Class 9 Math Solution koshe dekhi 7.4 || West Bengal Board Class 9 Math Solution Chapter 7 || বহুপদী সংখ্যামালা || WBBSE Class 9 Math koshe dekhi 7.4 || Ganit Prakash Class 9 Solution koshe dekhi 7.4 || Ganit Prakash Solution Class 9 In Bengali || গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণী || গণিত প্রকাশ বহুপদী সংখ্যামালা (Class-9) কষে দেখি 7.4 || West Bengal Board Class 9 Math Solution Chapter 7 বহুপদী সংখ্যামালা

Share this page using :

West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || Class 9 Chapter 7 koshe dekhi 7.4 Math Solution || নবম শ্রেণী কষে দেখি 7.4 || বহুপদী সংখ্যামালা
কষে দেখি - 7.4

West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || Class 9 Chapter 7 koshe dekhi 7.4 Math Solution || নবম শ্রেণী কষে দেখি 7.4 || বহুপদী সংখ্যামালা
আজই Install করুন Chatra Mitra

1. নীচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক \((x+1)\) হিসাব করে লিখি।

(i) \(2 x^{3}+3 x^{2}-1 \)
\(x+1=0 \)
বা, \(x=-1\)
ধরি, \(f(x)=2 x^{3}+3 x^{2}-1\)
\(\therefore f(-1)=2 \cdot(-1)^{3}+3(-1)^{2}-1=-2+3-1=0\)
\(\therefore(x+1), f(x)=2 x^{3}+3 x^{2}-1\)-এর একটি উৎপাদক।
(ii) \(x^{4}+x^{3}-x^{2}+4 x+5\)
ধরি, \(\mathrm{P}(x)=x^{4}+x^{3}-x^{2}+4 x+5\)
\(\therefore P(-1)=(-1)^{4}+(-1)^{3}-(-1)^{2}+4(-1)+5\)
\(P(-1)=1-1-1-4+5=0\)
\(\therefore(x+1), x^{4}+x^{3}-x^{2}+4 x+5\)-এর একটি উৎপাদক।
(iii) \(7 x^{3}+x^{2}+7 x+1\)
ধরি, \(g(x)=7 x^{3}+x^{2}+7 x+1\)
\(\therefore g(-1)=7(-1)^{3}+(-1)^{2}+7(-1)+1\)
\(g(-1)=-7+1-7+1=-12 \neq 0\)
\(\therefore(x+1), 7 x^{3}+x^{2}+7 x+1\)-এর উৎপাদক নয়।
(iv) \(3+3 x-5 x^{3}-5 x^{4}\)
ধরি, \(h(x)=3+3 x-5 x^{3}-5 x^{4}\)
\(\therefore h(-1)=3+3(-1)-5 \cdot(-1)^{3}-5 \cdot(-1)^{4}\)
\(h(-1)=3-3+5-5=0\)
\(\therefore(x+1), 3+3 x-5 x^{3}-5 x^{4}\)-এর একটি উৎপাদক।
(v) \(x^{4}+x^{2}+x+1\)
ধরি, \(q(x)=x^{4}+x^{2}+x+1\)
\(\therefore q(-1)=(-1)^{4}+(-1)^{2}+(-1)+1=1+1-1+1 =2 \neq 0\)
\(\therefore(x+1), x^{4}+x^{2}+x+1\)-এর উৎপাদক নয়।
(vi) \(x^{3}+x^{2}+x+1\)
ধরি, \(f(x)=x^{3}+x^{2}+x+1\)
\(\therefore f(-1)=(-1)^{3}+(-1)^{2}+(-1)+1\)
\(f(-1)=-1+1-1+1=0\)
\(\therefore(x+1),\left(x^{3}+x^{2}+x+1\right)\)-এর একটি উৎপাদক।

2. গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নীচের বহুপদী সংখ্যামালাগুলি \(f(x)\)-এর একটি উৎপাদক \(g(x)\) কিনা লিখি।

(i) \(f(x)=x^{4}-x^{2}-12\) এবং \(g(x)=x+2\)
\(g(x)=x+2\) এবং \(f(x)=x^{4}-x^{2}-12\)
ধরি, \(g(x)=0\)
বা, \(x+2=0\)
\(\therefore x=-2\)
\(\therefore f(-2)=(-2)^{4}-(-2)^{2}-12=16-4-12=0\)
\(\therefore \mathrm{g}(x)=(x+2), \mathrm{f}(x)=x^{4}-x^{2}-12\)-এর একটি উৎপাদক।
(ii) \(f(x)=2 x^{3}+9 x^{2}-11 x-30\) এবং \(g(x)\) \(=x+5\)
\(g(x)=x+5\) এবং \(f(x)=2 x^{3}+9 x^{2}-11 x-30\)
ধরি, \(g(x)=0\)
বা, \(x+5=0\)
\(\therefore x=-5\)
\(\therefore f(-5)=2 \cdot(-5)^{3}+9(-5)^{2}-11(-5)-30\)
\(=-250+225+55-30\)
\(=280-280=0\)
\(\therefore \mathrm{g}(x)=(x+5), \mathrm{f}(x)=2 x^{3}+9 x^{2}-11 x-30\)-এর উৎপাদক।
(iii) \(f(x)=2 x^{3}+7 x^{2}-24 x-45\) এবং \(g(x)\) \(=x-3\)
\(g(x) = x - 3\) এবং \(f(x)=2 x^{3}+7 x^{2}-24 x-45\)
ধরি, \( g(x) = 0\)
বা, \(x -3=0\)
\(\therefore\) \(x=3\)
\(\therefore\) \(f(3)=2 \cdot(3)^{3}+7(3)^{2}-24(3)-45\)
\(=54+63-72-45\)
\(=117-117=0\)
\(\therefore g(x)=(x-3), f(x)=2 x^{3}+7 x^{2}-24 x-45\)-এর একটি উৎপাদক।
(iv) \(f(x)=3 x^{3}+x^{2}-20 x+12\) এবং \(g(x)\) \(=3 x-2\)
\(g(x)=3 x-2\) এবং \(f(x)=3 x^{3}+x^{2}-20 x+12\)
ধরি, \(g(x)=0\)
বা, \(3 x-2=0\)
বা, \(x=\frac{2}{3}\)
\(\therefore f\left(\frac{2}{3}\right)=3\left(\frac{2}{3}\right)^{3}+\left(\frac{2}{3}\right)^{2}-20\left(\frac{2}{3}\right)+12\)
\(=3 \times \frac{8}{27}+\frac{4}{9}-\frac{40}{3}+12\)
\(=\frac{8+4-120+108}{9}\)
\(=\frac{120-120}{9}=0\)
\(\therefore g(x)=(3 x-2), f(x)=3 x^{3}+x^{2}-20 x+12\)-এর একটি উৎপাদক।
3. \(k\)-এর মান কত হলে \(x+2\) দ্বারা \(2 x^{4}+3 x^{3}+\) \(2 k x^{2}+3 x+6\) বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে হিসাব করে লিখি।
ধরি, \(g(x)=x+2\)
এবং \(f(x)=2 x^{4}+3 x^{3}+2 k x^{2}+3 x+6\)
ধরি, \(g(x)=0\)
বা, \(x+2=0\)
বা, \(x=-2\)
\(\because \mathrm{g}(x), \mathrm{f}(x)\)-র একটি উৎপাদক,
\(\therefore f(-2)=0\)
বা, \( 2(-2)^{4}+3(-2)^{3}+2 k(-2)^{2}+3(-2)+6=0\)
বা, \(32-24+8 k-6+6=0 \)
বা, \(8+8 k=0\)
বা, \(8 k=-8\)
বা, \(k=-1\)
\(\therefore k\)-র নির্ণেয় মান \(- 1\)

4. k-এর মান কত হলে নীচের বহুপদী সংখ্যামালাগুলি \(f(x)\)-এর একটি উৎপাদক \(g(x)\) হবে হিসাব করি :

(i) \(f(x)=2 x^{3}+9 x^{2}+x+k\) এবং \(g(x)=x-1\)
\(g(x)=x-1\) এবং \(f(x)=2 x^{3}+9 x^{2}+x+k\)
ধরি, \(g(x)=0\)
বা, \(x-1=0\)
বা, \(x=1\)
\(\because g(x), f(x)\)-এর একটি উৎপাদক,
\(\therefore f(1)=0\)
বা, \(2(1)^{3}+9(1)^{2}+1+k=0\)
বা, \(2+9+1+k=0\)
\(\therefore k=-12\)
\(\therefore k\)-র নির্ণেয় মান \(-12\)
(ii) \(f(x)=k x^{2}-3 x+k\) এবং \(g(x)=x-1\)
\(g(x)=x-1\) এবং \(f(x)=kx^{2}-3 x+k\)
ধরি, \(g(x)=0\)
বা, \(x-1=0 \)
বা, \(x=1\)
\(\because g(x), f(x)\)-র একটি উৎপাদক
\(\therefore f(1)=0\)
বা, \(k \cdot 1^{2}-3.1+k=0\)
বা, \( k-3+k=0 \)
বা, \(2 k-3=0\)
বা, \(2 k=3\)
\(\therefore k=\frac{3}{2}\)
\(\therefore k\)-এর নির্ণেয় মান \(\frac{3}{2}\)
(iii) \(f(x)=2 x^{4}+x^{3}-k x^{2}-x+6\) এবং \(g(x)=2x-3\)
\(g(x)=2 x-3\) এবং \(f(x)=2 x^{4}+x^{3}-k x^{2}-x+6\)
ধরি, \(g(x)=0\)
বা, \(2 x-3=0\)
বা, \(x=\frac{3}{2}\)
\(\because g(x), f(x)\)-র একটি উৎপাদক
\(\therefore f\left(\frac{3}{2}\right)=0\)
বা, \(2.\left(\frac{3}{2}\right)^{4}+\left(\frac{3}{2}\right)^{3}-k\left(\frac{3}{2}\right)^{2}-\frac{3}{2}+6=0 \)
বা, \(2.\frac{81}{16}+\frac{27}{8}-\frac{9 k}{4}-\frac{3}{2}+6=0\)
বা, \(\frac{81+27-18 k-12+48}{8}=0\)
বা, \(144-18 k=0\)
বা, \(18 k=144\)
বা, \(k=\frac{144}{18}=8\)
\(\therefore k\)-এর নির্ণেয় মান \( 8\)
(iv) \(f(x)=2 x^{3}+k x^{2}+11 x+k+3\) এবং \(g(x)=2x-1\)
\(g(x)=2 x-1\) এবং \(f(x)=2 x^{3}+k x^{2}+11 x+k+3\)
ধরি, \(g(x)=0\)
বা, \(2 x-1=0\)
বা, \(x=\frac{1}{2}\)
\(\because \mathrm{g}(x), \mathrm{f}(x)\)-র একটি উৎপাদক,
\(\therefore f\left(\frac{1}{2}\right)=0\)
বা, \(2. \left(\frac{1}{2}\right)^{3}+k \cdot\left(\frac{1}{2}\right)^{2}+11 \cdot\left(\frac{1}{2}\right)+k+3=0\)
বা, \(2. \frac{1}{8}+k \cdot \frac{1}{4}+\frac{11}{2}+k+3=0\)
বা, \(\frac{1+k+22+4 k+12}{4}=0\)
বা, \(35+5 k=0 \quad\)
বা, \(5 k=-35 \quad\)
বা, \(k=-7\)
\(\therefore k\)-র নির্ণেয় মান \(-7\)
5. \(a x^{4}+2 x^{3}-3 x^{2}+b x-4\) বহুপদী সংখ্যামালার উৎপাদক \(x^{2}-4\) হলে, a ও b এর মান কত হবে হিসাব করে লিখি।
ধরি, \(f(x)=a x^{4}+2 x^{3}-3 x^{2}+b x-4\)
এবং \(g(x)=x^{2}-4\)
ধরি, \(g(x)=0\)
বা, \(x^{2}-4=0\)
বা, \((x+2)(x-2)=0\)
হয় \(x+2=0\)
\(\therefore x=-2\)
নতুবা \(x-2=0\)
\(\therefore x=2\)
\(\therefore \mathrm{g}(x), \mathrm{f}(x)\)-র উৎপাদক,
\(\therefore f(-2)=0\) এবং \(f(2) = 0\)
যদি, \(f(-2) = 0\) হয় ,
বা, \( a(-2)^{4}+2(-2)^{3}-3(-2)^{2}+b(-2)-4=0\)
বা, \(16 a-16-12-2 b-4=0\)
বা, \(16 a-2 b=32 \)
বা, \(8 a-b=16\)
\(\therefore\) \(b=8 a-16 \ldots (i)\)
আবার, যদি \(f(2) = 0\) হয়,
বা, \( a(2)^{4}+2(2)^{3}-3(2)^{2}+b(2)-4=0\)
বা, \(16 a+16-12+2 b-4=0 \)
বা, \(16 a+2 b=0\)
বা, \(8 a+b=0\)
বা, \(8 a+8 a-16=0\quad\)[\((i)\) থেকে পাই]
বা, \(16 a-16=0 \)
বা, \(16 a=16 \)
বা, \(a=1\)
\((i)\) নং সমীকরণে \(a\)-র মান বসিয়ে পাই,
\( b=8 \times 1-16=-8\)
\(\therefore\) \(a=1\) এবং \(b=-8\)
West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || Class 9 Chapter 7 koshe dekhi 7.4 Math Solution || নবম শ্রেণী কষে দেখি 7.4 || বহুপদী সংখ্যামালা
আজই Install করুন Chatra Mitra
6. \(x^{3}+3 x^{2}+2 a x+b\) বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক \((x+1)\) এবং \((x+2)\) হলে, a ও b এর মান কত হবে হিসাব করে লিখি।
ধরি, \(f(x)=x^{3}+3 x^{2}+2 a x+b\)
\(g(x)=(x+1)\) এবং \(P(x)=x+2\)
ধরি, \(g(x) = 0\)
বা, \(x + 1 = 0 \)
বা, \(x = -1 \)
\(\because \) \(g(x), f(x)\)-র একটি উৎপাদক
\(\therefore f(-1)=0\)
বা, \((-1)^{3}+3(-1)^{2}+2 a(-1)+b=0 \)
বা, \(-1+3-2 a+b=0\)
বা, \(2-2 a+b=0 \)
বা, \(b=2 a-2 \ldots(i)\)
ধরি, \(P(x)=0 \)
বা, \(x+2=0\)
বা, \(x=-2\)
\(\because \) \(P(x), f(x)\)-র একটি উৎপাদক।
\( \therefore f(-2)=0 \)
বা, \((-2)^{3}+3(-2)^{2}+2 a(-2)+b=0\)
বা, \(-8+12-4 a+b=0\)
বা, \(4-4 a+2 a-2=0\quad[(i)\) থেকে পাই, \(b=2 a-2]\)
বা, \(-2 a+2=0 \quad\)
বা, \(-2 a=-2 \quad\)
বা, \(a=1\)
\((i)\) নং সমীকরণে \(a = 1\) বসিয়ে পাই,
\(b=2 \times 1-2=0\)
\(\therefore\) \(a = 1\) এবং \(b = 0\)
7. \(a x^{3}+b x^{2}+x-6\) বহুপদী সংখ্যামালাকে \((x-2)\) দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয় এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক \(x+2\) হলে a ও b-এর মান কত হবে হিসাব করি।
ধরি, \(f(x)=a x^{3}+b x^{2}+x-6, g(x)=x-2\)
এবং \(P(x)=(x+2)\)
ধরি, \(g(x) = 0\)
বা, \(x - 2 = 0\)
বা, \(x = 2\)
\(\because \) \(g(x) \) দিয়ে \(f(x)\)-কে ভাগ করলে ভাগশেষ \(4\) হয়
সুতরাং, \(f(2) = 4\)
বা, \(a(2)^{3}+b(2)^{2}+2-6=4\)
বা, \(8 a+4 b-4=4\)
বা, \(4 b=4+4-8 a\)
বা, \(4 b=8-8 a \)
\(\therefore\) \(b=2-2 a \ldots (i) \)
আবার ধরি, \(P(x) = 0 \)
বা, \(x + 2 = 0\)
বা, \( x = - 2 \)
\(\because \) \( P(x), f(x)\)-এর একটি উৎপাদক
\(\therefore f(-2) = 0\)
বা, \(a(-2)^{3}+b(-2)^{2}+(-2)-6=0\)
বা, \(-8a + 4b-2-6 = 0\)
বা, \(-8 a+4 b-8=0 \quad\)
বা, \(-2 a+b-2=0\)
বা, \(-2 a+2-2 a-2=0\quad[\because b=2-2 a,(i)\) থেকে পাই\(]\)
বা, \(-4 a=0 \)
\(\therefore a=0\)
\((i)\) নং সমীকরণে \(a = 0\) বসিয়ে পাই,
\(b=2-0\)
বা, \( b=2\)
\(\therefore\) \(a=0, b=2\)
8. \(n\) যে-কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা (যুগ্ম বা অযুগ্ম) হলে, দেখাই যে \(x^{n}-y^{n}\) বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক \(x-y\)।
\(x-y=0\)
বা, \(x=y\)
মনে করি, \(f(x, y)=x^{n}-y^{n}\)
\( \therefore f(x, x)=x^{n}-x^{n}=0 \)
\(\therefore(x-y), x^{n}-y^{n} \)-এর উৎপাদক।
9. \(n\) যে-কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণসংখ্যা হলে, দেখাই যে \(x^{n}+y^{n}\) বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক \(x+y\)
\(x+y=0\)
বা, \(x=-y\)
মনেকরি, \(f(x, y)=x^{n}+y^{n}\)
\(\therefore f(-y, y)=(-y)^{n}+y^{n}\)
\(=-y^{n}+y^{n}\quad[\because n\) অযুগ্ম ধনাত্মক পূর্ণসংখ্যা\(]\)
\(=0\)
\(\therefore(x+y), x^{n}+y^{n}\)-এর একটি উৎপাদক যখন \(n\) অযুগ্ম ধনাত্মক পর্ণসংখ্যা।
10. \(n\) যে-কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা (যুগ্ম বা অযুগ্ম) হলে, দেখাই যে \(x^{n}+y^{n}\) বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কখনই \(x-y\) হবে না।
\(x-y=0\)
বা, \(x=y\)
মনে করি, \(f(x, y)=x^{n}+y^{n}\)
\(\therefore f(y, y)=y^{n}+y^{n}=2 y^{n} \neq 0\)
\(\therefore(x-y), x^{n}+y^{n}\)-এর কখনই উৎপাদক হতে পারে না, \(n\) যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন।

11. বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q.) :

(i) \(x^{3}+6 x^{2}+4 x+k\) বহুপদী সংখ্যামালাটি \((x+2)\) দ্বারা বিভাজ্য হলে, \(k\)-এর মান
(a) \(-6\) (b) \(-7\) (c) \(-8\) (d) \(-10\)
\(x+2=0\)
বা, \(x=-2\)
\((x + 2)\) দ্বারা \(f(x)=x^{3}+6 x^{2}+4 x+k\) বিভাজ্য হলে,
\(f(-2) = 0\) হবে।
বা, \((-2)^{3}+6(-2)^{2}+4(-2)+k=0 \)
বা, \(-8+24-8+k=0\)
বা, \(k+8=0\)
বা, \(k=-8 \)
(ii) \(f(x)\) বহুপদী সংখ্যামালার \(f\left(-\frac{1}{2}\right)=0\) হলে, \(f(x)\) এর একটি উৎপাদক হবে
(a) \(2 x-1\) (b) \(2 x+1\) (c) \(x-1\) (d) \(x+1\)
\(\because f\left(-\frac{1}{2}\right)=0 \)
\(\therefore x=-\frac{1}{2}\)
বা, \(2 x=-1\)
\(\therefore (2 x+1)=0\)
\(\therefore\) \(f(x)\)-র একটি উৎপাদক \((2 x+1)\)
(iii) \(f(x)\) বহুপদী সংখ্যামালার \((x-1)\) একটি উৎপাদক কিন্তু \(g(x)\) বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। সুতরাং \((x-1\) একটি উৎপাদক হবে।
(a) \(f(x) g(x)\) (b) \(-f(x)+g(x)\) (c) \(f(x)-g(x)\) (d) \(\{f(x)+g(x)\} g(x)\)
\(f(x)\)-র একটি উৎপাদক \((x - 1 )\) হলে \(f(1) = 0\) হবে।
কিন্তু \(\because g(x)\)-র একটি উৎপাদক \((x −1)\) নয়,
\(\therefore g(1) \neq 0\)
এখন \(f(1) \times g(1)=0\quad[\because f(1)=0\) কিন্তু \(g(1) \neq 0]\)
\(\therefore\) \( f(x).g(x)\)-এর একটি উৎপাদক \((x - 1 )\)
(iv) \(x^{n}+1\) বহুপদী সংখ্যামালার \((x + 1)\) একটি উৎপাদক হবে যখন।
(a) n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণসংখ্যা
(b) n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণসংখ্যা
(c) n একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা
(d) n একটি ধনাত্মক পূর্ণসংখ্যা
\(x+1=0\)
বা, \(x=-1\)
ধরি, \(f(x)=x^{n}+1 ;(x+1), f(x)\)-র একটি উৎপাদক হবে যদি \(f(- 1) = 0 \) হয়
বা, \((-1)^{n}+1=0\)
এটি সম্ভব যদি \(n\) অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়।
(v) \(a n^{4}+b n^{3}+c n^{2}+d n+e\) বহুপদী সংখ্যামালার \(n^{2}-1\) উৎপাদক হলে
(a) a + c + e = b + d (b) a + b + e = c + d
(c) a + b + c = d + e (d) b + c + d = a + e
\(n^{2}-1=0\)
বা, \((n+1)(n-1)=0\)
হয় \(n + 1 = 0\)
\(\therefore n = - 1\)
অথবা \(n - 1 = 0\)
\(\therefore n=1\)
\(f(n)=a n^{4}+b n^{3}+c n^{2}+d n+e\)-এর উৎপাদক
\(\left(n^{2}-1\right)\) হলে \(f(-1) = 0\) এবং \(f(1) = 0\) হবে।
\(\therefore\) \(f(-1)=a(-1)^{4}+b(-1)^{3}+c(-1)^{2}+d(-1)+e=0\)
\(\therefore\) \(a-b+c-d+e=0 \)
\(\therefore\) \(a+c+e=b+d\)

12. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :

(i) \(x^{3}+a x^{2}-2 x+a-12\) বহুপদী সংখ্যামালার \(x + a\) একটি উৎপাদক হলে, \(a\)-এর মান কত হিসাব করে লিখি।
\(x+a=0\)
বা, \(x=-\mathrm{a}\)
ধরি, \(f(x)=x^{3}+a x^{2}-2 x+a-12\)
\(f(x)\)-র একটি উৎপাদক \( (x + a)\) হলে, \(f (- a) = 0\) হবে।
\(\therefore f(-a) = 0\)
বা, \((-a)^{3}+a \cdot(-a)^{2}-2(-a)+a-12=0\)
বা, \(-a^{3}+a^{3}+2 a+a-12=0\)
বা, \(3 a=12 \)
বা, \(a=4\)
\(\therefore a\)-র নির্ণেয় মান \(4\)
West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || Class 9 Chapter 7 koshe dekhi 7.4 Math Solution || নবম শ্রেণী কষে দেখি 7.4 || বহুপদী সংখ্যামালা
আজই Install করুন Chatra Mitra
(ii) \(k^{2} x^{3}-k x^{2}+3 k x-k\) বহুপদী সংখ্যামালার \(x - 3\) একটি উৎপাদক হলে, \(k\)-এর মান কত হিসাব করে লিখি।
ধরি, \(P(x)=k^{2} x^{3}-k x^{2}+3 k x-k\)
\(x-3=0 \)
বা, \(x=3\)
\(\because (x-3) ; P(x)\)-র একটি উৎপাদক
\(\therefore P(3)=0\)
বা, \(k^{2}(3)^{3}-k(3)^{2}+3 k(3)-k=0\)
বা, \(27 k^{2}-9 k+9 k-k=0 \)
বা, \(27 k^{2}-k=0 \)
বা, \(k(27 k-1)=0\)
\(\therefore\) হয় \(k=0\) অথবা \(27 k-1=0\)
\(\therefore k=\frac{1}{27}\)
\(\therefore k\)-এর মান \(0, \frac{1}{27}\)
(iii) \( f(x) = 2x + 5\) হলে, \(f(x) + f(-x)\)-এর মান কত হবে লিখি।
\( \because f(x)=2 x+5 \)
\(\therefore f(-x)=2(-x)+5=-2 x+5\)
\(\therefore f(x)+f(-x)=2 x+5-2 x+5=10\)
(iv) \(p x^{2}+5 x+r\) বহুপদী সংখ্যামালার \((x - 2)\) এবং \(\left(x-\frac{1}{2}\right)\) উভয়েই উৎপাদক হলে \(p\) ও \(r\)-এর মধ্যে সম্পর্ক হিসাব করে লিখি।
\(\because P x^{2}+5 x+r\) বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক \((x-2)\)
\(\therefore P(2)^{2}+5 \times 2+r=0\)
বা, \(4 P+10+r=0\)
\(\therefore r=-4 P-10\ldots(i)\)
আবার, \(\because P x^{2}+5 x+r\)-এর একটি উৎপাদক \(\left(x-\frac{1}{2}\right)\)
\(\therefore P\left(\frac{1}{2}\right)^{2}+5\left(\frac{1}{2}\right)+r=0\)
বা, \(\frac{P}{4}+\frac{5}{2}+r=0\)
বা, \(\frac{P}{4}+\frac{5}{2}+(-4 P-10)=0\)
\(\quad\quad[\because (i)\) থেকে পাই, \(r=-4 P-10]\)
বা, \(\frac{P}{4}+\frac{5}{2}-4 P-10=0\)
বা, \(\frac{P+10-16 P-40}{4}=0\)
বা, \(-15 P-30=0\)
বা, \(-15 P=30\)
বা, \(P=-2\)
\((i) \) নং সমীকরণে \(P = - 2\) বসিয়ে পাই,
\(r=-4(-2)-10\)
বা, \( r=8-10\)
বা, \(r=-2\)
\(\therefore\) \(P=r=-2 \)
(v) \(f(x) = 2x + 3\) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে লিখি।
ধরি, \(f(x)=2 x+3=0\)
বা, \(2 x=-3 \)
বা, \(x=-\frac{3}{2}=-1 \frac{1}{2}\)
\(\therefore f(x)=2 x+3\) রৈখিক বহুপদী সংখ্যামালার বীজ \(-1 \frac{1}{2}\)
West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || Class 9 Chapter 7 koshe dekhi 7.4 Math Solution || নবম শ্রেণী কষে দেখি 7.4 || বহুপদী সংখ্যামালা
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top