গণিত প্রকাশ সমাধান সামান্তরিকের ধর্ম (Class-9) কষে দেখি 6 || West Bengal Board Class 9 Math Solution Chapter 6 সামান্তরিকের ধর্ম || West Bengal Board Class 9 Math Solution Chapter 6 || Class 9 Solution koshe dekhi 6 || সামান্তরিকের ধর্ম || WBBSE Class 9 Math koshe dekhi 6 || Ganit Prakash Class 9 Solution koshe dekhi 6 || Ganit Prakash Solution Class 9 In Bengali || গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণী
Share this page using :
Ganit Prakash Class 9 Math Solution || Class 9 Chapter 6 || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 6 kosi dakhi 6 || নবম শ্রেণী কষে দেখি 6 || সামান্তরিকের ধর্ম
কষে দেখি - 6
Ganit Prakash Class 9 Math Solution || Class 9 Chapter 6 || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 6 kosi dakhi 6 || নবম শ্রেণী কষে দেখি 6 || সামান্তরিকের ধর্ম
1. প্রমাণ করি যে, একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে, সামান্তরিকটি একটি আয়তকার চিত্র।

ধরা যাক, ABCD সামান্তরিকের কর্ণদ্বয় AC ও BD পরস্পর সমান অর্থাৎ, AC=BD
প্রামাণ্য বিষয় : ABCD একটি আয়তাকার চিত্র, অর্থাৎ, ABCD-র যে-কোনো একটি কোণের মান 90∘।
প্রমাণ : △ABC ও △BCD-র
AB=DC [সামান্তরিকের বিপরীত বাহু]
BC সাধারণ বাহু
AC=BD [স্বীকার]
∴△ABC≅△BCD [S–S–S শর্তানুসারে]
∴∠ABC=∠BCD
[∵ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়] …(i)
আবার, ∠ABC+∠BCD=180∘
[∵ সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180∘]
বা, ∠ABC+∠ABC=180∘
বা, 2∠ABC=180∘
∴∠ABC=90∘
∵ABCD সামান্তরিকের ∠ABC=90∘,
∴ABCD একটি আয়তাকার চিত্র। (প্রমাণিত)
2. প্রমাণ করি যে, একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র হবে।

ধরা যাক, ABCD সামান্তরিকের, কর্ণ AC= কর্ণ BD এবং কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে লম্বভাবে ছেদ করে
অর্থাৎ, ∠AOB=∠BOC=∠COD=∠DOA=90∘
প্রামাণ্য বিষয় : ABCD একটি বগাকার চিত্র।
প্রমাণ : △AOB ও △AOD-র
OB=OD [∵ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়]
∠AOB=∠AOD[=90∘]
OA সাধারণ বাহু
∴△AOB≅AOD [S−A−S শর্তানুসারে]
∴AB=AD [∵ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়]
আবার, ∵ABCD সামান্তরিক,
∴AD=BC এবং AB=DC
∴AB=BC=CD=DA
∵AC=BD
বা, 12AC=12BD
বা, OA=OB
∴∠OBA=∠OAB [সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলি সমান হয়]
একইভাবে দেখানো যায়, ∠OAD=∠ODA
এখন △ADB-র
∠BDA+∠BAD+∠ABD=180∘
বা, ∠ODA+∠BAD+∠OBA=180∘
বা, ∠OAD+∠BAD+∠OAB=180∘
বা, ∠BAD+(∠OAD+∠OAB)=180∘
বা, ∠BAD+∠BAD=180∘
বা, 2∠BAD=180∘
∴∠BAD=90∘
∴ABCD সামান্তরিকের AB=BC=CD=DA এবং ∠BAD=90∘
∴ABCD একটি বর্গাকার চিত্র।
3. প্রমাণ করি যে, একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, সামান্তরিকটি একটি রম্বস।

ধরা যাক, ABCD সামান্তরিকের, AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে O বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয় : ABCD একটি রম্বস।
প্রমাণ : যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে,
∴ OB=OD…(1)
এখন △AOB ও △AOD-র
(i) OB=OD [(1) থেকে পাই]
(ii) ∠AOB=∠AOD [=90∘, স্বীকার]
(iii) OA সাধারণ বাহু
∴△AOB≅△AOD [S−A−S শর্তানুসারে]
∴AB=AD…(i) [∵ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়]
আবার, ABCD সামান্তরিক হওয়ায়
AB=DC এবং AD=BC}…(ii)
(i) ও (ii) হতে পাই, AB=BC=CD=AD
∴ABCD সামান্তরিকটি একটি রম্বস। (প্রমাণিত)
4. ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। O বিন্দুগামী যেকোনো সরলরেখা AB ও DC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে OP=OQ

প্রদত্ত : ABCD সামান্তরিকের, AC ও BD কর্ণ পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
O বিন্দুগামী একটি সরলরেখা AB ও DC-কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয় : OP=OQ
প্রমাণ : △APO ও △COQ-র
∠AOP=∠COQ [এরা বিপ্রতীপ কোণ]
AO=OC [∵ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।]
∠OAP(=∠CAB)=∠OCQ(=∠ACD)
[∵AB‖DC এবং AC ভেদক ∴∠CAB=∠ACD (একান্তর কোণ)]
∴△APO≅△COQ [A−S−A শর্তানুসারে]
∴OP=OQ (সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়) (প্রমাণিত)
5. প্রমাণ করি যে, একটি সমদ্বিবাহ টাপিজিয়ামের যে-কোনো সমান্তরাল বাহুসংলগ্ন দুটি কোণ পরস্পর সমান।

ধরা যাক, ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার AD‖BC এবং AB=DC
প্রামাণ্য বিষয় : ∠ABC=∠DCB এবং ∠BAD=∠CDA
অঙ্কন : শীর্ষবিন্দু D থেকে DE‖AB অঙ্কন করা হল যা BC-কে E বিন্দুতে ছেদ করে।
প্রমাণ : ABED চতুর্ভুজের,
AD‖BE [স্বীকার]
এবং AB‖DE [অঙ্কন অনুসারে]
∴ABED একটি সামান্তরিক।
∴AB=DE এবং AB‖DE
∵AB‖DE এবং BC ছেদক
∴∠ABE=∠DEC [এরা অনুরূপ কোণ] …(i)
আবার, AB=DE এবং AB=DC হওয়ায় DE=DC
∴∠DCE=∠DEC…(ii)
সুতরাং (i) ও (ii) হতে পাই, ∠ABE=∠DCE
অর্থাৎ, ∠ABC=∠DCB (প্রমাণিত)
অনুরূপভাবে প্রমাণ করা যায়, ∠BAD=∠CDA
∴ একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে-কোনো সমান্তরাল বাহুসংলগ্ন কোণ পরস্পর সমান। (প্রমাণিত)
6. ABCD বর্গাকার চিত্রে BC বাহুর উপর P যে-কোনো একটি বিন্দু। B বিন্দু থেকে AP এর উপর অঙ্কিত লম্ব DC বাহুকে Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, AP=BQ

প্রদত্ত : ABCD বর্গাকার চিত্রের BC বাহুর উপর P যে-কোনো একটি বিন্দু।
B বিন্দু থেকে AP-র উপর অঙ্কিত লম্বের বর্ধিতাংশ DC-কে Q বিন্দুতে ছেদ করে।
AP ও BQ পরস্পরকে R বিন্দুতে ছেদ করে।
প্রামাণ্য বিষয় : AP=BQ
প্রমাণ : △ABP ও △BPR-র
∠ABP=∠BRP[∵AB⊥BPAP⊥BR]
∠APB=∠RPB [একই কোণ]
∴ অবশিষ্ট ∠BAP=∠RBP অর্থাৎ ∠BAP=∠QBC…(i)
এখন △ABP ও △BQC-র
∠ABP=∠BCQ[=90∘]
AB=BC [∵ABCD বর্গাকার চিত্র]
∠BAP=∠QBC [(i) হতে পাই]
∴△ABP≅△BCQ [A−S−A শর্তানুসারে]
∴AP=BQ [অনুরূপ বাহু] (প্রমাণিত)
7. প্রমাণ করি যে, একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান ও দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক।

ধরা যাক, ABCD চতুর্ভুজের ∠ABC=∠ADC এবং AB‖DC
প্রামাণ্য বিষয় : ABCD একটি সামান্তরিক।
অঙ্কন : AC কৰ্ণ অঙ্কন করা হল।
প্রমাণ : যেহেতু, AB‖DC এবং AC ভেদক
∴∠BAC= একান্তর ∠ACD
এখন △ABC ও △ADC-র
∠ABC=∠ADC [স্বীকার]
∠BAC=∠ACD [পূর্বে প্রমাণিত]
অবশিষ্ট ∠BCA=∠CAD, কিন্তু এরা একান্তর কোণ।
AD‖BC
এখন ABCD চতুর্ভুজের AB‖DC (স্বীকার) এবং
AD‖BC (পূর্বে প্রমাণিত)
∴ABCD একটি সামান্তরিক। (প্রমাণিত)
8. △ABC-এর BP ও CQ মধ্যমা দুটি যথাক্রমে R ও S বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যে, BP=PR এবং CQ=QS হয়। প্রমাণ করি যে, S,A,R বিন্দু তিনটি সমরেখ।

প্রদত্ত : △ABC-র BP ও CQ মধ্যমাদ্বয় যথাক্রমে R ও S পর্যন্ত এরূপে বর্ধিত করা হল যাতে BP=PR এবং CQ=QS হয়।
প্রামাণ্য বিষয় : S,A,R সমরেখ।
অঙ্কন : B,S এবং C,R যোগ করা হল।
প্রমাণ : BCRA চতুর্ভুজের কর্ণদ্বয় BR ও AC পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে।
∴BP=PR [স্বীকার] এবং AP=PC [P,AC-র মধ্যবিন্দু]
∴BCRA চতুর্ভুজের কর্ণদ্বয় BR ও AC,P বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
∴BCRA একটি সামান্তরিক।
∴BC‖AR…(i)
আবার, BCAS চতুর্ভুজের AB ও CS কর্ণদ্বয় পরস্পরকে Q বিন্দুতে ছেদ করেছে।
∵CQ=QS [স্বীকার] এবং AQ=QB [∵Q,AB-র মধ্যবিন্দু]
∴BCAS চতুর্ভুজের কর্ণদ্বয় AB ও CS পরস্পরকে Q বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে।
∴BCAS একটি সামান্তরিক।
∴ BC||AS…(ii)
(i) ও (ii) হতে দেখা যাচ্ছে যে, A বিন্দুগামী দুটি রেখাংশ একই রেখাংশ BC-র সমান্তরাল।
∴ ইহা সম্ভব হবে তখনই যখন A বিন্দুগামী রেখাংশদ্বয় একই সরলরেখায় অবস্থিত হবে।
∴S,A,R সমরেখ। (প্রমাণিত)
Ganit Prakash Class 9 Math Solution || Class 9 Chapter 6 || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 6 kosi dakhi 6 || নবম শ্রেণী কষে দেখি 6 || সামান্তরিকের ধর্ম
9. PQRS সামান্তরিকের SQ কর্ণ K ও L বিন্দুতে সমান তিনভাগে বিভক্ত হয়েছে। PK, SR-কে M বিন্দুতে এবং RL, PQ কে N বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে PMRN একটি সামান্তরিক।

প্রদত্ত : PQRS সামান্তরিকের QS-এর উপর L ও K এমন দুটি বিন্দু যেখানে QL=LK=KS।
বর্ধিত RL,PQ-কে N বিন্দুতে এবং বর্ধিত PK,SR-কে M বিন্দুতে ছেদ করেছে।
প্রামাণ্য বিষয় : PMRN একটি সামান্তরিক।
প্রমাণ : △LQR ও △PKS-এর
QR=PS [সামান্তরিকের বিপরীত বাহু]
∠LQR=∠PSK [∵QR‖PS এবং QS ছেদক]
∴∠RQS= একান্তর ∠PSQ
QL=KS (স্বীকার)
∴△LQR≅△PSK [S−A−S শর্তানুসারে ]
∴∠QRL=∠KPS [সর্বসম ত্রিভুজদ্বয়ের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়।]
∴∠QRN=∠MPS
△QRN ও △PMS-র ∠QRN=∠MPS [পূর্বে প্রমাণিত]
QR=PS [সামান্তরিকের বিপরীত বাহু]
∠NQR=∠PSM [∵ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান]
∴△QRN≅△PMS [A−A−S শর্তানুসারে]
∴QN=SM [সর্বসম ত্রিভুজের সমান সমান কোণগুলির বিপরীত বাহুগুলি পরস্পর সমান] …(i)
∵PQRS একটি সামান্তরিক
∴PQ=SR
বা, PQ−QN=SR−SM [(i) হতে পাই]
∴PN=RM
∴PMRN চতুর্ভুজের PN=RM
এবং PN‖RM[∵PQ‖RS]
∴PMRN একটি সামান্তরিক। [∵ কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজ একটি সামান্তরিক হয়।] (প্রমাণিত)
10. ABCD ও AECF দুটি সামান্তরিকেরই AC একটি কর্ণ। B, E, D, F বিন্দুগুলি সমরেখ না হলে, প্রমাণ করি যে, BEDF একটি সামান্তরিক।

প্রদত্ত : ABCD ও AECF দুইটি সামান্তরিকেরই AC একটি কর্ণ। B,E,D,F বিন্দুগুলি সমরেখ নয়।
প্রামাণ্য বিষয় : BEDF একটি সামান্তরিক।
প্রমাণ : যেহেতু, ABCD একটি সামান্তরিক
∴∠CAD=∠ACB [AD‖BC এবং AC ভেদক] …(i)
∵AECF একটি সামান্তরিক
∴∠FAC= একান্তর ∠ACE
[AE‖FC এবং AC ভেদক]…(ii)
(i)+(ii)∴∠CAD+∠FAC=∠ACB+∠ACE
∴∠FAD=∠BCE
△AFD ও △BCE-র AF=CE
[∵AF ও CE,AECF সামান্তরিকের বিপরীত বাহু]
∠FAD=∠BCE [পূর্বে প্রমাণিত]
AD=BC [∵AD ও BC,ABCD সামান্তরিকের বিপরীত বাহু]
∴△AFD≅△BCE [S−A−S শর্তানুসারে]
∴FD=BE [সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু]
আবার, ∵ABCD একটি সামান্তরিক যার AB‖CD এবং AC ভেদক
∴∠BAC= একান্তর ∠ACD…(iii)
(ii)−(iii)∴∠FAC−∠BAC=∠ACE−∠ACD
∴∠FAB=∠DCE
△FAB ও △DCE-র
FA=CE [AECF সামান্তরিকের বিপরীত বাহু]
∠FAB=∠DCE [পূর্বে প্রমাণিত]
AB=CD [ABCD সামান্তরিকের বিপরীত বাহু]
∴△FAB≅△DCE [S−A−S শর্তানুসারে]
∴FB=DE [সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু]
∴BEDF চতুর্ভুজের FD=BE এবং FB=DE
∴BEDF একটি সামান্তরিক।
[∵ কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়।] (প্রমাণিত)
11. ABCD একটি চতুর্ভুজ। ABCE ও BADF দুটি সামান্তরিক অঙ্কন করা হলো। প্রমাণ করি যে CD ও EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

প্রদত্ত : ABCD একটি চতুর্ভুজ। ABCE ও BADF দুটি সামান্তরিক। E,F যুক্ত করা হল।
প্রামাণ্য বিষয় : CD ও EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
অঙ্কন : C,F এবং D,E যুক্ত করা হল।
প্রমাণ : যেহেতু, ABCE একটি সামান্তরিক
∴AB=CE এবং AB‖CE…(i)
আবার, ∵BADF একটি সামান্তরিক
∴AB=DF এবং AB‖DF…(ii)
(i) ও (ii) থেকে পাই,
CE=DF এবং CE‖DF
অর্থাৎ, CFDE একটি সামান্তরিক যার কর্ণদ্বয় CD ও EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে।
∴CD ও EF পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। (প্রমাণিত)
12. ABCD সামান্তরিকের AB=2AD ; প্রমাণ করি যে ∠BAD ও ∠ABC -এর সমদ্বিখণ্ডকদ্বয় DC বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়।

প্রদত্ত : ABCD সামান্তরিকের ∠BAD-র সমদ্বিখণ্ডক DC বাহুকে R বিন্দুতে ছেদ করে। B,R যুক্ত করা হল।
প্রামাণ্য বিষয় : (i) R,DC-র মধ্যবিন্দু।
(ii) BR,∠ABC-র সমদ্বিখণ্ডক।
এবং (iii) ∠ARB=90∘
প্রমাণ : ∠DAR=∠RAB [∵AR,∠BAD-র সমদ্বিখণ্ডক]
আবার, ∠RAB=∠ARD [∵AB‖DC এবং AR ছেদক, তাই এরা একান্তর কোণ]
∴∠DAR=∠ARD
∴DR=AD [সমান কোণদ্বয়ের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান]
বা, DR=12AB[∵AB=2AD]
∴DR=12DC [∵AB=DC,ABCD সামান্তরিকের বিপরীত বাহু]
∴R,DC-র মধ্যবিন্দু। ((i) নং প্রমাণিত)
আবার, RC=RD [∵R,DC-র মধ্যবিন্দু]
বা, RC=RD=AD
বা, RC=AD
∴RC=BC [∵AD=BC,ABCD সামান্তরিকের বিপরীত বাহু]
∴∠RBC=∠BRC [∵ ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়]
আবার, AB‖DC এবং RB ছেদক হওয়ায়
∠BRC= একান্তর ∠RBA
∴∠BRC=∠RBC=∠RBA
অর্থাৎ, ∠RBC=∠RBA
∴BR,∠ABC-র সমদ্বিখণ্ডক। ((ii) নং প্রমাণিত)
আবার, ∵ABCD একটি সামান্তরিক।
∴∠DAB+∠ABC=180∘
[∵ সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180∘]
বা, 12∠DAB+12∠ABC=12×180∘
বা, ∠RAB+∠RBA=90∘
এখন, △RAB-র ∠RAB+∠RBA+∠ARB=180∘
[ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180∘]
বা, 90∘+∠ARB=180∘
∴∠ARB=90∘ ((iii) নং প্রমাণিত)
Ganit Prakash Class 9 Math Solution || Class 9 Chapter 6 || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 6 kosi dakhi 6 || নবম শ্রেণী কষে দেখি 6 || সামান্তরিকের ধর্ম
13. ABCD সামান্তরিকের AB ও AD বাহুর উপর যথাক্রমে ABPQ ও ADRS বর্গাকার চিত্র অঙ্কন করা হলো যারা সামান্তরিকটির বাইরে অবস্থিত। প্রমাণ করি যে, PRC ত্রিভুজটি সমদ্বিবাহ।

প্রদত্ত : ABCD সামান্তরিকের AB ও AD বাহুর উপর যথাক্রমে ABPQ ও ADRS বর্গাকার চিত্র অঙ্কন করা হল যারা সামান্তরিকটির বাইরে অবস্থিত।
প্রামাণ্য বিষয় : △PRC সমদ্বিবাহু।
প্রমাণ : যেহেতু, ABCD একটি সামান্তরিক
∴∠ABC=∠ADC [∵ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান]
বা, ∠ABC+90∘=∠ADC+90∘
বা, ∠ABC+∠ABP=∠ADC+∠ADR
[∵ADRS ও ABPQ দুটি বর্গাকার চিত্র]
বা, 360∘−(∠ABC+∠ABP)=360∘−(∠ADC+∠ADR)
∴∠PBC=∠RDC
এখন, △PBC ও △RDC-র
BC=RD[∵BC=AD=RD]
BP=DC[∵DC=AB=BP]
∠PBC=∠RDC [পূর্বে প্রমাণিত]
∴△PBC≅△RDC [S−A−S শর্তানুসারে]
∴PC=RC [সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু]
∵△PRC-র PC=RC,
∴ △PRC সমদ্বিবাহু। (প্রমাণিত)
14. ABCD সামান্তরিকের ∠BAD স্থূলকোণ ; AB ও AD বাহুর উপর দুটি সমবাহু ত্রিভুজ ABP ও ADQ অঙ্কন করা হলো যারা সামান্তরিকের বাইরে অবস্থিত। প্রমাণ করি যে, CPQ একটি সমবাহু ত্রিভুজ।

প্রদত্ত : ABCD একটি সামান্তরিক যার ∠BAD স্থূলকোণ।
△ABP ও △ADQ সামান্তরিক ABCD-র বাইরের দিকে অবস্থিত দুটি সমবাহু ত্রিভুজ।
প্রামাণ্য বিষয় : △CPQ সমবাহু ত্রিভুজ।
প্রমাণ : যেহেতু, ABCD একটি সামান্তরিক।
∴∠ADC=∠ABC [∵ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান]
বা, ∠ADC+60∘=∠ABC+60∘
বা, ∠ADC+∠ADQ=∠ABC+∠ABP
[∵△ADQ ও △ABP সমবাহু এবং সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60∘]
বা, ∠QDC=∠PBC
এখন, △PBC ও △DQC-র
BC=QD [∵BC=AD=QD;△ADQ সমবাহু এবং ABCD সামান্তরিক]
∠PBC=∠QDC [পূর্বে প্রমাণিত]
BP=DC [∵DC=AB=BP;△ABP সমবাহু এবং ABCD সামান্তরিক]
∴△PBC≅△DQC [S−A−S শর্তানুসারে]
∴PC=CQ [সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু] …(i)
এখন ∠QDC=∠QDA+∠ADC
=60∘+180∘−∠DAB
[∵∠ADC ও ∠DAB,ABCD সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ]
=240∘−(360∘−∠DAQ−∠QAP−∠BAP)
[∵A কেন্দ্রীয় সকল কোণের সমষ্টি 360∘]
=240∘−(360∘−60∘−∠QAP−60∘)=∠QAP
এখন, △QDC ও △AQP-র
QD=AQ [∵△ADQ সমবাহু এবং ABCD সামান্তরিক]
∠QDC=∠QAP [পূর্বে প্রমাণিত]
CD=AP[∵CD=AB=AP,△ABP সমবাহু]
∴△QDC≅△AQP [S−A−S শর্তানুসারে]
∴QC=PQ [সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু]…(ii)
(i) ও (ii) হতে পাই, PC=CQ=PQ
∴△CPQ সমবাহু। (প্রমাণিত)
15. OP,OQ ও OR তিনটি সরলরেখাংশ। OPAQ,OQBR এবং ORCP সামান্তরিক তিনটি অঙ্কন করা হলো। প্রমাণ করি যে, AR,BP ও CQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

প্রদত্ত : OP,OQ ও OR তিনটি সরলরেখাংশ।
OPAQ,OQBR এবং ORCP তিনটি সামান্তরিক অঙ্কন করা হল।
প্রামাণ্য বিষয় : AR,BP ও CQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
অঙ্কন : P,R;A,B;R,Q;B,C;P,Q এবং C,A যুক্ত করা হল।
প্রমাণ : যেহেতু, OPAQ একটি সামান্তরিক
∴OP=QA এবং OP‖QA…(i)
আবার, ∵ORCP একটি সামান্তরিক
∴OP=RC এবং OP‖RC…(ii)
(i) ও (ii) হতে পাই, QA=RC এবং QA‖RC
∵RCAQ চতুর্ভুজের QA=RC এবং QA‖RC
∴RCAQ একটি সামান্তরিক। [∵ কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হয়।]
∵ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে,
∴RCAQ সামান্তরিকের কর্ণদ্বয় AR ও CQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। …(iii)
আবার, ∵OPAQ একটি সামান্তরিক
∴PA=OQ এবং PA‖OQ…(iv)
আবার, OQBR একটি সামান্তরিক
∴OQ=BR এবং OQ‖BR…(v)
∴(iv) ও (v) হতে পাই, PA=BR এবং PA‖BR
∵PRBA চতুর্ভুজের PA=BR এবং PA‖BR
∴PRBA একটি সামান্তরিক।
যার কর্ণদ্বয় AR ও BP পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। …(iv)
অনুরূপে ORCP ও OQBR সামান্তরিক থেকে পাওয়া যায়,
CP‖BQ ও CP=BQ
∴PCBQ সামান্তরিকের কর্ণদ্বয় CQ ও BP পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। …(vii)
∴(iii),(vi) ও (vii) হতে পাই, AR,BP ও CQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। (প্রমাণিত)
16. বহু বিকল্পীয় প্রশ্ন (M. C. Q) :
(i) ABCD সামান্তরিকের ∠BAD = 75∘ এবং ∠CBD = 60∘ হলে, ∠BDC এর পরিমাপ
(a) 60∘ (b) 75∘ (c) 45∘ (d) 50∘
(a) 60∘ (b) 75∘ (c) 45∘ (d) 50∘

∠BAD+∠ABC=180∘ [∵ABCD সামান্তরিক]
বা, 75∘+∠DBA+∠DBC=180∘
বা, 75∘+∠BDC+60∘=180∘
[∵∠DBA= একান্তর ∠BDC]
বা, ∠BDC=180∘−135∘=45∘
(ii) নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তা লিখি। (a) সামান্তরিক (b) রম্বস (c) ট্রাপিজিয়াম (d) আয়তাকার চিত্র
আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান।
∴ আয়তাকার চিত্র
∴ আয়তাকার চিত্র
(iii) ABCD সামান্তরিকের ∠BAD = ∠ABC হলে, ABCD সামান্তরিকটি
(a) রম্বস (b) ট্রাপিজিয়াম (c) আয়তাকার চিত্র (d) কোনটিই নয়
(a) রম্বস (b) ট্রাপিজিয়াম (c) আয়তাকার চিত্র (d) কোনটিই নয়

যেহেতু, ABCD সামান্তরিক
∴∠BAD+∠ABC=180∘
বা, ∠BAD+∠BAD=180∘[∵∠BAD=∠ABC]
বা, 2∠BAD=180∘
বা, ∠BAD=90∘
যে সামান্তরিকের একটি কোণ 90∘, তা একটি আয়তক্ষেত্র।
(iv) ABCD সামান্তরিকের BD কর্ণের মধ্যবিন্দু M; BM, ∠ABC কে সমদ্বিখণ্ডিত করলে, ∠AMB এর পরিমাপ (a) 45° (b) 60° (c) 90° (d) 75°

যেহেতু, BM (বা BD), ∠ABC-র সমদ্বিখণ্ডক,
∴∠ABD=∠DBC=θ, (ধরি)
আবার, AD‖BC এবং BD ভেদক হওয়ায়
∠ADB=∠DBC=θ
∴△ABD-র ∠ADB=∠ABD=θ
∴AB=AD
∴ABCD সামান্তরিকটি বর্গক্ষেত্র বা রম্বস।
∵ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং M,BD-র মধ্যবিন্দু,
∴∠AMB=90∘
(v) ABCD রম্বসের ∠ACB = 40° হলে, ∠ADB এর পরিমাপ
(a) 50° (b) 110° (c) 90° (d) 120°
(a) 50° (b) 110° (c) 90° (d) 120°

যেহেতু, ABCD রম্বস এবং যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
∴∠DOA=90∘
∵∠ACB=40∘,
∴∠DAC=40∘
[∵AD‖BC ও AC ভেদক
∴∠ACB=∠DAC (একান্তর কোণ)]
অর্থাৎ, ∠DAO=40∘
এখন △AOD-র,
∠AOD+∠DAO+∠ADO=180∘
বা, 90∘+40∘+∠ADB=180∘
বা, ∠ADB=180∘−130∘=50∘
17. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
(i) ABCD সামান্তরিকের ∠A:∠B=3:2 হলে, সামান্তরিকটির কোণগুলির পরিমাপ লিখি।

∠A:∠B=3:2
ধরি, ∠A=3x এবং ∠B=2x(যেখানে x একটি আনুপাতিক ধ্রুবক)
∵ABCD একটি সামান্তরিক
∴3x+2x=180∘
বা, 5x=180∘
∴x=36∘
∴3x∘=3×36∘=108∘ এবং 2x∘=2×36∘=72∘
∴∠A=∠C=108∘ এবং ∠B=∠D=72∘
Ganit Prakash Class 9 Math Solution || Class 9 Chapter 6 || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 6 kosi dakhi 6 || নবম শ্রেণী কষে দেখি 6 || সামান্তরিকের ধর্ম
(ii) ABCD সামান্তরিকের ∠A ও ∠B এর সমদ্বিখণ্ডকদ্বয় CD বাহর উপর E বিন্দুতে মিলিত হয়। BC বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে, AB বাহুর দৈর্ঘ্য কত তা লিখি।

যেহেতু, ∠DAB-র সমদ্বিখণ্ডক AE
∴∠DAE=∠EAB=θ (ধরি)…(1)
আবার, AB‖DC এবং AE ভেদক হওয়ায়
∠DEA=∠BAE=θ…(2)
(1) ও (2) থেকে পাই, ∠DAE=∠EAB=∠DEA=θ
∴△DAE সমদ্বিবাহু ত্রিভুজ
অর্থাৎ, AD=DE
বা, DE=BC[∵AD=BC]
বা, DE=2 সেমি [∵BC=2 সেমি]
একইভাবে পাওয়া যায়, EC=2 সেমি
∴DC=DE+EC=(2+2) সেমি =4 সেমি =AB
[∵ABCD সামান্তরিক তাই DC=AB]
∴ AB-র দৈর্ঘ্য 4 সেমি।
(iii) ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত। ∠COD এর পরিমাপ লিখি।

যেহেতু, ABCD একটি বর্গাকার চিত্র, ∠ABC=90∘
আবার ∵△AOB সমবাহু
∴∠OBA=60∘
∴∠OBC=∠ABC−∠OBA=90∘−60∘=30∘
AB=OB=CB [∵△AOB সমবাহু ও ABCD বর্গক্ষেত্র]
∵△OBC-র OB=BC,
∴∠OCB=∠BOC
∴△OBC-র ∠OBC+∠OCB+∠BOC=180∘
বা, 30∘+∠BOC+∠BOC=180∘[∵∠OCB=∠BOC]
বা, 2∠BOC=150∘
∴∠BOC=75∘
একইভাবে প্রমাণ করা যায় যে, ∠AOD=75∘
∴∠COD=360∘−(∠BOC+∠AOB+∠AOD)
=360∘−(75∘+60∘+75∘)
[∵∠AOB=60∘,△AOB সমবাহু ত্রিভুজের একটি অন্তঃকোণ]
=360∘−210∘=150∘
∴∠COD=150∘
(iv) ABCD বর্গাকার চিত্রের AD বাহুর উপর M একটি বিন্দু যাতে ∠CMD=30∘ হয়। কর্ণ BD, CM কে P বিন্দুতে ছেদ করলে, ∠DPC -এর পরিমাপ কত তা লিখি।

যেহেতু, ABCD একটি বর্গাকার চিত্র
∴∠ADC(=∠MDC)=90∘
এখন △MDC-র,
∠MDC+∠CMD+∠MCD=180∘
বা, 90∘+30∘+∠MCD=180∘
∴∠PCD=60∘
∵BD,ABCD বর্গাকার চিত্রের একটি কর্ণ
∴∠BDC=∠PDC=12∠ADC
=12×90∘=45∘
এখন △PDC-র, ∠PDC+∠PCD+∠DPC=180∘
বা, 45∘+60∘+∠DPC=180∘
বা, ∠DPC=180∘−105∘=75∘
(v) ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং ∠BCD=60∘ হলে, কর্ণ BD এর দৈর্ঘ্য কত তা লিখি।

যেহেতু, ABCD একটি রম্বস,
∴BC=CD
বা, ∠CDB=∠CBD=θ, (ধরি)
এখন △BCD-র
∠CDB+∠CBD+∠BCD=180∘
বা, θ+θ+60=180∘[∵∠BCD=60∘, প্রদত্ত]
বা, 2θ=120∘
∴θ=60∘
∴△BCD-র ∠BCD=∠CDB=∠CBD=60∘
∴△BCD সমবাহু,
∴BC=CD=BD
∵ABCD রম্বসের প্রতিটি বাহু অর্থাৎ
AB=BC=CD=DA=4 সেমি
∴BD=4 সেমি
∴BD কর্ণের দৈর্ঘ্য 4 সেমি।
Ganit Prakash Class 9 Math Solution || Class 9 Chapter 6 || West Bengal Board Class 9 Math || Class 9 Chapter 6 kosi dakhi 6 || নবম শ্রেণী কষে দেখি 6 || সামান্তরিকের ধর্ম
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।
West Bengal Board of Secondary Education Official Site
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra
Class 8 : গণিত প্রভা (অষ্টম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali.
Class 10 : মাধ্যমিক গণিত প্রকাশ (দশম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Class 10 Maths Solution WBBSE Bengali
Class 7 : গণিত প্রভা (সপ্তম শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান
www.wbresults.nic.in Official
Class 6 : গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) বইয়ের সমস্ত সমাধান Maths solutions for WBBSE in Bengali
Class 9 : গণিত প্রকাশ (নবম শ্রেণি) বইয়ের সমাধান Maths Solution WBBSE Bengali
আজই Install করুন Chatra Mitra