(Class-9) কষে দেখি 15.3 || West Bengal Board Class 9 Math Solution Chapter 15 || Class 9 Solution koshe dekhi 15.3 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || WBBSE Class 9 Math koshe dekhi 15.3 || Ganit Prakash Class 9 Solution koshe dekhi 15.3 || Ganit Prakash Solution Class 9 In Bengali || গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণী || গণিত প্রকাশ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল (Class-9) কষে দেখি 15.3 || West Bengal Board Class 9 Math Solution Chapter 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল

Share this page using :

নবম শ্রেণী কষে দেখি 15.3 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.3
কষে দেখি - 15.3

নবম শ্রেণী কষে দেখি 15.3 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.3
আজই Install করুন Chatra Mitra
1. রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি. এবং উচ্চতা 4 সেমি.। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি।
যেহেতু, সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি,
\(\therefore\) সামান্তরিকটির ক্ষেত্রফল = ভূমির দৈর্ঘ্য \(\times\) উচ্চতা
\(= (5 \times 4)\) বর্গসেমি
= 20 বর্গসেমি
2. একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি. হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাণ হিসাব করি।
মনে করি, সামান্তরিকটির উচ্চতা \(x\) সেমি।
অর্থাৎ, ভূমির দৈর্ঘ্য \(2x\) সেমি।
প্রশ্নানুসারে, \(2 x \times x=98\)
বা, \(2 x^{2}=98 \)
বা, \(x^{2}=49\)
\(\therefore x=7\quad\) [\(\because\) ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]
\(\therefore\) সামান্তরিকটির উচ্চতা 7 সেমি ও ভূমির দৈর্ঘ্য
\(=(2 \times 7)\) সেমি
= 14 সেমি
3. আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয় তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি।

ধরি, ABCD সামান্তরিকের BC = 15 মিটার, AB = 13 মিটার ও কর্ণ AC = 14 মিটার।
\(\triangle \mathrm{ABC}\)-এর অর্ধপরিসীমা \((s)=\left(\frac{13+14+15}{2}\right)\) মিটার
\(=\left(\frac{42}{2}\right)\) মিটার
= 21 মিটার
\(\therefore \triangle \mathrm{ABC}\)-এর ক্ষেত্রফল \(=\sqrt{s(s-a)(s-b)(s-c)}\)
\(=\sqrt{21(21-13)(21-14)(21-15)}\) বর্গমিটার
\(=\sqrt{21 \times 8 \times 7 \times 6}\) বর্গমিটার
\(=\sqrt{3 \times 7 \times 2 \times 2 \times 2 \times 7 \times 3 \times 2}\) বর্গমিটার
\(=(2 \times 2 \times 3 \times 7)\) বর্গমিটার
= 84 বর্গমিটার
আমরা জানি, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফলবিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে।
\(\therefore\) সামান্তরিকের ক্ষেত্রফল \( =(2 \times 84)\) বর্গমিটার
= 168 বর্গমিটার
4. পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি. ও 15 সেমি. এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি.। হিসাব করে 25 সেমি. বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাণ লিখি।

ABCD সামান্তরিকের
AB = 15 সেমি, BC = 25 সেমি এবং কৰ্ণ AC = 20 সেমি
\(\triangle \mathrm{ABC}\) র অর্ধপরিসীমা \((s) =\frac{15+25+20}{2}\) সেমি
\(=\frac{60}{2}\) সেমি
= 30 সেমি
\(\therefore \triangle \mathrm{ABC}\)-র ক্ষেত্রফল
\(=\sqrt{30(30-15)(30-25)(30-20)}\) বর্গসেমি
\(=\sqrt{30 \times 15 \times 5 \times 10}\) বর্গসেমি
\(=\sqrt{3 \times 10 \times 3 \times 5 \times 5 \times 10}\) বর্গসেমি
\(=(3 \times 10 \times 5)\) বর্গসেমি
\(=150\) বর্গসেমি
মনে করি, 25 সেমি বাহুর উপর সামান্তরিকটির উচ্চতা \(AP = h\) সেমি অর্থাৎ, \(\triangle \mathrm{ABC}\)-এর BC ভূমির সাপেক্ষে উচ্চতা h সেমি।
প্রশ্নানুসারে, \(\frac{1}{2} \times 25 \times h=150\)
বা, \(\mathrm{h}=\frac{150\times 2}{25}\)
বা, \(h=6 \times 2=12\)
\(\therefore\) 25 সেমি বাহুর উপর সামান্তরিকটির উচ্চতা 12 সেমি।
5. একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি. ও 12 সেমি.। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি. হলে, বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করি?

মনে করি, বৃহত্তর বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব \(h\) সেমি
প্রশ্নানুসারে, \(BC \times AP = CD \times AQ\)
বা, \(12 \times 7.5 = AB \times h\)
বা, \(\frac{12\times 75}{{10} \times 15}=h\quad[\because A B=15] \)
\(\therefore h=6\)
\(\therefore\) বৃহত্তম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব \(6\) সেমি ।
6. একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাণ 15 মিটার ও 20 মিটার হলে, উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি।

ABCD রম্বসের কর্ণ (AC) = 20 মিটার ও কর্ণ (BD) = 15 মিটার
\(\because\) রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে,
\(\therefore O A=\frac{1}{2} A C=\left(\frac{1}{2} \times 20\right)\) মিটার = 10 মিটার এবং
\(O B=\frac{1}{2} B D=\left(\frac{1}{2} \times 15\right)\) মিটার \(=\frac{15}{2}\) মিটার
\(\because \triangle \mathrm{AOB}\) সমকোণী যার \(\angle A O B=90^{\circ}\)
\(\therefore A B^{2} =O^{2}+O B^{2}\)
\( =(10)^{2}+\left(\frac{15}{2}\right)^{2}\)
\(=100+\frac{225}{4}\)
\(=\frac{625}{4}\)
\(\therefore \mathrm{AB}=\frac{25}{2}\quad\) [\(\because\) ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]
\(\therefore\) ABCD রম্বসের পরিসীমা \(=4 \mathrm{AB}=\left(4 \times \frac{25}{2}\right)\) মিটার
= 50 মিটার
এবং ABCD রম্বসের ক্ষেত্রফল \(=\frac{1}{2} \times\) কর্ণদ্বয়ের গুণফল
\(=\left(\frac{1}{2} \times 20\times 15\right)\) বর্গমিটার
= 150 বর্গমিটার
মনে করি, শীর্ষবিন্দু D হতে AB -এর উচ্চতা = DP = h মিটার
সূত্রানুসারে, \(A B \times h=150\)
বা, \( \frac{25}{2} \times h=150 \)
বা, \( h=\frac{150 \times 2}{25}\)
\(\therefore h=12 \)
\(\therefore\) ABCD রম্বসের উচ্চতা 12 মিটার।
7. একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সামন্তরাল বাহুদুটি মধ্যে দূরত্ব 22 মিটার হলে, রম্বস আকার ক্ষেত্রফল হিসাব করে লিখি।
রম্বসের পরিসীমা = 440 মিটার
\(\therefore\) রম্বসটির একটি বাহুর দৈর্ঘ্য \(=\frac{440}{4}\) মিটার
= 110 মিটার
রম্বসের সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার অর্থাৎ রম্বসটির উচ্চতা 22 মিটার।
\(\therefore\) রম্বসটির ক্ষেত্রফল = ভুমির দৈর্ঘ্য \(\times\) উচ্চতা
\(=110 \times 22\) বর্গমিটার
\(=2420\) বর্গমিটার
8. যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি. এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি. হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি।

\(\because A B C D\) রম্বসের পরিসীমা 20 সেমি
\(\therefore\) প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(=\frac{20}{4}\) সেমি = 5 সেমি
\(\triangle \mathrm{ABC}\)-র \(\mathrm{AB}=\mathrm{BC}=5\) সেমি এবং \(A C=6\) সেমি
\(\therefore\) সমদ্বিবাহু ত্রিভুজ ABC-এর ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times A C \times \sqrt{(A B)^{2}-\left(\frac{A C}{2}\right)^{2}}\)
\(=\left[\frac{1}{2} \times 6 \times \sqrt{5^{2}-\left(\frac{6}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=[3 \times \sqrt{25-9}]\) বর্গসেমি
\(= 3 \times 4\) বর্গসেমি
= 12 বর্গসেমি
\(\therefore\) ABCD রম্বসের ক্ষেত্রফল \(=2 \times \triangle \mathrm{ABC}\)-র ক্ষেত্রফল
\(= (2 \times 12)\) বর্গসেমি
= 24 বর্গসেমি
9. একটি ট্রাপিজিয়ম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘের অনুপাত 3 : 4 হলে, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1400 বর্গডেকামিটার।
সমান্তরাল বাহুদ্বয় (AD ও BC)-র মধ্যে লম্ব দূরত্ব = AP = 20 ডেকামিটার \(AD : BC = 3 : 4\)
মনে করি, \(AD = 3x \) ডেকামিটার ও \(BC = 4x\) ডেকামিটার
প্রশ্নানুসারে, \(\frac{1}{2}(A D+B C) \times A P=1400\)
বা, \(\frac{1}{2} \times(3 x+4 x) \times 20=1400\)
বা, \(7 x=\frac{1400}{10}\)
বা, \(x=\frac{140}{7} \)
\( \therefore x=20\)
\(\therefore A D=(3 \times 20)\) ডেকামিটার
= 60 ডেকামিটার
\(BC = (4 \times 20)\) ডেকামিটার
= 80 ডেকামিটার
\(\therefore\) সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 60 ডেকামিটার ও 80 ডেকামিটার।
10. 8 সেমি বাহুবিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি, (সংকেত : সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাব)।
সুষম ষড়ভূজের কর্ণগুলি অঙ্কন করলে ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যায়, যাদের ক্ষেত্রফল সমান।
\(\therefore 8\) সেমি বাহুবিশিষ্ট ষড়ভুজের ক্ষেত্রফল
\(= 6\times 8\) সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
\(=\left(6 \times \frac{\sqrt{3}}{4} \times 8^{2}\right)\) বৰ্গসেমি
\(=\left(6 \times \frac{\sqrt{3}}{4} \times 8 \times 8\right)\) বর্গসেমি
\(=96 \sqrt{3}\) বর্গসেমি
নবম শ্রেণী কষে দেখি 15.3 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.3
আজই Install করুন Chatra Mitra
11. ABCD চতুর্ভুজের \(AB = 5\) মিটার, \(BC = 12\) মিটার, \(CD = 14\) মিটার এবং \(DA = 15\) মিটার এবং \(\angle \mathrm{ABC}\) = 90° হলে, ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি।

সমকোণী ত্রিভুজ ABC-র \(\angle A B C = 90^{\circ} \)
AB = 5 মিটার ও BC = 12 মিটার
\(\therefore A C^{2}=A B^{2}+B C^{2}\quad\) [পিথাগোরাসের সূত্রানুসারে]
\(=5^{2}+12^{2}\)
\(=25+144\)
\(=169\)
\(\therefore\) \(AC = 13\)
\(\therefore \triangle \mathrm{ABC}\) -এর ক্ষেত্রফল
\(=\left(\frac{1}{2} \times 12 \times 5\right)\) বর্গমিটার
= 30 বর্গমিটার
\(\triangle \mathrm{ADC}\)-এর AD = 15 মিটার, AC = 13 মিটার ও CD = 14 মিটার
\(\therefore\) অর্ধপরিসীমা \((s)=\frac{15+13+14}{2}\) মিটার
\(=\frac{42}{2}\) মিটার
= 21 মিটার
\(\therefore \triangle \mathrm{ADC}\)-র ক্ষেত্রফল
\(=\sqrt{21(21-15)(21-13)(21-14)}\) বর্গমিটার
\(=\sqrt{21 \times 6 \times 8 \times 7}\) বর্গমিটার
\(=\sqrt{3 \times 7 \times 3 \times 2 \times 2 \times 2 \times 2 \times 7}\) বর্গমিটার
\(=(3 \times 7 \times 2 \times 2)\) বর্গমিটার
= 84 বর্গমিটার
\(\therefore\) ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল
= (30 + 84) বর্গমিটার
= 114 বর্গমিটার
12. সাহিন ABCD একটি ট্রাপিজিয়ম এঁকেছে, যার BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি. A ও C বিন্দু থেকে BD কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি. ও 11 সেমি.। হিসাব করে ট্রাপিজিয়ম আকার ক্ষেত্র ABCD-এর ক্ষেত্রফল লিখি।

ABCD ট্রাপিজিয়ামের কর্ণ BD = 11 সেমি
\(\mathrm{AP} \perp \mathrm{BD}\) ও \(\mathrm{CQ} \perp \mathrm{BD}\)
AP = 5 সেমি ও CQ = 11 সেমি
\(\therefore \triangle \mathrm{ABD}\) এর ক্ষেত্রফল
\(=\left(\frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা}\right)\) বর্গএকক
\(=\left(\frac{1}{2} \times \mathrm{BD} \times \mathrm{AP}\right)\) বর্গএকক
\(=\left(\frac{1}{2} \times 11 \times 5 \right)\) বর্গসেমি
\(=\frac{55}{2}\) বর্গসেমি
এবং \(\triangle \mathrm{BCD}\)-এর ক্ষেত্রফল
\(=\left(\frac{1}{2} \times \text{ভূমি} \times \text{উচ্চতা}\right)\) বর্গএকক
\(=\left(\frac{1}{2} \times \mathrm{BD} \times \mathrm{CQ}\right)\) বর্গএকক
\(=\left(\frac{1}{2} \times 11 \times 11 \right)\) বর্গসেমি
\(=\frac{121}{2}\) বর্গসেমি
\(\therefore A B C D\) ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
\(=\triangle \mathrm{ABD}\)-এর ক্ষেত্রফল \(+\triangle \mathrm{BCD}\)-এর ক্ষেত্রফল
\(=\left(\frac{55}{2}+\frac{121}{2}\right)\) বর্গসেমি
\(=\frac{176}{2}\) বর্গসেমি
= 88 বর্গসেমি
13. ABCDE একটি পঞ্চভুজ যার BC বাহুটি AD কর্ণের সমান্তরাল, \(EP, BC\)-এর উপর লম্ব এবং \(EP, AD\)-কে Q বিন্দুতে ছেদ করেছে, \(BC = 7\) সেমি., \(AD = 13\) সেমি., \(PE = 9\) সেমি. এবং \(PQ = \frac{4}{9} PE\) হলে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি।

ABCDE পঞ্চভুজের \(BC \| AD\) এবং \(E P \perp B C,\)
\(\therefore E Q \perp A D\)
BC = 7 সেমি, AD = 13 সেমি, PE = 9 সেমি
\(P Q=\frac{4}{9} P E=\left(\frac{4}{9} \times 9\right)\) সেমি
= 4 সেমি
\(EQ = PE - PQ = (9 - 4)\) সেমি
= 5 সেমি
\(\therefore\) ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল
= ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল \(+\triangle \mathrm{ADE}\)-র ক্ষেত্রফল
\(=\frac{1}{2}(B C+A D) \times P Q+\frac{1}{2} \times A D \times E Q\)
\(=\left[\frac{1}{2}(7+13) \times 4+\frac{1}{2} \times 13 \times 5\right]\) বর্গসেমি
\(= (40 + 32.5)\) বর্গসেমি
= 72.5 বর্গসেমি
14. একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য \(40 \sqrt{2}\) সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
মনে করি, বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি,
\(\therefore\) কর্ণের দৈর্ঘ্য হবে \(a \sqrt{2}\) সেমি
প্রশ্নানুসারে, \(a \sqrt{2}=40 \sqrt{2}\)
\( \therefore a=40\)
\(\therefore\) রম্বসের বাহুর দৈর্ঘ্য = বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = 40 সেমি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত = 3 : 4
মনে করি, কর্ণদ্বয় যথাক্রমে \(3x\) সেমি ও \(4x\) সেমি,
যেখানে \(x \neq 0\) একটি আনুপাতিক ধ্রুবক।
\(\therefore\) রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়
\(\left(\frac{3 x}{2}\right)^{2}+\left(\frac{4 x}{2}\right)^{2}=40^{2}\)
বা, \(\frac{9 x^{2}}{4}+4 x^{2}=40 \times 40 \)
বা, \(\frac{9 x^{2}+16 x^{2}}{4}=40 \times 40\)
বা, \(\frac{25 x^{2}}{4}=40 \times 40\)
বা, \(x^{2}=\frac{40 \times 40\times 4}{25}\)
বা, \(x^{2}=8 \times 8 \times 2 \times 2\)
বা, \(x=\sqrt{8 \times 8 \times 2 \times 2}=16\)
\(\therefore\) কর্ণদ্বয় যথাক্রমে \((3\times16)\) সেমি = 48 সেমি ও \((4 \times 16)\) সেমি = 64 সেমি
\(\therefore\) রম্বসটির ক্ষেত্রফল \(=\frac{1}{2} \times\) কর্ণদ্বয়ের গুণফল
\(=\frac{1}{2} \times 48 \times 64\) বর্গসেমি
= 1536 বর্গসেমি
15. একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়মের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি. এবং সমান্তরাল বাহদুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি. ও 17 সেমি.। ট্রাপিজিয়ম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি।

ABCD ট্রাপিজিয়ামের \(AD \| BC\),
যেখানে AD = 5 সেমি এবং BC = 17 সেমি।
তির্যক বাহুর দৈর্ঘ্য AB = DC =10 সেমি।
\(A P \perp B C\) এবং \(D Q \perp B C\) অঙ্কন করা হল।
APQD একটি আয়তক্ষেত্র কারণ \(AD \| PQ\) ও \(AP \| DQ\)
এবং \(\angle A P Q = 90^{\circ} PQ = AD = 5\) সেমি এবং \(AP = DQ \)
এখন, \(\triangle \mathrm{APB}\) ও \(\triangle \mathrm{DQC}\)-এর
\(\therefore A P=D Q, \angle A P B=\angle D Q C(=90^{\circ})\) এবং \(A B=D C\)
\(\therefore \triangle \mathrm{APB} \cong \triangle \mathrm{DQC}\quad\) [R-H-S শর্তানুসারে]
\(\therefore \mathrm{BP}=\mathrm{QC}=x \text { সেমি (ধরি) }\)
\(\therefore \mathrm{BP}+\mathrm{PQ}+\mathrm{QC}=17\)
বা, \(x+5+x=17\)
বা, \(2 x=12 \)
\( \therefore x=6\)
\(\therefore B P=C Q=6\) সেমি
সমকোণী \(\triangle \mathrm{ABP}\) -এর
\( A P^{2} =A B^{2}-B P^{2}=100-36=64\)
\(\therefore A P=\sqrt{64} \)
\( \therefore A P=8\)
আবার, সমকোণী \(\triangle \mathrm{APC}\)-র
\(A C^{2}=A P^{2}+P C^{2}\)
\(=A P^{2}+(P Q+Q C)^{2}\)
\(=8^{2}+(5+6)^{2}\)
\(=64+121\)
\(=185\)
\(\therefore \mathrm{AC}=\sqrt{185}\) সেমি
\(\therefore\) সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য \(\sqrt{185}\) সেমি।
\(\therefore\) ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times(A D+B C) \times A P\) বর্গসেমি
\(=\left[\frac{1}{2} \times(5+17) \times 8\right]\) বর্গসেমি
\(=(22 \times 4)\) বর্গসেমি
= 88 বর্গসেমি
নবম শ্রেণী কষে দেখি 15.3 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.3
আজই Install করুন Chatra Mitra
16. একটি ট্রাপাজয়মের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি. ও 9 সেমি. এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি. ও 6 সেমি.। ট্রপিজিয়ম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি।

ABCD ট্রাপিজিয়ামের \(AD \| BC\) এবং AD = 9 সেমি, BC = 19 সেমি, AB = 6 সেমি এবং CD = 8 সেমি।
\(C D \| A E\) ও \( A F \perp B C\) অঙ্কন করা হল।
\(\because AD \| EC\) এবং \(AE \| CD\)
\(\therefore\) AECD একটি সামান্তরিক যার AE = CD = 8 সেমি এবং AD = EC = 9 সেমি।
\(\therefore\) EC = 9 সেমি এবং BC = 19 সেমি
\(\therefore\) \(BE = (19-9)\) সেমি = 10 সেমি
এখন, \(\triangle \mathrm{ABE}\)-এর অর্ধপরিসীমা
\(=\frac{6+10+8}{2}\) সেমি
= 12 সেমি
\(\therefore \triangle \mathrm{ABE}\)-এর ক্ষেত্রফল
\(=\sqrt{12(12-6)(12-10)(12-8)}\) বর্গসেমি
\(=\sqrt{12 \times 6 \times 2 \times 4}\) বর্গসেমি
\(=\sqrt{2 \times 6 \times 6 \times 2 \times 2 \times 2}\) বর্গসেমি
\(=(2 \times 6 \times 2)\) বর্গসেমি
= 24 বর্গসেমি
আবার, \(\triangle \mathrm{ABE}\)-এর ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times B E \times A F\)
\(=\left(\frac{1}{2} \times 10 \times A F\right)\) বর্গসেমি
\(=(5 \times \mathrm{AF})\) বর্গসেমি
শর্তানুসারে, 5AF = 24
বা, \(A F=\frac{24}{5}\)
\(\therefore\) ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times(A D+B C) \times A F\)
\(=\left[\frac{1}{2} \times(9+19) \times \frac{24}{5}\right]\) বর্গসেমি
\(=\left[\frac{28 \times 12}{5}\right]\) বর্গসেমি
= 67.2 বর্গসেমি

17. বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q) :

(i) একটি সামান্তরিকের উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গসেমি. হলে, সামান্তরিকটির উচ্চতা
(a) 4 সেমি. (b) 8 সেমি. (c) 16 সেমি. (d) 24 সেমি.
মনে করি, সামান্তরিকটির ভূমি \( x\) সেমি
\(\therefore\) উচ্চতা \(=\frac{x}{3}\) সেমি
প্রশ্নানুসারে, \(x \times \frac{x}{3}=192\)
বা, \(x^{2}=192 \times 3 \quad\)
বা, \(x^{2}=576 \quad\)
বা, \(x=\sqrt{576}=24\)
\(\therefore\) সামান্তরিকটির উচ্চতা \(=\frac{24}{3}\) সেমি
\(= 8\) সেমি
(ii) একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি. এবং একটি কোণের পরিমাপ 60° হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল
(a) \(9 \sqrt{3}\) বর্গ সেমি. (b) \(18 \sqrt{3}\) বর্গ সেমি. (c) \(36 \sqrt{3}\) বর্গ সেমি. (d) \(6 \sqrt{3}\) বর্গ সেমি.

\(\triangle \mathrm{ABC}\)-এর AB = BC = 6 সেমি এবং \(\angle A B C=60^{\circ}\)
\(\therefore \angle B A C+\angle B C A=180^{\circ}-60^{\circ}=120^{\circ}\)
\(\therefore \angle B A C=\angle B C A=\frac{120}{2}=60^{\circ}\)
\(\therefore \triangle \mathrm{ABC}\) সমবাহু
\(\therefore\) AC = 6 সেমি
\(\therefore\) সমবাহু ত্রিভুজ ABC-এর ক্ষেত্রফল
\(=\left(\frac{\sqrt{3}}{4} \times 6^{2}\right)\) বর্গসেমি
\(=\left(\frac{\sqrt{3}}{4} \times 6 \times 6\right)\) বর্গসেমি
\(=9 \sqrt{3}\) বর্গসেমি
\(\therefore\) ABCD রম্বসের ক্ষেত্রফল \(=2 \times \triangle \mathrm{ABC}\)-এর ক্ষেত্রফল
\(=2 \times 9 \sqrt{3}\) বর্গসেমি
\(=18 \sqrt{3}\) বর্গসেমি
(iii) একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের তিনগুণ। যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি. হয়, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য
(a) 8 সেমি. (b) 12 সেমি. (c) 16 সেমি. (d) 24 সেমি.
মনে করি, একটি কর্ণের দৈর্ঘ্য \(x\) সেমি
\(\therefore\) অপর কর্ণের দৈর্ঘ্য \(3x\) সেমি
প্রশ্নানুসারে, \(\frac{1}{2} \times x \times 3 x=96\)
বা, \(\frac{3}{2} \times x^{2}=96 \quad\)
বা, \(x^{2}=96 \times \frac{2}{3}\)
বা, \(x^{2}=64 \quad\)
বা, \(x=8\)
\(\therefore\) বড় কর্ণটির দৈর্ঘ্য \((3\times 8)\) সেমি
\(= 24\) সেমি
(iv) একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \(x^{2}\) বর্গএকক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গএকক হলে
(a) \(y>x^{2}\) (b) \(y < x^{2}\) (c) \(y=x^{2}\)

ধরি, ABCD বর্গক্ষেত্র ও BCEF রম্বস একই ভূমি BC-এর উপর অবস্থিত।
প্রদত্ত ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \(x^{2}\) একক।
অর্থাৎ, \(\mathrm{BC} \times \mathrm{BC}=x^{2}\)
\(\therefore\) আবার, BCEF রম্বসের ক্ষেত্রফল y বর্গএকক।
মনে করি, \(\mathrm{FG} \perp \mathrm{BC}\),
\(\therefore\) রম্বস BCEF র ক্ষেত্রফল \(B C \times F G=y\)
\(\because\) BGF একটি সমকোণী ত্রিভুজের, \(BF > FG\)
বা, \(BC > FG\)
বা, \(B C \cdot B C > F G \cdot B C\)
বা, \(x^{2} > y \)
\( \therefore y < x^{2}\)
(v) একটি ট্রাপিজিয়ম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি. এবং উচ্চতা 6 সেমি.। ট্রাপিজিয়মটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি. হলে, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য
(a) 29 সেমি. (b) 31 সেমি. (c) 32 সেমি. (d) 33 সেমি.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times\) (সমান্তরাল বাহুদুটির সমষ্টি) \(\times\) উচ্চতা
বা, \(162=\frac{1}{2}(23+x) \times 6\quad[x=\) অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য\(] \)
বা, \(\frac{162}{3}=23+x\)
বা, \(x+23=54\)
\(\therefore x=31\)

18. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

(i) ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি. ও BD কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। A থেকে BD কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত?

ABCD সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গসেমি এবং BD কর্ণের দৈর্ঘ্য 12 সেমি।
\(\because\) সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে।
\(\therefore\) \(\triangle \mathrm{ABD}\)-এর ক্ষেত্রফল \(=\frac{96}{2}\) বর্গসেমি = 48 বর্গসেমি
মনে করি, শীর্ষবিন্দু A হতে BD কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য = AE = h সেমি (ধরি)
\(\therefore \frac{1}{2} \times B D \times h=48\)
বা, \(\frac{1}{2} \times 12 \times h=48\)
বা, \(h=\frac{48 \times 2}{12}=8\)
\(\therefore\) নির্ণেয় উচ্চতা 8 সেমি।
(ii) একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি. এবং 3 সেমি.। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি. হলে, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত?

ABCD সামান্তরিকের বৃহত্তম বাহু (BC = AD) = 5 সেমি ক্ষুদ্রতম বাহু (AB = CD) = 3 সেমি
AD ও BC র মধ্যবর্তী লম্ব দূরত্ব (AP) = 2 সেমি
মনেকরি, AB ও CD-এর মধ্যবর্তী লম্বদূরত্ব (AQ) = h সেমি
প্রশ্নানুসারে, \(B C \times A P=C D \times A Q\)
বা, \(5 \times 2=3 \times h\)
বা, \( \mathrm{h}=\frac{10}{3} \)
\(\therefore h=3 \frac{1}{3}\)
\(\therefore\) ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব \( 3 \frac{1}{3} \) সেমি।
নবম শ্রেণী কষে দেখি 15.3 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.3
আজই Install করুন Chatra Mitra
(iii) একটি রম্বসের উচ্চতা 4 সেমি. এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি.। রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
রম্বসের ক্ষেত্রফল = (ভূমির দৈর্ঘ্য \(\times\) উচ্চতা) বর্গএকক
\(= (5 \times 4)\) বর্গসেমি
= 20 বর্গসেমি
\(\therefore\) রম্বসটির ক্ষেত্রফল 20 বর্গসেমি।
(iv) একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়মের যেকোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোন 45°; ট্রাপিজিয়মের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত?

ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের \(AD \| BC \)
এবং AB = CD = 62 সেমি
\(A P \perp B C\) অঙ্কন করা হল।
যেহেতু, \(\angle A B C\quad (\)বা \(\angle A B P) = 45^{\circ}\)
\(\triangle \mathrm{ABP}\) -এর \(\angle A B P+\angle B A P+\angle A P B=180^{\circ}\)
বা, \(45^{\circ}+\angle B A P+90^{\circ}=180^{\circ}\)
বা, \(\angle B A P=180^{\circ}-90^{\circ}-45^{\circ}\)
বা, \(\angle B A P=45^{\circ}\)
\(\therefore \triangle \mathrm{ABP}\) সমদ্বিবাহু যার \(BP = AP = x\) সেমি (ধরি)
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
\(A P^{2}+B P^{2}=A B^{2}\)
বা, \(x^{2}+x^{2}=62^{2} \quad\)
বা, \(2 x^{2}=62 \times 62\)
বা, \(x^{2}=\frac{62 \times 62}{2}\)
\( \therefore x=31 \sqrt{2}\)
\(\therefore\) ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব \(31 \sqrt{2}\) সেমি।
(v) ABCD সামান্তরিকের \(AB = 4\) সেমি., \(BC = 6\) সেমি. এবং \(\angle \mathrm{ABC}=30^{\circ}\) হলে ABCD সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

ABCD সামান্তরিকের AB = 4 সেমি, BC = 6 সেমি এবং \(\angle A B C=30^{\circ}\)
\( A F \perp B C \) অঙ্কন করে E পর্যন্ত বর্ধিত করা হল যাতে \(AF = FE\) হয়।
এখন \(\triangle \mathrm{ABF}\) ও \(\triangle \mathrm{BEF}\)-র
(i) \(AF = FE\)
(ii) \(\angle \mathrm{AFB}=\angle \mathrm{BFE}\left(=90^{\circ}\right)\)
(iii) BF সাধারণ বাহু
\(\therefore \triangle \mathrm{ABF} \cong \triangle \mathrm{BEF}\quad\) [S-A-S শর্তানুসারে]
\(\therefore \angle \mathrm{FBA}=\angle \mathrm{EBF}=30^{\circ}\quad\) [সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]
এবং \(AF = FE\quad\) [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]
\(\therefore \angle B A F=\angle B E F=180^{\circ}-\left(90^{\circ}+30^{\circ}\right)=60^{\circ}\)
এখন, \(\triangle \mathrm{ABE}\) একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ
AB = BE = AE = 4 সেমি
\(\therefore \mathrm{AF}=\mathrm{FE}\)
\(=\frac{1}{2}(\mathrm{AF}+\mathrm{FE})\)
\(=\frac{1}{2} \times \mathrm{AE}\)
\(=\left(\frac{1}{2} \times 4\right)\) সেমি
= 2 সেমি
এখন, সামান্তরিক ABCD-এর ক্ষেত্রফল \(=\mathrm{BC} \times \mathrm{AF}\)
\(=(6 \times 2)\) বর্গসেমি
= 12 বর্গসেমি
নবম শ্রেণী কষে দেখি 15.3 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.3
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top