Class 9 Solution koshe dekhi 15.1 || West Bengal Board Class 9 Math Solution Chapter 15 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল || WBBSE Class 9 Math koshe dekhi 15.1 || Ganit Prakash Class 9 Solution koshe dekhi 15.1 || Ganit Prakash Solution Class 9 In Bengali || গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণী || গণিত প্রকাশ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল (Class-9) কষে দেখি 15.1 || West Bengal Board Class 9 Math Solution Chapter 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
Share this page using :
Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.1 || নবম শ্রেণী কষে দেখি 15.1 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
কষে দেখি - 15.1
Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.1 || নবম শ্রেণী কষে দেখি 15.1 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
1. কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খোঁজ।
(i) কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
(ii) প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি।
(iii) কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেমি \(\times\) 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি।
(i) কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
(ii) প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি।
(iii) কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেমি \(\times\) 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি।
(i) বাগানটি বর্গাকার। বাগানটির দৈর্ঘ্য 20 মিটার।
\(\therefore\) কামালদের বাগানের ক্ষেত্রফল \(=(20 \times 20)\) বর্গমিটার
= 400 বর্গমিটার
(ii) কামালদের বারান্দার দৈর্ঘ্য = 10 মিটার ও প্রস্থ = 5 মিটার
\(\therefore\) বারান্দার ক্ষেত্রফল \(=(10 \times 5)\) বর্গমিটার = 50 বর্গমিটার
1 বর্গমিটার মেরামত করতে খরচ হয় = 30 টাকা
\(\therefore\) 50 বর্গমিটার মেরামত করতে খরচ হয় \(=(30 \times 50)\) টাকা
= 1500 টাকা
(iii) মেঝের দৈর্ঘ্য = 6 মিটার ও প্রস্থ = 5 মিটার
\(\therefore\) মেঝের ক্ষেত্রফল \(=(6 \times 5)\) বর্গমিটার
\(=(600 \times 500)\) বর্গসেমি \(\quad[\because\) 1 বর্গমিটার \(=100 \times 100\) বর্গসেমি\(]\)
একটি টালির ক্ষেত্রফল \(=(25 \times 25)\) বর্গসেমি
\(\therefore\) পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে টালি লাগবে
\(=\left(\frac{600 \times 500}{25 \times 25}\right)\) টি = 480 টি
\(\therefore\) কামালদের বাগানের ক্ষেত্রফল \(=(20 \times 20)\) বর্গমিটার
= 400 বর্গমিটার
(ii) কামালদের বারান্দার দৈর্ঘ্য = 10 মিটার ও প্রস্থ = 5 মিটার
\(\therefore\) বারান্দার ক্ষেত্রফল \(=(10 \times 5)\) বর্গমিটার = 50 বর্গমিটার
1 বর্গমিটার মেরামত করতে খরচ হয় = 30 টাকা
\(\therefore\) 50 বর্গমিটার মেরামত করতে খরচ হয় \(=(30 \times 50)\) টাকা
= 1500 টাকা
(iii) মেঝের দৈর্ঘ্য = 6 মিটার ও প্রস্থ = 5 মিটার
\(\therefore\) মেঝের ক্ষেত্রফল \(=(6 \times 5)\) বর্গমিটার
\(=(600 \times 500)\) বর্গসেমি \(\quad[\because\) 1 বর্গমিটার \(=100 \times 100\) বর্গসেমি\(]\)
একটি টালির ক্ষেত্রফল \(=(25 \times 25)\) বর্গসেমি
\(\therefore\) পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে টালি লাগবে
\(=\left(\frac{600 \times 500}{25 \times 25}\right)\) টি = 480 টি
2. নীচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি :
(i)
ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=D C \times A D\)
\(=(12 \times 8)\) বর্গমিটার = 96 বর্গমিটার
PQRD আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য DR \(= (12 - 3)\) মিটার
= 9 মিটার ও প্রস্থ \(DP = (8 - 3)\) মিটার = 5 মিটার
\(\therefore\) PQRD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=(9 \times 5)\) বর্গমিটার
= 45 বর্গমিটার
\(\therefore\) APQRCB রঙিন অংশের ক্ষেত্রফল \(=(96-45)\) বর্গমিটার
= 51 বর্গমিটার
\(=(12 \times 8)\) বর্গমিটার = 96 বর্গমিটার
PQRD আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য DR \(= (12 - 3)\) মিটার
= 9 মিটার ও প্রস্থ \(DP = (8 - 3)\) মিটার = 5 মিটার
\(\therefore\) PQRD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=(9 \times 5)\) বর্গমিটার
= 45 বর্গমিটার
\(\therefore\) APQRCB রঙিন অংশের ক্ষেত্রফল \(=(96-45)\) বর্গমিটার
= 51 বর্গমিটার
(ii)
PQRS আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (PQ) = 26 মিটার এবং
প্রস্থ (QR) = 3 মিটার
\(\therefore\) PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=(26 \times 3)\) বর্গমিটার
= 78 বর্গমিটার
MNOK আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (MN) = 14 মিটার এবং
প্রস্থ (MK) = 3 মিটার
\(\therefore\) MNOK আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=(14 \times 3)\) বর্গমিটার
= 42 বর্গমিটার
EFGH বর্গক্ষেত্রের প্রতিবাহু 3 মিটার হওয়ার EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \((3 \times 3)\) বর্গমিটার = 9 বর্গমিটার
\(\therefore\) রঙিন অংশের ক্ষেত্রফল = PQRS অংশের ক্ষেত্রফল \(+ MNOK\) অংশের ক্ষেত্রফল \(-EFGH\) অংশের ক্ষেত্রফল
\(=(78+42-9)\) বর্গমিটার
\(= (120 - 9)\) বর্গমিটার
= 111 বর্গমিটার
প্রস্থ (QR) = 3 মিটার
\(\therefore\) PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=(26 \times 3)\) বর্গমিটার
= 78 বর্গমিটার
MNOK আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (MN) = 14 মিটার এবং
প্রস্থ (MK) = 3 মিটার
\(\therefore\) MNOK আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=(14 \times 3)\) বর্গমিটার
= 42 বর্গমিটার
EFGH বর্গক্ষেত্রের প্রতিবাহু 3 মিটার হওয়ার EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \((3 \times 3)\) বর্গমিটার = 9 বর্গমিটার
\(\therefore\) রঙিন অংশের ক্ষেত্রফল = PQRS অংশের ক্ষেত্রফল \(+ MNOK\) অংশের ক্ষেত্রফল \(-EFGH\) অংশের ক্ষেত্রফল
\(=(78+42-9)\) বর্গমিটার
\(= (120 - 9)\) বর্গমিটার
= 111 বর্গমিটার
(iii)
PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(=(16 \times 9)\) বর্গমিটার
= 144 বর্গমিটার
ABCD আয়তাকার অংশের দৈর্ঘ্য (AD)
\(=(16+2 \times 4)\) মিটার
= (16 + 8) মিটার
= 24 মিটার
এবং প্রস্থ \((AB) =(9+2 \times 4)\) মিটার
= (9 + 8) মিটার
= 17 মিটার
\(\therefore\) ABCD অংশের ক্ষেত্রফল \(=(24 \times 17)\) বর্গমিটার
= 408 বর্গমিটার
রঙিন অংশের ক্ষেত্রফল
= ABCD অংশের ক্ষেত্রফল \(-PQRS\) অংশের ক্ষেত্রফল
\(= (408-144)\) বর্গমিটার
= 264 বর্গমিটার
= 144 বর্গমিটার
ABCD আয়তাকার অংশের দৈর্ঘ্য (AD)
\(=(16+2 \times 4)\) মিটার
= (16 + 8) মিটার
= 24 মিটার
এবং প্রস্থ \((AB) =(9+2 \times 4)\) মিটার
= (9 + 8) মিটার
= 17 মিটার
\(\therefore\) ABCD অংশের ক্ষেত্রফল \(=(24 \times 17)\) বর্গমিটার
= 408 বর্গমিটার
রঙিন অংশের ক্ষেত্রফল
= ABCD অংশের ক্ষেত্রফল \(-PQRS\) অংশের ক্ষেত্রফল
\(= (408-144)\) বর্গমিটার
= 264 বর্গমিটার
(iv)
ABCD আয়তাকার অংশের ক্ষেত্রফল
\(=(28 \times 20)\) বর্গমিটার
= 560 বর্গমিটার
PQRS আয়তাকার অংশের দৈর্ঘ্য (PQ)
\(=(28-2 \times 3)\) মিটার
\(= (28- 6)\) মিটার
= 22 মিটার
প্রস্থ \((Q R)=(20-2 \times 3)\) মিটার
\(= (20 - 6)\) মিটার
= 14 মিটার
\(\therefore\) PQRS অংশের ক্ষেত্রফল \(=(22 \times 14)\) বর্গমিটার
= 308 বর্গমিটার
\(\therefore\) রঙিন অংশের ক্ষেত্রফল
= ABCD অংশের ক্ষেত্রফল \(- PQRS\) অংশের ক্ষেত্রফল
\(= (560 - 308) \) বর্গমিটার
= 252 বর্গমিটার
\(=(28 \times 20)\) বর্গমিটার
= 560 বর্গমিটার
PQRS আয়তাকার অংশের দৈর্ঘ্য (PQ)
\(=(28-2 \times 3)\) মিটার
\(= (28- 6)\) মিটার
= 22 মিটার
প্রস্থ \((Q R)=(20-2 \times 3)\) মিটার
\(= (20 - 6)\) মিটার
= 14 মিটার
\(\therefore\) PQRS অংশের ক্ষেত্রফল \(=(22 \times 14)\) বর্গমিটার
= 308 বর্গমিটার
\(\therefore\) রঙিন অংশের ক্ষেত্রফল
= ABCD অংশের ক্ষেত্রফল \(- PQRS\) অংশের ক্ষেত্রফল
\(= (560 - 308) \) বর্গমিটার
= 252 বর্গমিটার
(v)
PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((\mathrm{PQ} \times \mathrm{PS})\)
\(=(120 \times 3)\) বর্গসেমি
= 360 বর্গসেমি
JKLM আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((\mathrm{JK} \times \mathrm{JM})\)
\(=(90 \times 3)\) বর্গসেমি
= 270 বর্গসেমি
EFGH আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((E F \times E H)\)
\(=(90 \times 3)\) বর্গসেমি
= 270 বর্গসেমি
\(XYZT\) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((X Y \times X T)\)
\(=(3 \times 3)\) বর্গসেমি
= 9 বর্গসেমি
INOU আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((I N \times I U)\)
\(=(3 \times 3)\) বর্গসেমি
= 9 বর্গসেমি
\(\therefore\) সমগ্র রঙিন অংশের ক্ষেত্রফল
\(= [PQRS\) অংশের ক্ষেত্রফল \(+ JKLM\) অংশের ক্ষেত্রফল \(+ EFGH\) অংশের ক্ষেত্রফল \(- (XYZT\) অংশের ক্ষেত্রফল \(+ INOU\) অংশের ক্ষেত্রফল\()]\)
\(=[(360+270+270)-(9+9)]\) বর্গসেমি
\(=(900-18)\) বর্গসেমি
\(=882\) বর্গসেমি
\(=(120 \times 3)\) বর্গসেমি
= 360 বর্গসেমি
JKLM আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((\mathrm{JK} \times \mathrm{JM})\)
\(=(90 \times 3)\) বর্গসেমি
= 270 বর্গসেমি
EFGH আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((E F \times E H)\)
\(=(90 \times 3)\) বর্গসেমি
= 270 বর্গসেমি
\(XYZT\) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((X Y \times X T)\)
\(=(3 \times 3)\) বর্গসেমি
= 9 বর্গসেমি
INOU আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \((I N \times I U)\)
\(=(3 \times 3)\) বর্গসেমি
= 9 বর্গসেমি
\(\therefore\) সমগ্র রঙিন অংশের ক্ষেত্রফল
\(= [PQRS\) অংশের ক্ষেত্রফল \(+ JKLM\) অংশের ক্ষেত্রফল \(+ EFGH\) অংশের ক্ষেত্রফল \(- (XYZT\) অংশের ক্ষেত্রফল \(+ INOU\) অংশের ক্ষেত্রফল\()]\)
\(=[(360+270+270)-(9+9)]\) বর্গসেমি
\(=(900-18)\) বর্গসেমি
\(=882\) বর্গসেমি
3. বিরাট মহাজাতি সঙ্ঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।
দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 4 : 3
মনে করি, মাঠটির দৈর্ঘ্য \(4x\) মিটার ও প্রস্থ \(3x\) মিটার [যেখানে \(x(\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক]
\(\therefore\) মাঠটির পরিসীমা \(=2(4 x+3 x)\) মিটার
\(=(2 \times 7 x)\) মিটার
\(= 14x\) মিটার
প্রশ্নানুসারে, \(14 x=336\)
বা, \(x=\frac{336}{14}=24\)
\(\therefore\) মাঠটির দৈর্ঘ্য \(=(4 \times 24)\) মিটার
= 96 মিটার
এবং প্রস্থ \(=(3 \times 24)\) মিটার
= 72 মিটার
\(\therefore\) মাঠটির ক্ষেত্রফল \(=(96 \times 72)\) বর্গমিটার
= 6912 বর্গমিটার
মনে করি, মাঠটির দৈর্ঘ্য \(4x\) মিটার ও প্রস্থ \(3x\) মিটার [যেখানে \(x(\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক]
\(\therefore\) মাঠটির পরিসীমা \(=2(4 x+3 x)\) মিটার
\(=(2 \times 7 x)\) মিটার
\(= 14x\) মিটার
প্রশ্নানুসারে, \(14 x=336\)
বা, \(x=\frac{336}{14}=24\)
\(\therefore\) মাঠটির দৈর্ঘ্য \(=(4 \times 24)\) মিটার
= 96 মিটার
এবং প্রস্থ \(=(3 \times 24)\) মিটার
= 72 মিটার
\(\therefore\) মাঠটির ক্ষেত্রফল \(=(96 \times 72)\) বর্গমিটার
= 6912 বর্গমিটার
4. প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে লিখি।
3.50 টাকা খরচ হয় 1 বর্গমিটার জমি চাষ করতে
\(\therefore\) 1 টাকা খরচ হয় \(=\frac{1}{3.50}\) বর্গমিটার জমি চাষ করতে
\(\therefore\) 1400 টাকা খরচ হয় \(=\frac{1400}{3.50}\) বর্গমিটার জমি চাষ করতে।
\(=\frac{1400 \times 100}{350}=400\) বর্গমিটার
\(\because\) জমিটি বর্গাকার,
\(\therefore\) জমিটির প্রতি বাহুর দৈর্ঘ্য \(=\sqrt{400}\) মিটার
= 20 মিটার
জমিটির পরিসীমা \(=(4 \times 20)\) মিটার
= 80 মিটার
1 মিটার জমি বেড়া দিতে খরচ হয় = 8.50 টাকা
\(\therefore\) 80 মিটার জমি বেড়া দিতে খরচ হয়
\(=(8.50 \times 80)\) টাকা
= 680.00 টাকা
= 680 টাকা
\(\therefore\) জমিটির চারধারে বেড়া দিতে মোট খরচ হয় 680 টাকা।
\(\therefore\) 1 টাকা খরচ হয় \(=\frac{1}{3.50}\) বর্গমিটার জমি চাষ করতে
\(\therefore\) 1400 টাকা খরচ হয় \(=\frac{1400}{3.50}\) বর্গমিটার জমি চাষ করতে।
\(=\frac{1400 \times 100}{350}=400\) বর্গমিটার
\(\because\) জমিটি বর্গাকার,
\(\therefore\) জমিটির প্রতি বাহুর দৈর্ঘ্য \(=\sqrt{400}\) মিটার
= 20 মিটার
জমিটির পরিসীমা \(=(4 \times 20)\) মিটার
= 80 মিটার
1 মিটার জমি বেড়া দিতে খরচ হয় = 8.50 টাকা
\(\therefore\) 80 মিটার জমি বেড়া দিতে খরচ হয়
\(=(8.50 \times 80)\) টাকা
= 680.00 টাকা
= 680 টাকা
\(\therefore\) জমিটির চারধারে বেড়া দিতে মোট খরচ হয় 680 টাকা।
5. সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুতরাং জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি।
মনে করি, জমিটির দৈর্ঘ্য \(x\) মিটার ও প্রস্থ \(y\) মিটার
প্রথম শর্তানুসারে, \(x y=500\)
বা, \(x=\frac{500}{y}\ldots(i)\)
দ্বিতীয় শর্তানুসারে,
\(x-3=y+2\quad\) [\(\because\) বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = প্রস্থ]
বা, \(\frac{500}{y}-3=y+2\)
বা, \(500-3 y=y^{2}+2 y\)
বা, \(y^{2}+5 y-500=0\)
বা, \(y^{2}+25 y-20 y-500=0\)
বা, \(y(y+25)-20(y+25)=0\)
বা, \((y+25)(y-20)=0\)
হয়, \(y + 25 = 0\)
\(\therefore\) \(y = - 25\)
নতুবা, \(y - 20 = 0\)
\(\therefore\) \(y = 20 \)
\(\because\) প্রস্থ ঋনাত্মক হয় না
\(\therefore\) y = 20 মানটিই গ্রহণযোগ্য
জমিটির প্রস্থ 20 মিটার এবং দৈর্ঘ্য \(=\frac{500}{20}\) মিটার = 25 মিটার
\(\therefore\) সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 25 মিটার ও 20 মিটার।
প্রথম শর্তানুসারে, \(x y=500\)
বা, \(x=\frac{500}{y}\ldots(i)\)
দ্বিতীয় শর্তানুসারে,
\(x-3=y+2\quad\) [\(\because\) বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = প্রস্থ]
বা, \(\frac{500}{y}-3=y+2\)
বা, \(500-3 y=y^{2}+2 y\)
বা, \(y^{2}+5 y-500=0\)
বা, \(y^{2}+25 y-20 y-500=0\)
বা, \(y(y+25)-20(y+25)=0\)
বা, \((y+25)(y-20)=0\)
হয়, \(y + 25 = 0\)
\(\therefore\) \(y = - 25\)
নতুবা, \(y - 20 = 0\)
\(\therefore\) \(y = 20 \)
\(\because\) প্রস্থ ঋনাত্মক হয় না
\(\therefore\) y = 20 মানটিই গ্রহণযোগ্য
জমিটির প্রস্থ 20 মিটার এবং দৈর্ঘ্য \(=\frac{500}{20}\) মিটার = 25 মিটার
\(\therefore\) সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 25 মিটার ও 20 মিটার।
6. আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে ?
যেহেতু, বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য = 300 মিটার
\(\therefore\) বর্গাকার জমির ক্ষেত্রফল \(=(300 \times 300)\) বর্গমিটার
= 90000 বর্গমিটার
চারপাশে দেওয়ালের বেধ 3 ডেসিমিটার = 0.3 মিটার
\(\therefore\) দেওয়াল বাদে জমির প্রত্যেক পাশের দৈর্ঘ্য
\(=(300-2 \times 0.3)\) মিটার
= 299.4 মিটার
\(\therefore\) দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল
\(=(299.4 \times 299.4)\) বর্গমিটার
= 89640.36 বর্গমিটার
\(\therefore\) দেওয়ালের জন্য ব্যবহৃত জমির পরিমাণ
\(=(90000-89640.36)\) বর্গমিটার
= 359.64 বর্গমিটার
100 বর্গমিটারে খরচ হয় = 5000 টাকা
\(\therefore\) 1 বর্গমিটারে খরচ হয় \(=\frac{5000}{100}\) টাকা
= 50 টাকা
\(\therefore\) 359.64 বর্গমিটারে খরচ হয় \(=(50 \times 359.64)\) টাকা
= 17982 টাকা
\(\therefore\) দেওয়ালের জন্য খরচ হবে 17982 টাকা।
Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.1 || নবম শ্রেণী কষে দেখি 15.1 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
7. রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে, রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি।
\(\because\) রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 12 মিটার।
\(\therefore\) রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল \(=(14 \times 12)\) বর্গমিটার
= 168 বর্গমিটার
মনে করি, সমান চওড়া রাস্তার বেধ \(x\) মিটার
\(\therefore\) রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য \(=(14-2 x)\) মিটার
এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ \(=(12-2 x)\) মিটার
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল
\(=(14-2 x)(12-2 x)\) বর্গমিটার
\(=\left(168-28 x-24 x+4 x^{2}\right)\) বর্গমিটার
\(=\left(168-52 x+4 x^{2}\right)\) বর্গমিটার
\(\therefore\) রাস্তার ক্ষেত্রফল \(=\left[168-\left(168-52 x+4 x^{2}\right)\right]\) বর্গমিটার
\(=\left[168-168+52 x-4 x^{2}\right]\) বর্গমিটার
\(=52 x-4 x^{2}\) বর্গমিটার
1 বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় 20 টাকা
\(\therefore\left(52 x-4 x^{2}\right)\) বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হয়
\(=20\left(52 x-4 x^{2}\right)\) টাকা
প্রশ্নানুসারে, \(20\left(52 x-4 x^{2}\right)=1380\)
বা, \(52 x-4 x^{2}=\frac{1380}{20}\)
বা, \(52 x-4 x^{2}=69\)
বা, \(4 x^{2}-52 x+69=0\)
বা, \(4 x^{2}-46 x-6 x+69=0\)
বা, \(2 x(2 x-23)-3(2 x-23)=0 \)
বা, \((2 x-23)(2 x-3)=0\)
দুটি রাশির গুণফল শূন্য হলে, তাদের মধ্যে যে-কোনো একটি রাশির মান শূন্য।
হয়, \(2 x-23=0\)
বা, \(2 x=23\)
\(\therefore x=11.5\)
অথবা, \(2 x-3=0\)
বা, \(2 x=3\)
\(\therefore x=1.5\)
\(x = 11.5\) ইহা অসম্ভব, কারণ দৈর্ঘ্য 14 মিটার হলে রাস্তা 11.5 মিটার চওড়া হতে পারে না।
\(\therefore\) রাস্তাটি 1.5 মিটার চওড়া।
\(\therefore\) রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল \(=(14 \times 12)\) বর্গমিটার
= 168 বর্গমিটার
মনে করি, সমান চওড়া রাস্তার বেধ \(x\) মিটার
\(\therefore\) রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য \(=(14-2 x)\) মিটার
এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ \(=(12-2 x)\) মিটার
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল
\(=(14-2 x)(12-2 x)\) বর্গমিটার
\(=\left(168-28 x-24 x+4 x^{2}\right)\) বর্গমিটার
\(=\left(168-52 x+4 x^{2}\right)\) বর্গমিটার
\(\therefore\) রাস্তার ক্ষেত্রফল \(=\left[168-\left(168-52 x+4 x^{2}\right)\right]\) বর্গমিটার
\(=\left[168-168+52 x-4 x^{2}\right]\) বর্গমিটার
\(=52 x-4 x^{2}\) বর্গমিটার
1 বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় 20 টাকা
\(\therefore\left(52 x-4 x^{2}\right)\) বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হয়
\(=20\left(52 x-4 x^{2}\right)\) টাকা
প্রশ্নানুসারে, \(20\left(52 x-4 x^{2}\right)=1380\)
বা, \(52 x-4 x^{2}=\frac{1380}{20}\)
বা, \(52 x-4 x^{2}=69\)
বা, \(4 x^{2}-52 x+69=0\)
বা, \(4 x^{2}-46 x-6 x+69=0\)
বা, \(2 x(2 x-23)-3(2 x-23)=0 \)
বা, \((2 x-23)(2 x-3)=0\)
দুটি রাশির গুণফল শূন্য হলে, তাদের মধ্যে যে-কোনো একটি রাশির মান শূন্য।
হয়, \(2 x-23=0\)
বা, \(2 x=23\)
\(\therefore x=11.5\)
অথবা, \(2 x-3=0\)
বা, \(2 x=3\)
\(\therefore x=1.5\)
\(x = 11.5\) ইহা অসম্ভব, কারণ দৈর্ঘ্য 14 মিটার হলে রাস্তা 11.5 মিটার চওড়া হতে পারে না।
\(\therefore\) রাস্তাটি 1.5 মিটার চওড়া।
8. 1200 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি. হলে, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
যেহেতু, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 1200 বর্গসেমি এবং দৈর্ঘ্য 40 সেমি।
\(\therefore\) জমিটির প্রস্থ \(=\frac{1200}{40}\) সেমি
= 30 সেমি
\(\therefore\) জমিটির কর্ণের দৈর্ঘ্য
\(=\sqrt{40^{2}+30^{2}}\) সেমি
\(=\sqrt{1600+900}\) সেমি
\(=\sqrt{2500}\) সেমি
= 50 সেমি
\(\therefore\) কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \(=(50)^{2}\) বর্গসেমি
= 2500 বর্গসেমি
9. একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে তিনটি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মি. \(\times\) 1 মি. এবং চারটি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মি. \(\times\) 1 মি.। ঘরটির চার দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে?
প্রদত্ত হলঘরটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 মিটার, 6 মিটার ও 4 মিটার।
\(\therefore\) হলঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল
\(=[2 \times\) (দৈর্ঘ্য \(+\) প্রস্থ) \( \times \) উচ্চতা\(]\)
\(=[2 \times(4+6) \times 4]\) বর্গমিটার
\(=[2 \times 10 \times 4]\) বর্গমিটার
= 80 বর্গমিটার
এখন, 1.5 মিটার \( \times 1\) মিটার-এর তিনটি দরজার ক্ষেত্রফল
\(=(3 \times 1.5 \times 1)\) বর্গমিটার
= 4.5 বর্গমিটার
এবং 1.2 মিটার \( \times 1\) মিটার-এর চারটি জানালার ক্ষেত্রফল
\(=(4 \times 1.2 \times 1)\) বর্গমিটার
= 4.8 বর্গমিটার
\(\therefore\) জানালা ও দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল
\(=[80-(4.5+4.8)]\) বর্গমিটার
\(=(80-9.3)\) বর্গমিটার
= 70.7 বর্গমিটার
1 বর্গমিটারে রঙিন কাগজ লাগাতে খরচ হয় = 70 টাকা
\(\therefore\) 70.7 বর্গমিটারে রঙিন কাগজ লাগাতে খরচ হয়
\(=(70 \times 70.7)\) টাকা
= 4949 টাকা
\(\therefore\) ঘরটির দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে 4949 টাকা।
\(\therefore\) হলঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল
\(=[2 \times\) (দৈর্ঘ্য \(+\) প্রস্থ) \( \times \) উচ্চতা\(]\)
\(=[2 \times(4+6) \times 4]\) বর্গমিটার
\(=[2 \times 10 \times 4]\) বর্গমিটার
= 80 বর্গমিটার
এখন, 1.5 মিটার \( \times 1\) মিটার-এর তিনটি দরজার ক্ষেত্রফল
\(=(3 \times 1.5 \times 1)\) বর্গমিটার
= 4.5 বর্গমিটার
এবং 1.2 মিটার \( \times 1\) মিটার-এর চারটি জানালার ক্ষেত্রফল
\(=(4 \times 1.2 \times 1)\) বর্গমিটার
= 4.8 বর্গমিটার
\(\therefore\) জানালা ও দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল
\(=[80-(4.5+4.8)]\) বর্গমিটার
\(=(80-9.3)\) বর্গমিটার
= 70.7 বর্গমিটার
1 বর্গমিটারে রঙিন কাগজ লাগাতে খরচ হয় = 70 টাকা
\(\therefore\) 70.7 বর্গমিটারে রঙিন কাগজ লাগাতে খরচ হয়
\(=(70 \times 70.7)\) টাকা
= 4949 টাকা
\(\therefore\) ঘরটির দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে 4949 টাকা।
10. একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে, ঘরটির উচ্চতা হিসাব করে লিখি।
যেহেতু, ঘরের মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার এবং দৈর্ঘ্য 4 মিটার।
\(\therefore\) ঘরের প্রস্থ \(=\frac{12}{4}\) মিটার = 3 মিটার
প্রদত্ত ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার
মনে করি, ঘরের উচ্চতা h মিটার
প্রশ্নানুসারে, \(2(4+3) \times h=42\)
বা, \(2 \times 7 \times h=42\)
বা, \(\mathrm{h}=\frac{42}{2 \times 7}=3\)
\(\therefore\) ঘরের উচ্চতা 3 মিটার।
\(\therefore\) ঘরের প্রস্থ \(=\frac{12}{4}\) মিটার = 3 মিটার
প্রদত্ত ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার
মনে করি, ঘরের উচ্চতা h মিটার
প্রশ্নানুসারে, \(2(4+3) \times h=42\)
বা, \(2 \times 7 \times h=42\)
বা, \(\mathrm{h}=\frac{42}{2 \times 7}=3\)
\(\therefore\) ঘরের উচ্চতা 3 মিটার।
11. সুজাতা 84 বর্গ সেমি. ক্ষেত্রফলবিশিষ্ট আয়তাকার কাগজে একটি ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি?
আয়তাকার কাগজের ক্ষেত্রফল 84 বর্গসেমি
মনে করি, কাগজটির দৈর্ঘ্য \(x\) সেমি এবং প্রস্থ \((x - 5)\) সেমি
প্রশ্নানুসারে, \(x(x-5)=84\)
বা, \(x^{2}-5 x-84=0\)
বা, \(x^{2}-12 x+7 x-84=0\)
বা, \(x(x-12)+7(x-12)=0\)
বা, \((x-12)(x+7)=0\)
দুটি রাশির গুণফল শূন্য হলে, তাদের মধ্যে যে-কোন একটি রাশির মান শূন্য হবে।
হয়, \(x-12=0\)
বা, \(x=12\)
অথবা, \(x+7=0\)
\(x=-7\)
\(\because x=-7\) অসম্ভব, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না
\(\therefore\) কাগজটির দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ \(= (12 - 5)\) সেমি
= 7 সেমি
\(\therefore\) কাগজটির পরিসীমা \(=2(12+7)\) সেমি
\(=(2 \times 19)\) সেমি
\(=38\) সেমি
\(\therefore\) সুজাতার কাগজটির পরিসীমা 38 সেমি।
মনে করি, কাগজটির দৈর্ঘ্য \(x\) সেমি এবং প্রস্থ \((x - 5)\) সেমি
প্রশ্নানুসারে, \(x(x-5)=84\)
বা, \(x^{2}-5 x-84=0\)
বা, \(x^{2}-12 x+7 x-84=0\)
বা, \(x(x-12)+7(x-12)=0\)
বা, \((x-12)(x+7)=0\)
দুটি রাশির গুণফল শূন্য হলে, তাদের মধ্যে যে-কোন একটি রাশির মান শূন্য হবে।
হয়, \(x-12=0\)
বা, \(x=12\)
অথবা, \(x+7=0\)
\(x=-7\)
\(\because x=-7\) অসম্ভব, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না
\(\therefore\) কাগজটির দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ \(= (12 - 5)\) সেমি
= 7 সেমি
\(\therefore\) কাগজটির পরিসীমা \(=2(12+7)\) সেমি
\(=(2 \times 19)\) সেমি
\(=38\) সেমি
\(\therefore\) সুজাতার কাগজটির পরিসীমা 38 সেমি।
12. সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ মিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। \((\sqrt{2}=1.414)\)
মনে করি, বর্গাকার বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য \(x\) মিটার
\(\therefore\) বর্গাকার বাগানের ক্ষেত্রফল \(x^{2}\) বর্গমিটার
প্রদত্ত রাস্তাটি 2.5 মিটার চওড়া
\(\therefore\) রাস্তাসহ বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য \(=(x+2 \times 2.5)\) মিটার
\(=(x+5)\) মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল \(=(x+5)^{2}\) বর্গমিটার
প্রশ্নানুসারে, \((x+5)^{2}-x^{2}=165\)
বা, \(x^{2}+10 x+25-x^{2}=165\)
বা, \(10 x=140\)
বা, \(x=14\)
\(\therefore\) বাগানটির প্রতি বাহুর দৈর্ঘ্য 14 মিটার ও তার ক্ষেত্রফল
\(=(14)^{2}\) বর্গমিটার
= 196 বর্গমিটার
এবং বাগানটির কর্ণের দৈর্ঘ্য \(=14 \sqrt{2}\) মিটার
\(=(14 \times 1.414)\) মিটার
= 19.796 মিটার।
\(\therefore\) বর্গাকার বাগানের ক্ষেত্রফল \(x^{2}\) বর্গমিটার
প্রদত্ত রাস্তাটি 2.5 মিটার চওড়া
\(\therefore\) রাস্তাসহ বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য \(=(x+2 \times 2.5)\) মিটার
\(=(x+5)\) মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল \(=(x+5)^{2}\) বর্গমিটার
প্রশ্নানুসারে, \((x+5)^{2}-x^{2}=165\)
বা, \(x^{2}+10 x+25-x^{2}=165\)
বা, \(10 x=140\)
বা, \(x=14\)
\(\therefore\) বাগানটির প্রতি বাহুর দৈর্ঘ্য 14 মিটার ও তার ক্ষেত্রফল
\(=(14)^{2}\) বর্গমিটার
= 196 বর্গমিটার
এবং বাগানটির কর্ণের দৈর্ঘ্য \(=14 \sqrt{2}\) মিটার
\(=(14 \times 1.414)\) মিটার
= 19.796 মিটার।
13. যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য \(20 \sqrt{2}\) মিটার তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি।
বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য \(=20 \sqrt{2}\) মিটার
\(\therefore\) বগার্কার জমির একটি বাহুর দৈর্ঘ্য \(=\frac{20 \sqrt{2}}{\sqrt{2}}\) মিটার
= 20 মিটার
\(\therefore\) পরিসীমা \(=(4 \times 20)\) মিটার
= 80 মিটার
\(\therefore\) ক্ষেত্রফল \(=20^{2}\) বর্গমিটার
= 400 বর্গমিটার
\(\therefore\) প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে ঘাস বসাতে মোট খরচ হবে
\(=(20 \times 400)\) টাকা
= 8000 টাকা
\(\therefore\) পাঁচিলের দৈর্ঘ্য হবে 80 মিটার এবং ঘাস বসাতে মোট খরচ হবে 8000 টাকা।
\(\therefore\) বগার্কার জমির একটি বাহুর দৈর্ঘ্য \(=\frac{20 \sqrt{2}}{\sqrt{2}}\) মিটার
= 20 মিটার
\(\therefore\) পরিসীমা \(=(4 \times 20)\) মিটার
= 80 মিটার
\(\therefore\) ক্ষেত্রফল \(=20^{2}\) বর্গমিটার
= 400 বর্গমিটার
\(\therefore\) প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে ঘাস বসাতে মোট খরচ হবে
\(=(20 \times 400)\) টাকা
= 8000 টাকা
\(\therefore\) পাঁচিলের দৈর্ঘ্য হবে 80 মিটার এবং ঘাস বসাতে মোট খরচ হবে 8000 টাকা।
14. আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে, বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লেখো। বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি।
যেহেতু, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 7 মিটার
\(\therefore\) বাগানটির কর্ণের দৈর্ঘ্য \(=\sqrt{12^{2}+7^{2}}\) মিটার
\(=\sqrt{144+49}\) মিটার
\(=\sqrt{193}\) মিটার
\(\therefore\) বেড়ার দৈর্ঘ্য \(=\sqrt{193}\) মিটার
\(\therefore\) বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তাদের প্রতিটির পরিসীমা
\(=(12+7+\sqrt{193})\) মিটার
\(=(19+\sqrt{193})\) মিটার
\(\therefore\) বাগানটির কর্ণের দৈর্ঘ্য \(=\sqrt{12^{2}+7^{2}}\) মিটার
\(=\sqrt{144+49}\) মিটার
\(=\sqrt{193}\) মিটার
\(\therefore\) বেড়ার দৈর্ঘ্য \(=\sqrt{193}\) মিটার
\(\therefore\) বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তাদের প্রতিটির পরিসীমা
\(=(12+7+\sqrt{193})\) মিটার
\(=(19+\sqrt{193})\) মিটার
15. মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9 : 5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি \(\times\) 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে, মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি।
মনে করি, হল ঘরটির দৈর্ঘ্য \(9x\) মিটার এবং প্রস্থ \(5x\) মিটার যেখানে \(x\) একটি আনুপাতিক ধ্রুবক।
প্রশ্নানুসারে, \(2(9 x+5 x)=140\)
বা, \(14 x=\frac{140}{2}=70\)
\(\therefore x=5\)
\(\therefore\) হলঘরটির দৈর্ঘ্য \(=(9 \times 5)\) মিটার
= 45 মিটার
এবং প্রস্থ \(=(5 \times 5)=25\) মিটার
\(\therefore\) হলঘরের মেঝের ক্ষেত্রফল \(=(45 \times 25)\) বর্গমিটার
\(=(45 \times 25 \times 10000)\) বর্গসেমি
\(\because\) প্রতিটি টালির ক্ষেত্রফল \(=(25 \times 20)\) বর্গসেমি
\(\therefore\) মেঝেতে বসাতে মোট টালি প্রয়োজন \(=\left(\frac{45 \times 25 \times 10000}{25 \times 20}\right)\) টি
= 22500 টি
এখন 100 টি টালির মূল্য = 500 টাকা
\(\therefore\) 1 টি টালির মূল্য \(=\frac{500}{100}\) টাকা
\(\therefore\) 22500 টি টালির মূল্য \(=\frac{500 \times 22500}{100}=112500\) টাকা
\(\therefore\) মেঝেতে টালি বসাতে মোট খরচ হবে 112500 টাকা।
প্রশ্নানুসারে, \(2(9 x+5 x)=140\)
বা, \(14 x=\frac{140}{2}=70\)
\(\therefore x=5\)
\(\therefore\) হলঘরটির দৈর্ঘ্য \(=(9 \times 5)\) মিটার
= 45 মিটার
এবং প্রস্থ \(=(5 \times 5)=25\) মিটার
\(\therefore\) হলঘরের মেঝের ক্ষেত্রফল \(=(45 \times 25)\) বর্গমিটার
\(=(45 \times 25 \times 10000)\) বর্গসেমি
\(\because\) প্রতিটি টালির ক্ষেত্রফল \(=(25 \times 20)\) বর্গসেমি
\(\therefore\) মেঝেতে বসাতে মোট টালি প্রয়োজন \(=\left(\frac{45 \times 25 \times 10000}{25 \times 20}\right)\) টি
= 22500 টি
এখন 100 টি টালির মূল্য = 500 টাকা
\(\therefore\) 1 টি টালির মূল্য \(=\frac{500}{100}\) টাকা
\(\therefore\) 22500 টি টালির মূল্য \(=\frac{500 \times 22500}{100}=112500\) টাকা
\(\therefore\) মেঝেতে টালি বসাতে মোট খরচ হবে 112500 টাকা।
Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.1 || নবম শ্রেণী কষে দেখি 15.1 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
16. 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড়ো হলঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল হিসাব করি।
মনে করি, হলঘরটির প্রস্থ \(x\) মিটার ও দৈর্ঘ্য 18 মিটার মেঝের ক্ষেত্রফল \(= 18x\) বর্গমিটার
যদি হলঘরের মেঝের প্রস্থ 4 মিটার কম হতো তবে মেঝের ক্ষেত্রফল হত \(18 (x - 4)\) বর্গমিটার
এখন \(18x\) বর্গমিটারে খরচ হয় 2160 টাকা
\(\therefore\) 1 বর্গমিটারে খরচ হয় \(=\frac{2160}{18 x}\) টাকা
\(\therefore 18(x-4)\) বর্গমিটারে খরচ হয় \(=\frac{2160 \times 18 \times(x-4)}{18 \times x} \)
\(=\frac{2160 x-2160 \times 4}{x}\)
প্রশ্নানুসারে, \(\frac{2160 x-2160 \times 4}{x}=1620 \)
বা, \(2160 x-2160 \times 4=1620 x\)
বা, \(2160 x-1620 x=2160 \times 4\)
বা, \(540 x=2160 \times 4\)
বা, \(x=\frac{2160 \times 4}{540}\)
\( \therefore x=16\)
\(\therefore\) হলঘরের মেঝের ক্ষেত্রফল \(=(16 \times 18)\) বর্গমিটার
= 288 বর্গমিটার
যদি হলঘরের মেঝের প্রস্থ 4 মিটার কম হতো তবে মেঝের ক্ষেত্রফল হত \(18 (x - 4)\) বর্গমিটার
এখন \(18x\) বর্গমিটারে খরচ হয় 2160 টাকা
\(\therefore\) 1 বর্গমিটারে খরচ হয় \(=\frac{2160}{18 x}\) টাকা
\(\therefore 18(x-4)\) বর্গমিটারে খরচ হয় \(=\frac{2160 \times 18 \times(x-4)}{18 \times x} \)
\(=\frac{2160 x-2160 \times 4}{x}\)
প্রশ্নানুসারে, \(\frac{2160 x-2160 \times 4}{x}=1620 \)
বা, \(2160 x-2160 \times 4=1620 x\)
বা, \(2160 x-1620 x=2160 \times 4\)
বা, \(540 x=2160 \times 4\)
বা, \(x=\frac{2160 \times 4}{540}\)
\( \therefore x=16\)
\(\therefore\) হলঘরের মেঝের ক্ষেত্রফল \(=(16 \times 18)\) বর্গমিটার
= 288 বর্গমিটার
17. একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি।
মনে করি, আয়তাকার জমির দৈর্ঘ্য \(= x\) মিটার
\(\therefore\) আয়তাকার জমির প্রস্থ \(=(x-3)\) মিটার
প্রশ্নানুসারে, \(\sqrt{x^{2}+(x-3)^{2}}=15\)
বা, \(x^{2}+x^{2}-6 x+9=225 \)
বা, \(2 x^{2}-6 x-216=0\)
বা, \(x^{2}-3 x-108=0\)
বা, \(x^{2}-12 x+9 x-108=0 \)
বা, \(x(x-12)+9(x-12)=0\)
বা, \((x-12)(x+9)=0\)
দুটি রাশির গুণফল শূন্য হলে, তাদের মধ্যে যে-কোনো একটি রাশির মান শূন্য হবে।
হয়, \((x-12)=0\)
\(\therefore x=12\)
অথবা, \(x + 9 = 0\)
বা, \(x = -9\), ইহা অসম্ভব
\(\therefore\) জমিটির দৈর্ঘ্য 12 মিটার, তাহলে প্রস্থ হবে
\(= (12 - 3)\) মিটার
= 9 মিটার
\(\therefore\) জমিটির পরিসীমা \(= 2 (12 + 9)\) মিটার
= 42 মিটার
এবং ক্ষেত্রফল \(=(12 \times 9)\) বর্গমিটার
= 108 বর্গমিটার
\(\therefore\) আয়তাকার জমির প্রস্থ \(=(x-3)\) মিটার
প্রশ্নানুসারে, \(\sqrt{x^{2}+(x-3)^{2}}=15\)
বা, \(x^{2}+x^{2}-6 x+9=225 \)
বা, \(2 x^{2}-6 x-216=0\)
বা, \(x^{2}-3 x-108=0\)
বা, \(x^{2}-12 x+9 x-108=0 \)
বা, \(x(x-12)+9(x-12)=0\)
বা, \((x-12)(x+9)=0\)
দুটি রাশির গুণফল শূন্য হলে, তাদের মধ্যে যে-কোনো একটি রাশির মান শূন্য হবে।
হয়, \((x-12)=0\)
\(\therefore x=12\)
অথবা, \(x + 9 = 0\)
বা, \(x = -9\), ইহা অসম্ভব
\(\therefore\) জমিটির দৈর্ঘ্য 12 মিটার, তাহলে প্রস্থ হবে
\(= (12 - 3)\) মিটার
= 9 মিটার
\(\therefore\) জমিটির পরিসীমা \(= 2 (12 + 9)\) মিটার
= 42 মিটার
এবং ক্ষেত্রফল \(=(12 \times 9)\) বর্গমিটার
= 108 বর্গমিটার
18. 385 মিটার \( \times \) 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইললের সংখ্যা কত হবে হিসাব করি?
385 মিটার \( \times 60\) মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ যে মাপের বর্গাকার টাইলস্ ব্যবহার করা যাবে তার প্রতি বাহুর দৈর্ঘ্য হবে 385 মিটার ও 60 মিটারের গ.সা.গু.।
\(\therefore\) 385 মিটার ও 60 মিটারের গসাগু 5 মিটার
\(\therefore\) বর্গাকার টাইলস্-এর ক্ষেত্রফল (5 মিটার \( \times \) 5 মিটার)
\(\therefore\) নির্ণেয় টাইলস্ সংখ্যা \(=\left(\frac{385 \times 60}{5 \times 5}\right)\) টি = 924 টি
\(\therefore\) 385 মিটার ও 60 মিটারের গসাগু 5 মিটার
\(\therefore\) বর্গাকার টাইলস্-এর ক্ষেত্রফল (5 মিটার \( \times \) 5 মিটার)
\(\therefore\) নির্ণেয় টাইলস্ সংখ্যা \(=\left(\frac{385 \times 60}{5 \times 5}\right)\) টি = 924 টি
19. বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q) :
(i) একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য \(12 \sqrt{2}\) সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল
(a) 288 বর্গ সেমি. (b) 144 বর্গ সেমি. (c) 72 বর্গ সেমি. (d) 18 বর্গ সেমি.
(a) 288 বর্গ সেমি. (b) 144 বর্গ সেমি. (c) 72 বর্গ সেমি. (d) 18 বর্গ সেমি.
যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য \(12 \sqrt{2}\) সেমি, তার একটি বাহুর
দৈর্ঘ্য \(=\frac{12 \sqrt{2}}{\sqrt{2}}\) সেমি = 12 সেমি
দৈর্ঘ্য \(=\frac{12 \sqrt{2}}{\sqrt{2}}\) সেমি = 12 সেমি
(ii) যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \(A_{1}\) বর্গএকক এবং ওই বক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল \(A_{2}\) বর্গএকক হয়, তাহলে \(A_{1}\) : \(A_{2}\) হবে।
(a) 1 : 2 (b) 2 : 1 (c) 1 : 4 (d) 4 : 1
(a) 1 : 2 (b) 2 : 1 (c) 1 : 4 (d) 4 : 1
ধরি, বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য \(x\) একক,
অর্থাৎ, কর্ণের দৈর্ঘ্য \(x \sqrt{2}\) একক।
\(\therefore A_{1}=x^{2}\) বর্গএকক এবং \(A_{2}=(x \sqrt{2})^{2}=2 x^{2}\) বর্গএকক
\(\therefore A_{1}: A_{2}=x^{2}: 2 x^{2}=1: 2\)
অর্থাৎ, কর্ণের দৈর্ঘ্য \(x \sqrt{2}\) একক।
\(\therefore A_{1}=x^{2}\) বর্গএকক এবং \(A_{2}=(x \sqrt{2})^{2}=2 x^{2}\) বর্গএকক
\(\therefore A_{1}: A_{2}=x^{2}: 2 x^{2}=1: 2\)
(iii) 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমি. বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে
(a) 1200 (b) 2400 (c) 600 (d) 1800
(a) 1200 (b) 2400 (c) 600 (d) 1800
আয়তাকার জায়গার দৈর্ঘ্য = 6 মিটার = 60 ডেসিমি
এবং প্রস্থ = 4 মিটার = 40 ডেসিমি
বর্গাকার টালির পরিমাপ 2 ডেসিমি \( \times \) 2 ডেসিমি
\(\therefore\) টালির সংখ্যা \(=\frac{60 \times 40}{2 \times 2}=600\)
এবং প্রস্থ = 4 মিটার = 40 ডেসিমি
বর্গাকার টালির পরিমাপ 2 ডেসিমি \( \times \) 2 ডেসিমি
\(\therefore\) টালির সংখ্যা \(=\frac{60 \times 40}{2 \times 2}=600\)
(iv) সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S এবং R হলে,
(a) S = R (b) S > R (c) S < R
(a) S = R (b) S > R (c) S < R
মনে করি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(a\) একক এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে \(x\) একক ও \(y\) একক
প্রশ্নানুসারে, \(4 a=2(x+y)\)
\(\therefore a=\frac{x+y}{2}\)
বা, \(a^{2}=\left(\frac{x+y}{2}\right)^{2}\)
বা, \(a^{2}-x y=\left(\frac{x+y}{2}\right)^{2}-x y\)
\(\therefore \mathrm{S}-\mathrm{R}=\frac{(x+y)^{2}-4 x y}{4} \quad\left[\because \mathrm{S}=a^{2}, \mathrm{R}=x y\right]\)
বা, \(\mathrm{S}-\mathrm{R}=\left(\frac{x-\mathrm{y}}{2}\right)^{2} \quad\)
বা, \(\mathrm{S}-\mathrm{R} > 0\quad[\because x \neq y]\)
\(\therefore \mathrm{S} > \mathrm{R}\)
প্রশ্নানুসারে, \(4 a=2(x+y)\)
\(\therefore a=\frac{x+y}{2}\)
বা, \(a^{2}=\left(\frac{x+y}{2}\right)^{2}\)
বা, \(a^{2}-x y=\left(\frac{x+y}{2}\right)^{2}-x y\)
\(\therefore \mathrm{S}-\mathrm{R}=\frac{(x+y)^{2}-4 x y}{4} \quad\left[\because \mathrm{S}=a^{2}, \mathrm{R}=x y\right]\)
বা, \(\mathrm{S}-\mathrm{R}=\left(\frac{x-\mathrm{y}}{2}\right)^{2} \quad\)
বা, \(\mathrm{S}-\mathrm{R} > 0\quad[\because x \neq y]\)
\(\therefore \mathrm{S} > \mathrm{R}\)
(v) একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গসেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি
(a) 12 সেমি (b) 15 সেমি (c) 20 সেমি (d) 25 সেমি
(a) 12 সেমি (b) 15 সেমি (c) 20 সেমি (d) 25 সেমি
মনে করি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য \(x\) সেমি ও প্রস্থ \(y\) সেমি
\(x^{2}+y^{2}=10^{2} \)
বা, \((x+y)^{2}-2 x y=100 \)
বা, \((x+y)^{2}=100+2 \times 62.5\)
বা, \((x+y)^{2}=100+125\)
বা, \((x+y)^{2}=225\)
\(\therefore x+y=15\)
\(x^{2}+y^{2}=10^{2} \)
বা, \((x+y)^{2}-2 x y=100 \)
বা, \((x+y)^{2}=100+2 \times 62.5\)
বা, \((x+y)^{2}=100+125\)
বা, \((x+y)^{2}=225\)
\(\therefore x+y=15\)
20. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
(i) একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
মনে করি, বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য \(x\) একক
\(\therefore\) বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল \(x^{2}\) বর্গএকক
বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে প্রতি বাহুর দৈর্ঘ্য হয়
\(=(x+x\) এর \(\frac{1 0}{10 0})\) একক
\(=\frac{11 x}{10}\) একক
এখন, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল \(=\left(\frac{11 x}{10}\right)^{2}\) বর্গএকক
\(=\frac{121 x^{2}}{100}\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি \(=\left(\frac{121 x^{2}}{100}-x^{2}\right)\) বর্গএকক
\(=\frac{21 x^{2}}{100}\) বর্গ একক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি হার \(=\left(\frac{21 x^{2}}{100 \times x^{2}} \times 100\right) \%=21 \%\)
\(\therefore\) বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল \(x^{2}\) বর্গএকক
বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে প্রতি বাহুর দৈর্ঘ্য হয়
\(=(x+x\) এর \(\frac{1 0}{10 0})\) একক
\(=\frac{11 x}{10}\) একক
এখন, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল \(=\left(\frac{11 x}{10}\right)^{2}\) বর্গএকক
\(=\frac{121 x^{2}}{100}\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি \(=\left(\frac{121 x^{2}}{100}-x^{2}\right)\) বর্গএকক
\(=\frac{21 x^{2}}{100}\) বর্গ একক
\(\therefore\) ক্ষেত্রফল বৃদ্ধি হার \(=\left(\frac{21 x^{2}}{100 \times x^{2}} \times 100\right) \%=21 \%\)
(ii) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
মনে করি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য \(= x\) একক এবং প্রস্থ \(= y\) একক
\(\therefore\) ক্ষেত্রফল \(=xy\) বর্গ একক
দৈর্ঘ্য \(10\%\) বৃদ্ধি ও প্রস্থ \(10\%\) হ্রাস পেলে পরিবর্তিত
ক্ষেত্রফল \(=(x+x\) এর \(\frac{10}{10 0})(y-y\) এর \(\frac{10}{10 0})\) বর্গএকক
\(=\left(\frac{11 x}{10} \times \frac{9 y}{10}\right)\)
\(=\frac{99 x y}{100}\)
\(\therefore\) ক্ষেত্রফল হ্রাস \(=\left(x y-\frac{99}{100} x y\right)\) বর্গএকক
\(=\frac{x y}{100}\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফলের হ্রাসের হার \(=\left(\frac{x y}{100 \times x y} \times 100\right) \%=1 \%\)
\(\therefore\) ক্ষেত্রফল \(=xy\) বর্গ একক
দৈর্ঘ্য \(10\%\) বৃদ্ধি ও প্রস্থ \(10\%\) হ্রাস পেলে পরিবর্তিত
ক্ষেত্রফল \(=(x+x\) এর \(\frac{10}{10 0})(y-y\) এর \(\frac{10}{10 0})\) বর্গএকক
\(=\left(\frac{11 x}{10} \times \frac{9 y}{10}\right)\)
\(=\frac{99 x y}{100}\)
\(\therefore\) ক্ষেত্রফল হ্রাস \(=\left(x y-\frac{99}{100} x y\right)\) বর্গএকক
\(=\frac{x y}{100}\) বর্গএকক
\(\therefore\) ক্ষেত্রফলের হ্রাসের হার \(=\left(\frac{x y}{100 \times x y} \times 100\right) \%=1 \%\)
(iii) একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি.। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি.। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত?
চিত্রানুসারে, \(BD = 5\) সেমি
\(\therefore O D=(\frac{1}{2} \times 5\) সেমি\()\)
\(=\frac{5}{2}\) সেমি
\(OP = 2\) সেমি
\(\therefore O P \perp C D\)
\(\therefore P D=\sqrt{\left(\frac{5}{2}\right)^{2}-2^{2}}\) সেমি
\(=\sqrt{\frac{25}{4}-4}\) সেমি
\(=\sqrt{\frac{9}{4}}=\frac{3}{2}\) সেমি
\(\because C D=2 P D=\left(2 \times \frac{3}{2}\right)\) সেমি = 3 সেমি
\(\therefore\) আয়তক্ষেত্রটির প্রস্থ 3 সেমি।
(iv) একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে-কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য \(2 \sqrt{2}\) সেমি হলে, বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত?
চিত্রে, ABCD বর্গক্ষেত্রের কর্ণদ্বয় AC ও BD-এর ছেদবিন্দু O থেকে BC-র উপর লম্বের দৈর্ঘ্য \(O P=2 \sqrt{2}\) সেমি
\(\because O P \perp B C\) এবং \(\mathrm{AB} \perp \mathrm{BC},\)
\(\mathrm{AB}=2 \mathrm{OP}=(2 \times 2 \sqrt{2})\) সেমি \(=4 \sqrt{2}\) সেমি
\([\because O, AC\)- র মধ্যবিন্দু এবং \(O P \| A B \therefore O P=\frac{1}{2} A B]\)
\(\therefore\) বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(=4 \sqrt{2}\) সেমি
\(\therefore\) কর্ণের দৈর্ঘ্য \(=(\sqrt{2} \times 4 \sqrt{2}\) সেমি\() \ =8\) সেমি
(v) একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি. এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি.। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত?
মনে করি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য \(x\) সেমি ও প্রস্থ \(y\) সেমি।
\(\therefore\) উহার পরিসীমা, ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান যথাক্রমে \(2xy\) সেমি, \(xy\) বর্গসেমি, \(\sqrt{x^{2}+y^{2}}\) সেমি।
প্রথম শর্তানুসারে, \(2(x+y)=34\)
বা, \(x+y=17\)
বা, \((x+y)^{2}=17^{2}\)
বা, \(x^{2}+y^{2}+2 x y=289\)
বা, \(x^{2}+y^{2}+2 \times 60=289\quad [\because\) উহার ক্ষেত্রফল, \(xy = 60]\)
বা, \(x^{2}+y^{2}=289-120\)
বা, \(x^{2}+y^{2}=169\)
বা, \(\sqrt{x^{2}+y^{2}}=13\)
\(\therefore\) আয়তক্ষেত্রটির কর্ণ \(13\) সেমি।
\(\therefore\) উহার পরিসীমা, ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান যথাক্রমে \(2xy\) সেমি, \(xy\) বর্গসেমি, \(\sqrt{x^{2}+y^{2}}\) সেমি।
প্রথম শর্তানুসারে, \(2(x+y)=34\)
বা, \(x+y=17\)
বা, \((x+y)^{2}=17^{2}\)
বা, \(x^{2}+y^{2}+2 x y=289\)
বা, \(x^{2}+y^{2}+2 \times 60=289\quad [\because\) উহার ক্ষেত্রফল, \(xy = 60]\)
বা, \(x^{2}+y^{2}=289-120\)
বা, \(x^{2}+y^{2}=169\)
বা, \(\sqrt{x^{2}+y^{2}}=13\)
\(\therefore\) আয়তক্ষেত্রটির কর্ণ \(13\) সেমি।
Class 9 Chapter 15 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 15 koshe dekhi 15.1 || নবম শ্রেণী কষে দেখি 15.1 || ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra