ক্লাস 7 গণিত অধ্যায় আসন্নমান অনুশীলনী 10 সমাধান || WBBSE Class 7 Math Book Solution in Bengali || কষে দেখি 10 ক্লাস VII || Koshe Dekhi 10Class 7 || Ganitprabha Class 7 Chapter 10 Solution || পূর্বপাঠের পুনরালোচনা গণিতপ্রভা সমাধান
Share this page using :
Ganit Prabha Class 7 Koshe Dekhi 10 Math Solution || পূর্বপাঠের পুনরালোচনা গণিতপ্রভা সমাধান || Koshe Dekhi 10 Class 7 || কষে দেখি 10 ক্লাস VII || ক্লাস 7 গণিত অধ্যায় আসন্নমান অনুশীলনী 10 সমাধান
কষে দেখি - 10
Ganit Prabha Class 7 Koshe Dekhi 10 Math Solution || পূর্বপাঠের পুনরালোচনা গণিতপ্রভা সমাধান || Koshe Dekhi 10 Class 7 || কষে দেখি 10 ক্লাস VII || ক্লাস 7 গণিত অধ্যায় আসন্নমান অনুশীলনী 10 সমাধান
1. 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে)।
এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়।
এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়।
এখন 3 টাকা = 300 পয়সা।
\(\therefore\) 300 পয়সা 7 জনের মধ্যে ভাগ করে দিতে হবে।
\(\therefore \frac{300}{7}\) = 42.857 পয়সা।
প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। (দুই দশমিক পর্যন্ত আসন্ন মান)
\(\therefore\) 7 জনে মোট পাবে = \(42 \cdot 86 \times 7=300 \cdot 02\) পয়সা।
যা মোট টাকার থেকে \((300 \cdot 02-300)=\cdot 02\) পয়সা বেশি হয়।
\(\therefore\) 300 পয়সা 7 জনের মধ্যে ভাগ করে দিতে হবে।
\(\therefore \frac{300}{7}\) = 42.857 পয়সা।
প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। (দুই দশমিক পর্যন্ত আসন্ন মান)
\(\therefore\) 7 জনে মোট পাবে = \(42 \cdot 86 \times 7=300 \cdot 02\) পয়সা।
যা মোট টাকার থেকে \((300 \cdot 02-300)=\cdot 02\) পয়সা বেশি হয়।
2. আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসেব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে)।
আরও হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম।
আরও হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম।
8 জন ছেলে ও 7 জন মেয়ে (8 + 7) = 15 জন ছেলেমেয়ে
22 টাকা = 2200 পয়সা।
এখন 2200 পয়সা 15 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে।
এখন \(\frac{2200}{15}=146 \cdot 6\)
প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে। (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান)
8 জন ছেলে মোট পাবে \(146 \cdot 67 \times 8=1173 \cdot 36\) পয়সা
= 1173 পয়সা= 11 টাকা 73 পয়সা।
7 জন মেয়ে মোট পাবে \(146 \cdot 67 \times 7=1026 \cdot 69\) পয়সা
= 1027 পয়সা = 10 টাকা 27 পয়সা
15 জন মেয়ে মোট পাবে = 11.73 টাকা + 10.27 টাকা = 22 টাকা
22 টাকা = 2200 পয়সা।
এখন 2200 পয়সা 15 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে।
এখন \(\frac{2200}{15}=146 \cdot 6\)
প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে। (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান)
8 জন ছেলে মোট পাবে \(146 \cdot 67 \times 8=1173 \cdot 36\) পয়সা
= 1173 পয়সা= 11 টাকা 73 পয়সা।
7 জন মেয়ে মোট পাবে \(146 \cdot 67 \times 7=1026 \cdot 69\) পয়সা
= 1027 পয়সা = 10 টাকা 27 পয়সা
15 জন মেয়ে মোট পাবে = 11.73 টাকা + 10.27 টাকা = 22 টাকা
3. আলো 1 সেকেন্ডে যায় 186000 মাইল। আবার 1 মাইল = 1.6093 কিমি.। আলো 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারে আসন্নমানে প্রকাশ করি। (তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে)
1 মাইল = 1.6093 কিমি
\(\therefore\) 186000 মাইল = \(1 \cdot 6093 \times 186000\) কিমি
= 299329.8000 কিমি (আসন্ন মানে)
= 299329.800 কিমি. (তিন দশমিক পর্যন্ত আসন্ন মানে)।
\(\therefore\) 186000 মাইল = \(1 \cdot 6093 \times 186000\) কিমি
= 299329.8000 কিমি (আসন্ন মানে)
= 299329.800 কিমি. (তিন দশমিক পর্যন্ত আসন্ন মানে)।
4. 0.997 এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি।
দুই দশমিক পর্যন্ত আসন্নমান = 1.00
5. শূন্যস্থান পূরণ করি—
সংখ্যা | সংখ্যাটির দশমিকের আগে পূর্ণসংখ্যা | সংখ্যাটির দশমিকের আগে পূর্ণসংখ্যায় আসন্নমান | সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান | সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্নমান | সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান | সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান | সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান প্রকৃতমান |
সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান আসন্নমান |
\(54 \cdot 7049\) | 54 | 55 | \(54 \cdot 7\) | \(54 \cdot 7\) | \(54 \cdot 70\) | \(54 \cdot 70\) | \(54 \cdot 70\) | \(54 \cdot 705\) |
\(35 \cdot 6268\) | 35 | 36 | \(35 \cdot 6\) | \(35 \cdot 6\) | \(35 \cdot 62\) | \(35 \cdot 3\) | \(35 \cdot 625\) | \(35 \cdot 627\) |
\(2 \cdot 00065\) | 2 | 2 | \(2 \cdot 0\) | 2 | 2 | 2 | 2 | \(2 \cdot 001\) |
\(0 \cdot 06251\) | 0 | 0 | .0 | .1 | .06 | .06 | .062 | .063 |
0.00626 | 0 | 0 | 0 | 0 | 00 | . 01 | .006 | .006 |
6. নীচের ভগ্নাংশগুলির দুই, তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি—
(i) \(\frac{22}{7}\)
\(\frac{22}{7}\)
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 3.14
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 3.143
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 3.1429
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 3.14
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 3.143
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 3.1429
(ii) \(\frac{3}{14}\)
\(\frac{3}{14}\)
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.21
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.214
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.2143
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.21
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.214
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.2143
Ganit Prabha Class 7 Koshe Dekhi 10 Math Solution || পূর্বপাঠের পুনরালোচনা গণিতপ্রভা সমাধান || Koshe Dekhi 10 Class 7 || কষে দেখি 10 ক্লাস VII || ক্লাস 7 গণিত অধ্যায় আসন্নমান অনুশীলনী 10 সমাধান
(iii) \(\frac{1}{5}\)
\(\frac{1}{5}\)
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 0:20
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.200
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 0:2000
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 0:20
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.200
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 0:2000
(iv) \(\frac{47}{57}\)
\(\frac{47}{57}\)
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.82
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.425
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.8246
দুই দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.82
তিন দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.425
চার দশমিক পর্যন্ত আসন্ন মান = 0.8246
7. নীচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি-
মূল সংখ্যা লক্ষে আসন্ন মান সহস্রে আসন্ন মান শতকে আসন্ন মান
2678945 | 2700000 | 2679000 | 2678900 |
3124487 | 3100000 | 3124000 | 3124500 |
1356921 | 1400000 | 1357000 | 1357000 |
8. আসন্নমানের ব্যবহারিক প্রয়োগ—
(i) 11 টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্নমানে কত বলি [ মিনিটে ]?
11টা 10 মিনিট।
(ii) জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্নমানে জুতোর দাম কত ধরি?
100.00 টাকা।
(iii) একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি. হলে আসন্নমানে রেখাংশটির দৈঘ্য কত লিখি ?
1.6 সেমি।
(iv) মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্নমানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি।
100 গ্রাম।
Ganit Prabha Class 7 Koshe Dekhi 10 Math Solution || পূর্বপাঠের পুনরালোচনা গণিতপ্রভা সমাধান || Koshe Dekhi 10 Class 7 || কষে দেখি 10 ক্লাস VII || ক্লাস 7 গণিত অধ্যায় আসন্নমান অনুশীলনী 10 সমাধান
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra