ ছিল \( =\frac{5}{7} \) অংশ, পরে সিরাপের পরিমাণ \( =\frac{1}{2} \) অংশ
অর্থাৎ এমন পরিমাণ মিশ্রণ তুলতে হবে যাতে \( \left(\frac{5}{7}-\frac{1}{2}\right) \) অংশ
\( =\left(\frac{10-7}{14}\right) \) অংশ \( =\frac{3}{14} \) অংশ সিরাপ উঠে আসে।
গণিতের ভাষায় সমস্যাটি হল,
\(\begin{array}{|c|c|}
\hline \text{সিরাপের আনুপাতিক ভাগহার (অংশ) } & \text{শরবতের পরিমাণ (অংশ)} \\
\hline \frac{5}{7} & 1 \\
\hline \frac{3}{14} & x \text { (ধরি) }\\
\hline \end{array} \)
সিরাপের আনুপাতিক ভাগহারের পরিমাণ কমলে শরবতের পরিমাণ কমবে।
এক্ষেত্রে, সম্পর্কটি সরল সম্পর্কযুক্ত।
\(\therefore\) সমানুপাতটি হল, \( \frac{5}{7}: \frac{3}{14}:: 1: x \)
\( \therefore \frac{5}{7} \times x=1 \times \frac{3}{14} \)
বা, \( x=\frac{3}{{14}} \times \frac{7}{5}\)
\(\therefore x=\frac{3}{10} \)
\(\therefore\) \( \frac{3}{10} \) অংশ শরবত তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে।
বিকল্প পদ্ধতি :
শরবতে সিরাপ : জল \(= 5 : 2\)
\(\therefore\) সিরাপের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+2}=\frac{5}{7} \)
এবং জলের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{7} \)
মনে করি, y একক শরবত থেকে \(x\) একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ অর্থাৎ, \(x\) একক জল ঢালা হল।
অর্থাৎ, সমগ্র শরবতের \( \frac{x}{y} \) অংশ শরবত তুলে নিলে সিরাপ ও জলের পরিমাণ সমান হয়।
Class 8 Chapter 12 Solution || Koshe dekhi 12 WBBSE Class 8 || মিশ্রণ কষে দেখি 12 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 12 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ১২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
12. নীচের ছক দেখি, গণিতের গল্প তৈরি করি ও উত্তর খুঁজি:
গল্প 1 :
আজ দোল। একে অপরকে রং মাখানোর জন্য সমীর ও মিহির দুই ভাই দুটি বালতিতে জলে লাল রং দিয়ে রং তৈরি করেছিল। সমীর জল ও লাল রং \(5 : 4\) অনুপাতে এবং মিহির \(3 :2\) অনুপাতে মিশিয়েছিল। দুজনের মিশ্রণ থেকে সমান পরিমাণ নিয়ে মিশিয়ে তাদের এক বন্ধু রামিত রং তৈরি করল। রামিতের তৈরি করা মিশ্রণে জল ও লাল রঙের পরিমাণের অনুপাত কত হয়েছিল ?
সমীর ও মিহিরের রং-এ জল : লাল রং যথাক্রমে \(5 : 4\) ও \(3 : 2\)
দুটি মিশ্রণ থেকেই সমান পরিমাণ নিয়েছে রামিত
\(\therefore\) মোট জল নিয়েছে \( =\left(\frac{5}{9}+\frac{3}{5}\right)=\left(\frac{25+27}{45}\right)=\frac{52}{45} \)
এবং লাল রং নিয়েছে \( =\left(\frac{4}{9}+\frac{2}{5}\right)=\left(\frac{20+18}{45}\right)=\frac{38}{45} \)
রামিতের মিশ্রণে জল : লাল রং \( =\frac{52}{45}: \frac{38}{45}=52: 38=26: 19 \)
গল্প 2 :
একটি পাত্রে দুধ ও জল \(4 : 5\) অনুপাতে এবং অপর একটি পাত্রে \(5 : 1\) অনুপাতে মেশানো আছে।
ওই দুটি পাত্র থেকে কী অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত দুধ ও জলের অনুপাত \(5 : 4\) হবে ?
ধরি, প্রথম পাত্র থেকে \(x\) একক এবং দ্বিতীয় পাত্র থেকে \(y\)
একক মিশ্রণ নেওয়া হল।
নতুন পাত্রে দুধ : জল \(= 5 : 4\)
প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত \(4 : 5\)
\(\therefore\) প্রথম পাত্রে দুধের পরিমাণের অনুপাতিক ভাগহার \( =\frac{4}{4+5}=\frac{4}{9} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{4+5}=\frac{5}{9} \)
\(\therefore\) \(x\) এককে দুধ-এর অংশ \( =\frac{4 x}{9} \) একক
এবং জল-এর অংশ \( =\frac{5 x}{9} \) একক
দ্বিতীয় পাত্রে, দুধ ও জলের অনুপাত \(5 : 1\)
\(\therefore\) দ্বিতীয় পাত্রে,
দুধের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+1}=\frac{5}{6} \)
এবং জলের আনুপাতিক ভাগহার\( =\frac{1}{5+1}=\frac{1}{6} \)
\(\therefore\) \(y\) এককে দুধ-এর অংশ \( =\frac{5 y}{6} \) একক
এবং জলের অংশ \( =\frac{ y}{6} \) একক
শর্তানুসারে, \( \frac{\frac{4 x}{9}+\frac{5 y}{6}}{\frac{5 x}{9}+\frac{y}{6}}=\frac{5}{4} \)
বা, \( \frac{8 x+15 y}{18} \times \frac{18}{10 x+3 y}=\frac{5}{4} \)
বা, \( 4(8 x+15 y)=5(10 x+3 y) \)
বা, \( 32 x+60 y=50 x+15 y \)
বা, \( 32 x-50 x=15 y-60 y \)
বা, \(\not-18 x=\not-45 y \)
বা, \(x:y=5:2\)
গল্প 3 :
একটি শরবতের দোকানে দুটি বোতলে দুই ধরনের মিশ্রিত সিরাপ আছে। একটিতে জল ও সিরাপের অনুপাত \(3 : 4\) এবং অপরটিতে জল ও সিরাপের অনুপাত \(9 : 5\)। আলি দোকানদারকে ওই দুটি বোতল থেকে \(1 : 2\) অনুপাতে মিশিয়ে এক গ্লাস শরবত তাকে দিতে বলল। শরবতে জল ও সিরাপের অনুপাত কত হবে ?
আলির শরবতের গ্লাসে প্রথম বোতল ও দ্বিতীয় বোতলের মিশ্রণের অনুপাত \(= 1:2\)
ধরি, দোকানদার প্রথম বোতল থেকে \(x\) একক ও দ্বিতীয় বোতল থেকে \(2x\) একক মিশ্রণ দিয়েছেন যেখানে, \(x\) আনুপাতিক ধ্রুবক \( (x>0) \)
প্রথম বোতলে জল : সিরাপ \(= 3 : 4\)
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{3+4}=\frac{3}{7} \)
সিরাপের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{3+4}=\frac{4}{7} \)
জলের পরিমাণ \( =\left(\frac{3}{7} \times x\right) \) একক \( =\frac{3 x}{7} \) একক
সিরাপের পরিমাণ \( =\left(\frac{4}{7} \times x\right) \) একক \( =\frac{4 x}{7} \) একক
দ্বিতীয় বোতলে জল : সিরাপ \(= 9 : 5\)
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{9}{9+5}=\frac{9}{14} \)
সিরাপের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{9+5}=\frac{5}{14} \)
\(\therefore\) জলের পরিমাণ \( =\left(\frac{9}{14} \times 2 x\right)\) একক \(=\frac{9 x}{7} \) একক
সিরাপের পরিমাণ \( =\left(\frac{5}{14} \times 2 x\right) \) একক \(=\frac{5 x}{7} \) একক
আলিকে দেওয়া গ্লাসে, মোট জলের পরিমাণ
\( =\left(\frac{3 x}{7}+\frac{9 x}{7}\right) \) একক \( =\frac{12 x}{7} \) একক
মোট সিরাপের পরিমাণ \( =\left(\frac{4 x}{7}+\frac{5 x}{7}\right) \) একক \( =\frac{9 x}{7} \) একক
আলিকে দেওয়া গ্লাসে জল : সিরাপ \( =\frac{12 x}{7}: \frac{9 x}{7}=12: 9=4: 3 \)
গল্প 4 :
দুটি পাত্রে জল ও গ্লিসারিন 2 : 3 এবং 5 : 4 অনুপাতে আছে। পাত্র দুটি থেকে কী অনুপাতে জল ও গ্লিসারিন মিশ্রণ নিয়ে বড়ো একটি পাত্রে মেশালে বড়ো পাত্রে জল ও গ্লিসারিনের অনুপাত সমান হবে?
ধরি, প্রথম পাত্র থেকে \(x\) একক ও দ্বিতীয় পাত্র থেকে \(y\) একক মিশ্রণ নেওয়া হল।
প্রথম পাত্রের ক্ষেত্রে, জল : গ্লিসারিন \(= 2 : 3\)
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+3}=\frac{2}{5} \)
গ্লিসারিনের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{2+3}=\frac{3}{5} \)
\(\therefore\) \(x\) এককে জলের পরিমাণ \( =\left(\frac{2}{5} \times x\right) \) একক \( =\frac{2 x}{5} \) একক
গ্লিসারিনের পরিমাণ \( =\left(\frac{3}{5} \times x\right) \) একক \( =\frac{3 x}{5} \) একক
দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে, জলের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+4}=\frac{5}{9} \)
গ্লিসারিনের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{5+4}=\frac{4}{9} \)
\(\therefore\) \(y\) এককে জলের পরিমাণ \( =\left(\frac{5}{9} \times y\right) \) একক \( =\frac{5 y}{9} \) একক
গ্লিসারিনের পরিমাণ \( =\left(\frac{4}{9} \times y\right) \) একক \( =\frac{4 y}{9} \) একক
বড়ো পাত্রে, মোট জলের পরিমাণ \( =\left(\frac{2 x}{5}+\frac{5 y}{9}\right) \) একক
মোট গ্লিসারিনের পরিমাণ \( =\left(\frac{3 x}{5}+\frac{4 y}{9}\right) \) একক
শর্তানুসারে \( \left(\frac{2 x}{5}+\frac{5 y}{9}\right):\left(\frac{3 x}{5}+\frac{4 y}{9}\right)=1: 1 \)
বা, \( \frac{\frac{2 x}{5}+\frac{5 y}{9}}{\frac{3 x}{5}+\frac{4 y}{9}}=\frac{1}{1} \)
বা, \( \frac{2 x}{5}+\frac{5 y}{9}=\frac{3 x}{5}+\frac{4 y}{9} \)
বা, \( \frac{2 x}{5}-\frac{3 x}{5}=\frac{4 y}{9}-\frac{5 y}{9} \)
বা, \( \frac{-x}{5}=\frac{-y}{9} \)
বা, \( \frac{x}{y}=\frac{5}{9} \)
বা, \(x:y=5:9\)
\(\therefore\) দুটি পাত্র থেকে \( 5 : 9 \) অনুপাতে মিশ্রণ নেওয়া হয়েছে।
গল্প 5 :
ডালিয়া একটি জগে জল ও চিনি \(4:3\) অনুপাতে মিশিয়ে চিনির শরবত তৈরি করেছে। অহনা অপর একটি জগে \(5 : 2\) অনুপাতে জল ও চিনি মিশিয়ে আর-একটি চিনির শরবত তৈরি করল। শ্রীজিতা একা ওই দুই প্রকার মিশ্রণ নিয়ে পুনরায় একটি শরবত তৈরি করল যাতে জল ও চিনির অনুপাত \(9:5\) ।
শ্রীজিতা কী অনুপাতে ডালিয়া ও অহনার শরবত মিশিয়েছিল ?
ধরি, শ্রীজিতা প্রথম পাত্র থেকে \(x\) একক ও দ্বিতীয় পাত্র থেকে \(y\) একক পরিমাণ শরবত নিয়েছে।
ডালিয়ার তৈরি শরবতের ক্ষেত্রে,
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{4+3}=\frac{4}{7} \)
চিনির আনুপাতিক ভাগহার \( =\frac{3}{4+3}=\frac{3}{7} \)
\(x\) একক জলের পরিমাণ \( =\left(\frac{4}{7} \times x\right) \) একক \( =\frac{4 x}{7} \) একক
চিনির পরিমাণ \( =\left(\frac{3}{7} \times x\right) \) একক \( =\frac{3 x}{7} \) একক
অহনার তৈরি শরবতের ক্ষেত্রে,
জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+2}=\frac{5}{7} \)
চিনির পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{5+2}=\frac{2}{7} \)
\(y\) এককে জলের পরিমাণ \( =\left(\frac{5}{7} \times y\right) \) একক \( =\frac{5 y}{7} \) একক
চিনির পরিমাণ \( =\left(\frac{2}{7} \times y\right) \) একক \( =\frac{2 y}{7} \) একক
\(\therefore\) মোট জলের পরিমাণ \( =\left(\frac{4 x}{7}+\frac{5 y}{7}\right) \) একক
মোট চিনির পরিমাণ \( =\left(\frac{3 x}{7}+\frac{2 y}{7}\right) \) একক
শর্তানুসারে,
\( \left(\frac{4 x}{7}+\frac{5 y}{7}\right):\left(\frac{3 x}{7}+\frac{2 y}{7}\right)=9: 5 \)
বা, \( \frac{\frac{4 x}{7}+\frac{5 y}{7}}{\frac{3 x}{7}+\frac{2 y}{7}}=\frac{9}{5} \)
বা, \( \frac{4 x+5 y}{3 x+2 y}=\frac{9}{5} \)
বা, \( 9(3 x+2 y)=5(4 x+5 y)\)
বা, \(27 x+18 y=20 x+25 y\)
বা, \(27 x-20 x=25 y-18 y \)
বা, \( 7 x=7 y \)
বা, \( \frac{x}{y}=\frac{1}{1} \)
বা, \( x: y=1: 1 \)
\(\therefore\) মিশ্রণ দুটি সমপরিমাণ নেওয়া হয়েছিল।
আজ দোল। একে অপরকে রং মাখানোর জন্য সমীর ও মিহির দুই ভাই দুটি বালতিতে জলে লাল রং দিয়ে রং তৈরি করেছিল। সমীর জল ও লাল রং \(5 : 4\) অনুপাতে এবং মিহির \(3 :2\) অনুপাতে মিশিয়েছিল। দুজনের মিশ্রণ থেকে সমান পরিমাণ নিয়ে মিশিয়ে তাদের এক বন্ধু রামিত রং তৈরি করল। রামিতের তৈরি করা মিশ্রণে জল ও লাল রঙের পরিমাণের অনুপাত কত হয়েছিল ?
সমীর ও মিহিরের রং-এ জল : লাল রং যথাক্রমে \(5 : 4\) ও \(3 : 2\)
দুটি মিশ্রণ থেকেই সমান পরিমাণ নিয়েছে রামিত
\(\therefore\) মোট জল নিয়েছে \( =\left(\frac{5}{9}+\frac{3}{5}\right)=\left(\frac{25+27}{45}\right)=\frac{52}{45} \)
এবং লাল রং নিয়েছে \( =\left(\frac{4}{9}+\frac{2}{5}\right)=\left(\frac{20+18}{45}\right)=\frac{38}{45} \)
রামিতের মিশ্রণে জল : লাল রং \( =\frac{52}{45}: \frac{38}{45}=52: 38=26: 19 \)
গল্প 2 :
একটি পাত্রে দুধ ও জল \(4 : 5\) অনুপাতে এবং অপর একটি পাত্রে \(5 : 1\) অনুপাতে মেশানো আছে।
ওই দুটি পাত্র থেকে কী অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত দুধ ও জলের অনুপাত \(5 : 4\) হবে ?
ধরি, প্রথম পাত্র থেকে \(x\) একক এবং দ্বিতীয় পাত্র থেকে \(y\)
একক মিশ্রণ নেওয়া হল।
নতুন পাত্রে দুধ : জল \(= 5 : 4\)
প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত \(4 : 5\)
\(\therefore\) প্রথম পাত্রে দুধের পরিমাণের অনুপাতিক ভাগহার \( =\frac{4}{4+5}=\frac{4}{9} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{4+5}=\frac{5}{9} \)
\(\therefore\) \(x\) এককে দুধ-এর অংশ \( =\frac{4 x}{9} \) একক
এবং জল-এর অংশ \( =\frac{5 x}{9} \) একক
দ্বিতীয় পাত্রে, দুধ ও জলের অনুপাত \(5 : 1\)
\(\therefore\) দ্বিতীয় পাত্রে,
দুধের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+1}=\frac{5}{6} \)
এবং জলের আনুপাতিক ভাগহার\( =\frac{1}{5+1}=\frac{1}{6} \)
\(\therefore\) \(y\) এককে দুধ-এর অংশ \( =\frac{5 y}{6} \) একক
এবং জলের অংশ \( =\frac{ y}{6} \) একক
শর্তানুসারে, \( \frac{\frac{4 x}{9}+\frac{5 y}{6}}{\frac{5 x}{9}+\frac{y}{6}}=\frac{5}{4} \)
বা, \( \frac{8 x+15 y}{18} \times \frac{18}{10 x+3 y}=\frac{5}{4} \)
বা, \( 4(8 x+15 y)=5(10 x+3 y) \)
বা, \( 32 x+60 y=50 x+15 y \)
বা, \( 32 x-50 x=15 y-60 y \)
বা, \(\not-18 x=\not-45 y \)
বা, \(x:y=5:2\)
গল্প 3 :
একটি শরবতের দোকানে দুটি বোতলে দুই ধরনের মিশ্রিত সিরাপ আছে। একটিতে জল ও সিরাপের অনুপাত \(3 : 4\) এবং অপরটিতে জল ও সিরাপের অনুপাত \(9 : 5\)। আলি দোকানদারকে ওই দুটি বোতল থেকে \(1 : 2\) অনুপাতে মিশিয়ে এক গ্লাস শরবত তাকে দিতে বলল। শরবতে জল ও সিরাপের অনুপাত কত হবে ?
আলির শরবতের গ্লাসে প্রথম বোতল ও দ্বিতীয় বোতলের মিশ্রণের অনুপাত \(= 1:2\)
ধরি, দোকানদার প্রথম বোতল থেকে \(x\) একক ও দ্বিতীয় বোতল থেকে \(2x\) একক মিশ্রণ দিয়েছেন যেখানে, \(x\) আনুপাতিক ধ্রুবক \( (x>0) \)
প্রথম বোতলে জল : সিরাপ \(= 3 : 4\)
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{3+4}=\frac{3}{7} \)
সিরাপের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{3+4}=\frac{4}{7} \)
জলের পরিমাণ \( =\left(\frac{3}{7} \times x\right) \) একক \( =\frac{3 x}{7} \) একক
সিরাপের পরিমাণ \( =\left(\frac{4}{7} \times x\right) \) একক \( =\frac{4 x}{7} \) একক
দ্বিতীয় বোতলে জল : সিরাপ \(= 9 : 5\)
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{9}{9+5}=\frac{9}{14} \)
সিরাপের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{9+5}=\frac{5}{14} \)
\(\therefore\) জলের পরিমাণ \( =\left(\frac{9}{14} \times 2 x\right)\) একক \(=\frac{9 x}{7} \) একক
সিরাপের পরিমাণ \( =\left(\frac{5}{14} \times 2 x\right) \) একক \(=\frac{5 x}{7} \) একক
আলিকে দেওয়া গ্লাসে, মোট জলের পরিমাণ
\( =\left(\frac{3 x}{7}+\frac{9 x}{7}\right) \) একক \( =\frac{12 x}{7} \) একক
মোট সিরাপের পরিমাণ \( =\left(\frac{4 x}{7}+\frac{5 x}{7}\right) \) একক \( =\frac{9 x}{7} \) একক
আলিকে দেওয়া গ্লাসে জল : সিরাপ \( =\frac{12 x}{7}: \frac{9 x}{7}=12: 9=4: 3 \)
গল্প 4 :
দুটি পাত্রে জল ও গ্লিসারিন 2 : 3 এবং 5 : 4 অনুপাতে আছে। পাত্র দুটি থেকে কী অনুপাতে জল ও গ্লিসারিন মিশ্রণ নিয়ে বড়ো একটি পাত্রে মেশালে বড়ো পাত্রে জল ও গ্লিসারিনের অনুপাত সমান হবে?
ধরি, প্রথম পাত্র থেকে \(x\) একক ও দ্বিতীয় পাত্র থেকে \(y\) একক মিশ্রণ নেওয়া হল।
প্রথম পাত্রের ক্ষেত্রে, জল : গ্লিসারিন \(= 2 : 3\)
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+3}=\frac{2}{5} \)
গ্লিসারিনের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{2+3}=\frac{3}{5} \)
\(\therefore\) \(x\) এককে জলের পরিমাণ \( =\left(\frac{2}{5} \times x\right) \) একক \( =\frac{2 x}{5} \) একক
গ্লিসারিনের পরিমাণ \( =\left(\frac{3}{5} \times x\right) \) একক \( =\frac{3 x}{5} \) একক
দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে, জলের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+4}=\frac{5}{9} \)
গ্লিসারিনের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{5+4}=\frac{4}{9} \)
\(\therefore\) \(y\) এককে জলের পরিমাণ \( =\left(\frac{5}{9} \times y\right) \) একক \( =\frac{5 y}{9} \) একক
গ্লিসারিনের পরিমাণ \( =\left(\frac{4}{9} \times y\right) \) একক \( =\frac{4 y}{9} \) একক
বড়ো পাত্রে, মোট জলের পরিমাণ \( =\left(\frac{2 x}{5}+\frac{5 y}{9}\right) \) একক
মোট গ্লিসারিনের পরিমাণ \( =\left(\frac{3 x}{5}+\frac{4 y}{9}\right) \) একক
শর্তানুসারে \( \left(\frac{2 x}{5}+\frac{5 y}{9}\right):\left(\frac{3 x}{5}+\frac{4 y}{9}\right)=1: 1 \)
বা, \( \frac{\frac{2 x}{5}+\frac{5 y}{9}}{\frac{3 x}{5}+\frac{4 y}{9}}=\frac{1}{1} \)
বা, \( \frac{2 x}{5}+\frac{5 y}{9}=\frac{3 x}{5}+\frac{4 y}{9} \)
বা, \( \frac{2 x}{5}-\frac{3 x}{5}=\frac{4 y}{9}-\frac{5 y}{9} \)
বা, \( \frac{-x}{5}=\frac{-y}{9} \)
বা, \( \frac{x}{y}=\frac{5}{9} \)
বা, \(x:y=5:9\)
\(\therefore\) দুটি পাত্র থেকে \( 5 : 9 \) অনুপাতে মিশ্রণ নেওয়া হয়েছে।
গল্প 5 :
ডালিয়া একটি জগে জল ও চিনি \(4:3\) অনুপাতে মিশিয়ে চিনির শরবত তৈরি করেছে। অহনা অপর একটি জগে \(5 : 2\) অনুপাতে জল ও চিনি মিশিয়ে আর-একটি চিনির শরবত তৈরি করল। শ্রীজিতা একা ওই দুই প্রকার মিশ্রণ নিয়ে পুনরায় একটি শরবত তৈরি করল যাতে জল ও চিনির অনুপাত \(9:5\) ।
শ্রীজিতা কী অনুপাতে ডালিয়া ও অহনার শরবত মিশিয়েছিল ?
ধরি, শ্রীজিতা প্রথম পাত্র থেকে \(x\) একক ও দ্বিতীয় পাত্র থেকে \(y\) একক পরিমাণ শরবত নিয়েছে।
ডালিয়ার তৈরি শরবতের ক্ষেত্রে,
জলের আনুপাতিক ভাগহার \( =\frac{4}{4+3}=\frac{4}{7} \)
চিনির আনুপাতিক ভাগহার \( =\frac{3}{4+3}=\frac{3}{7} \)
\(x\) একক জলের পরিমাণ \( =\left(\frac{4}{7} \times x\right) \) একক \( =\frac{4 x}{7} \) একক
চিনির পরিমাণ \( =\left(\frac{3}{7} \times x\right) \) একক \( =\frac{3 x}{7} \) একক
অহনার তৈরি শরবতের ক্ষেত্রে,
জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{5}{5+2}=\frac{5}{7} \)
চিনির পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{5+2}=\frac{2}{7} \)
\(y\) এককে জলের পরিমাণ \( =\left(\frac{5}{7} \times y\right) \) একক \( =\frac{5 y}{7} \) একক
চিনির পরিমাণ \( =\left(\frac{2}{7} \times y\right) \) একক \( =\frac{2 y}{7} \) একক
\(\therefore\) মোট জলের পরিমাণ \( =\left(\frac{4 x}{7}+\frac{5 y}{7}\right) \) একক
মোট চিনির পরিমাণ \( =\left(\frac{3 x}{7}+\frac{2 y}{7}\right) \) একক
শর্তানুসারে,
\( \left(\frac{4 x}{7}+\frac{5 y}{7}\right):\left(\frac{3 x}{7}+\frac{2 y}{7}\right)=9: 5 \)
বা, \( \frac{\frac{4 x}{7}+\frac{5 y}{7}}{\frac{3 x}{7}+\frac{2 y}{7}}=\frac{9}{5} \)
বা, \( \frac{4 x+5 y}{3 x+2 y}=\frac{9}{5} \)
বা, \( 9(3 x+2 y)=5(4 x+5 y)\)
বা, \(27 x+18 y=20 x+25 y\)
বা, \(27 x-20 x=25 y-18 y \)
বা, \( 7 x=7 y \)
বা, \( \frac{x}{y}=\frac{1}{1} \)
বা, \( x: y=1: 1 \)
\(\therefore\) মিশ্রণ দুটি সমপরিমাণ নেওয়া হয়েছিল।
ক্রমিক নং | দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত | নতুন মিশ্রণে মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত | নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত |
---|---|---|---|
1 | 5 : 4 এবং 3 : 2 | মিশ্রণ দুটি সমান পরিমাণ নিয়ে | 26 : 19 |
2 | 4 : 5 এবং 5 : 1 | 5 : 2 | 5 : 4 |
3 | 3 : 4 এবং 9 : 5 | 1 : 2 অনুপাতে | 4 : 3 |
4 | 2 : 3 এবং 5 : 4 | 5 : 9 | 1 : 1 |
5 | 4 : 3 এবং 5 : 2 | 1 : 1 বা, সমান পরিমাণ মিশ্রণ দুটি নিয়ে | 9 ; 5 |
Class 8 Chapter 12 Solution || Koshe dekhi 12 WBBSE Class 8 || মিশ্রণ কষে দেখি 12 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 12 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ১২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
13. 700 লিটার একটি মিশ্রণে তিন ধরনের তরলের প্রথম ওদ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2 : 3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4 : 5; ওই মিশ্রণে প্রথম ওদ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে তিন প্রকার তরলের পরিমাণের অনুপাত 6 : 5 : 3 হবে তা হিসাবকরে লিখি।
মোট মিশ্রণের পরিমাণ 700 লিটার, এর মধ্যে তিন প্রকার তরল আছে।
প্রথম প্রকার তরল : দ্বিতীয় প্রকার তরল = 2 : 3
দ্বিতীয় প্রকার তরল : তৃতীয় প্রকার তরল = 4 : 5
প্রথম প্রকার তরল : দ্বিতীয় প্রকার তরল : তৃতীয় প্রকার তরল
\( =2 \times 4: 3 \times 4: 3 \times 5=8: 12: 15 \)
প্রথম প্রকার তরলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{8}{8+12+15}=\frac{8}{35} \)
দ্বিতীয় প্রকার তরলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{12}{8+12+15}=\frac{12}{35} \)
তৃতীয় প্রকার তরলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{15}{8+12+15}=\frac{15}{35} \)
700 লিটার মিশ্রণে, প্রথম প্রকার তরলের পরিমাণ
\( =\left(\frac{8}{35} \times 700 \right) \) লিটার = 160 লিটার
দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ
\( =\left(\frac{12}{35} \times 700 \right) \) লিটার = 240 লিটার
তৃতীয় প্রকার তরলের পরিমাণ
\( =\left(\frac{15}{35} \times 700 \right) \) লিটার = 300 লিটার
ধরি, \(x \) লিটার প্রথম প্রকারের তরল এবং y লিটার দ্বিতীয় প্রকারের তরল মেশালে তিন প্রকার তরলের অনুপাত 6 : 5 : 3 হয়।
এক্ষেত্রে, তৃতীয় প্রকার তরলের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি।
এখন, প্রথম প্রকার তরলের পরিমাণ \(= (160+x)\) লিটার
দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ \(= (240 + y)\) লিটার
শর্তানুসারে,
\(\frac{\text{প্রথম প্রকার তরল}}{\text{তৃতীয় প্রকার তরল}}=\frac{6}{3}\)
বা, \( \frac{160+x}{300}=\frac{6}{3} \)
বা, \( 160+x=\frac{6}{3} \times 300 =600\)
বা, \(x=600-160=440 \)
আবার, \(\frac{\text{ দ্বিতীয় প্রকার তরল }}{\text{তৃতীয় প্রকার তরল }} = \frac{5}{3}\)
বা, \(= \frac{240+y}{300}=\frac{5}{3}\)
বা, \(240+y=\frac{5}{3} \times 300 =500\)
বা, \(y=500-240=260 \)
\(\therefore\) প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে।
প্রথম প্রকার তরল : দ্বিতীয় প্রকার তরল = 2 : 3
দ্বিতীয় প্রকার তরল : তৃতীয় প্রকার তরল = 4 : 5
প্রথম প্রকার তরল : দ্বিতীয় প্রকার তরল : তৃতীয় প্রকার তরল
\( =2 \times 4: 3 \times 4: 3 \times 5=8: 12: 15 \)
প্রথম প্রকার তরলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{8}{8+12+15}=\frac{8}{35} \)
দ্বিতীয় প্রকার তরলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{12}{8+12+15}=\frac{12}{35} \)
তৃতীয় প্রকার তরলের পরিমাণের আনুপাতিক ভাগহার
\( =\frac{15}{8+12+15}=\frac{15}{35} \)
700 লিটার মিশ্রণে, প্রথম প্রকার তরলের পরিমাণ
\( =\left(\frac{8}{35} \times 700 \right) \) লিটার = 160 লিটার
দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ
\( =\left(\frac{12}{35} \times 700 \right) \) লিটার = 240 লিটার
তৃতীয় প্রকার তরলের পরিমাণ
\( =\left(\frac{15}{35} \times 700 \right) \) লিটার = 300 লিটার
ধরি, \(x \) লিটার প্রথম প্রকারের তরল এবং y লিটার দ্বিতীয় প্রকারের তরল মেশালে তিন প্রকার তরলের অনুপাত 6 : 5 : 3 হয়।
এক্ষেত্রে, তৃতীয় প্রকার তরলের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি।
এখন, প্রথম প্রকার তরলের পরিমাণ \(= (160+x)\) লিটার
দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ \(= (240 + y)\) লিটার
শর্তানুসারে,
\(\frac{\text{প্রথম প্রকার তরল}}{\text{তৃতীয় প্রকার তরল}}=\frac{6}{3}\)
বা, \( \frac{160+x}{300}=\frac{6}{3} \)
বা, \( 160+x=\frac{6}{3} \times 300 =600\)
বা, \(x=600-160=440 \)
আবার, \(\frac{\text{ দ্বিতীয় প্রকার তরল }}{\text{তৃতীয় প্রকার তরল }} = \frac{5}{3}\)
বা, \(= \frac{240+y}{300}=\frac{5}{3}\)
বা, \(240+y=\frac{5}{3} \times 300 =500\)
বা, \(y=500-240=260 \)
\(\therefore\) প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে।
14. এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণেরঅনুপাত 89 : 11; এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90 : 10 হবে তাহিসাব করে লিখি।
প্রদত্ত, সিরাপে জল : অবশিষ্টাংশ \(= 89:11\)
মোট সিরাপের পরিমাণ \(= 22\) লিটার
সিরাপে জলের আনুপাতিক ভাগহার \( =\frac{89}{89+11}=\frac{89}{100} \)
সিরাপে অবশিষ্টাংশের আনুপাতিক ভাগহার \( =\frac{11}{89+11}\)
\(=\frac{11}{100} \)
22 লিটার সিরাপে, জলের পরিমাণ \( =\left(\frac{89}{100} \times 22\right) \)লিটার
\( =\frac{1958}{100} \) লিটার
অবশিষ্টাংশের পরিমাণ \( =\left(\frac{11}{100} \times 22\right) \) লিটার
\( =\frac{242}{100} \) লিটার
ধরি, এই মিশ্রণে আরও \(x \) লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত হবে \(=90:10\)
শর্তানুসারে,
\( \left(\frac{1958}{100}+x\right): \frac{242}{100}=90: 10 \)
বা, \( \frac{\frac{1958}{100}+x}{\frac{242}{100}}=\frac{90}{10}\)
বা, \(\frac{1958+100 x}{242}=\frac{90}{10}\)
বা, \(1958+100 x=242 \times 9=2178\)
বা, \(100 x=2178-1958=220\)
বা, \(x=\frac{220}{100}=2.2 \)
\(\therefore\) আরও \(2.2\) লিটার জল মেশাতে হবে।
মোট সিরাপের পরিমাণ \(= 22\) লিটার
সিরাপে জলের আনুপাতিক ভাগহার \( =\frac{89}{89+11}=\frac{89}{100} \)
সিরাপে অবশিষ্টাংশের আনুপাতিক ভাগহার \( =\frac{11}{89+11}\)
\(=\frac{11}{100} \)
22 লিটার সিরাপে, জলের পরিমাণ \( =\left(\frac{89}{100} \times 22\right) \)লিটার
\( =\frac{1958}{100} \) লিটার
অবশিষ্টাংশের পরিমাণ \( =\left(\frac{11}{100} \times 22\right) \) লিটার
\( =\frac{242}{100} \) লিটার
ধরি, এই মিশ্রণে আরও \(x \) লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত হবে \(=90:10\)
শর্তানুসারে,
\( \left(\frac{1958}{100}+x\right): \frac{242}{100}=90: 10 \)
বা, \( \frac{\frac{1958}{100}+x}{\frac{242}{100}}=\frac{90}{10}\)
বা, \(\frac{1958+100 x}{242}=\frac{90}{10}\)
বা, \(1958+100 x=242 \times 9=2178\)
বা, \(100 x=2178-1958=220\)
বা, \(x=\frac{220}{100}=2.2 \)
\(\therefore\) আরও \(2.2\) লিটার জল মেশাতে হবে।
15. তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5 : 3 : 2 এবং বোতল তিনটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতলতিনটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2 : 3, 1 : 2 এবং 1 : 3; প্রথম বোতলের \(\frac{1}{3}\) অংশ,দ্বিতীয় বোতলের \(\frac{1}{2}\) অংশ এবং তৃতীয় বোতলের \(\frac{2}{3}\) অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুনমিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হিসাব করি।
তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত \(5 : 3 : 2 \)
প্রথম বোতলের \( \frac{1}{3} \) অংশ, দ্বিতীয় বোতলের \( \frac{1}{2} \) অংশ
এবং তৃতীয় বোতলের \( \frac{2}{3} \) অংশ একসঙ্গে মেশানো হয়েছে।
তিনটি বোতলের আয়তন হিসেবে অনুপাত
\( =\left(5 \times \frac{1}{3}\right):\left(3 \times \frac{1}{2}\right):\left(2 \times \frac{2}{3}\right)\)
\(=\frac{5}{3}: \frac{3}{2}: \frac{4}{3} \)
\(=\frac{5}{3} \times 6: \frac{3}{2} \times 6: \frac{4}{3} \times 6 \quad \) [\(\because \) \(2\) ও \(3\)-এর লসাগু \(= 6\)]
\(= 10 : 9 : 8\)
\(\therefore\) ধরি, তিন প্রকার বোতলের আয়তন যথাক্রমে
\(10x\) একক, \(9x\) একক, \(8x\) একক, যেখানে \(x\) = অশূন্য আনুপাতিক ধ্রুবক
প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত \(= 2 : 3\)
\(\therefore\) প্রথম বোতলে ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+3}=\frac{2}{5} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{2+3}=\frac{3}{5} \)
প্রথম বোতলে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{2}{5} \times 10x \right) \) একক \(=4x\) একক
এবং প্রথম বোতলে জলের পরিমাণ \( =\left(\frac{3}{5} \times 10x \right) \) একক \(=6x\) একক
\(\therefore\) দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত \(= 1 : 2\)
দ্বিতীয় বোতলে ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{1+2}=\frac{1}{3} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{1+2}=\frac{2}{3} \)
দ্বিতীয় বোতলে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{1}{3} \times 9 x\right) \) একক \(= 3x\) একক
এবং দ্বিতীয় বোতলে জলের পরিমাণ \( =\left(\frac{2}{3} \times 9 x\right) \) \(= 6x \)একক
তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত \( = 1 : 3\)
\(\therefore\) তৃতীয় বোতলে ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{1+3}=\frac{1}{4} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( \frac{3}{1+3}=\frac{3}{4} \)
তৃতীয় বোতলে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{1}{4} \times 8 x\right) \) একক \(= 2x\) একক
এবং তৃতীয় বোতলে জলের পরিমাণ \( =\left(\frac{3}{4} \times{} 8 x\right) \) একক \( =6 x \) একক
নতুন মিশ্রণে, মোট ফিনাইলের পরিমাণ \( = (4x + 3x + 2x)\) একক \( = 9x\) একক
মোট জলের পরিমাণ \(= (6x + 6x + 6x)\) একক \(= 18x\) একক
\(\therefore\) নতুন মিশ্রণে ফিনাইল : জল \(= 9x : 18x = 9 : 18 = 1 : 2 \)
প্রথম বোতলের \( \frac{1}{3} \) অংশ, দ্বিতীয় বোতলের \( \frac{1}{2} \) অংশ
এবং তৃতীয় বোতলের \( \frac{2}{3} \) অংশ একসঙ্গে মেশানো হয়েছে।
তিনটি বোতলের আয়তন হিসেবে অনুপাত
\( =\left(5 \times \frac{1}{3}\right):\left(3 \times \frac{1}{2}\right):\left(2 \times \frac{2}{3}\right)\)
\(=\frac{5}{3}: \frac{3}{2}: \frac{4}{3} \)
\(=\frac{5}{3} \times 6: \frac{3}{2} \times 6: \frac{4}{3} \times 6 \quad \) [\(\because \) \(2\) ও \(3\)-এর লসাগু \(= 6\)]
\(= 10 : 9 : 8\)
\(\therefore\) ধরি, তিন প্রকার বোতলের আয়তন যথাক্রমে
\(10x\) একক, \(9x\) একক, \(8x\) একক, যেখানে \(x\) = অশূন্য আনুপাতিক ধ্রুবক
প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত \(= 2 : 3\)
\(\therefore\) প্রথম বোতলে ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{2+3}=\frac{2}{5} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{3}{2+3}=\frac{3}{5} \)
প্রথম বোতলে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{2}{5} \times 10x \right) \) একক \(=4x\) একক
এবং প্রথম বোতলে জলের পরিমাণ \( =\left(\frac{3}{5} \times 10x \right) \) একক \(=6x\) একক
\(\therefore\) দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত \(= 1 : 2\)
দ্বিতীয় বোতলে ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{1+2}=\frac{1}{3} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{2}{1+2}=\frac{2}{3} \)
দ্বিতীয় বোতলে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{1}{3} \times 9 x\right) \) একক \(= 3x\) একক
এবং দ্বিতীয় বোতলে জলের পরিমাণ \( =\left(\frac{2}{3} \times 9 x\right) \) \(= 6x \)একক
তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত \( = 1 : 3\)
\(\therefore\) তৃতীয় বোতলে ফিনাইলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( =\frac{1}{1+3}=\frac{1}{4} \)
এবং জলের পরিমাণের আনুপাতিক ভাগহার \( \frac{3}{1+3}=\frac{3}{4} \)
তৃতীয় বোতলে ফিনাইলের পরিমাণ \( =\left(\frac{1}{4} \times 8 x\right) \) একক \(= 2x\) একক
এবং তৃতীয় বোতলে জলের পরিমাণ \( =\left(\frac{3}{4} \times{} 8 x\right) \) একক \( =6 x \) একক
নতুন মিশ্রণে, মোট ফিনাইলের পরিমাণ \( = (4x + 3x + 2x)\) একক \( = 9x\) একক
মোট জলের পরিমাণ \(= (6x + 6x + 6x)\) একক \(= 18x\) একক
\(\therefore\) নতুন মিশ্রণে ফিনাইল : জল \(= 9x : 18x = 9 : 18 = 1 : 2 \)
Class 8 Chapter 12 Solution || Koshe dekhi 12 WBBSE Class 8 || মিশ্রণ কষে দেখি 12 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 12 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ১২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra