West Bengal Board Class 9 Math Solution Chapter 15|| ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || West Bengal Board Class 9 Math Solution Chapter 15 || Class 9 Solution koshe dekhi 15.2 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || WBBSE Class 9 Math koshe dekhi 15.2 || Ganit Prakash Class 9 Solution koshe dekhi 15.2 || Ganit Prakash Solution Class 9 In Bengali || গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণী || গণিত প্রকাশ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল (Class-9) কষে দেখি 15.2
Share this page using :
Class 9 Math koshe dekhi 15.2 || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.2 || নবম শ্রেণী কষে দেখি 15.2 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
কষে দেখি - 15.2
Class 9 Math koshe dekhi 15.2 || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.2 || নবম শ্রেণী কষে দেখি 15.2 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
1. নীচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি
\(\because \triangle A B C\) র \(A B=B C=C A=10\) সেমি
\(\therefore\) ABC ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ।
\(\therefore\) ABC সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
\(=\left(\frac{\sqrt{3}}{4} \times 10^{2}\right)\) বর্গসেমি
\(=\left(\frac{\sqrt{3}}{4} \times 10^{5} \times 10^{5}\right)\) বর্গসেমি
\(=25 \sqrt{3}\) বর্গসেমি
\(\because \triangle \mathrm{ABC}\)-র \(A B=A C=10\) সেমি এবং ভূমি \(B C=8\) সেমি
\(\therefore ABC\) ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
\(\therefore\triangle ABC\) সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
\(=\left[\frac{1}{2} \times B C \times \sqrt{(A B)^{2}-\left(\frac{B C}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=\left[\frac{1}{2} \times 8^{4} \times \sqrt{10^{2}-\left(\frac{8}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=[4 \times \sqrt{100-16}]\) বর্গসেমি
\(=[4 \times \sqrt{84}]\) বর্গসেমি
\(=[4 \times 2 \sqrt{21}]\) বর্গসেমি
\(=8 \sqrt{21}\) বর্গসেমি
ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল
= BCDE আয়তক্ষেত্রের \(+\triangle \mathrm{AEB}\) -এর ক্ষেত্রফল
\(=C D \times B C+\frac{1}{2} \times B E \times A E\)
\(=\left[(3 \times 4)+\frac{1}{2} \times C D \times(A D-D E)\right]\) বর্গসেমি \(\quad[\because \mathrm{CD}=\mathrm{BE}]\)
\(=\left[12+\frac{1}{2} \times 3 \times(5-4)\right]\) বর্গসেমি \(\quad[\because \mathrm{DE}=\mathrm{BC}]\)
\(=\left[12+\frac{1}{2} \times 3 \times 1\right]\) বর্গসেমি
\(=(12+1.5)\) বর্গসেমি
\(=13.5\) বর্গসেমি
\(\because A B \| D C\) এবং \(\angle A D C=90^{\circ}\)
\(\therefore \mathrm{ABCD}\) ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
\(=\frac{1}{2}(A B+D C) \times A D\)
\(=\left[\frac{1}{2}(15+40) \times 9\right]\) বর্গসেমি
\(=\left[\frac{1}{2} \times 55 \times 9\right]\) বর্গসেমি
\(=247.5\) বর্গসেমি
ABCD চতুর্ভুজের \(AB\|DC, AD\|BC\) এবং \(\angle A D C=90^{\circ}\)
\(\therefore A B C D\) একটি আয়তক্ষেত্র, যার কর্ণ \(A C=42\) সেমি এবং \(CD=38\) সেমি
\(\therefore A D=\sqrt{A C^{2}-C D^{2}}=\sqrt{42^{2}-38^{2}}\) সেমি
\(=\sqrt{1764-1444}\) সেমি
\(=\sqrt{320}\) সেমি
\(=8 \sqrt{5}\) সেমি
\(\therefore\) ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
\(=(38 \times 8 \sqrt{5})\) বর্গসেমি
\(=304 \sqrt{5}\) বর্গসেমি
2. কোনে সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি. হলে, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি।
মনে করি, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(= a\) সেমি
প্রশ্নানুসারে, \(3 a=48 \)
\(\therefore a=16\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল \(=\left(\frac{\sqrt{3}}{4} \cdot 16^{2}\right)\) বর্গসেমি
\( =\left(\frac{\sqrt{3}}{4} \times 16^{4} \times 16\right) \) বর্গসেমি
\(= 64 \sqrt{3}\) বর্গসেমি
প্রশ্নানুসারে, \(3 a=48 \)
\(\therefore a=16\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল \(=\left(\frac{\sqrt{3}}{4} \cdot 16^{2}\right)\) বর্গসেমি
\( =\left(\frac{\sqrt{3}}{4} \times 16^{4} \times 16\right) \) বর্গসেমি
\(= 64 \sqrt{3}\) বর্গসেমি
3. ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা \(5 \sqrt{3}\) সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি।
মনে করি, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(x\) সেমি
প্রশ্নানুসারে, \(\frac{\sqrt{3}}{2} x=5 \sqrt{3}\)
বা, \(x = 10\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির পরিসীমা \(=(3 \times 10)\) সেমি
\(=30\) সেমি
এবং ক্ষেত্রফল \(=\left(\frac{\sqrt{3}}{4} \times 10^{2}\right)\) বর্গসেমি
\(=\left(\frac{\sqrt{3}}{4} \times 10 \times 10\right)\) বর্গসেমি
\(=25 \sqrt{3}\) বর্গসেমি
প্রশ্নানুসারে, \(\frac{\sqrt{3}}{2} x=5 \sqrt{3}\)
বা, \(x = 10\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির পরিসীমা \(=(3 \times 10)\) সেমি
\(=30\) সেমি
এবং ক্ষেত্রফল \(=\left(\frac{\sqrt{3}}{4} \times 10^{2}\right)\) বর্গসেমি
\(=\left(\frac{\sqrt{3}}{4} \times 10 \times 10\right)\) বর্গসেমি
\(=25 \sqrt{3}\) বর্গসেমি
4. \(\Delta \mathrm{ABC}\) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদুটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে, \(\Delta \mathrm{ABC}\) এর ক্ষেত্রফল হিসাব করে লিখি।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times \text { ভূমির দৈর্ঘ্য }\times \sqrt{(\text { সমান বাহুর একটির দৈর্ঘ্য })^{2}-(\text { ভূমির দৈর্ঘ্যের অর্ধেক })^{2}}\)
\(=\left[\frac{1}{2} \times 4^{2} \times \sqrt{10^{2}-\left(\frac{4}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=[2 \times \sqrt{100-4}]\) বর্গসেমি
\(=[2 \times \sqrt{96}]\) বর্গসেমি
\(=[2 \times 4 \sqrt{6}]\) বর্গসেমি
\(=8 \sqrt{6}\) বর্গসেমি
\(=\frac{1}{2} \times \text { ভূমির দৈর্ঘ্য }\times \sqrt{(\text { সমান বাহুর একটির দৈর্ঘ্য })^{2}-(\text { ভূমির দৈর্ঘ্যের অর্ধেক })^{2}}\)
\(=\left[\frac{1}{2} \times 4^{2} \times \sqrt{10^{2}-\left(\frac{4}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=[2 \times \sqrt{100-4}]\) বর্গসেমি
\(=[2 \times \sqrt{96}]\) বর্গসেমি
\(=[2 \times 4 \sqrt{6}]\) বর্গসেমি
\(=8 \sqrt{6}\) বর্গসেমি
5. যদি কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি. হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times \text{ভূমির দৈর্ঘ্য} \times \sqrt{(\text{সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য})^{2}-( \text{ভূমির দৈর্ঘ্যের অর্ধেক})^{2}}\)
\(=\left[\frac{1}{2} \times 12 \times \sqrt{10^{2}-\left(\frac{12}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\( =[6 \times \sqrt{100-36}] \) বর্গসেমি
\(= [6 \times \sqrt{64}]\) বর্গসেমি
\(=(6 \times 8)\) বর্গসেমি
\(= 48\) বর্গসেমি
\(=\frac{1}{2} \times \text{ভূমির দৈর্ঘ্য} \times \sqrt{(\text{সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য})^{2}-( \text{ভূমির দৈর্ঘ্যের অর্ধেক})^{2}}\)
\(=\left[\frac{1}{2} \times 12 \times \sqrt{10^{2}-\left(\frac{12}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\( =[6 \times \sqrt{100-36}] \) বর্গসেমি
\(= [6 \times \sqrt{64}]\) বর্গসেমি
\(=(6 \times 8)\) বর্গসেমি
\(= 48\) বর্গসেমি
6. কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের \(\frac{5}{6}\) অংশ; ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।
মনে করি, সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য \(=x\) সেমি
\(\therefore\) সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য \(=\left(x \times \frac{5}{6}\right)\) সেমি \(=\frac{5 x}{6}\) সেমি
প্রশ্নানুসারে, \(\frac{5 x}{6}+\frac{5 x}{6}+x=544\)
বা, \(\frac{5 x+5 x+6 x}{6}=544\)
বা, \(\frac{16 x}{6}=544\)
বা, \(x=\frac{544 \times 6}{16}=204\)
\(\therefore\) ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য \( 204\) সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য \(=\frac{5 \times 204}{6}\) সেমি \(=170\) সেমি
\(\therefore\) সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল
\(=\left[\frac{1}{2} \times 204 \times \sqrt{(170)^{2}-\left(\frac{204}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=\left[102 \times \sqrt{(170)^{2}-(102)^{2}}\right]\) বর্গসেমি
\(=[102 \times \sqrt{28900-10404}]\) বর্গসেমি
\(=[102 \times \sqrt{18496}]\) বর্গসেমি
\(=[102 \times 136]\) বর্গসেমি
\( = 13872\) বর্গসেমি
\(\therefore\) সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য \(=\left(x \times \frac{5}{6}\right)\) সেমি \(=\frac{5 x}{6}\) সেমি
প্রশ্নানুসারে, \(\frac{5 x}{6}+\frac{5 x}{6}+x=544\)
বা, \(\frac{5 x+5 x+6 x}{6}=544\)
বা, \(\frac{16 x}{6}=544\)
বা, \(x=\frac{544 \times 6}{16}=204\)
\(\therefore\) ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য \( 204\) সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য \(=\frac{5 \times 204}{6}\) সেমি \(=170\) সেমি
\(\therefore\) সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল
\(=\left[\frac{1}{2} \times 204 \times \sqrt{(170)^{2}-\left(\frac{204}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=\left[102 \times \sqrt{(170)^{2}-(102)^{2}}\right]\) বর্গসেমি
\(=[102 \times \sqrt{28900-10404}]\) বর্গসেমি
\(=[102 \times \sqrt{18496}]\) বর্গসেমি
\(=[102 \times 136]\) বর্গসেমি
\( = 13872\) বর্গসেমি
7. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য \(12 \sqrt{2}\) সেমি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লেখ।
মনে করি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহুদ্বয়ের প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(x\) সেমি।
পিথাগোরাসের সূত্রানুসারে,
\(x^{2}+x^{2}=(12 \sqrt{2})^{2}\)
বা, \(2 x^{2}=2 \times 12 \times 12\)
বা, \(x^{2}=12 \times 12\)
বা, \(x = 12\)
\(\therefore \triangle \mathrm{ABC}\)-র \(AB = BC = 12\) সেমি
\(\therefore \triangle \mathrm{ABC}\)-র ক্ষেত্রফল \(=\left(\frac{1}{2} \times B C \times A B\right)\)
\(=\left(\frac{1}{2} \times 12 \times 12\right)\) বর্গসেমি
\(=72\) বর্গসেমি
8. পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90°; সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি।
যেহেতু, সামান্তরিকটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি অর্থাৎ অসমান এবং এরা পরস্পর 90° কোনে নত,
\(\therefore\) সামান্তরিকটি একটি রম্বস।
ABCD রম্বসের AC = 8 সেমি এবং BD = 6 সেমি
যেহেতু, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত হয়,
\(\therefore \mathrm{OA}=\frac{8}{2}\) সেমি \(=4\) সেমি এবং \(\mathrm{OB}=\frac{6}{2}\) সেমি \(=3\) সেমি
এখন, \(\triangle \mathrm{AOB}\)-এর, \(O A^{2}+O B^{2}=A B^{2}\)
বা, \(4^{2}+3^{2}=A B^{2} \quad\)
বা, \(A B^{2}=25 \quad\)
বা, \(A B=5\)
\(\therefore\) সামন্তরিকটির (রম্বসের) প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি।
9. আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 : 4; পার্কটির পরিসীমা 216 মিটার।
(i) হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি।
(ii) পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি।
(i) হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি।
(ii) পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি।
যেহেতু, ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির অনুপাত 2 : 3 : 4
\(\therefore\) মনে করি, বাহুগুলি যথাক্রমে \(2x\) মিটার, \(3x\) মিটার, ও \(4x\) মিটার, যেখানে \(x (\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক।
প্রশ্নানুসারে, \(2x + 3x + 4x = 216\)
বা, \(9x = 216\)
বা, \(x=\frac{216}{9}=24\)
\(\therefore\) প্রথম বাহুটির দৈর্ঘ্য \(= (2 \times 24)\) মিটার = 48 মিটার
দ্বিতীয় বাহুটির দৈর্ঘ্য \(= (3 \times 24)\) মিটার = 72 মিটার
তৃতীয় বাহুটির দৈর্ঘ্য \(= (4 \times 24)\) মিটার = 96 মিটার
এখন, ত্রিভুজটির অর্ধপরিসীমা \(=\frac{216}{2}\) মিটার = 108 মিটার
\(\therefore\) ত্রিভুজটির ক্ষেত্রফল
\(=\sqrt{108(108-48)(108-72)(108-96)}\) বর্গমিটার
\(=\sqrt{108 \times 60 \times 36 \times 12}\) বর্গমিটার
\(=\sqrt{3 \times 3 \times 12 \times 2 \times 2 \times 15 \times 6 \times 6 \times 12}\) বর্গমিটার
\(=3 \times 12 \times 2 \times 6 \times \sqrt{15}\) বর্গমিটার
\(=432 \sqrt{15}\) বর্গমিটার
\(\therefore\) পার্কটির ক্ষেত্রফল \(432 \sqrt{15}\) বর্গমিটার [(i)]
মনে করি, বিপরীত শীর্ষবিন্দু A থেকে বৃহত্তম বাহু BC = 96 মিটার -এর উচ্চতা AD = h মিটার
\(\therefore \frac{1}{2} \times 96 \times \mathrm{h}=432 \sqrt{15}\)
বা, \(h=\frac{3 \times 12 \times 2 \times 6 \times \sqrt{15}}{48}=9 \sqrt{15}\)
পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে \(9 \sqrt{15}\) মিটার পথ হাঁটতে হবে। [(ii)]
Class 9 Math koshe dekhi 15.2 || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.2 || নবম শ্রেণী কষে দেখি 15.2 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
10. পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিনদিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার ও 30 মিটার।
(i) প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি।
(ii) ঐ ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টকা খরচ হবে হিসাব করে লিখি।
(i) প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি।
(ii) ঐ ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টকা খরচ হবে হিসাব করে লিখি।
ত্রিভুজাকৃতি মাঠটির তিনপাশের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার।
\(\therefore\) মাঠটির পরিসীমা \(= (26+28+ 30)\) মিটার
= 84 মিটার
অর্থাৎ, অর্ধপরিসীমা \(=\frac{84}{2}\) মিটার
= 42 মিটার
\(\therefore\) ত্রিভুজাকার মাঠটির ক্ষেত্রফল
\(=\sqrt{42(42-26)(42-28)(42-30)}\) বর্গমিটার
\(=\sqrt{42 \times 16 \times 14 \times 12}\) বর্গমিটার
\(=\sqrt{3 \times 14 \times 4 \times 4 \times 14 \times 2 \times 2 \times 3}\) বর্গমিটার
\(=(3 \times 14 \times 4 \times 2)\) বর্গমিটার
= 336 বর্গমিটার
(i) প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে 336 বর্গমিটারে ঘাস লাগাতে মোট খরচ হবে \(= (336 \times 5)\) টাকা = 1680 টাকা
(ii) যেহেতু, গেট করার জন্য 5 মিটার ছাড়তে হবে,
\(\therefore\) গেট বাদ দিয়ে অবশিষ্ট অংশের পরিসীমা \(= (84-5)\) মিটার = 79 মিটার
এখন, প্রতি মিটার 18 টাকা হিসেবে 79 মিটার বেড়া দিতে মোট খরচ হবে \(= (79 \times 18)\) টাকা = 1422 টাকা
11. শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করছি যাদের দৈর্ঘ্য 10 সেমি 12 সেমি ও 8 সেমি। হিসাব করে PQR-এর ক্ষেত্রফল লিখি।
চিত্রের, \(\triangle P Q R\) অন্তঃস্থ একটি বিন্দু O থেকে QR, RP, PQ-এর উপর যথাক্রমে OA, OB, OC লম্ব, যেখানে OA = 8 সেমি, OB = 10 সেমি ও OC = 12 সেমি।
\(\because \triangle \mathrm{PQR}\) একটি সমবাহু ত্রিভুজ,
\(\therefore PQR\)-এর \(PQ = QR = RP = x\) সেমি (ধরি)
এখন, \(\triangle P Q R\)-এর ক্ষেত্রফল
\(=(\triangle \mathrm{OQR}+\triangle \mathrm{OPR}+\triangle \mathrm{OPQ})\)-এর ক্ষেত্রফল
বা, \(\frac{\sqrt{3}}{4} x^{2}=\frac{1}{2} \times Q R \times O A+\frac{1}{2} \times P R \times O B+\frac{1}{2} \times P Q \times O C\)
বা, \(\frac{\sqrt{3}}{4} x^{2}=\frac{1}{2} \times x \times 8+\frac{1}{2} \times x \times 10+\frac{1}{2} \times x \times 12\)
বা, \(\frac{\sqrt{3}}{4} x^{2}=15 x\)
বা, \(x=\frac{15 \times 4}{\sqrt{3}}=\frac{60 \times \sqrt{3}}{3}=20 \sqrt{3}\)
\(\therefore \triangle P Q R\) ক্ষেত্রফল \(=(15 \times 20 \sqrt{3})\) বর্গসেমি
\(=300 \sqrt{3}\) বর্গসেমি
12. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তভুক্ত কোণ 45° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।
\(\triangle \mathrm{ABC}\)-এর \(\angle B A C=45^{\circ}\)
এবং \(AB = AC = 20\) সেমি \(\mathrm{BP} \perp \mathrm{AC}\) অঙ্কন করা হল।
\(\therefore \angle \mathrm{ABP}+\angle \mathrm{BAP}+\angle \mathrm{APB}=180^{\circ}\)
\(45^{\circ}+\angle B A P+90^{\circ}=180^{\circ}\)
বা, \(\angle B A P=45^{\circ}\)
\(\therefore\) সমকোণী ত্রিভুজ \(BPA\)-র \(\angle A B P=45^{\circ}\)
\(\therefore \angle B A P(=\angle B A C)=\angle A B P\)
\(\therefore\) \(AP = BP = x \) সেমি
সমকোণী সমদ্বিবাহু \(ABP\)-এর
\(A P^{2}+B P^{2}=A B^{2}\)
বা, \(x^{2}+x^{2}=20^{2}\)
বা, \(2x^{2} = 400\)
বা, \(x^{2}=200\)
বা, \(x=10 \sqrt{2}\quad\) [\(\because\) ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]
অর্থাৎ, \(B P=10 \sqrt{2}\) সেমি
এখন, \(\triangle \mathrm{ABC}\) ক্ষেত্রফল \(=\frac{1}{2} \times A C \times B P\)
\(=\left(\frac{1}{2} \times 20 \times 10 \sqrt{2}\right)\) বর্গসেমি
\(=100 \sqrt{2}\) বর্গসেমি
13. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন 30° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।
\(\triangle \mathrm{ABC}\)-র AB = AC = 20 সেমি এবং \(\angle B A C=30^{\circ}\)।
\(B E \perp A C\) অঙ্কন করে বর্ধিত করা হল এবং বর্ধিতাংশ থেকে BE = ED কেটে নিয়ে A, D যুক্ত করা হল।
\( \because \triangle \mathrm{ABE}\)-এর \(\angle \mathrm{BAE}=30^{\circ}, \angle \mathrm{AEB}=90^{\circ}\)
\(\therefore \angle \mathrm{ABE}=180^{\circ}-90^{\circ}-30^{\circ}=60^{\circ}\)
\(\triangle \mathrm{ABE}\) ও \(\triangle \mathrm{ADE}\)-র
(i) \(BE = ED\) (অঙ্কনানুসারে)
(ii) \( \angle \mathrm{AEB}=\angle \mathrm{AED}\left(=90^{\circ}\right) \) এবং
(iii) AE সাধারণ বাহু
\(\therefore \triangle \mathrm{ABE} \cong \triangle \mathrm{ADE}\quad\) [S-A-S শর্তানুসারে]
\(\therefore \angle A B E=\angle A D E=60^{\circ}\) এবং \(\angle B A E=\angle D A E=30^{\circ}\)
এখন, \(\angle \mathrm{BAD}=\angle \mathrm{BAE}+\angle \mathrm{DAE}=30^{\circ}+30^{\circ}=60^{\circ}\)
এখন, \(\triangle \mathrm{ABD}\)-র \(\angle \mathrm{ABD}=\angle \mathrm{ADB}=\angle \mathrm{BAD}=60^{\circ}\)
\(\therefore\) ত্রিভুজ ABD সমবাহু যার BD = AB = AD = 20 সেমি এবং
\(\because\) BE = ED
\(\therefore B E=\left(\frac{1}{2} B D\right)=\left(\frac{1}{2} \times 20\right)\) সেমি = 10 সেমি
সুতরাং, \(\triangle \mathrm{ABC}\)-র ক্ষেত্রফল \(\left(\frac{1}{2} \times A C \times B E\right)\)
\(=\left(\frac{1}{2} \times 20 \times 10\right)\) বর্গসেমি
= 100 বর্গসেমি
14. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা \((\sqrt{2}+1)\) সেমি. হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি।
মনে করি, \(\triangle \mathrm{ABC}\) একটি সমকোণী সমদ্বিবাহু যার
\(\angle A B C=90^{\circ}\) এবং \(AB = BC = x\) সেমি,
\(\therefore\) পিথাগোরাসের সূত্রানুসারে,
\(x^{2}+x^{2}=\mathrm{AC}^{2}\)
বা, \(A C^{2}=2 x^{2}\)
\(\therefore\) \(\mathrm{AC}=\sqrt{2} x\)
প্রশ্নানুসারে, \(x+x+\sqrt{2} x=\sqrt{2}+1\)
\(\quad\quad [\because\) ত্রিভুজটির পরিসীমা \(\sqrt{2}+1\) সেমি\(]\)
বা, \(2 x+\sqrt{2} x=\sqrt{2}+1\)
বা, \(\sqrt{2}(\sqrt{2}+1) x=(\sqrt{2}+1)\)
বা, \(x=\frac{(\sqrt{2}+1)}{\sqrt{2}(\sqrt{2}+1)}\)
\(\therefore\left(x=\frac{1}{\sqrt{2}}\right)\)
\(\therefore\) ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য \(=\left(\sqrt{2} \cdot \frac{1}{\sqrt{2}}\right)\) সেমি = 1 সেমি
এবং ত্রিভুজটির ক্ষেত্রফল
\(=\left(\frac{1}{2} \times B C \times A B\right)\) বর্গএকক
\(=\left(\frac{1}{2} \times x \times x\right)\) বর্গসেমি
\(=\left(\frac{1}{2} \times \frac{1}{\sqrt{2}} \times \frac{1}{\sqrt{2}}\right)\) বর্গসেমি
\(=\frac{1}{4}\) বর্গসেমি
= 0.25 বর্গসেমি
15. মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এল। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লেখ। \((\sqrt{3} \approx 1.732)\)
মারিয়া 60 মিনিটে যায় \(=18\) কিমি
\(\therefore\) মারিয়া 1 মিনিটে যায় \(=\frac{18}{60}\) কিমি
\(\therefore\) মারিয়া 10 মিনিটে যায় \(=\frac{18 \times 10}{60}\) কিমি = 3 কিমি
সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা = 3 কিমি
\(\therefore\) সমবাহু ত্রিভুজাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য \(=\frac{3}{3}\) কিমি = 1 কিমি
ওই ত্রিভুজাকার ক্ষেত্রের একটি কৌনিক বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত সোজা পথের দৈর্ঘ্য = সমবাহু ত্রিভুজটির উচ্চতা
\(=(\frac{\sqrt{3}}{2} \times\) বাহু\()\) একক
\(=\left(\frac{\sqrt{3}}{2} \times 1\right)\) কিমি
\(=\frac{\sqrt{3}}{2}\) কিমি
সাইকেলটি 18 কিমি পথ যায় = 60 মিনিটে
\(\therefore\) 1 কিমি পথ যায় \(=\frac{60}{18}\) মিনিটে
\(\therefore \frac{\sqrt{3}}{2}\) কিমি পথ যায় \(=\frac{60 \times \sqrt{3}}{2 \times 18}\) মিনিটে
\(=\frac{5 \times 1.732}{3}\) মিনিটে
\(=2.89\) মিনিটে (প্রায়)
\(\therefore\) মারিয়া 1 মিনিটে যায় \(=\frac{18}{60}\) কিমি
\(\therefore\) মারিয়া 10 মিনিটে যায় \(=\frac{18 \times 10}{60}\) কিমি = 3 কিমি
সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা = 3 কিমি
\(\therefore\) সমবাহু ত্রিভুজাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য \(=\frac{3}{3}\) কিমি = 1 কিমি
ওই ত্রিভুজাকার ক্ষেত্রের একটি কৌনিক বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত সোজা পথের দৈর্ঘ্য = সমবাহু ত্রিভুজটির উচ্চতা
\(=(\frac{\sqrt{3}}{2} \times\) বাহু\()\) একক
\(=\left(\frac{\sqrt{3}}{2} \times 1\right)\) কিমি
\(=\frac{\sqrt{3}}{2}\) কিমি
সাইকেলটি 18 কিমি পথ যায় = 60 মিনিটে
\(\therefore\) 1 কিমি পথ যায় \(=\frac{60}{18}\) মিনিটে
\(\therefore \frac{\sqrt{3}}{2}\) কিমি পথ যায় \(=\frac{60 \times \sqrt{3}}{2 \times 18}\) মিনিটে
\(=\frac{5 \times 1.732}{3}\) মিনিটে
\(=2.89\) মিনিটে (প্রায়)
16. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল \(\sqrt{3}\) বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
মনে করি, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(= x\) মিটার
\(\therefore\) ক্ষেত্রফল \(=\frac{\sqrt{3}}{4} x^{2}\) বর্গমিটার
প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(1\) মিটার বৃদ্ধি পেলে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে \((x+1)\) মিটার এবং ক্ষেত্রফল হবে \(\frac{\sqrt{3}}{4}(x+1)^{2}\) বর্গমিটার।
প্রশ্নানুসারে, \(\frac{\sqrt{3}}{4}(x+1)^{2}=\frac{\sqrt{3}}{4} x^{2}+\sqrt{3}\)
বা, \((x+1)^{2}=x^{2}+4\)
বা, \(x^{2}+2 x+1-x^{2}=4\)
বা, \(2 x=3\)
বা, \(x=\frac{3}{2}=1.5\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(1.5\) মিটার।
\(\therefore\) ক্ষেত্রফল \(=\frac{\sqrt{3}}{4} x^{2}\) বর্গমিটার
প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(1\) মিটার বৃদ্ধি পেলে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে \((x+1)\) মিটার এবং ক্ষেত্রফল হবে \(\frac{\sqrt{3}}{4}(x+1)^{2}\) বর্গমিটার।
প্রশ্নানুসারে, \(\frac{\sqrt{3}}{4}(x+1)^{2}=\frac{\sqrt{3}}{4} x^{2}+\sqrt{3}\)
বা, \((x+1)^{2}=x^{2}+4\)
বা, \(x^{2}+2 x+1-x^{2}=4\)
বা, \(2 x=3\)
বা, \(x=\frac{3}{2}=1.5\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(1.5\) মিটার।
17. একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত \(\sqrt{3}: 2\); বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে, সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি।
মনে করি, বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য \(x \) সেমি
\(\therefore\) কর্ণের দৈর্ঘ্য \(\sqrt{2} x\) সেমি এবং ক্ষেত্রফল \(x^{2}\) বর্গসেমি
প্রশ্নানুসারে, \(\sqrt{2} x=60\)
বা, \(x=\frac{60 \times \sqrt{2}}{\sqrt{2} \times \sqrt{2}}=\frac{60 \sqrt{2}}{2}\)
বা, \(x=30 \sqrt{2}\)
\(\therefore x^{2}=(30 \sqrt{2})^{2}=(900 \times 2)=1800\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \(=\sqrt{3}: 2\)
\(\because\) \(\frac{\text { সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল }}{1800}=\frac{\sqrt{3}}{2}\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল \(=\frac{\sqrt{3} \times 1800}{2}\)
বা, \(\frac{\sqrt{3}}{4} \times\) একটি বাহুর বর্গ \(=900 \times \sqrt{3}\)
বা, একটি বাহুর বর্গ \(=900 \times \sqrt{3} \times \frac{4}{\sqrt{3}}\)
বা, একটি বাহুর দৈর্ঘ্য \(=\sqrt{900 \times 4}\)
বা, একটি বাহুর দৈর্ঘ্য \(=30 \times 2=60\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 60 সেমি
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির পরিসীমা \(= (3 \times60)\) সেমি = 180 সেমি
\(\therefore\) কর্ণের দৈর্ঘ্য \(\sqrt{2} x\) সেমি এবং ক্ষেত্রফল \(x^{2}\) বর্গসেমি
প্রশ্নানুসারে, \(\sqrt{2} x=60\)
বা, \(x=\frac{60 \times \sqrt{2}}{\sqrt{2} \times \sqrt{2}}=\frac{60 \sqrt{2}}{2}\)
বা, \(x=30 \sqrt{2}\)
\(\therefore x^{2}=(30 \sqrt{2})^{2}=(900 \times 2)=1800\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \(=\sqrt{3}: 2\)
\(\because\) \(\frac{\text { সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল }}{1800}=\frac{\sqrt{3}}{2}\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল \(=\frac{\sqrt{3} \times 1800}{2}\)
বা, \(\frac{\sqrt{3}}{4} \times\) একটি বাহুর বর্গ \(=900 \times \sqrt{3}\)
বা, একটি বাহুর বর্গ \(=900 \times \sqrt{3} \times \frac{4}{\sqrt{3}}\)
বা, একটি বাহুর দৈর্ঘ্য \(=\sqrt{900 \times 4}\)
বা, একটি বাহুর দৈর্ঘ্য \(=30 \times 2=60\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 60 সেমি
\(\therefore\) সমবাহু ত্রিভুজটির পরিসীমা \(= (3 \times60)\) সেমি = 180 সেমি
Class 9 Math koshe dekhi 15.2 || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.2 || নবম শ্রেণী কষে দেখি 15.2 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
18. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি. এবং 30 সেমি.। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।
সমকোণী ত্রিভুজের পরিসীমা 30 সেমি ও অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি।
\(\because\) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল
= অর্ধপরিসীমা \(\times\) (অর্ধপরিসীমা \(-\) অতিভুজ)
\(=\frac{30}{2}\left(\frac{30}{2}-13\right)\) বৰ্গসেমি
\(= 15(15-13)\) বর্গসেমি
\(= [15 \times 2]\) বর্গসেমি
= 30 বর্গসেমি
বিকল্প পদ্ধতি : সমকোণী ত্রিভুজের পরিসীমা 30 সেমি
অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি
ধরি, সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সেমি এবং b সেমি।
\(\therefore a^{2}+b^{2}=13^{2}\)
বা, \(a^{2}+b^{2}=169\ldots(i)\)
অপরপক্ষে, \(a + b + 13 = 30\)
বা, \(a + b = 30 - 13\)
বা, \(a+b=17\ldots(ii)\)
(ii) নং সমীকরণের উভয়দিকে বর্গ করে পাই
\((a+b)^{2}=(17)^{2}\)
বা, \(a^{2}+2 a b+b^{2}=289\)
বা, \(169+2 a b=289\)
বা, \(2ab = 289 - 169\)
বা, \(2 a b=120\)
বা, \(a b=60\)
\(\therefore\) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল \(=\frac{1}{2} \times a \times b\)
\(=\left(\frac{1}{2} \times 60\right)\) বর্গসেমি = 30 বর্গসেমি।
\(\because\) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল
= অর্ধপরিসীমা \(\times\) (অর্ধপরিসীমা \(-\) অতিভুজ)
\(=\frac{30}{2}\left(\frac{30}{2}-13\right)\) বৰ্গসেমি
\(= 15(15-13)\) বর্গসেমি
\(= [15 \times 2]\) বর্গসেমি
= 30 বর্গসেমি
বিকল্প পদ্ধতি : সমকোণী ত্রিভুজের পরিসীমা 30 সেমি
অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি
ধরি, সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সেমি এবং b সেমি।
\(\therefore a^{2}+b^{2}=13^{2}\)
বা, \(a^{2}+b^{2}=169\ldots(i)\)
অপরপক্ষে, \(a + b + 13 = 30\)
বা, \(a + b = 30 - 13\)
বা, \(a+b=17\ldots(ii)\)
(ii) নং সমীকরণের উভয়দিকে বর্গ করে পাই
\((a+b)^{2}=(17)^{2}\)
বা, \(a^{2}+2 a b+b^{2}=289\)
বা, \(169+2 a b=289\)
বা, \(2ab = 289 - 169\)
বা, \(2 a b=120\)
বা, \(a b=60\)
\(\therefore\) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল \(=\frac{1}{2} \times a \times b\)
\(=\left(\frac{1}{2} \times 60\right)\) বর্গসেমি = 30 বর্গসেমি।
19. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি. এবং 5 সেমি.। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি (তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান)।
ABC সমকোণী ত্রিভুজের AB = 5 সেমি, BC = 12 সেমি
এবং \(\angle \mathrm{ABC}=90^{\circ}\) ।
\(\therefore \triangle \mathrm{ABC}\)-এর ক্ষেত্রফল \(=\left(\frac{1}{2} \times A B \times B C\right)\)
\(=\left(\frac{1}{2} \times 5 \times 12\right)\) বর্গসেমি
= 30 বর্গসেমি
আবার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
\(A C^{2}=A B^{2}+B C^{2}\)
বা, \(A C^{2}=5^{2}+12^{2} \)
বা, \( A C^{2}=25+144 \)
বা, \( A C^{2}=169 \)
\(\therefore\) \( A C=13\)
মনে করি, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ AC-এর উপর লম্বের দৈর্ঘ্য AD।
\(\therefore \triangle \mathrm{ABC}\)-এর ক্ষেত্রফল = 30 বর্গসেমি
বা, \(\frac{1}{2} \times A C \times B D=30 \)
বা, \( \frac{1}{2} \times 13 \times B D=30\)
বা, \(\mathrm{BD}=\frac{30 \times 2}{13}=\frac{60}{13}\)
বা, \(\mathrm{BD}=4.61538\)
\(\therefore B D=4.615\) (প্রায়)
\(\therefore\) লম্বের দৈর্ঘ্য 4.615 সেমি (প্রায়)।
20. 3 সেমি., 4 সেমি. ও 5 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকারক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
মনে করি, বৃহত্তম বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য \(x\) সেমি
\(EF = FC = CD = DE = x\) সেমি
\( BC = 4\) সেমি
\(\therefore\) \(BF = (4 - x)\) সেমি
\(A C=3\) সেমি
\(\therefore A D=(3-x)\) সেমি
এখন, \(\triangle A B C\)-এর ক্ষেত্রফল
\(=(\triangle \mathrm{BEF}+\triangle \mathrm{AED}+\) বর্গক্ষেত্র \(EFCD)\)-এর ক্ষেত্রফল
বা, \(\frac{1}{2} \times 4\times 3=\frac{1}{2} \times(4-x)\times x+\frac{1}{2} \times x \times(3-x)+x^{2} \)
বা, \( 12=4 x-x^{2}+3 x-x^{2}+2 x^{2}\)
বা, \(7 x=12\)
বা, \(x=\frac{12}{7}=1 \frac{5}{7}\)
\(\therefore\) বৃহত্তম বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য \(1 \frac{5}{7}\) সেমি।
21. বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q) :
(i) একটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি. হলে, ত্রিভুজটির উচ্চতার পরিমাপ
(a) \(4 \sqrt{3}\) সেমি. (b) \(16 \sqrt{3}\) সেমি. (c) \(8 \sqrt{3}\) সেমি. (d) \(2 \sqrt{3}\) সেমি.
(a) \(4 \sqrt{3}\) সেমি. (b) \(16 \sqrt{3}\) সেমি. (c) \(8 \sqrt{3}\) সেমি. (d) \(2 \sqrt{3}\) সেমি.
সমবাহু ত্রিভুজের উচ্চতা \(= \frac{\sqrt{3}}{2} \times\) একটি বাহুর দৈর্ঘ্য
\(= \frac{\sqrt{3}}{2} \times 4\) সেমি
\(= 2 \sqrt{3}\) সেমি
\(= \frac{\sqrt{3}}{2} \times 4\) সেমি
\(= 2 \sqrt{3}\) সেমি
(ii) একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক। ত্রিভুজটির পরিসীমা
(a) \((1+\sqrt{2}) a\) একক (b) \((2+\sqrt{2}) a\) একক
(c) 3a একক (d) \((3+2 \sqrt{2})\)a একক
(a) \((1+\sqrt{2}) a\) একক (b) \((2+\sqrt{2}) a\) একক
(c) 3a একক (d) \((3+2 \sqrt{2})\)a একক
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য \(a\) একক হলে অতিভুজের দৈর্ঘ্য \(a \sqrt{2}\) একক।
\(\therefore\) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা \((a+a+a \sqrt{2})\) একক
\(=(2 a+a \sqrt{2})\) একক
\(=(2+\sqrt{2}) a\) একক
\(\therefore\) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা \((a+a+a \sqrt{2})\) একক
\(=(2 a+a \sqrt{2})\) একক
\(=(2+\sqrt{2}) a\) একক
(iii) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s এবং h হলে \(\frac{2 a}{s h}\) এর মান
(a) 1 (b) \(\frac{1}{2}\) (c) \(\frac{1}{3}\) (d) \(\frac{1}{4}\)
(a) 1 (b) \(\frac{1}{2}\) (c) \(\frac{1}{3}\) (d) \(\frac{1}{4}\)
মনে করি, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(x\) একক
\(\therefore\) ক্ষেত্রফল \((a) =\frac{\sqrt{3}}{4} x^{2}\) বর্গএকক
পরিসীমা \((s) = 3x\) একক
এবং উচ্চতা \((h)=\frac{\sqrt{3}}{2} x\) একক
\(\therefore \frac{2 \mathrm{a}}{\mathrm{sh}}=\frac{2 \cdot \frac{\sqrt{3}}{4} x^{2}}{3 x \cdot \frac{\sqrt{3}}{2} x}=\frac{\sqrt{3} x^{2}}{2} \times \frac{2}{3 \cdot \sqrt{3} \cdot x^{2}}=\frac{1}{3}\)
\(\therefore\) ক্ষেত্রফল \((a) =\frac{\sqrt{3}}{4} x^{2}\) বর্গএকক
পরিসীমা \((s) = 3x\) একক
এবং উচ্চতা \((h)=\frac{\sqrt{3}}{2} x\) একক
\(\therefore \frac{2 \mathrm{a}}{\mathrm{sh}}=\frac{2 \cdot \frac{\sqrt{3}}{4} x^{2}}{3 x \cdot \frac{\sqrt{3}}{2} x}=\frac{\sqrt{3} x^{2}}{2} \times \frac{2}{3 \cdot \sqrt{3} \cdot x^{2}}=\frac{1}{3}\)
(iv) একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি. এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি.। ত্রিভুজটির ক্ষেত্রফল
(a) 18 বর্গ সেমি. (b) 12 বর্গ সেমি. (c) 15 বর্গ সেমি. (d) 30 বর্গ সেমি.
(a) 18 বর্গ সেমি. (b) 12 বর্গ সেমি. (c) 15 বর্গ সেমি. (d) 30 বর্গ সেমি.
সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল
\(=\frac{1}{2} \times \text{ভূমির দৈর্ঘ্য} \times \sqrt{(\text{সমান বাহুর একটির দৈর্ঘ্য})^{2}-(\text{ভূমির দৈর্ঘ্যের অর্ধেক})^{2}}\)
\(=\left[\frac{1}{2} \times 6 \sqrt{5^{2}-\left(\frac{6}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=\left[\frac{1}{2} \times 6 \times \sqrt{5^{2}-3^{2}}\right]\) বর্গসেমি
\(= (3 \times 4)\) বর্গসেমি
\(= 12\) বর্গসেমি
\(=\frac{1}{2} \times \text{ভূমির দৈর্ঘ্য} \times \sqrt{(\text{সমান বাহুর একটির দৈর্ঘ্য})^{2}-(\text{ভূমির দৈর্ঘ্যের অর্ধেক})^{2}}\)
\(=\left[\frac{1}{2} \times 6 \sqrt{5^{2}-\left(\frac{6}{2}\right)^{2}}\right]\) বর্গসেমি
\(=\left[\frac{1}{2} \times 6 \times \sqrt{5^{2}-3^{2}}\right]\) বর্গসেমি
\(= (3 \times 4)\) বর্গসেমি
\(= 12\) বর্গসেমি
(v) ABC ত্রিভুজের AC বাহুর উপর D এমন একটি বিন্দু যে \(AD : DC = 3 : 2\); ABC ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গসেমি. হলে BDC ত্রিভুজের ক্ষেত্রফল
(a) 16 বর্গ সেমি. (b) 24 বর্গ সেমি. (c) 30 বর্গ সেমি. (d) 36 বর্গ সেমি.
(a) 16 বর্গ সেমি. (b) 24 বর্গ সেমি. (c) 30 বর্গ সেমি. (d) 36 বর্গ সেমি.
যেহেতু, \(AD : DC = 3 : 2 \)
ধরি, \(AD = 3x\) একক
এবং \(DC = 2x\) একক,
যেখানে \(x \neq 0\) একটি আনুপাতিক ধ্রুবক।
এখন, \(\frac{\Delta \mathrm{ABC}}{\Delta \mathrm{BDC}}=\frac{(3 x+2 x)}{2 x}\)
[\(\because\) একই শীর্ষবিন্দুবিশিষ্ট দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতের উহাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান]
বা, \(\frac{40}{\Delta \mathrm{BDC}}=\frac{5}{2}\)
বা, \(\triangle \mathrm{BDC}=\frac{40 \times 2}{5}\)
\(\therefore\) \(\triangle \mathrm{BDC}=16\)
\(\therefore \triangle B D C\)-র ক্ষেত্রফল 16 বর্গসেমি
Class 9 Math koshe dekhi 15.2 || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.2 || নবম শ্রেণী কষে দেখি 15.2 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
(vi) একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটির বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি., 7 সেমি. ও 5 সেমি.। ত্রিভুজটির ক্ষেত্রফল
(a) \(20 \sqrt{7}\) বর্গ সেমি. (b) \(10 \sqrt{14}\) বর্গ সেমি.
(c) \(10 \sqrt{14}\) বর্গ সেমি. (d) 140 বর্গ সেমি.
(a) \(20 \sqrt{7}\) বর্গ সেমি. (b) \(10 \sqrt{14}\) বর্গ সেমি.
(c) \(10 \sqrt{14}\) বর্গ সেমি. (d) 140 বর্গ সেমি.
মনে করি, ত্রিভুজটির তিনটি বাহু যথাক্রমে a একক, b একক, c একক ও পরিসীমা s একক
\(\therefore s-a=8, s-b=7, s-c=5\)
\(\therefore s-a+s-b+s-c=8+7+5\)
বা, \(3 s-(a+b+c)=20\)
বা, \(3 s-2 s=20\)
\(\therefore s=20\)
\(\therefore\) ত্রিভুজটির ক্ষেত্রফল \(=\sqrt{s(s-a)(s-b)(s-c)}\) বর্গএকক
\(=\sqrt{20 \times 8 \times 7 \times 5}\) বর্গসেমি
\(=\sqrt{5 \times 4 \times 4 \times 2 \times 7 \times 5}\) বর্গসেমি
\(=4 \times 5 \times \sqrt{14}\) বর্গসেমি
\(=20 \sqrt{14}\) বর্গসেমি
\(\therefore s-a=8, s-b=7, s-c=5\)
\(\therefore s-a+s-b+s-c=8+7+5\)
বা, \(3 s-(a+b+c)=20\)
বা, \(3 s-2 s=20\)
\(\therefore s=20\)
\(\therefore\) ত্রিভুজটির ক্ষেত্রফল \(=\sqrt{s(s-a)(s-b)(s-c)}\) বর্গএকক
\(=\sqrt{20 \times 8 \times 7 \times 5}\) বর্গসেমি
\(=\sqrt{5 \times 4 \times 4 \times 2 \times 7 \times 5}\) বর্গসেমি
\(=4 \times 5 \times \sqrt{14}\) বর্গসেমি
\(=20 \sqrt{14}\) বর্গসেমি
22. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
(i) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ?
মনে করি, সমবাহু ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য \(x\) একক
প্রশ্নানুসারে, \(\frac{\sqrt{3}}{4} x^{2}=\frac{\sqrt{3}}{2} x\)
বা, \(x=\frac{\sqrt{3}}{2} \times \frac{4}{\sqrt{3}} \)
\(\therefore x=2\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য \(= 2\) একক
প্রশ্নানুসারে, \(\frac{\sqrt{3}}{4} x^{2}=\frac{\sqrt{3}}{2} x\)
বা, \(x=\frac{\sqrt{3}}{2} \times \frac{4}{\sqrt{3}} \)
\(\therefore x=2\)
\(\therefore\) সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য \(= 2\) একক
(ii) একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয় ?
ধরি, একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে a একক, b একক ও c একক।
\(\therefore\) অর্ধপরিসীমা \((s) =\frac{a+b+c}{2}\)
এবং ক্ষেত্রফল \((A)=\sqrt{s(s-a)(s-b)(s-c)}\) বর্গএকক
প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুগুলি হবে 2a একক 2b একক ও 2c একক এবং অর্ধপরিসীমা
\(=\frac{2 a+2 b+2 c}{2}\) একক
\(= (a + b + c)\) একক
\(= 2s\) একক
এখন, ত্রিভুজটির ক্ষেত্রফল
\(=\sqrt{2 s(2 s-2 a)(2 s-2 b)(2 s-2 c)}\) বর্গএকক
\(=\sqrt{2 s \cdot 2(s-a) \cdot 2(s-b) \cdot 2(s-c)}\) বর্গএকক
\(=4 \sqrt{s(s-a)(s-b)(s-c)}\) বর্গএকক
\(= 4A\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি \(= (4A - A)\) বর্গএকক
\(= 3A\) বর্গ একক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধির হার \(=\frac{3 A}{A} \times 100 \%=300 \%\)
\(\therefore\) অর্ধপরিসীমা \((s) =\frac{a+b+c}{2}\)
এবং ক্ষেত্রফল \((A)=\sqrt{s(s-a)(s-b)(s-c)}\) বর্গএকক
প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুগুলি হবে 2a একক 2b একক ও 2c একক এবং অর্ধপরিসীমা
\(=\frac{2 a+2 b+2 c}{2}\) একক
\(= (a + b + c)\) একক
\(= 2s\) একক
এখন, ত্রিভুজটির ক্ষেত্রফল
\(=\sqrt{2 s(2 s-2 a)(2 s-2 b)(2 s-2 c)}\) বর্গএকক
\(=\sqrt{2 s \cdot 2(s-a) \cdot 2(s-b) \cdot 2(s-c)}\) বর্গএকক
\(=4 \sqrt{s(s-a)(s-b)(s-c)}\) বর্গএকক
\(= 4A\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি \(= (4A - A)\) বর্গএকক
\(= 3A\) বর্গ একক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধির হার \(=\frac{3 A}{A} \times 100 \%=300 \%\)
(iii) একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনগুণ করলে, ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় ?
ধরি, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে \(x\) একক, \(y\) একক ও \(z\) একক।
\(\therefore\) অর্ধপরিসীমা \((s)=\frac{x+y+z}{2}\) একক
এবং ক্ষেত্রফল \((A)=\sqrt{s(s-x)(s-y)(s-z)}\) বর্গএকক
প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনগুণ করলে বাহুগুলি হবে যথাক্রমে \(3x\) একক, \(3y\) একক ও \(3z\) একক এবং অর্ধপরিসীমা
\(=\frac{3 x+3 y+3 z}{2}\) একক
\(=3\left(\frac{x+y+z}{2}\right)\) একক
এখন, ক্ষেত্রফল \(=\sqrt{3 s(3 s-3 x)(3 s-3 y)(3 s-3 z)}\) বর্গএকক
\(=\sqrt{3 s \cdot 3(s-x) \cdot 3(s-y) \cdot 3(s-z)}\) বর্গএকক
\(=9 \sqrt{s(s-x)(s-y)(s-z)}\) বর্গএকক
\(= 9A\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি \(= (9A – A)\) বর্গএকক
\(= 8A\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধির হার \(=\frac{8 A}{A} \times 100 \%=800 \%\)
\(\therefore\) অর্ধপরিসীমা \((s)=\frac{x+y+z}{2}\) একক
এবং ক্ষেত্রফল \((A)=\sqrt{s(s-x)(s-y)(s-z)}\) বর্গএকক
প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনগুণ করলে বাহুগুলি হবে যথাক্রমে \(3x\) একক, \(3y\) একক ও \(3z\) একক এবং অর্ধপরিসীমা
\(=\frac{3 x+3 y+3 z}{2}\) একক
\(=3\left(\frac{x+y+z}{2}\right)\) একক
এখন, ক্ষেত্রফল \(=\sqrt{3 s(3 s-3 x)(3 s-3 y)(3 s-3 z)}\) বর্গএকক
\(=\sqrt{3 s \cdot 3(s-x) \cdot 3(s-y) \cdot 3(s-z)}\) বর্গএকক
\(=9 \sqrt{s(s-x)(s-y)(s-z)}\) বর্গএকক
\(= 9A\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি \(= (9A – A)\) বর্গএকক
\(= 8A\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধির হার \(=\frac{8 A}{A} \times 100 \%=800 \%\)
(iv) একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য \( (x - 2)\) সেমি, \(x\) সেমি. ও \((x + 2)\) সেমি.। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত ?
যেহেতু, সমকোণী ত্রিভুজটির তিনটি বাহু যথাক্রমে \((x-2)\) সেমি, \(x \) সেমি ও \((x + 2)\) সেমি।
সুতরাং, \((x + 2)\) সেমি অবশ্যই ত্রিভুজটির অতিভুজ হবে কারণ,
\((x + 2) > x > x-2\)
পিথাগোরাসের সূত্রানুসারে,
\((x+2)^{2}=x^{2}+(x-2)^{2}\)
বা, \(x^{2}+4 x+4=x^{2}+x^{2}-4 x+4\)
বা, \(0=2 x^{2}-4 x+4-4 x-4-x^{2}\)
বা \( x^{2}-8 x=0 \)
বা, \(x(x-8)=0\)
অর্থাৎ, হয় \(x = 0\), যাহা অসম্ভব অথবা \(x - 8 = 0\)
\(\therefore\) \(x = 8\)
\(\therefore\) ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য \(= (8 + 2)\) সেমি \(= 10\) সেমি
সুতরাং, \((x + 2)\) সেমি অবশ্যই ত্রিভুজটির অতিভুজ হবে কারণ,
\((x + 2) > x > x-2\)
পিথাগোরাসের সূত্রানুসারে,
\((x+2)^{2}=x^{2}+(x-2)^{2}\)
বা, \(x^{2}+4 x+4=x^{2}+x^{2}-4 x+4\)
বা, \(0=2 x^{2}-4 x+4-4 x-4-x^{2}\)
বা \( x^{2}-8 x=0 \)
বা, \(x(x-8)=0\)
অর্থাৎ, হয় \(x = 0\), যাহা অসম্ভব অথবা \(x - 8 = 0\)
\(\therefore\) \(x = 8\)
\(\therefore\) ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য \(= (8 + 2)\) সেমি \(= 10\) সেমি
(v) একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরি \(x\) একক
ত্রিভুজটির ক্ষেত্রফল \(=\frac{\sqrt{3}}{4} x^{2}\) বর্গএকক
এবং ত্রিভুজটির উচ্চতা \(=\frac{\sqrt{3}}{2} x\) একক
ত্রিভুজটির উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
\(=\left(\frac{\sqrt{3}}{2} x\right)^{2}\) বর্গএকক
\(=\frac{3}{4} x^{2}\) বর্গএকক
\(\therefore\) ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত \(=\frac{\sqrt{3}}{4} x^{2}: \frac{3}{4} x^{2}\)
\(=1: \sqrt{3}\)
ত্রিভুজটির ক্ষেত্রফল \(=\frac{\sqrt{3}}{4} x^{2}\) বর্গএকক
এবং ত্রিভুজটির উচ্চতা \(=\frac{\sqrt{3}}{2} x\) একক
ত্রিভুজটির উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
\(=\left(\frac{\sqrt{3}}{2} x\right)^{2}\) বর্গএকক
\(=\frac{3}{4} x^{2}\) বর্গএকক
\(\therefore\) ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত \(=\frac{\sqrt{3}}{4} x^{2}: \frac{3}{4} x^{2}\)
\(=1: \sqrt{3}\)
Class 9 Math koshe dekhi 15.2 || Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.2 || নবম শ্রেণী কষে দেখি 15.2 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra