গণিতপ্রভা অষ্টম শ্রেণি (ক্লাস-৮) সমাধান || Koshe dekhi 8 WBBSE Class 8 || সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম কষে দেখি 8 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 8 Somadhan || Gonitprava Class 8 Chapter 8 Solution || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ৮ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

Share this page using :

Koshe dekhi 8 WBBSE Class 8 || সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম কষে দেখি 8 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 8 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ৮ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
কষে দেখি - 8

Koshe dekhi 8 WBBSE Class 8 || সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম কষে দেখি 8 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 8 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ৮ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
আজই Install করুন Chatra Mitra
1. চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল। দুটি লাইনের মাঝে একটি ছেদক টানল। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ ও 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তঃস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে (i) অনুরূপ কোণগুলি পরস্পর সমান, (ii) একান্তর কোণগুলি পরস্পর সমান ও (iii) একই পাশের অন্তঃস্থ কোণগুলি পরস্পর সম্পূরক।
চন্দ্রা খাতায় PQ ও RS দুটি লাইনের মধ্যে MN ছেদক টানল।
ছেদকটি সরলরেখা দুটিকে যথাক্রমে A ও B বিন্দুতে ছেদ করল।

(i) উৎপন্ন চার জোড়া অনুরূপ কোণ
MAQMAQABS,MAPABR,PABRBN,QABSBN

MAQ= অনুরূপ ABS=60

MAP= অনুরূপ ABR=120

PAB= অনুরূপ RBN=60

QAB= অনুরূপ SBN=120
অর্থাৎ, অনুরূপ কোণগুলি পরস্পর সমান।
(ii) উৎপন্ন দুই জোড়া একান্তর কোণ–
PABABS এবং QABABR

PAB= একান্তর ABS=60

QAB= একান্তর ABR=120
একান্তর কোণগুলি পরস্পর সমান।
(iii) MN ছেদকের ডান দিকে উৎপন্ন হওয়া অন্তঃস্থ কোণ QABABS

QAB+ABS=120+60=180
MN ছেদকের বাঁ-দিকে উৎপন্ন হওয়া অন্তঃস্থ কোণ PABABR

PAB+ABR=60+120=180
2. পাশের ছবির কোণগুলি দেখি ও কোনগুলি অনুরূপ কোণ, কোনগুলি একান্তর কোণ ও কোনগুলি একই পাশের অন্তঃস্থ কোণ লিখি।

অনুরূপ কোণ → 1 ও 5, 4 ও 8, 2 ও 6, 3 ও 7
একান্তর কোণ → 4 ও 6, 3 ও 5
একই পাশের অন্তঃস্থ কোণ → 4 ও 5, 3 ও 6
3. ABCD হলে নীচের কোণগুলির মান লিখি—
(a)

(b)
(c)
(a) x = বিপ্রতীপ EMB=55
x = একান্তর MND=55
আবার, MND+y=180
[ EF সরলরেখার উপর ND রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় MND,FND]
বা, y=18055=125
x=55,y=125
(b) x = অনুরূপ MNC
আবার, MNC+MND=180
[ CD সরলরেখার উপর MN সরলরেখাংশ দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় MNCMND]
বা, x+68=180
বা, x=18068
x=112
(c) BMN= অনুরূপ DNF=100
আবার, DNF+CNF=180
[ CD সরলরেখার উপর NF রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় DNFCNF]
বা, DNF+x=180
বা, 100+x=180
বা, x=180100
x=80
Koshe dekhi 8 WBBSE Class 8 || সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম কষে দেখি 8 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 8 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ৮ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
আজই Install করুন Chatra Mitra
4. পাশের ছবির XYPQ হলে 7টি কোণের মান লিখি।

2=XMN= বিপ্রতীপ AMY=50
2=50
AN সরলরেখাংশের উপর XM সরলরেখাংশ দণ্ডায়মান।
1+2=180
1=1802
=18050=130
আবার, XYPQ ও AB ভেদক
4= অনুরূপ 1=130 এবং 7= অনুরূপ 2=50
6= বিপ্রতীপ 4=130
5= বিপ্রতীপ 7=50
3= বিপ্রতীপ 1=130
1=130,2=50,3=130,4=130
5=50,6=130,7=50
5. নীচের AB ও CD সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি-
(i) ধরি, ABCD
সেক্ষেত্রে MNC= একান্তর BMN=125
আবার, MNC+MND=180
[ CD সরলরেখার উপর MN সরলরেখাংশ দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় MNCMND]
বা, 125+MND=180
বা, MND=180125
বা, MND=55
কিন্তু, প্রদত্ত MND=30
AB ও CD সরলরেখা দুটি সমান্তরাল নয়।
সংশোধিত চিত্রটি হল—

(ii) ধরি, ABCD
CNF= অনুরূপ AMN=120
আবার, CNF+DNF=180
[ CD সরলরেখার উপর NF রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় CNFDNF]
বা, 120+DNF=180
বা, DNF=180120=60
এবং চিত্রে প্রদত্ত, DNF=60
ABCD
(iii) ধরি, ABCD
END= অনুরূপ EMB=75
আবার, END+DNF=180
[ EF সরলরেখার উপর ND রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় ENDDNF]
বা, 75+DNF=180
বা, DNF=18075=105
কিন্তু, প্রদত্ত DNF=95
AB ও CD সমান্তরাল নয়।
সংশোধিত চিত্রটি হল
6. চিত্রে ABCD এবং EGB=50;AGE,AGH,BGH,GHC,GHD, CHF এবং DHF -এর পরিমাপ লিখি।
EGB=50
AGH= বিপ্রতীপ EGB=50
AGE+EGB=180
[ AB সরলরেখাংশের উপর EG সরলরেখাংশ দণ্ডায়মান
হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ EGBAGE]
বা, AGE+50=180
বা, AGE=18050=130
BGH= বিপ্রতীপ AGE=130
GHD= অনুরূপ EGB=50
CHF= বিপ্রতীপ GHD=50
AGE= অনুরূপ GHC=130
DHF= বিপ্রতীপ GHC=130
AGE=130,AGH=50,BGH=130
GHC=130,GHD=50,CHF=50
এবং DHF=130
7. চিত্রে ABCD; PQR এর পরিমাপ লিখি।

ABCD-এর সমান্তরাল সরলরেখা QS অঙ্কন করা হল।
PQS= একান্তর APQ=30
আবার, RQS= একান্তর QRC
=40
PQR=PQS+RQS
=30+40=70
8. চিত্রে PQRS,BPQ=40,BPR=155 এবং CRS=70;ΔAPR -এর কোণগুলির পরিমাপ লিখি।
প্রদত্ত BPR=155
এখন, BPR+APR=180
[ AB রশ্মির উপর PR সরলরেখাংশ দণ্ডায়মান হওয়ার
ফলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটি হল APRBPR]
বা, 155+APR=180
বা, APR=180155=25
আবার, QPR+BPQ=BPR
বা, QPR+40=155
বা, QPR=15540=115
চিত্রে, PQRS এবং PR ছেদক
আমরা জানি, ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি = 2 সমকোণ
QPR+PRS=180
বা, 115+PRS=180
বা, PRS=180115=65
আবার, PRA+PRS+SRC=180
[ AC সরলরেখার উপর RS রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বায় হল SRA,SRC]
বা, PRA+65+70=180
বা, PRA=1806570=45
APR-এর
PRA+PAR+APR=180
বা, 45+PAR+25=180
বা, PAR=1804525=110
APR-এর
PRA=45,PAR=110APR=25
Koshe dekhi 8 WBBSE Class 8 || সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম কষে দেখি 8 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 8 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ৮ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
আজই Install করুন Chatra Mitra
9. AB এবং CD দুটি সমান্তরাল সরলরেখার ভিতর O যেকোনো একটি বিন্দু। OP ও OQ যথাক্রমে-AB ও CD সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে P, O, Q বিন্দু তিনটি সমরেখ।

ABCD দুটি সমান্তরাল সরলরেখার ভিতর O যে-কোনো একটি বিন্দু।
OPOQ যথাক্রমে AB ও CD সরলরেখার উপর লম্ব।
প্রামাণ্য বিষয় : P,O,Q বিন্দু তিনটি সমরেখ।
অঙ্কন : O বিন্দু দিয়ে ABCD-এর সমান্তরাল সরলরেখা MN অঙ্কন করা হল।
প্রমাণ : ABMN এবং PO ছেদক
BPO+PON=180 [ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ]
বা, 90+PON=180[POABBPO=90]
বা, PON=18090=90
আবার, CDMN এবং QO ছেদক
NOQ+OQD=180 [ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ]
বা, NOQ+90=180
[OQCDOQD=90]
বা, NOQ=18090=90
PON+NOQ=90+90=180
কিন্তু, এরা সন্নিহিত কোণ।
POOQ একই সরলরেখা
P,O,Q বিন্দু তিনটি সমরেখ। (প্রমাণিত)
10. দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল। প্রমাণ করি যে, কোণদুটি সমান অথবা পরস্পর সম্পূরক।

ধরা যাক, ABCDEF-এর
ABDE এবং BCEF
প্রামাণ্য বিষয় : ABC=DEF (চিত্র : 1) ...........(i)
অথবা, ABC+DEF=180 (চিত্র : 2) .........(ii)
প্রমাণ : চিত্র : 1
ABDE এবং BC ভেদক
ABC= অনুরূপ DOC
আবার, BCEF এবং DE ভেদক
DOC= অনুরূপ DEF
ABC=DEF (প্রমাণিত)
চিত্ৰ : 2
BCEF এবং DE ভেদক
DOB= অনুরূপ DEF
এবং AB||DE এবং BC ভেদক
ABO+DOB=2 সমকোণ
[ ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ]
ABO+DEF=2 সমকোণ [DEF=DOB]
কোণ দুটি পরস্পর সম্পূরক। (প্রমাণিত)
Koshe dekhi 8 WBBSE Class 8 || সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম কষে দেখি 8 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 8 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ৮ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
আজই Install করুন Chatra Mitra
11. ABCD সামন্তরিকের AC কর্ণ BAD-কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে AC কর্ণ BCD-কেও সমদ্বিখণ্ডিত করে।

প্রদত্ত : ABCD সামান্তরিকের AC কর্ণ BAD কে সমদ্বিখণ্ডিত করে।
অর্থাৎ, BAC=CAD
প্রামাণ্য বিষয় : AC কর্ণ BCD-কেও সমদ্বিখণ্ডিত করে।
অর্থাৎ BCA=ACD
প্ৰমাণ :
ABDC এবং AC ছেদক
BAC= একান্তর ACD(i)
আবার, ADBC এবং AC ছেদক
CAD= একান্তর BCA(ii)
BAC=CAD(iii)
[ AC কৰ্ণ BAD কে সমদ্বিখণ্ডিত করে]
ACD=BCA [(i), (ii) ও (iii) থেকে]
AC কর্ণ BCD কে সমদ্বিখণ্ডিত করে। (প্রমাণিত)
12. প্রমাণ করি যে, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, প্রতিটি কোণই সমকোণ।

ধরা যাক, ABCD সামান্তরিকের A=1 সমকোণ
প্রামাণ্য বিষয় : B=C=D=1 সমকোণ
প্রমাণ : যেহেতু, ABDC এবং AD ছেদক
A+D=2 সমকোণ [ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ]
বা, D=(21) সমকোণ
[A=1 সমকোণ (প্রদত্ত)]
= 1 সমকোণ
আবার যেহেতু, ADBC এবং AB ছেদক
A+B=2 সমকোণ [ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ]
বা, B=(21) সমকোণ [A=1 সমকোণ (প্রদত্ত)]
= 1 সমকোণ
এখন, ADBC এবং CD ছেদক
C+D=2 সমকোণ [ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ]
বা, C=(21) সমকোণ [D=1 সমকোণ]
= 1 সমকোণ
B=C=D=1 সমকোণ (প্রমাণিত)
Koshe dekhi 8 WBBSE Class 8 || সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম কষে দেখি 8 || WBBSE Class-8 (VIII) Koshe dekhi 8 Somadhan || West Bengal Board Class 8 Math Book Solution || অধ্যায় ৮ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using: