গণিত প্রকাশ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য (Class-9) কষে দেখি 9 || West Bengal Board Class 9 Math Solution Chapter 9 || Class 9 Solution koshe dekhi 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য || WBBSE Class 9 Math koshe dekhi 9 || Ganit Prakash Class 9 Solution koshe dekhi 9 || Ganit Prakash Solution Class 9 In Bengali || গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণী || West Bengal Board Class 9 Math Solution Chapter 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
Share this page using :
WBBSE Class 9 Math koshe dekhi 9 || Class 9 Chapter 9 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 9 koshe dekhi 9 || নবম শ্রেণী কষে দেখি 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
কষে দেখি - 9
WBBSE Class 9 Math koshe dekhi 9 || Class 9 Chapter 9 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 9 koshe dekhi 9 || নবম শ্রেণী কষে দেখি 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
1. ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D; D বিন্দু দিয়ে CA এবং BA বাহুর সমান্তরাল সরলরেখাংশ BA এবং CA বাহুকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, \(\mathrm{E F}=\frac{1}{2} \mathrm{BC}\)
প্রদত্ত : \(\triangle \mathrm{ABC}\)-র BC-র মধ্যবিন্দু D; D বিন্দু দিয়ে CA ও BA-এর সমান্তরাল সরলরেখাংশ BA ও CA বাহুকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। E, F যুক্ত করা হল।
প্রমাণ করতে হবে যে, \(E F=\frac{1}{2} B C\)
প্রমাণ : \(\triangle \mathrm{ABC}\)-এর BC বাহুর মধ্যবিন্দু D এবং DE || CA
\(\therefore\) E, AB-এর মধ্যবিন্দু। [\(\because \) ত্রিভুজের যে-কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করে]
আবার একইভাবে,
\(\triangle \mathrm{ABC}\)-এর BC বাহুর মধ্যবিন্দু D এবং DF || AB
\(\therefore\) F, AC-এর মধ্যবিন্দু। [একই কারণে]
এখন \(\triangle \mathrm{ABC}\)-এর AB-এর মধ্যবিন্দু E এবং AC-এর মধ্যবিন্দু F।
\(\therefore E F=\frac{1}{2} B C\) (প্রমাণিত) [\(\because \) ত্রিভুজের যে-কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক।]
2. D এবং E বিন্দুদ্বয় যথাক্রমে ABC ত্রিভুজের AB এবং AC বাহুর উপর এমনভাবে অবস্থিত যে,
\(A D=\frac{1}{4} A B\) এবং \(A E=\frac{1}{4} A C\); প্রমাণ করি যে DE \(\| \mathrm{BC}\) এবং \(\mathrm{DE}=\frac{1}{4} \mathrm{BC}\)
\(A D=\frac{1}{4} A B\) এবং \(A E=\frac{1}{4} A C\); প্রমাণ করি যে DE \(\| \mathrm{BC}\) এবং \(\mathrm{DE}=\frac{1}{4} \mathrm{BC}\)
প্রদত্ত : \(\triangle A B C\)-র AB ও AC-র উপর যথাক্রমে D ও E এমনভাবে অবস্থিত যাতে \(A D=\frac{1}{4} A B\) এবং \(A E=\frac{1}{4} A C\) হয়।
প্রামাণ্য বিষয় : প্রমাণ করতে হবে যে, (i) \(DE \| BC\) এবং (ii) \(D E=\frac{1}{4} B C\)
অঙ্কন : AB-এর মধ্যবিন্দু F এবং AC-র মধ্যবিন্দু G নিয়ে F, G যুক্ত করা হল।
প্রমাণ : \(\because \triangle \mathrm{ABC}\)-র AB-র মধ্যবিন্দু F এবং AC-র মধ্যবিন্দু G
\(\therefore FG \| BC\) এবং \(F G=\frac{1}{2} B C\) [\(\because \) ত্রিভুজের যে-কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক]
আবার, \(\because \) F, AB-র মধ্যবিন্দু এবং \(A D=\frac{1}{4} A B\)
\(\therefore\) D, AF-র মধ্যবিন্দু।
আবার, \(\because \) G, AC-র মধ্যবিন্দু এবং \(A E=\frac{1}{4} A C\)
\(\therefore\) E, AG-এর মধ্যবিন্দু।
এখন \(\triangle \mathrm{AFG}\)-এর AF-এর মধ্যবিন্দু D এবং AG-এর মধ্যবিন্দু E
\(\therefore DE \| FG\) এবং \(D E=\frac{1}{2} F G\)
\(\therefore FG \| BC\) এবং \(DE \| FG\)
\(\therefore DE \| BC\quad\) [(i) নং প্রমাণিত]
আবার, \(\because F G=\frac{1}{2} B C\) এবং \(D E=\frac{1}{2} F G\)
\(\therefore D E=\frac{1}{2} \cdot \frac{1}{2} B C\)
\( \therefore D E=\frac{1}{4} B C\quad \) [(ii) নং প্রমাণিত]
3. \(X\) এবং \(Z\) যথাক্রমে \(POR\) ত্রিভুজের QR এবং QP বাহুর মধ্যবিন্দু। QP বাহুকে S বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে \(PS = ZP\) হয়। \(SX, PR\) বাহুকে Y বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, \(P Y=\frac{1}{4} P R\)
প্রদত্ত : \(\triangle \mathrm{PQR}\)-র QR-র মধ্যবিন্দু \(X\) এবং PQ-এর মধ্যবিন্দু Z. QP কে S পর্যন্ত এরূপে বর্ধিত করা হল যেন SP = PZ হয়। \(S, X\) যুক্ত করা হল যা, PR -কে Y বিন্দুতে ছেদ করে।
প্রামাণ্য বিষয় : \(P Y=\frac{1}{4} P R\)
অঙ্কন : \(X, Z\) যুক্ত করা হল।
প্রমাণ : \(\because \) QP ও QR-র মধ্যবিন্দু যথাক্রমে Z ও \(X\)
\(\therefore Z X \| P R\) এবং \(Z X=\frac{1}{2} P R\) [\(\because \) ত্রিভুজের যে-কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক]
আবার, SZ-র মধ্যবিন্দু P এবং \(PY \| Z X\) [\(\because \) PY ও PR একই সরলরেখায় আছে]
\(\therefore SX\)-র মধ্যবিন্দু \(Y\)
\(\therefore P Y=\frac{1}{2} Z X=\frac{1}{2} \times \frac{1}{2} P R\quad\left[\because Z X=\frac{1}{2} P R\right]\)
\(\therefore P Y=\frac{1}{4} P R\) (প্রমাণিত)
4. প্রমাণ করি যে, একটি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয়, সেটি একটি সামান্তরিক।
ধরা যাক, ABCD একটি সামান্তরিকের চারটি বাহু AB, BC, CD ও DA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R ও S।
P, Q; Q, R; R, S ও S, P যুক্ত করা হল এবং PQRS একটি চতুর্ভুজ গঠিত হল।
প্রামাণ্য বিষয় : PQRS একটি সামান্তরিক।
অঙ্কন : BD কর্ণ অঙ্কন করা হল।
প্রমাণ : \(\triangle \mathrm{ABD}\)-র AB ও AD-র মধ্যবিন্দু যথাক্রমে P ও S
\(\therefore\) \(P S \| B D\) এবং \(P S=\frac{1}{2} B D\)
আবার, \(\triangle \mathrm{BCD}\)-র BC ও CD-র মধ্যবিন্দু যথাক্রমে Q ও R
\(\therefore\) \(\mathrm{QR} \| \mathrm{BD}\) এবং \(Q R=\frac{1}{2} B D\)
\(\because P S \| B D\) এবং \(\mathrm{QR} \| \mathrm{BD}\)
\(\because PS\| QR\)
আবার, \(\because P S=\frac{1}{2} B D\) এবং \(\mathrm{QR}=\frac{1}{2} \mathrm{BD}\)
\(\therefore\) PS = QR
\(\therefore\) PQRS চতুর্ভুজের \(PS \| QR\) এবং PS = QR
অতএব, PQRS চতুর্ভুজটি একটি সামান্তরিক। (প্রমাণিত)
[\(\because \) কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।]
5. প্রমাণ করি যে, একটি আয়তাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয়, সেটি একটি রম্বস, কিন্তু বর্গাকার চিত্র নয়।
ধরা যাক, ABCD একটি আয়তাকার চিত্র (AD > AB) যার AB, BC, CD ও DA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R ও S।
P, Q; Q, R; R, S; S, P বিন্দুগুলি ক্রমান্বয়ে যুক্ত করলে PQRS চতুর্ভুজটি উৎপন্ন হল।
প্রামাণ্য বিষয় : PQRS একটি রম্বস কিন্তু বর্গক্ষেত্র নয়।
অঙ্কন : P, R ও Q, S যুক্ত করা হল।
প্রমাণ : \(\triangle \mathrm{APS}\) ও \(\triangle \mathrm{BPQ}\)-র
(i) AP = BP\(\quad\) [P, AB-র মধ্যবিন্দু]
(ii) \(\angle \mathrm{PAS}=\angle \mathrm{PBQ}\left(=90^{\circ}\right)\quad\) [\(\because ABCD\) একটি আয়তক্ষেত্র]
(ii) \(AS = BQ \quad[ \because A D=B C \therefore \frac{1}{2} A D=\frac{1}{2} B C]\)
\(\therefore \triangle \mathrm{APS} \cong \triangle \mathrm{BPQ}\quad\) [S-A-S শর্তানুসারে]
\(\therefore PS = PQ\quad\) [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]
অনুরূপে, \(\triangle PBQ \) ও \(\triangle RCQ \) থেকে পাই, PQ = QR
\(\triangle RCQ \) ও \(\triangle RDS \) থেকে পাই, QR = RS
এবং \(\triangle RDS \) ও \(\triangle APS \) থেকে পাই, RS = PS
\(\therefore\) PQRS চতুর্ভুজের PS = PQ = QR = RS
\(\therefore\) PQRS চতুর্ভুজটি একটি রম্বস।
APRD চতুর্ভুজের AP = DR [\(\because \) AB = DC এবং P ও R যথাক্রমে AB ও DC-র মধ্যবিন্দু]
\(AP \| DR \) এবং \(\angle \mathrm{PAD}=90^{\circ}\quad\)[\(\because \) ABCD আয়তক্ষেত্র]
\(\therefore\) APRD একটি আয়তাকার চিত্র
\(\therefore\) AD = PR
অনুরূপে, ABQS থেকে পাওয়া যায় AB = QS
\(\because AD > AB\)
\(\therefore PR > QS\)
\(\because \) PQRS রম্বসের কর্ণদ্বয় (PR ও QS) অসমান,
\(\therefore\) ইহা বর্গাকার চিত্র নয়। (প্রমাণিত)
WBBSE Class 9 Math koshe dekhi 9 || Class 9 Chapter 9 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 9 koshe dekhi 9 || নবম শ্রেণী কষে দেখি 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
6. প্রমাণ করি যে, একটি বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয়, সেটি একটি বর্গাকার চিত্র।
ধরা যাক, ABCD বর্গক্ষেত্রের AB, BC, CD ও DA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R ও S; P, Q; Q, R; R, S; S, P কে ক্রমান্বয়ে যুক্ত করলে PQRS চতুর্ভুজটি গঠিত হয়।
প্রামাণ্য বিষয় : PQRS একটি বর্গাকার চিত্র।
প্রমাণ : \(\triangle \mathrm{APS}\) ও \(\triangle \mathrm{BPQ}\)-র
(i) \(AP= PB\quad [\because P, AB \)-এর মধ্যবিন্দু\(]\)
(ii) \(\angle \mathrm{PAS}=\angle \mathrm{PBQ}\left(=90^{\circ}\right)\)
(iii) \(AS =BQ\quad [\therefore ABCD \) একটি বর্গক্ষেত্র\(]\)
\(\therefore \triangle \mathrm{APS} \cong \triangle \mathrm{BPQ}\quad [\because S-A-S\) শর্তানুসারে\(]\)
\(\therefore PS = PQ\quad[\because \) সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু\(]\)
অনুরূপভাবে, \(\triangle \mathrm{BPQ}\) ও \(\triangle \mathrm{CRQ }\) থেকে পাই, \(PQ = QR\)
\(\triangle \mathrm{CRQ}\) ও \(\Delta \mathrm{DRS}\) থেকে পাই, \(QR=RS\)
এবং \(\triangle \mathrm{DRS}\) ও \(\Delta \mathrm{APS}\) থেকে পাই, \(RS=PS\)
\(\because PQRS\) চতুর্ভুজের PS = PQ = QR = RS
\(\because \) PQRS একটি রম্বস।
\(\therefore ABCD\) বর্গক্ষেত্র,
\(\therefore A B=A D\)
বা, \(\frac{1}{2} A B=\frac{1}{2} \mathrm{AD} \)
\(\therefore A P=A S \)
\(\therefore \angle A S P=\angle A P S\)
\(\because \angle P A S=90^{\circ} \)
\(\therefore \angle A S P=45^{\circ}\)
অনুরুপভাবে, \(\angle D S R=45^{\circ}\)
\(\therefore \angle \mathrm{PSR}=180^{\circ}-(\angle \mathrm{ASP}+\angle \mathrm{DSR})\)
\(=180^{\circ}-\left(45^{\circ}+45^{\circ}\right)=90^{\circ}\)
\(\therefore\) PQRS রম্বসের একটি কোণ \(\angle \mathrm{PSR}=90^{\circ}\)
\(\therefore\) PQRS একটি বর্গাকার চিত্র। (প্রমাণিত)
7. প্রমাণ করি যে, একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয়, সেটি একটি আয়তাকার চিত্র।
ধরা যাক, ABCD একটি রম্বস যার AB, BC, CD ও DA বাহুর মধ্যবিন্দুগুলি যথাক্রমে P, Q, R ও S।
P, Q, R, S পরপর যুক্ত করার ফলে PQRS একটি চতুর্ভুজ উৎপন্ন হল।
প্রামাণ্য বিষয় : PQRS একটি আয়তাকার চিত্র।
অঙ্কন : BD যুক্ত করা হল।
প্রমাণ : \(\triangle \mathrm{ABD}\)-র AB ও AD-র মধ্যবিন্দু যথাক্রমে P ও S
\(\therefore \mathrm{PS} \| \mathrm{BD}\) এবং \(PS =\frac{1}{2} \mathrm{BD}\ldots(i)\) [\(\because \) ত্রিভুজের যে-কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক]
আবার \(\triangle \mathrm{BCD}\)-এর BC ও CD-র মধ্যবিন্দু যথাক্রমে Q ও R
\(\therefore \mathrm{QR} \| \mathrm{BD}\) এবং \(\mathrm{QR}=\frac{1}{2} \mathrm{BD}\ldots(ii)\)
(i) ও (ii) থেকে পাই, \(PS \| QR \) এবং \(PS=QR\)
\(\therefore\) PQRS একটি সামান্তরিক। [\(\because \) কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে সেটি সামান্তরিক হয়।]
এখন, \(\because \) ABCD একটি রম্বস,
\(\therefore\) AB = AD
বা, \(\frac{1}{2} \mathrm{AB}=\frac{1}{2} \mathrm{AD}\)
বা, \(\mathrm{AP}=\mathrm{AS}\)
\(\therefore \angle \mathrm{ASP}=\angle \mathrm{APS}=\theta\) (ধরি)
\(\triangle \mathrm{APS}\)-র \(\angle \mathrm{PAS}=180^{\circ}-2 \theta\)
ঠিক একইভাবে \(\triangle \mathrm{SDR}\)-র
\(\angle D S R=\angle D R S=\phi\) (ধরি)
\(\therefore \angle \mathrm{SDR}=180^{\circ}-2 \phi\)
\(\because \) ABCD রম্বস,
\(\therefore 180^{\circ}-2 \theta+180^{\circ}-2 \phi=180^{\circ}\) [রম্বসের সমান্তরাল সরলরেখার একই পার্শ্বস্থ কোণদ্বয়ের সমষ্টি \(180^{\circ}\)]
বা, \(2 \theta+2 \phi=180^{\circ} \)
\(\therefore \theta+\phi=90^{\circ}\)
অর্থাৎ, \(\angle \mathrm{PSA}+\angle \mathrm{DSR}=90^{\circ}\)
\(\therefore \angle \mathrm{PSR}=180^{\circ}-(\angle \mathrm{PSA}+\angle \mathrm{DSR})=180^{\circ}-90^{\circ}=90^{\circ}\)
\(\because \) PQRS সামান্তরিকের একটি কোণ \(\angle \mathrm{PSR}=90^{\circ}\)
\(\therefore\) PQRS একটি আয়তাকার চিত্র। (প্রমাণিত)
8. ABC ত্রিভুজের AB এবং AC বাহর মধ্যবিন্দু যথাক্রমে D এবং E ; P এবং Q যথাক্রমে CD ও BD-এর মধ্যবিন্দু। প্রমাণ কর যে, BE এবং PQ পরম্পরকে সমদ্বিখণ্ডিত করে।
প্রদত্ত : \(\triangle \mathrm{ABC}\)-র AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E; P ও Q যথাক্রমে CD ও BD-র মধ্যবিন্দু।
প্রামাণ্য বিষয় : BE ও PQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
অঙ্কন : Q, E; E, P ও B, P যুক্ত করা হল।
প্রমাণ : \(\because \triangle \mathrm{ADC}\)-র CD ও AC-র মধ্যবিন্দু যথাক্রমে P ও E.
\(\therefore P E \| A D\) এবং \(P E=\frac{1}{2} A D\)
বা, \(P E \| A B\)
বা, \(P E=\frac{1}{2} B D\quad\) [\(\because \) D, AB-র মধ্যবিন্দু]
\(\therefore\) \(P E \| B Q \)
বা, \(P E=B Q\quad\) [\(\because \) Q, BD-র মধ্যবিন্দু]
[\(\because \) AD, AB ও BQ একই সরলরেখাংশ]
এখন \(\because \) BQEP চতুর্ভুজের \(PE \| BQ\) এবং PE = BQ
\(\therefore\) BQEP একটি সামান্তরিক যার BE ও QP দুটি কর্ণ।
\(\because \) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
\(\therefore\) BE ও PQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। (প্রমাণিত)
9. ABC ত্রিভুজের \(\angle \mathrm{ABC}\)-এর সমদ্বিখণ্ডকের উপর AD লম্ব। D বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাংশ DE টানা হলো যা AC বাহুকে E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, \(AE = EC\)
প্রদত্ত : \(\triangle \mathrm{ABC}\)-র \(\angle \mathrm{ABC}\)-র সমদ্বিখণ্ডকের উপর AD লম্ব। D বিন্দু দিয়ে BC-র সমান্তরাল সরলরেখাংশ টানা হল, যা AC কে E বিন্দুতে ছেদ করে।
প্রামাণ্য বিষয় AE = EC অর্থাৎ E, AC-র মধ্যবিন্দু।
অঙ্কন : AD কে বর্ধিত করা হল, যা BC কে F বিন্দুতে ছেদ করে।
প্রমাণ : \(\triangle \mathrm{ABD}\) ও \(\triangle \mathrm{BDF}\)-র
(i) \(\angle A B D=\angle D B F\) [\(\because B D, \angle A B C\)-র সমদ্বিখণ্ডক]
(ii) BD সাধারণ বাহু
(iii) \(\angle \mathrm{ADB}=\angle \mathrm{BDF}=\left(90^{\circ}\right)\)
\(\therefore\)\(\triangle \mathrm{ABD} \cong \triangle \mathrm{BDF}\)
[A-S-A শর্তানুসারে]
\(\therefore\) AD = DF, অর্থাৎ, D, AF-র মধ্যবিন্দু।
\(\because \)\( DE \| BC\) (প্রদত্ত)
\(\therefore\) E, AC-র মধ্যবিন্দু [\(\because \) কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে।]
অর্থাৎ, AE = EC (প্রমাণিত)
WBBSE Class 9 Math koshe dekhi 9 || Class 9 Chapter 9 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 9 koshe dekhi 9 || নবম শ্রেণী কষে দেখি 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
10. ABC ত্রিভুজের AD মধ্যমা। B ও C বিন্দু দিয়ে AD-এর সমান্তরল সরলরেখাংশ BR এবং CT টানা হলো যারা বর্ধিত BA এবং CA বাহুর সাথে যথাক্রমে T এবং R বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে \(\frac{1}{A D}=\frac{1}{R B}+\frac{1}{T C}\)
প্রদত্ত : \(\triangle A B C\)-র AD মধ্যমা। B ও C বিন্দু দিয়ে AD-র সমান্তরাল সরলরেখাংশ যথাক্রমে BR ও CT টানা হল যারা বর্ধিত BA ও CA বাহুর সঙ্গে যথাক্রমে T ও R বিন্দুতে মিলিত হয়।
প্রামাণ্য বিষয় : \(\frac{1}{\mathrm{AD}}=\frac{1}{\mathrm{RB}}+\frac{1}{\mathrm{TC}}\)
প্রমাণ : \(\because \triangle B R C\)-র, BC-র মধ্যবিন্দু D এবং \( AD \| BR\) হওয়ায়
\(A D=\frac{1}{2} B R \ldots(i)\) [\(\because \) কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে]
আবার, \(\triangle \mathrm{BTC}\)-র, BC-র মধ্যবিন্দু D এবং \(AD \| CT \) হওয়ায়
\(A D=\frac{1}{2} C T\ldots(ii)\) [\(\because \) কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে]
(i) ও (ii) থেকে পাই, \(\frac{1}{2} \mathrm{BR}=\frac{1}{2} \mathrm{CT}\)
\(\therefore \mathrm{BR}=\mathrm{CT}\)
(i) থেকে পাই, \(\frac{1}{\mathrm{AD}}=\frac{1}{\frac{1}{2} \mathrm{BR}}\)
বা, \(\frac{1}{\mathrm{AD}}=\frac{2}{\mathrm{BA}} \quad\)
বা, \(\frac{1}{\mathrm{AD}}=\frac{1}{\mathrm{BR}}+\frac{1}{\mathrm{BR}}\)
\(\therefore \frac{1}{\mathrm{AD}}=\frac{1}{\mathrm{BR}}+\frac{1}{\mathrm{TC}}\quad[\because \mathrm{BR}=\mathrm{TC}]\) (প্রমাণিত)
11. ABCD ট্রপিজিযামের \(AB \| DC\) এবং \(A B>D C ; E\) এবং F যাথাক্রমে কর্ণদ্বয় AB ও BD-এর মধ্যবিন্দ। প্রমাণ করি যে, \(\mathrm{EF}=\frac{1}{2}(\mathrm{AB}-\mathrm{DC})\)
প্রদত্ত : ABCD ট্রাপিজিয়ামের \( AB \| DC\) এবং AB > DC; E এবং F যথাক্রমে AC ও BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু।
প্রামাণ্য বিষয় : \(E F=\frac{1}{2}(A B-D C)\)
অঙ্কন : C, F যুক্ত করে বর্ধিত করা হল, যা AB-কে G বিন্দুতে ছেদ করল।
প্ৰমাণ : \(\because A B \| D C\) এবং BD ভেদক
\(\therefore \angle C D B=\angle A B D\quad\)[এরা একান্তর কোণ]
অর্থাৎ \(\angle \mathrm{CDF}=\angle \mathrm{FBG}\)
এখন \(\triangle \mathrm{CDF}\) ও \(\triangle \mathrm{FBG}\)-র
(i) \(\angle \mathrm{CDF}=\angle \mathrm{FBG}\)
(ii) \(\mathrm{DF}=\mathrm{FB}\quad\)[\(\because F, BD\)-র মধ্যবিন্দু]
(iii) \(\angle D F C=\angle B F G\quad\)[এরা বিপ্রতীপ কোণ]
\(\therefore \triangle \mathrm{CDF} \cong \triangle \mathrm{FBG}\quad\) [A-S-A শর্তানুসারে]
\(\therefore\) CF = FG অর্থাৎ, F, CG-র মধ্যবিন্দু
এবং CD = GB
এখন \(\triangle C A G\)-র,
CG-র মধ্যবিন্দু F এবং AC-র মধ্যবিন্দু E
\(\therefore E F=\frac{1}{2} A G\) [\(\because \) ত্রিভুজের যে-কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক]
\( =\frac{1}{2}(A B-G B)\)
\(=\frac{1}{2}(A B-C D) \quad[\because \mathrm{GB}=\mathrm{CD}]\)
\(=\frac{1}{2}(A B-D C) \) (প্রমাণিত)
12. AB সরলরেখাংশের মধ্যবিন্দু C এবং PQ যেকোনো একটি সরলরেখা। A, B এবং C বিন্দু থেকে PQ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে AR, BS এবং CT; প্রমাণ করি যে, \(AR+ BS = 2CT\)
প্রদত্ত : AB সরলরেখাংশের মধ্যবিন্দু C এবং PQ যে-কোনো একটি সরলরেখা।
A, B ও C বিন্দু থেকে PQ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে AR, BS ও CT।
প্রামাণ্য বিষয় : AR + BS = 2CT
অঙ্কন : A, S যুক্ত করা হল যা CT কে O বিন্দুতে ছেদ করে।
প্রমাণ : A, B ও C থেকে PQ-এর ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে AR, BS ও CT।
\(\therefore \mathrm{AR} \perp \mathrm{PQ}, \mathrm{BS} \perp \mathrm{PQ}\) এবং \(\mathrm{CT} \perp \mathrm{PQ}\)
অর্থাৎ, \(\angle \mathrm{ARQ}=\angle \mathrm{BSQ}=\angle \mathrm{CTQ}=90^{\circ}\)
\(\because \) AR, BS ও CT একই সরলরেখা PQ-এর উপর লম্ব।
\(\therefore AR \| BS \| CT \)
এখন \(\triangle \mathrm{ABS}\)-এর AB-এর মধ্যবিন্দু C এবং \(CO \| BS\quad [\because CT \| BS]\)
\(\therefore O, AS\)-র মধ্যবিন্দু এবং \(\mathrm{CO}=\frac{1}{2} \mathrm{BS}\ldots(i)\)
আবার, \(\triangle \mathrm{ASR}\)-এর AS-এর মধ্যবিন্দু O এবং \( OT \| AR\quad[\because CT \| AR]\)
\(\therefore O T=\frac{1}{2} A R\ldots(ii)\)
(i) ও (ii) যোগ করে পাই, \(\mathrm{CO}+\mathrm{OT}=\frac{1}{2} \mathrm{BS}+\frac{1}{2} \mathrm{AR}\)
\(\therefore C T=\frac{1}{2}(B S+A R)\)
বা, \(A R+B S=2 C T\) (প্রমাণিত)
13. ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D; A বিন্দু দিয়ে যেকোনো একটি সরলরেখা। B, C এবং D বিন্দু থেকে PQ সরলরেখার উপর লম্ব যথাক্রমে BL, CM এবং DN; প্রমাণ করি যে, \(DL = DM\)
প্রদত্ত : \(\triangle \mathrm{ABC}\)-র BC-র মধ্যবিন্দু D; PQ, A বিন্দুগামী সরলরেখা।
B, C ও D বিন্দু থেকে PQ-র উপর যথাক্রমে BL, CM ও DN লম্ব।
D, L ও D, M যুক্ত করা হল।
প্রামাণ্য বিষয় : DL = DM
প্রমাণ : \(\because \) একই সরলরেখার PQ-র উপর BL, CM ও DN লম্ব
\(\therefore BL \| CM \| DN \) এবং যেহেতু BC ও LM দুটি ভেদক, যেখানে BC-র মধ্যবিন্দু D
\(\therefore\) LM এর মধ্যবিন্দু N হবে অর্থাৎ, LN = NM [কারণ যদি তিন বা ততোধিক সরলরেখাংশ একটি ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে তবে, তারা অপর একটি ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করে।]
এখন, \(\triangle \mathrm{DNL}\) ও \(\triangle \mathrm{DNM}\)-র
(i) \(\mathrm{LN}=\mathrm{NM}\quad\) [N, LM এর মধ্যবিন্দু]
(ii) \(\angle D N L=\angle D N M\left(=90^{\circ}\right)\)
(iii) DN সাধারণ বাহু
\(\therefore \triangle \mathrm{DNL} \cong \triangle \mathrm{DNM}\quad\) [S-A-S শর্তানুসারে]
\(\therefore\) DL = DM (প্রমাণিত)
14. ABCD একটি বগাকার চিত্র। AC এবং BD কর্নদ্বয় O বিন্দুতে ছেদ করে। \(\angle \mathrm{BAC}\) -এর সমদ্বিখণ্ডক BO কে P বিন্দুতে এবং BC কে-Q বিন্দু্তে ছেদ করে। প্রমাণ করো যে, \(\mathrm{OP}=\frac{1}{2} \mathrm{CQ}\)
প্রদত্ত : ABCD একটি বর্গাকার চিত্র।
AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
\(\angle B A C\)-র সমদ্বিখণ্ডক BO কে P এবং BC কে Q বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয় : \(\mathrm{OP}=\frac{1}{2} \mathrm{CQ}\)
অঙ্কন : C বিন্দু দিয়ে DB-র সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করা হল, যা বর্ধিত AQ কে R বিন্দুতে ছেদ করে।
প্রমাণ : \(\triangle \mathrm{ARC}\)-র, AC-র মধ্যবিন্দু O \(\quad[\because \) বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে\(] \)
এবং \(OP \| CR\quad\) [\(\because \) OP ও DB একই সরলরেখার অংশ]
\(\therefore O P=\frac{1}{2} \mathrm{CR}\ldots(i)\) [\(\because \) ত্রিভুজের যে-কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ তৃতীয় বাহুর অর্ধেক হবে।]
এখন \(\because \angle \mathrm{BAC}\)-র সমদ্বিখণ্ডক AQ
\(\therefore \angle B A Q=\angle C A Q=\theta\) (ধরি)
\(\therefore \triangle \mathrm{ARC}\)-এর \(\angle \mathrm{ARC}\)
\(=180^{\circ}-\angle \mathrm{CAR}-\angle \mathrm{ACR}\)
\(=180^{\circ}-\angle CAR -90^{\circ}\)
\([\because \) \(OP\|CR\) এবং AC ভেদক \(\therefore \angle \mathrm{ACR}=\angle \mathrm{AOP}=90^{\circ}\) বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে।\(]\)
\(=90^{\circ}-\theta\ldots(ii)\)
আবার, \(\triangle \mathrm{ABQ}\)-র \(\angle \mathrm{AQB}\)
\(=180^{\circ}-\angle \mathrm{BAQ}-\angle \mathrm{ABQ}\)
\(=180^{\circ}-\theta-90^{\circ}\)
\(=90^{\circ}-\theta\ldots(iii)\)
\(\therefore\) (ii) ও (iii) থেকে পাই,
\(\angle A R C=\angle A Q B\)
\(\therefore \angle Q R C=\angle C Q R\quad [\because \angle A Q B=\) বিপ্রতীপ \(\angle C Q R]\)
\(\therefore CQ=CR\)
(i) থেকে পাই, \(O P=\frac{1}{2} C R\)
\(\therefore \mathrm{OP}=\frac{1}{2} \mathrm{CQ}\quad[\because \mathrm{CR}=\mathrm{CQ}]\) (প্রমাণিত)
15. বহু বিকল্পীয় প্রশ্ন (M. C. Q.) :
(i) PQR ত্রিভুজে \(\angle \mathrm{PQR}=90^{\circ}\) এবং PR = 10 সেমি.। PR বাহুর মধ্যবিন্দু S হলে, QS-এর দৈর্ঘ্য
(a) 4 সেমি. (b) 5 সেমি. (c) 6 সেমি. (d) 3 সেমি.
(a) 4 সেমি. (b) 5 সেমি. (c) 6 সেমি. (d) 3 সেমি.
\( \triangle P Q R \)-এর \(\triangle P Q R=90^{\circ}\) এবং অতিভুজ PR = 10 সেমি. এবং PR-এর মধ্যবিন্দু S।
\(\therefore Q S=\frac{1}{2} P R\)
\(=\left(\frac{1}{2} \times 10 \right)\) সেমি.
= 5 সেমি.
WBBSE Class 9 Math koshe dekhi 9 || Class 9 Chapter 9 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 9 koshe dekhi 9 || নবম শ্রেণী কষে দেখি 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
(ii) ABCD ট্রাপিজিয়ামের \(\mathbf{A B} \| \mathbf{D C}\) এবং \(AB = 7\) সেমি. ও \(DC = 5\) সেমি.। AD ও BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে E ও F হলে, EF-এর দৈর্ঘ্য
(a) 5 সেমি. (b) 6 সেমি. (c) 7 সেমি. (d) 12 সেমি.
(a) 5 সেমি. (b) 6 সেমি. (c) 7 সেমি. (d) 12 সেমি.
ABCD ট্রাপিজিয়ামের \(AB \| DC\) এবং AD ও BC-র মধ্যবিন্দু যথাক্রমে E ও F।
\(\therefore E F=\frac{1}{2}(A B+D C)\)
\(=\frac{1}{2}(7+5)\) সেমি
\(=\left(\frac{1}{2} \times 12 \right)\) সেমি
= 6 সেমি
(iii) ABC ত্রিভুজের AD মধ্যমার মধ্যবিন্দু E; বর্ধিত BE, AC কে F বিন্দুতে ছেদ করে। \(AC = 10.5\) সেমি. হলে AF-এর দৈর্ঘ্য
(a) 3 সেমি. (b) 5 সেমি. (c) 2.5 সেমি. (d) 3.5 সেমি.
(a) 3 সেমি. (b) 5 সেমি. (c) 2.5 সেমি. (d) 3.5 সেমি.
\(\triangle \mathrm{ABC}\)-র AD মধ্যমার মধ্যবিন্দু E; বর্ধিত BE, AC কে F বিন্দুতে ছেদ করে।
D বিন্দু দিয়ে \( BF \| DG\) অঙ্কন করা হল, যা AC কে G বিন্দুতে ছেদ করে।
এখন \(\triangle \mathrm{BFC}\)-র BC-র মধ্যবিন্দু D এবং \(BF \| DG,\)
\(\therefore CF\)-র মধ্যবিন্দু G অর্থাৎ, FG = GC
আবার, \(\triangle \mathrm{ADG}\)-এর AD-এর মধ্যবিন্দু E এবং \(EF \| GD\)
\(\therefore\) F, AG-র মধ্যবিন্দু অর্থাৎ, FG = AF
\(\therefore A F=F G=G C\)
\(=\frac{1}{3}(A F+F G+G C)\)
\(=\frac{1}{3} \times A C\)
\(=\left(\frac{1}{3} \times 10.5\right)\) সেমি
= 3.5 সেমি
(iv) ABC ত্রিভুজের \(BC, CA\) ও \(AB\) বাহুর মধ্যবিন্দু যথাক্রমে \(D, E\) ও \(F; BE\) ও \(DF, X\) বিন্দুতে এবং \(CF\) ও \(DE, Y\) বিন্দুতে ছেদ করলে, \(XY\)-এর দৈর্ঘ্য সমান
(a) \(\frac{1}{2} \mathrm{BC}\) (b) \(\frac{1}{4} B C\) (c) \(\frac{1}{3} \mathrm{BC}\) (d) \(\frac{1}{8} \mathrm{BC}\)
(a) \(\frac{1}{2} \mathrm{BC}\) (b) \(\frac{1}{4} B C\) (c) \(\frac{1}{3} \mathrm{BC}\) (d) \(\frac{1}{8} \mathrm{BC}\)
\(\triangle \mathrm{ABC}\)-র AB ও AC-র মধ্যবিন্দু যথাক্রমে F ও E
\(\therefore FE \| BC\) এবং \(F E=\frac{1}{2} B C=B D\ldots(i)\)
\(\therefore \mathrm{FE} \| \mathrm{BD}\)
BDEF চতুর্ভুজটি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় BE ও FD পরস্পরকে \(X\) বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে।
\(\therefore\) ED-র মধ্যবিন্দু Y \(\quad[\because \Delta E F D\) -এর \(X, FD\)-র মধ্যবিন্দু এবং \( XY \| EF]\)
এখন, \(\triangle E F D\)-র FD-র মধ্যবিন্দু \(X\) এবং ED-র মধ্যবিন্দু Y
\(\therefore X Y=\frac{1}{2} \mathrm{FE}\)
\(=\frac{1}{2} \cdot \frac{1}{2} \mathrm{BC}\quad\) [(i) থেকে পাই]
\(=\frac{1}{4} \mathrm{BC}\)
(v) ABCD সামান্তরিকের BC বাহুর মধ্যবিন্দু E; DE এবং বর্ধিত AB, F বিন্দুতে মিলিত হয়। AF-এর দৈর্ঘ্য সমান (a) \(\frac{3}{2} \mathrm{AB}\) (b) 2AB (c) 3AB (d) \(\frac{5}{4} \mathrm{AB}\)
\(\triangle D C E\) ও \(\triangle \mathrm{BEF}\)-র
(i) \(C E=B E\quad\) [\(\because \) E, BC-র মধ্যবিন্দু]
(ii) \(\angle \mathrm{DEC}=\angle \mathrm{BEF}\quad\)[বিপ্রতীপ কোণ]
(iii) \(\angle D C E=\) একান্তর \(\angle E B F\quad\) [\(\because DC \| BF , BC\) ভেদক]
\( \triangle D C E \cong \triangle B E F\quad\) [A-S-A শর্তানুসারে]
\(DC = BF\quad\) (সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু)
\(\therefore A F=A B+B F\)
\(=A B+D C\quad[\because D C=B F]\)
\(=A B+A B\quad[\because A B=D C]\)
\(=2 A B\)
16. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
(i) ABC ত্রিভুজের AD এবং BE মধ্যমা এবং BE-এর সমান্তরাল সরলরেখা DF, AC বাহুর সঙ্গে F বিন্দুতে মিলিত হয়। AC বাহুর দৈর্ঘ্য 8 সেমি. হলে, CF বাহুর দৈর্ঘ্য কত তা লিখি।
প্রদত্ত শর্তানুযায়ী, BC-এর মধ্যবিন্দু D এবং AC-এর মধ্যবিন্দু E।
\( C E=\frac{1}{2} A C=\left(\frac{1}{2} \times 8\right)\) সেমি = 4 সেমি
এখন, \(\triangle B C E\)-এর, BC বাহুর মধ্যবিন্দু D এবং
\(DF \| BE\) (প্রদত্ত)
\(\therefore\) CE বাহুর মধ্যবিন্দু F
\(\therefore C F=\frac{1}{2} C E=\left(\frac{1}{2} \times 4\right)\) সেমি = 2 সেমি।
(ii) ABC ত্রিভুজের BC, CA এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R; যদি AC = 21 সেমি., BC = 29 সেমি. এবং AB = 30 সেমি. হয়, তাহলে ARPQ চতুর্ভুজের পরিসীমা লিখি।
\(\because \) AB-এর মধ্যবিন্দু R
\(A R=\frac{1}{2} A B=\left(\frac{1}{2} \times 30 \right)\) সেমি = 15 সেমি
আবার, AC বাহুর মধ্যবিন্দু Q
\(A Q=\frac{1}{2} A C=\left(\frac{1}{2} \times 21\right)\) সেমি
= 10.5 সেমি
এখন, \(\triangle \mathrm{ABC}\)-এর BC ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q।
\(\therefore P Q=\frac{1}{2} A B=\left(\frac{1}{2} \times 30 \right)\) সেমি = 15 সেমি
আবার, \(\triangle \mathrm{ABC}\)-এর AB ও BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে R ও P
\(\therefore R P=\frac{1}{2} A C=\left(\frac{1}{2} \times 21\right)\) সেমি
= 10.5 সেমি
\(\therefore\) ARPQ চতুর্ভুজের পরিসীমা = (AR + RP + PQ + QA)
= (15 + 10.5 + 15 + 10.5) সেমি
= 51 সেমি
WBBSE Class 9 Math koshe dekhi 9 || Class 9 Chapter 9 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 9 koshe dekhi 9 || নবম শ্রেণী কষে দেখি 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
(iii) ABC ত্রিভুজের AC বাহুর উপর D যেকোনো একটি বিন্দু। \(P,Q,X,Y,\) যথাক্রমে \(AB, BC, AD\) এবং \(DC\) এর মধ্যবিন্দু । \(PX =5\) সেমি হলে, \(QY\) এর দৈর্ঘ্য কত তা লিখি।
B ও D যোগ করা হল।
এখন, \(\triangle A B D\)-এর AB ও AD বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে \(P\) ও \(X\) ।
\(\therefore P X=\frac{1}{2} B D\ldots(i)\)
আবার, \(\triangle \mathrm{BCD}\)-এর BC ও DC বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে Q ও Y
\(\therefore Q Y=\frac{1}{2} B D\)
সুতরাং, (i) ও (ii) থেকে পাই, \(PX = QY\)
\(\therefore\) QY = 5 সেমি \(\quad[\because PX = 5\) সেমি\(]\)
(iv) ABC ত্রিভুজের BE ও CF মধ্যমা G বিন্দুতে ছেদ করে। P এবং Q যথাক্রমে BG এবং CG এর মধ্যবিন্দু। PQ = 3 সেমি. হলে, BC-এর দৈর্ঘ্য কত তা লিখি।
\( \triangle \mathrm{BGC} \)-এর BG ও GC বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে P ও Q।
\(\therefore P Q=\frac{1}{2} B C\)
বা, BC = 2PQ
\(\therefore B C=(2 \times 3)\) সেমি = 6 সেমি।
(v) ABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D, E ও F; EF, AD-কে O বিন্দুতে ছেদ করে। AD = 6 সেমি. হলে, AO-এর দৈর্ঘ্য কত তা লিখি।
\(\triangle \mathrm{ABC}\)-এর মধ্যে AB ও AC-এর মধ্যবিন্দু যথাক্রমে F ও E।
\(\therefore\) \( FE \| BC\) এবং \(\mathrm{FE}=\frac{1}{2} \mathrm{BC}\)
আবার, \(\triangle \mathrm{ABD}\)-এর AB বাহুর মধ্যবিন্দু F
এবং \( FO \| BD\quad [\because FE \| BC]\)
\(\therefore\) O, AD এর মধ্যবিন্দু।
\(\therefore \mathrm{AO}=\frac{1}{2} \mathrm{AD}=\left(\frac{1}{2} \times 6\right)\) সেমি = 3 সেমি
WBBSE Class 9 Math koshe dekhi 9 || Class 9 Chapter 9 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 9 koshe dekhi 9 || নবম শ্রেণী কষে দেখি 9 || ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra