গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণী || গণিত প্রকাশ বহুপদী সংখ্যামালা (Class-9) কষে দেখি 7.3 || বহুপদী সংখ্যামালা || West Bengal Board Class 9 Math Solution Chapter 7 || Class 9 Solution koshe dekhi 7.3 || WBBSE Class 9 Math koshe dekhi 7.3 || Ganit Prakash Class 9 Solution koshe dekhi 7.3 || Ganit Prakash Solution Class 9 In Bengali || West Bengal Board Class 9 Math Solution Chapter 7 বহুপদী সংখ্যামালা

Share this page using :

বহুপদী সংখ্যামালা || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 koshe dekhi 7.3 || নবম শ্রেণী কষে দেখি 7.3
কষে দেখি - 7.3

বহুপদী সংখ্যামালা || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 koshe dekhi 7.3 || নবম শ্রেণী কষে দেখি 7.3
আজই Install করুন Chatra Mitra

1. ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে \(x^{3}-3 x^{2}+2 x+5\) কে (i) \(x-2\) (ii) \(x+2\) (iii) \(2 x-1\) (iv) \(2 x+1\) দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি।

(i) \(x-2\)
\(x - 2 = 0 \)
বা, \(x = 2 \)
ধরি, \(f(x)=x^{3}-3 x^{2}+2 x+5\)
\( \therefore f(2)=2^{3}-3 \cdot 2^{2}+2 \cdot 2+5=8-12+4+5=5 \)
\(\therefore x^{3}-3 x^{2}+2 x+5\)-কে \((x - 2)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(5\) হবে।
(ii) \(x+2\)
\(x+2=0\)
বা, \(x=-2\)
ধরি, \(f(x)=x^{3}-3 x^{2}+2 x+5\)
\( \therefore f(-2)=(-2)^{3}-3(-2)^{2}+2(-2)+5 \)
বা, \(f(-2)=-8-12-4+5=-19\)
\(\therefore x^{3}-3 x^{2}+2 x+5\)-কে \((x + 2)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(- 19\) হবে।
(iii) \(2 x-1\)
\(2 x-1=0\)
বা, \(x=\frac{1}{2}\)
ধরি, \(f(x)=x^{3}-3 x^{2}+2 x+5\)
\(\therefore f\left(\frac{1}{2}\right)=\left(\frac{1}{2}\right)^{3}-3 \cdot\left(\frac{1}{2}\right)^{2}+2 \cdot \frac{1}{2}+5\)
বা, \(f\left(\frac{1}{2}\right)=\frac{1}{8}-\frac{3}{4}+1+5\)
বা, \(f\left(\frac{1}{2}\right)=\frac{1-6+8+40}{8}=\frac{43}{8}=5 \frac{3}{8}\)
\(\therefore x^{3}-3 x^{2}+2 x+5\)-কে \(( 2x - 1 )\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(5 \frac{3}{8}\) হবে।
(iv) \(2 x+1\)
\(2 x+1=0\)
বা, \(x=-\frac{1}{2}\)
ধরি, \(f(x)=x^{3}-3 x^{2}+2 x+5\)
\(\therefore f\left(-\frac{1}{2}\right)=\left(-\frac{1}{2}\right)^{3}-3 \cdot\left(-\frac{1}{2}\right)^{2}+2\left(-\frac{1}{2}\right)+5\)
বা, \(f\left(-\frac{1}{2}\right)=-\frac{1}{8}-\frac{3}{4}-1+5\)
বা, \(f\left(-\frac{1}{2}\right)=\frac{-1-6-8+40}{8}=\frac{25}{8}=3 \frac{1}{8}\)
\(\therefore x^{3}-3 x^{2}+2 x+5\)-কে \((2x + 1)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(3 \frac{1}{8}\) হবে।

2. ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে (\(x-1\)) দ্বারা দ্বারা নীচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে লিখি।

(i) \(x^{3}-6 x^{2}+13 x+60\)
\(x-1=0\)
বা, \(x=1\)
ধরি, \(f(x)=x^{3}-6 x^{2}+13 x+60\)
\(\therefore f(1)=1^{3}-6 \cdot 1^{2}+13 \cdot 1+60=1-6+13+60=68\)
\(\therefore x^{3}-6 x^{2}+13 x+60\)-কে \((x - 1 )\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(68\) হবে।
(ii) \(x^{3}-3 x^{2}+4 x+50\)
\(x-1=0\)
বা, \(x=1\)
ধরি, \(f(x)=x^{3}-3 x^{2}+4 x+50\)
\(\therefore f(1)=1^{3}-3 \cdot 1^{2}+4 \cdot 1+50=1-3+4+50=52\)
\( \therefore x^{3}-3 x^{2}+4 x+50 \)-কে \((x - 1) \) দিয়ে ভাগ করলে ভাগশেষ \( 52\) হবে।
(iii) \(4 x^{3}+4 x^{2}-x-1\)
\(x-1=0\)
বা, \(x=1\)
ধরি, \(f(x)=4 x^{3}+4 x^{2}-x-1\)
\(\therefore f(1)=4 \cdot 1^{3}+4 \cdot 1^{2}-1-1=4+4-1-1=6\)
\(\therefore 4 x^{3}+4 x^{2}-x-1\)-কে \((x -1 )\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(6\) হবে।
(iv) \(11 x^{3}-12 x^{2}-x+7\)
\(x-1=0\)
বা, \(x=1\)
ধরি, \(f(x)=11 x^{3}-12 x^{2}-x+7\)
\(\therefore f(1)=11 \cdot 1^{3}-12 \cdot 1^{2}-1+7=11-12-1+7=5\)
\(\therefore 11 x^{3}-12 x^{2}-x+7\)-কে \((x-1)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(5\) হবে।

3. ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন

(i) \((x-3)\) দ্বারা \((x^{3}-6 x^{2}+9 x-8)\) বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়।
\(x-3=0\)
বা, \(x=3\)
ধরি, \(f(x)=x^{3}-6 x^{2}+9 x-8\)
\(f(3)=3^{3}-6 \cdot 3^{2}+9 \cdot 3-8=27-54+27-8=-8\)
\(\therefore x^{3}-6 x^{2}+9 x-8\)-কে \( (x - 3)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(-8\) হবে।
(ii) \((x-a)\) দ্বারা \((x^{3}-a x^{2}+2 x-a)\) বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়।
\(x-\mathrm{a}=0\)
বা, \(x=\mathrm{a}\)
ধরি, \(f(x)=x^{3}-a x^{2}+2 x-a\)
\(\therefore f(a)=a^{3}-a \cdot a^{2}+2 \cdot a-a=a^{3}-a^{3}+2 a-a=a\)
\( \therefore x^{3}-a x^{2}+2 x-a \) কে \((x - a)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(a\) হবে।
4. ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে \(p(x)=4 x^{3}+4 x^{2}-x-1\) বহুপদী সংখ্যামালা \((2 x+1)\)-এর ণিতক কিনা হিসাব করি।
\(2 x+1=0\)
বা, \(x=-\frac{1}{2}\)
\(\because p(x)=4 x^{3}+4 x^{2}-x-1\)
\(\therefore p\left(-\frac{1}{2}\right)=4 \cdot\left(-\frac{1}{2}\right)^{3}+4\left(-\frac{1}{2}\right)^{2}-\left(-\frac{1}{2}\right)-1\)
বা, \(p\left(-\frac{1}{2}\right)=4 \cdot\left(-\frac{1}{8}\right)+4 \cdot \frac{1}{4}+\frac{1}{2}-1 \)
বা, \(p\left(-\frac{1}{2}\right)=-\frac{1}{2}+1+\frac{1}{2}-1=0\)
\(\because \mathrm{P}\left(-\frac{1}{2}\right)=0,\)
\( \therefore(2 x+1)\) দিয়ে \(P(x) \) কে ভাগ করলে ভাগশেষ \(0\) হবে।
অর্থাৎ, \(( 2x + 1) \) দ্বারা \(P(x)\) সম্পূর্ণরূপে বিভাজ্য।
\(\therefore\) \((2x + 1)\) হল \(P(x)\)-এর একটি গুণনীয়ক
অর্থাৎ, \(P(x)=4 x^{3}+4 x^{2}-x-1\) বহুপদী সংখ্যামালা \((2x+1)\)-এর গুণিতক।
5. \((x-4)\) দ্বারা \((a x^{3}+3 x^{2}-3)\) এবং \((2 x^{3}-5 x+a)\) বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে \(a\)-এর মান কী হবে হিসাব করে লিখি।
\(x-4=0\)
বা, \(x=4\)
ধরি, \(f(x)=a x^{3}+3 x^{2}-3\)
\(\therefore f(4)=a \cdot 4^{3}+3 \cdot 4^{2}-3=64 a+48-3=64 a+45\)
\(\therefore a x^{3}+3 x^{2}-3\)–কে \( (x - 4 )\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \((64 a+45)\) থাকবে।
আবার, ধরি, \(g(x)=2 x^{3}-5 x+a\)
\(\therefore g(4)=2 \cdot 4^{3}-5 \cdot 4+a=128-20+a=108+a\)
\( \therefore 2 x^{3}-5 x+a \)-কে \((x - 4) \) দিয়ে ভাগ করলে ভাগশেষ \((108 + a)\) থাকবে।
প্রশ্নানুসারে, \(64a + 45 = 108+ a\)
বা, \(64 a-a=108-45 \)
বা, \(63 a=63 \)
বা, \(a=1\)
\(\therefore a\)-এর নির্ণেয় মান \(1\)।
বহুপদী সংখ্যামালা || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 koshe dekhi 7.3 || নবম শ্রেণী কষে দেখি 7.3
আজই Install করুন Chatra Mitra
6. \(x^{3}+2 x^{2}-p x-7\) এবং \(x^{3}+p x^{2}-12 x+6\) এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে \((x+1)\) ও \((x-2)\) দ্বারা ভাগ করলে যদি \(\mathrm{R}_{1}\) ও \(\mathrm{R}_{2}\) ভাগশেষ পাওয়া যায় এবং যদি \(2 R_{1}+R_{2}=6\) হয়, তবে \(p\)-এর মান কত হিসাব করি।
\(x+1=0\)
বা, \(x=-1\)
ধরি, \(f(x)=x^{3}+2 x^{2}-P x-7\)
\(\therefore f(-1)=(-1)^{3}+2 \cdot(-1)^{2}-P(-1)-7\)
বা, \(f(-1)=-1+2+P-7=P-6\)
\(\therefore x^{3}+2 x^{2}-P-7\)-কে \( (x + 1)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \((P - 6)\) হবে।
\(\therefore\) প্রথম শর্তানুসারে, \(R_{1}=P-6\)
\(\therefore 2 R_{1}=2 P-12 \ldots(i)\)
\(x - 2 = 0\)
বা, \(x = 2\)
আবার ধরি, \(g(x)=x^{3}+P x^{2}-12 x+6\)
\(\therefore g(2)=2^{3}+P \cdot 2^{2}-12 \cdot 2+6\)
বা, \(g(2)=8+4 P-24+6=4 P-10\)
\(\therefore x^{3}+P x^{2}-12 x+6\)-কে \( (x - 2)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \((4p -10)\) হবে।
\(\therefore\) দ্বিতীয় শর্তানুসারে, \(R_{2}=4 P-10 \ldots (ii)\)
\((i)\) ও \((ii)\) যোগ করে পাই,
\(2 R_{1}+R_{2}=2 P-12+4 P-10\)
বা, \(6=6 p-22\quad\left[\because 2 R_{1}+R_{2}=6, \text{প্রদত্ত}\right]\)
বা, \(28=6 P\)
বা, \(P=\frac{28 }{6 }=\frac{14}{3}=4 \frac{2}{3}\)
\(\therefore P\)-র নির্ণেয় মান \(4 \frac{2}{3}\)
7. \(x^{4}-2 x^{3}+3 x^{2}-a x+b\) বহুপদী সংখ্যামালাকে (\(x-1\)) এবং (\(x+1\)) দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে \(x+2\) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করি।
\(x-1=0\)
বা, \(x=1\)
ধরি, \(P(x)=x^{4}-2 x^{3}+3 x^{2}-a x+b\)
\(\therefore P(1)=1^{4}-2 \cdot 1^{3}+3 \cdot 1^{2}-a \cdot 1+b\)
বা, \(P(1)=1-2+3-a+b=2-a+b\)
\(\therefore x^{4}-2 x^{3}+3 x^{2}-a x+b\)-কে \((x - 1)\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \((2- a + b)\) হবে।
প্রথম শর্তানুসারে, \(2-a+b=5 \)
\(\therefore b=3+a \ldots(i)\)
\(x+1=0\)
বা, \(x=-1\)
\(\therefore P(-1)=(-1)^{4}-2(-1)^{3}+3(-1)^{2}-a(-1)+b\)
বা, \(P(-1)=1+2+3+a+b=6+a+b\)
\(\therefore x^{4}-2 x^{3}+3 x^{2}-a x+b\) কে \((x + 1) \) দিয়ে ভাগ করলে ভাগশেষ \((6 + a + b)\) হবে।
দ্বিতীয় শর্তানুসারে, \( 6 +a+b = 19\)
বা, \(6+a+3+a=19\quad\) [\((i)\) থেকে পাই ]
বা, \(2 a=19-9 \)
বা, \(2 a=10\)
বা, \(a=5\)
\((i)\) নং সমীকরণে \(a = 5\) বসিয়ে পাই,
\(b = 3 + 5\)
\(\therefore b = 8\)
\(\therefore P(x)=x^{4}-2 x^{3}+3 x^{2}-5 x+8\)
\(x+2=0\)
বা, \(x=-2\)
\(\therefore P(-2)=(-2)^{4}-2(-2)^{3}+3(-2)^{2}-5(-2)+8\)
বা, \(P(-2)=16+16+12+10+8=62\)
\(\therefore\) \((x+2)\) দিয়ে \(x^{4}-2 x^{3}+3 x^{2}-5 x+8\)-কে ভাগ করলে, ভাগশেষ \(62\) হবে।
8. যদি \(f(x)=\frac{a(x-b)}{a-b}+\frac{b(x-a)}{b-a}\) হয়, তাহলে দেখাই যে, \(f(a)+f(b)=f(a+b)\)
\( f(x)=\frac{a(x-b)}{a-b}+\frac{b(x-a)}{b-a} \)
\(\therefore\) \(f(a)=\frac{a(a-b)}{(a-b)}+\frac{b(a-a)}{b-a}=a\ldots(i) \)
এবং, \(f(b)=\frac{a(b-b)}{a-b}+\frac{b(b-a)}{b-a}=b\ldots(ii)\)
\(f(a+b)=\frac{a(a+b-b)}{a-b}+\frac{b(a+b-a)}{b-a}\)
\( =\frac{a^{2}}{a-b}+\frac{b^{2}}{b-a}\)
\(=\frac{a^{2}}{a-b}-\frac{b^{2}}{a-b}\)
\(=\frac{a^{2}-b^{2}}{a-b} \)
\(=\frac{(a+b)(a-b)}{(a-b)}\)
\(=a+b \ldots (iii) \)
\((i)\) ও \((ii)\) যোগ করে পাই,
\(f(a)+f(b)=a+b\)
\(\therefore f(a)+f(b)=f(a+b)\quad\) [\((iii)\) থেকে পাই] (প্রমাণিত)
9. \(f(x)=a x+b\) এবং \(f(0)=3, f(2)=5\) হলে, a ও b-এর মান নির্ণয় করি।
\(f(x)=a x+b\)
\(\therefore\) \(f(0)=a \cdot 0+b=b \)
\(\because \) \(f(0)=3 \) (প্রদত্ত)
\(\therefore\) \(b=3 \)
\(f(2)=a \cdot 2+b=2 a+3 \quad[\because b=3]\)
\(\because \) \(f(2)=5\) (প্রদত্ত)
বা, \(2 a+3=5\)
বা, \(2 a=2\)
বা, \(a=1\)
\(\therefore\) \(a=1\) এবং \(b=3\)
10. \(f(x)=a x^{2}+b x+c\) এবং \(f(0)=2, f(1)=1\) ও \(f(4)=6\) হলে a, b, ও c-এর মান নির্ণয় করি।
\(f(x)=a x^{2}+b x+c\)
\(\therefore\) \(f(0)=a \cdot 0^{2}+b \cdot 0+c=c\)
\(\because f(0)=2\) (প্রদত্ত)
\(\therefore c=2\)
আবার, \(f(1)=a \cdot 1^{2}+b \cdot 1+c=a+b+c\)
\(f(1)=a+b+2\quad[\because c=2]\)
\(\because f(1)=1\) (প্রদত্ত)
\( \therefore a+b+2=1 \)
বা, \( a=1-b-2 \)
\(\therefore a=-1-b \ldots(i)\)
আবার, \( f(4)=a \cdot 4^{2}+b \cdot 4+c=16 a+4 b+2\quad[\because c=2] \)
\(\because f(4)=6\) (প্রদত্ত)
\(\therefore 16 a+4 b+2=6\)
বা, \(16(-1-b)+4 b+2=6 \)
বা, \(-16-16 b+4 b=6-2\)
বা, \(b=-\frac{20}{12}\)
\(\therefore\) \(b=-\frac{5}{3}\)
\(\therefore b=-1 \frac{2}{3}\)
\((i)\) নং সমীকরণে \(b=-\frac{5}{3}\) বসিয়ে পাই,
\(a=-1-\left(-\frac{5}{3}\right)=-1+\frac{5}{3}=\frac{-3+5}{3}=\frac{2}{3}\)
\(\therefore a=\frac{2}{3}, b=-1 \frac{2}{3}\) এবং \(c=2\)

11. বহু বিকল্পীয় প্রশ্ন : (M.C.Q.)

(i) নীচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা
(a) \(x+\frac{2}{x}+3\) (b) \(3 \sqrt{x}+\frac{2}{\sqrt{x}}+5\) (c) \(\sqrt{2} x^{2}-\sqrt{3} x+6\) (d) \(x^{10}+y^{5}+8\)
\(\sqrt{2} x^{2}-\sqrt{3} x+6\) একটি একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা।
(ii) নীচের কোনটি বহুপদী সংখ্যামালা
(a) \(x-1\) (b) \(\frac{x-1}{x+1}\) (c) \(x^{2}-\frac{2}{x^{2}}+5\) (d) \(x^{2}+\frac{2 x^{\frac {3}{2}}}{\sqrt{x^{2}}}+6\)
\((x- 1)\) একটি বহুপদী সংখ্যামালা
(iii) নীচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা
(a) \(x+x^{2}\) (b) \(x+1\) (c) \(5 x^{2}-x+3\) (d) \(x+\frac{1}{x}\)
\((x + 1)\) একটি রৈখিক বহুপদী সংখ্যামালা
(iv) নীচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা
(a) \(\sqrt{x}-4\) (b) \(x^{3}+x\) (c) \(x^{3}+2 x+6\) (d) \(x^{2}+5x+6\)
\(x^{2}+5 x+6\) একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা
(v) \(\sqrt{3}\) বহুপদী সংখ্যামালা মাত্রা
(a) \(\frac{1}{2}\) (b) 2 (c) 1 (d) 0
\(\sqrt{3}=\sqrt{3} x^{0}\) হওয়ায়, \(\sqrt{3}\) বহুপদী সংখ্যামালার মাত্রা \(0\)

12. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :

(i) \(p(x)=2 x-3\) বহুপদী সংখ্যামালা শূন্য কত লিখি।
\(p(x)=2 x-3\)
\(2 x-3=0\)
বা, \(x=\frac{3}{2}\)
\(\therefore p(x)=2 x-3\) বহুপদী সংখ্যামালার শূন্য \(\frac{3}{2}\)
(ii) \(p(x)=x+4\) হলে, \(p(x)+p(-x)\)-এর মান কত লিখি।
\(p(x)=x+4\)
\(\therefore\) \(p(-x)=-x+4\)
\(\therefore\) \(p(x)+p(-x)=x+4-x+4=8\)
(iii) \(x^{3}+4 x^{2}+4 x-3\) বহুপদী সংখ্যামালাকে দ্বারা \( x\) দ্বারা ভাগ করলে, ভাগশেষ কত হবে লিখি।
\(p(x)=x^{3}+4 x^{2}+4 x-3\)-কে \(x\) দিয়ে ভাগ করতে হবে।
এখন \(x\) এই বহুপদী সংখ্যামালার শূন্য \(0\)
\(\therefore p(0)=0^{3}+4.0^{2}+4.0-3=-3\)
\(\therefore x^{3}+4 x^{2}+4 x-3\) বহুপদী সংখ্যামালাকে \( x\) দিয়ে ভাগ করলে ভাগশেষ \(-3\) হবে।
(iv) \((3 x-1)^{7}=a_{7} x^{7}+a_{6} x^{6}+a_{5} x^{5}+\ldots +a_{1} x\) \(+a_{0}\)হলে \(a_{7}+a_{6}+a_{5}+\ldots \ldots+a_{0}\) -এর মান কত লিখি। (যেখানে\(a_{7}, a_{6} \dots \dots \dots a_{0}\) ধ্রুবক)
\((3 x-1)^{7}=a_{7} x^{7}+a_{6} x^{6}+a_{5} x^{5}+\ldots+a_{1} x+a_{0}\)
উভয়পক্ষে \(x = 1 \) বসিয়ে পাই,
\((3.1-1)^{7}=a_{7} \cdot 1^{7}+a_{6} \cdot 1^{6}+a_{5} \cdot 1^{5}+\ldots+a_{1} \cdot 1+a_{0}\)
বা, \(2^{7}=a_{7}+a_{6}+a_{5}+\ldots \ldots+a_{1}+a_{0}\)
\(\therefore a_{7}+a_{6}+a_{5}+\ldots+a_{1}+a_{0}=128\)
বহুপদী সংখ্যামালা || Class 9 Chapter 7 || Ganit Prakash Class 9 Solution || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 7 koshe dekhi 7.3 || নবম শ্রেণী কষে দেখি 7.3
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top