Koshe Dekhi 6 Class 6 || কষে দেখি ৬ ক্লাস 6 || গণিতপ্রভা ষষ্ঠ শ্রেণী ভগ্নাংশকে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ সমাধান || WBBSE Class VI Chapter 1 Math Solution in Bengali || পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস সিক্সের অঙ্কের ষষ্ঠ অধ্যায়ের সমাধান

Share this page using :

Koshe Dekhi 6 Class 6 || কষে দেখি ৬ ক্লাস 6 || West Bengal Board Class 6 Chapter 6 Math Solution
কষে দেখি - 6

Koshe Dekhi 6 Class 6 || কষে দেখি ৬ ক্লাস 6 || West Bengal Board Class 6 Chapter 6 Math Solution
আজই Install করুন Chatra Mitra

1. মনে মনে হিসাব করি—

(a) 10 টাকার \(\frac{1}{2}\) অংশ কত?
10 টাকার \(\frac{1}{2}\) অংশ \(= (10 \times \frac{1}{2})\) টাকা = 5 টাকা
(b) 25 টাকার \(\frac{1}{5}\) অংশ কত?
25 টাকার \(\frac{1}{5}\) অংশ \(= (25 \times \frac{1}{5})\) টাকা \(=5\) টাকা
(c) কত টাকার \(\frac{1}{3}\) অংশ 4 টাকা?
নির্ণেয় টাকার \(\frac{1}{3}\) অংশ \(=4\) টাকা
\(\therefore\) নির্ণেয় টাকা \(= (4 \times 3)\) টাকা \(=12\) টাকা।
(d) কত মিনিটের \(\frac{1}{6}\) অংশ 6 মিনিট।
নির্ণেয় মিনিটের \(\frac{1}{6}\) অংশ \(=6\) মিনিট
\(\therefore\) নির্ণেয় সময় \(= (6 \times 6)\) মিনিট \(=36\) মিনিট
(e) আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের \(\frac{1}{3}\) অংশ আম নিলাম। আমি যদি 7 টি আম নিই মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি।
মোট আমের \(\frac{1}{3}\) অংশ \(= 7\) টি
\(\therefore\) মোট আম \(= (7 \times 3)\) টি \(=21\) টি
(f)
ওপরের ছবির বৃত্তের \(\frac{2}{7}\) অংশ বৃত্তে লাল রং, ত্রিভুজের \(\frac{3}{5}\)অংশ ত্রিভুজে সবুজ রং, চতুর্ভুজে \(\frac{1}{7}\) অংশ চতুর্ভুজের নীল রং দিই।

লাল রংয়ের বৃত্ত \(= (7 \) এর \(\frac{2}{7})\) টি \(=(7 \times \frac{2}{7})\) টি \(=2\) টি
সবুজ রংয়ের ত্রিভুজ \(= (10 \) এর \(\frac{3}{5})\) টি \(=(10 \times \frac{3}{5})\) টি \(=6\) টি
নীল রংয়ের চতুর্ভুজ \(=( 7\) এর \( \frac{1}{7})\) টি \(=(7 \times \frac{1}{7})\) টি \(=1\) টি।
(g) আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবয়েল থেকে এনেছেন। মা \(\frac{1}{5}\) অংশ জলে রান্না করলেন। বাকি জলের \(\frac{1}{4}\) জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি।
বাবা মোট জল এনেছেন 10 লিটার
মা রান্না করলেন \(= (10\) এর \(\frac{1}{5})\) লিটার জলে
\(=10 \times \frac{1}{5}\) লিটার জলে = 2 লিটার জলে
বাকি জল \(= (10 - 2)\) লিটার = 8 লিটার
খাওয়ার জল =\( (8\) এর \(\frac{1}{4}\) অংশ\()\) লিটার \(=\left(8 \times \frac{1}{4}\right)=2\) লিটার
\(\therefore\) বাকি জল \(=(8-2)\) লিটার = 6 লিটার
\(\therefore\) আর 6 লিটার জল পড়ে আছে।

2. মান খঁজি

(i) \(3 \times \frac{6}{11}\)
\(3 \times \frac{6}{11} = \frac{3 \times 6}{11}= \frac{18}{11}= 1\frac{7}{11}\)
(ii) \(11 \times \frac{2}{3}\)
\( 11 \times \frac{2}{3} = \frac{11 \times 2}{3} =\frac{22}{3}=7 \frac{1}{3} \)
(iii) \(\frac{7}{3} \times 2 \frac{3}{2}\)
\( \frac{7}{3} \times 2 \frac{3}{2} = \frac{7}{3} \times \frac{7}{2}=\frac{7 \times 7}{3 \times 2} = \frac{49}{6}=8 \frac{1}{6} \)
(iv) \(\frac{3}{8} \times \frac{6}{4}\)
\( \frac{3}{8} \times \frac{6}{4}= \frac{3 \times 6}{8 \times 4}=\frac{3 \times 3}{4 \times 4}= \frac{9}{16} \)
(v) \(\frac{6}{49} \times \frac{7}{3}\)
\( \frac{6}{49} \times \frac{7}{3} =\frac{6 \times 7}{49\times 3}=\frac{2 \times 1}{7 \times 1} = \frac{2}{7} \)
(vi) \(\frac{15}{28} \times 2 \frac{1}{3}\)
\( \frac{15}{28} \times 2 \frac{1}{3} =\frac{15}{28} \times \frac{7}{3}=\frac{15 \times 7}{28\times 3} =\frac{5 \times 1}{4 \times 1} =\frac{5}{4}=1 \frac{1}{4} \)
Koshe Dekhi 6 Class 6 || কষে দেখি ৬ ক্লাস 6 || West Bengal Board Class 6 Chapter 6 Math Solution
আজই Install করুন Chatra Mitra
(vii) \(4 \frac{8}{13} \times 7 \frac{4}{5}\)
\(4 \frac{8}{13} \times 7 \frac{4}{5}= \frac{60}{13} \times \frac{39}{5}=\frac{36}{1}=36\)
(viii) \(2 \frac{3}{5} \times 6\)
\( 2 \frac{3}{5} \times 6 =\frac{13}{5} \times 6=\frac{13 \times 6}{5} = \frac{78}{5}=15 \frac{3}{5} \)
3. একটি বালতিতে \(\frac{1}{2}\) লিটার জল ধরে। এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি।
1 টি বালতিতে জল ধরে \(=\frac{1}{2}\) লিটার
\(\therefore\) 7 টি বালতিতে মোট জল ধরে \(=(7 \times \frac{1}{2})\) লিটার
\(=\frac{7}{2}\) লিটার
\(= 3 \frac{1}{2}\) লিটার
4. অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির \(\frac{1}{4}\) অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির \(\frac{1}{6}\) অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও দুই ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন।
মনে করি, মোট সম্পত্তি \(= 1\) অংশ
অখিলবাবু তার সম্পত্তির \(\frac{1}{4}\) অংশ লাইব্রেরিতে দান করেন
\(\therefore\) অবশিষ্ট সম্পত্তি \(=\left(1-\frac{1}{4}\right)\) অংশ
\(= \left(\frac{4-1}{4}\right)\) অংশ
\(=\frac{3}{4}\) অংশ,
স্ত্রীকে দিলেন \(=\left(\frac{3}{4}\right.\) এর \(\left.\frac{1}{6}\right)\) অংশ
\(=\left(\frac{3}{4} \times \frac{1}{6}\right)\) অংশ
\(= \frac{1}{8}\) অংশ
\(\therefore\) বাকি সম্পত্তি \(=\left(\frac{3}{4}-\frac{1}{8}\right)\) অংশ
\(=\left(\frac{6-1}{8}\right)\) অংশ
\(=\frac{5}{8}\) অংশ
\(\therefore 2\) ছেলে মোট পেল \(\frac{5}{8}\) অংশ
\(\therefore\) প্রত্যেক ছেলে পেল \(=\left(\frac{5}{8} \div 2\right)\) অংশ
\(=\left(\frac{5}{8} \times \frac{1}{2}\right)\) অংশ
\(=\frac{5}{16}\) অংশ
\(\therefore\) অখিলবাবু স্ত্রীকে \(\frac{1}{8}\) অংশ এবং প্রত্যেক ছেলেকে \(\frac{5}{16}\) অংশ করে দিলেন।
5. 150 টাকার \(\frac{1}{2}\) অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে।
150 টাকার \(\frac{1}{2}\) অংশ \(=\left(150 \times \frac{1}{2}\right)\) টাকা \(=75\) টাকা
এখন 75 টাকা থেকে 30 টাকা পড়ে থাকলে নেওয়া হয়েছে \((75-30)\) টাকা = 45 টাকা
\(\therefore\) 150 টাকার \(\frac{1}{2}\) অংশ থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে।
6. \(\frac{6}{7}\)-এর 3 গুণের সাথে কত যোগ \(2 \frac{6}{7}\) করলে হবে?
\(\frac{6}{7}\) -এর \(3\) গুণ \(= \frac{6}{7} \times 3=\frac{18}{7}\)
\(\therefore\) যোগ করতে হবে \(= \left(2 \frac{6}{7}-\frac{18}{7}\right)\)
\(=\left(\frac{20}{7}-\frac{18}{7}\right)\)
\(=\left(\frac{20-18}{7}\right)\)
\(=\frac{2}{7}\)
7. শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে \(\frac{7}{10}\) অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল হিসাব করি।
শহরের অনুষ্ঠানে প্রথম বছর দর্শক এসেছিলেন = 1400 জন
পরের বছর দর্শক সংখ্যা বেড়েছিল = 1400 এর \(\frac{7}{10}\) অংশ
\(=\left(1400 \times \frac{7}{10}\right)\) জন
= 980 জন
\(\therefore\) হিসাব করে দেখলাম পরের বছরে মোট দর্শক এসেছিল
\(= (1400 + 980)\) জন
= 2380 জন

8. নীচের সংখ্যাগুলির অন্যোন্যক খুঁজি ও যাদের অন্যোন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের চিহ্ন দিই।

(i) \(\frac{7}{5}\)
\(\frac{7}{5}\) -এর অন্যোন্যক \(=\frac{5}{7}\)
\(\therefore\) এটি প্রকৃত ভগ্নাংশ।
(ii) \(\frac{1}{3}\)
\(\frac{1}{3}\)-এর অন্যোন্যক \(=\frac{3}{1}\)
(iii) \(\frac{5}{8}\)
\(\frac{5}{8}\)-এর অন্যোন্যক \(=\frac{8}{5}\)
(iv) \(\frac{9}{7}\)
\(\frac{9}{7}\)-এর অন্যোন্যক \(=\frac{7}{9}\)
\(\therefore\) এটি প্রকৃত ভগ্নাংশ।
(v) \(\frac{12}{5}\)
\(\frac{12}{5}\)-এর অন্যোন্যক \(=\frac{5}{12}\)
\(\therefore\) এটি প্রকৃত ভগ্নাংশ।
(vi) \(\frac{5}{8}\)
\(\frac{5}{8}\) -এর অন্যোন্যক \(\frac{8}{5}\)
(vii) \(\frac{1}{8}\)
\(\frac{1}{8}\)-এর অন্যোন্যক \(8\)
9. কোন সংখ্যার অন্যোন্যক সেই সংখ্যার সমান।
1-এর অন্যোন্যক 1
\(\therefore\) নির্ণেয় সংখ্যাটি হল 1
10. রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার \(\frac{2}{3}\) অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি।
প্রশ্নানুসারে, মোট স্ট্যাম্পের \(\frac{2}{3}\) অংশ = 18 টি স্ট্যাম্প
\(\therefore\) মোট স্ট্যাম্পের সংখ্যা \(=18 \times \frac{3}{2}\) টি = 27 টি
\(\therefore\) রমার কাছে 27 টি স্ট্যাম্প ছিল।
11. রাজিয়া তার টাকার \(\frac{2}{5}\) অংশ দেবনাথকে ও \(\frac{3}{10}\) অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি।
রাজিয়া তার টাকার \(\frac{2}{5}\) অংশ দেবনাথকে ও \(\frac{3}{10}\) অংশ সুনিতাকে দিল
\(\therefore\) দুজনকে মোট দিল \(=\left(\frac{2}{5}+\frac{3}{10}\right)\) অংশ
\(=\frac{4+3}{10}\) অংশ
\(=\frac{7}{10}\) অংশ
\(\therefore\) অবশিষ্ট অংশ \(=\left(1-\frac{7}{10}\right)\) অংশ
\(=\frac{10-7}{10}\) অংশ
\(=\frac{3}{10}\) অংশ
প্রশ্নানুসারে, মোট টাকার \(\frac{3}{10}\) অংশ \(= 180\) টাকা।
\(\therefore\) মোট টাকা \(=\left(180 \div \frac{3}{10}\right)\) টাকা
\(=\left(180 \times \frac{10}{3}\right)\) টাকা।
\(=600\) টাকা
\(\therefore\) প্রথমে রাজিয়ার কাছে \(600\) টাকা ছিল।

12. মান খুঁজি -

(i) \(15 \div \frac{5}{3}\)
\(15 \div \frac{5}{3}\)
\(=15 \times \frac{3}{5}\)
\(=9\)
(ii) \(14\div\frac{7}{2}\)
\(14 \div \frac{7}{2}\)
\(=14 \times \frac{2}{7}\)
\(=4\)
(iii) \(\frac{6}{13}\div3\)
\(\frac{6}{13}\div3\)
\(=\frac{6}{13} \times \frac{1}{3}\)
\(=\frac{2}{13}\)
(iv) \(\frac{12}{19} \div \frac{6}{1}\)
\(\frac{12}{19} \div \frac{6}{1}\)
\(=\frac{12}{19} \times \frac{1}{6}\)
\(=\frac{2}{19}\)
(v) \(5 \frac{1}{5} \div \frac{13}{2}\)
\(5 \frac{1}{5} \div \frac{13}{2}\)
\(=\frac{26}{5} \times \frac{2}{13}\)
\(=\frac{4}{5}\)
(vi) \(2 \frac{2}{5} \div 1 \frac{1}{5}\)
\(2 \frac{2}{5} \div 1 \frac{1}{5}\)
\(=\frac{12}{5} \times \frac{5}{6}\)
\(=2\)
(vii) \(4 \frac{3}{7} \div 3 \frac{2}{7}\)
\(4 \frac{3}{7} \div 3 \frac{2}{7}\)
\(=\frac{31}{7} \div \frac{23}{7}\)
\(=\frac{31}{7} \times \frac{7}{23}\)
\(=\frac{31}{23}\)
\(=1 \frac{8}{23}\)

13. ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই—

(i) \(\frac{3}{4}\) -এর মধ্যে \(\frac{1}{16}\) কতবার আছে হিসাব করি–
(a) 64 (b) 12 (c) 4 (d) 3
\(\frac{3}{4} \div \frac{1}{16}=\frac{3}{4} \times \frac{16}{1}=12\)
(ii) একটি ফিতের \(\frac{7}{8}\) অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি ও দাগ দিই।
(a) 43 মিটার (b) 64 মিটার (c) 63 মিটার (d) 72 মিটার।
ফিতের \(\frac{7}{8}\) অংশ \(= 56\) মিটার
\(\therefore\) ফিতের মোট দৈর্ঘ্য \(=\left(56 \div \frac{7}{8}\right)\) মিটার
\(=\left(56 \times \frac{8}{7}\right)\) মিটার
\(=64\) মিটার
Koshe Dekhi 6 Class 6 || কষে দেখি ৬ ক্লাস 6 || West Bengal Board Class 6 Chapter 6 Math Solution
আজই Install করুন Chatra Mitra
(iii) \(5 \frac{6}{7}\) -এর অন্যান্যক হল—
(a) \(5 \frac{3}{4}\) (b) \(\frac{41}{7}\) (c) \(\frac{7}{41}\) (d) \(\frac{7}{56}\)
\(5 \frac{6}{7}\)-এর আন্যান্যক \(=\frac{41}{7}\)-এর আন্যান্যক \(\frac{7}{41}\)
14. \(16 \frac{2}{3}\) মিটার লম্বা ফিতের \(\frac{3}{8}\) অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কী পাব হিসাব করি।
ফিতের মোট দৈর্ঘ্য \(=16 \frac{2}{3}\) মিটার \(=\frac{50}{3}\) মিটার
ফিতের \(\frac{3}{8}\) অংশ \(=\left(\frac{50}{3}\right.\) এর \(\left.\frac{3}{8}\right)\) মিটার
\(=\left(\frac{55}{3} \times \frac{3}{8}\right)\) মিটার
\(=\frac{25}{4}\) মিটার
ফিতের সমান \(5\) টি ভাগের মোট দৈর্ঘ্য \(=\frac{25}{4}\) মিটার
\(\therefore 1\) টি ভাগের দৈর্ঘ্য \(=\left(\frac{25}{4} \div 5\right)\) মিটার
\(=\left(\frac{25}{4} \times \frac{1}{5}\right)\) মিটার
\(=\frac{5}{4}\) মিটার
\(=1\frac{1}{4}\) মিটার
\(\therefore\) ফিতের প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে \(1\frac{1}{4}\) মিটার।
15. জানালার পর্দা তৈরির জন্য বাবা \(12 \frac{7}{10}\) মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন। কিন্তু বাড়িতে \(5 \frac{3}{5}\) মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তিনটি জানালার প্রতি পর্দায় \(4 \frac{5}{6}\) মিটার লম্বা কাপড় লাগল। এখনও আরও কত মিটার লম্বা কাপড় পড়ে আছে হিসাব করি?
জানালার পর্দা তৈরির জন্য বাবা কাপড় কিনে আনলেন \(12 \frac{7}{10}\) মিটার, বাড়িতে পর্দার কাপড় ছিল \(5 \frac{3}{5}\) মিটার
\(\therefore\) মােট পর্দার কাপড় হল \(=\left(12 \frac{7}{10}+5 \frac{3}{5}\right)\) মিটার
\(=\left(\frac{127}{10}+\frac{28}{5}\right)\) মিটার
\(=\left(\frac{127+56}{10}\right)\) মিটার
\(=\frac{183}{10}\) মিটার
এখন \(1\) টি পর্দায় কাপড় লাগে \( =4 \frac{5}{6} \) মিটার
\(=\frac{29}{2}\) মিটার
\(\therefore\) \(3\) টি পর্দায় কাপড় লাগে \(=\left(3 \times\frac{29}{6} \right)\) মিটার
\(=\frac{29}{2}\) মিটার
\(3\) টি পর্দা বানানোর পরে পর্দার কাপড় থাকবে
\(=\left(\frac{183}{10}-\frac{29}{2}\right)\) মিটার
\(=\left(\frac{183-145}{10}\right)\) মিটার
\(=\frac{38}{10}\) মিটার
\(=\frac{19}{5}\) মিটার
\(=3 \frac{4}{5}\) মিটার
\(\therefore\) এখনও আরও \(3 \frac{4}{5}\) মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে।
16. আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের \(\frac{4}{7}\) অংশ কাচের শিশিতে ভরতি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারে কত অংশ পেলাম?
আমার ঠাকুরমা কাচের শিশিতে ভরলেন \(=\frac{4}{7}\) অংশ
\(\therefore\) বাকি রইল \(\left(1-\frac{4}{7}\right)\) অংশ
\(= \left(\frac{7-4}{7}\right)\) অংশ
\(= \frac{3}{7}\) অংশ
আমাদের \(6\) জনকে মোট দিলেন \(\frac{3}{7}\) অংশ
\(\therefore 1\) জনকে দিলেন \(=\left( \frac{3}{7} \div6\right)\) অংশ
\(=\left( \frac{3}{7} \times \frac{1}{6}\right)\) অংশ
\(=\frac{1}{14}\) অংশ
\(\therefore\) আমরা প্রত্যেকে মোট আচারের \(\frac{1}{14}\) অংশ পেলাম।
17. মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে \(24 \frac{11}{15}\) কিমি।. রাস্তা তৈরি করবেন। তাঁরা প্রতিদিন \(\frac{11}{15}\) কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাঁদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে?
প্রতিদিন \(\frac{11}{15}\) কিমি রাস্তা মেহবুব ও তার দল তৈরি করলেন।
\(\therefore\) 25 দিনে করে \(25 \times \frac{11}{15}\) কিমি রাস্তা
\(=\frac{55}{3}\) কিমি রাস্তা
\(\therefore\) বাকি রাস্তা \(\left(24 \frac{11}{15}-\frac{55}{3}\right)\) কিমি,
\(=\left(\frac{371}{15}-\frac{55}{3}\right)\) কিমি \(=\left(\frac{371-275}{15}\right)\)কিমি
\(=\frac{96}{15}\) কিমি \(=\frac{32}{5}\)কিমি
বাকি সময় = (33–25) দিন = 8 দিন,
\(\therefore\) 8 দিনে রাস্তা তৈরি করবে \(\frac{32}{5}\) কিমি রাস্তা
1 দিনে তৈরি করবে \(\frac{32}{5} \times \frac{1}{8}\) কিমি রাস্তা,
= \(\frac{4}{5}\) কিমি
\(\therefore\) বাকি কাজ ঠিক সময়ে শেষ করার জন্য তাদের প্রতিদিন \(\frac{4}{5}\) কিমি করে রাস্তা তৈরি করতে হবে।
18. 5-এর সঙ্গে \(\frac{3}{7}\) যোগ করে যোগফলকে \(4 \frac{2}{3}\) দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে \(4 \frac{4}{9}\) দিয়ে ভাগ করে ভাগফলটি \(8 \frac{2}{5}\) থেকে বিয়োগ করি ও বিয়োগফল কী পেলাম হিসাব করে লিখি।
প্রশ্নানুসারে, প্রথম ধাপ : \(5+\frac{3}{7}=\frac{35+3}{7}=\frac{38}{7}\)
দ্বিতীয় ধাপ : \(\frac{38}{7} \times 4 \frac{2}{3}=\frac{38}{7} \times \frac{14}{3}=\frac{76}{3}\)
তৃতীয় ধাপ : \(\frac{76}{3} \div 4 \frac{4}{9}=\frac{76}{3} \div \frac{40}{9}=\frac{76}{3} \times \frac{9}{40 }=\frac{57}{10}\)
চতুর্থ ধাপ : \(8 \frac{2}{5}-\frac{57}{10}=\frac{42}{5}-\frac{57}{10}=\frac{84-57}{10}=\frac{27}{10}=2 \frac{7}{10}\)
\(\therefore\) হিসাব করে বিয়োগফল পেলাম \(=2 \frac{7}{10}\)

19. সরল করি :

(i) \(\frac{1}{5}+\frac{2}{3}-\frac{1}{2}\)
\(\frac{1}{5}+\frac{2}{3}-\frac{1}{2}\)
\(=\frac{6+20-15}{30}\)
\(=\frac{26-15}{30}\)
\(=\frac{11}{30}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=\frac{11}{30}\)
(ii) \(\frac{1}{5}+\frac{1}{2}-\frac{2}{15}-\frac{1}{6}\)
\(\frac{1}{5}+\frac{1}{2}-\frac{2}{15}-\frac{1}{6}\)
\(=\frac{6+15-4-5}{30}\)
\(=\frac{21-9}{30}\)
\(=\frac{12}{30}\)
\(=\frac{2}{5}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=\frac{2}{5}\)
(iii) \(\frac{7}{12}+5 \frac{2}{9}+\frac{11}{18}-2 \frac{5}{12}\)
\(\frac{7}{12}+5 \frac{2}{9}+\frac{11}{18}-2 \frac{5}{12}\)
\(=\frac{7}{12}+\frac{47}{9}+\frac{11}{18}-\frac{29}{12}\)
\(=\frac{21+188+22-87}{36}\)
\(=\frac{231-87}{36}\)
\(=\frac{144}{36}\)
\(=4\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=4\)
(iv) \(3 \frac{1}{2}+\frac{7}{6} \times \frac{3}{8}-\frac{5}{24}\)
\(3 \frac{1}{2}+\frac{7}{6} \times \frac{3}{8}-\frac{5}{24}\)
\(=3 \frac{1}{2}+\frac{7}{6} \times \frac{3}{8}-\frac{5}{24}\)
\(=\frac{7}{2}+\frac{7}{16}-\frac{5}{24}\)
\(=\frac{168+21-10}{48}\)
\(=\frac{189-10}{48}\)
\(=\frac{179}{48}\)
\(=3 \frac{35}{48}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=3 \frac{35}{48}\)
(v) \( \frac{3}{8} \div \frac{2}{3} \) এর \( \frac{1}{9} \) এর \( \frac{1}{16} \)
\( \frac{3}{8} \div \frac{2}{3} \) এর \( \frac{1}{9} \) এর \( \frac{1}{16} \frac{1}{16} \)
\(=\frac{3}{8} \div\left(\frac{2}{3} \times \frac{1}{9} \times \frac{1}{16}\right)\)
\(=\frac{3}{8} \div \frac{1}{216} \)
\( =\frac{3}{8} \times \frac{216}{1}\)
\(=81 \)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=81\)
(vi) \(6 \frac{2}{5}+3 \frac{1}{3}+\frac{1}{2}-\frac{7}{10}\)
\(6 \frac{2}{5}+3 \frac{1}{3}+\frac{1}{2}-\frac{7}{10}\)
\(=\frac{32}{5}+\frac{10}{3}+\frac{1}{2}-\frac{7}{10}\)
\(=\frac{192+100+15-21}{30}\)
\(=\frac{307-21}{30}\)
\(=\frac{286}{30}\)
\(=\frac{143}{15}\)
\(=9 \frac{8}{15}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=9 \frac{8}{15}\)
Koshe Dekhi 6 Class 6 || কষে দেখি ৬ ক্লাস 6 || West Bengal Board Class 6 Chapter 6 Math Solution
আজই Install করুন Chatra Mitra
(vii) \(\left\{\frac{11}{16} \div\left(\frac{5}{6}+\frac{2}{3}\right)\right\}-\frac{1}{3}\)
\(\left\{\frac{11}{16} \div\left(\frac{5}{6}+\frac{2}{3}\right)\right\}-\frac{1}{3}\)
\(=\left\{\frac{11}{16} \div\left(\frac{5+4}{6}\right)\right\}-\frac{1}{3}\)
\(=\left\{\frac{11}{16} \div \frac{9}{6}\right\}-\frac{1}{3}\)
\(=\left\{\frac{11}{16} \times \frac{6}{9}\right\}-\frac{1}{3}\)
\(=\frac{11}{24}-\frac{1}{3}\)
\(=\frac{11-8}{24}\)
\(=\frac{3}{24}\)
\(=\frac{1}{8}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=\frac{1}{8}\)
(viii) \(4 \frac{2}{3} \div \frac{2}{3}-\frac{3}{8}\)
\(4 \frac{2}{3} \div \frac{2}{3}-\frac{3}{8}\)
\(=\frac{14}{3} \div \frac{2}{3}-\frac{3}{8}\)
\(=\frac{14}{3} \times \frac{3}{2}-\frac{3}{8}\)
\(=7-\frac{3}{8}\)
\(=\frac{56-3}{8}\)
\(=\frac{53}{8}\)
\(=6 \frac{5}{8}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=6 \frac{5}{8}\)
(ix) \(\left(2 \frac{3}{4}+3 \frac{1}{2} \div 2 \frac{1}{7}\right) \div 13 \frac{1}{4}\)
\( \left(2 \frac{3}{4}+3 \frac{1}{2} \div 2 \frac{1}{7}\right) \div 13 \frac{1}{4}\)
\(=\left(\frac{11}{4}+\frac{7}{2} \div \frac{15}{7}\right) \div \frac{53}{4} \)
\( =\left(\frac{11}{4}+\frac{7}{2} \times \frac{7}{15}\right) \div \frac{53}{4}\)
\(=\left(\frac{11}{4}+\frac{49}{30}\right) \div \frac{53}{4}\)
\(=\left(\frac{165+98}{60}\right) \div \frac{53}{4}\)
\(=\frac{263}{60} \times \frac{4}{53}\)
\(=\frac{263}{795} \)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=\frac{263}{795}\)
(x) \(1-\left[\frac{1}{2} \div\left\{2-\frac{1}{2}\left(\frac{1}{2}-\overline{\frac{1}{3}-\frac{1}{6}}\right)\right\}\right]\)
\( 1-\left[\frac{1}{2} \div\left\{2-\frac{1}{2}\left(\frac{1}{2}-\frac{1}{3}-\frac{1}{6}\right)\right\}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \div\left\{2-\frac{1}{2}\left(\frac{1}{2}-\overline{\frac{2-1}{6}}\right)\right\}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \div\left\{2-\frac{1}{2}\left(\frac{1}{2}-\frac{1}{6}\right)\right\}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \div\left\{2-\frac{1}{2}\left(\frac{3-1}{6}\right)\right\}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \div\left\{2-\frac{1}{2} \times \frac{2}{6}\right\}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \div\left\{2-\frac{1}{6}\right\}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \div\left\{\frac{12-1}{6}\right\}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \div \frac{11}{6}\right]\)
\(=1-\left[\frac{1}{2} \times \frac{6}{11}\right]\)
\(=1-\frac{3}{11}\)
\(=\frac{11-3}{11}\)
\(=\frac{8}{11} \)
\(\therefore\) নির্ণেয় সরলফল \( =\frac{8}{11}\)
(xi) \(2-\frac{1}{10} \times \frac{1}{3} \div \frac{4}{25}+\frac{1}{8}\)
\( 2-\frac{1}{10} \times \frac{1}{3} \div \frac{4}{25} \div \frac{1}{8}\)
\(=2-\frac{1}{10} \times \frac{1}{3} \times \frac{25}{4} \times \frac{8}{1} \)
\( =2-\frac{5}{3}\)
\(=\frac{6-5}{3}\)
\(=\frac{1}{3} \)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=\frac{1}{3} \)
(xii) \(1 \frac{1}{2}\left[3 \frac{1}{2}+2 \frac{1}{3}\left\{1 \frac{1}{4}+\left(2+3 \frac{2}{3}\right)\right\}\right]\)
\(1 \frac{1}{2}\left[3 \frac{1}{2}+2 \frac{1}{3}\left\{1 \frac{1}{4}+\left(2+3
\frac{2}{3}\right)\right\}\right]\)
\(=\frac{3}{2}\left[\frac{7}{2} \div \frac{7}{3}\left\{\frac{5}{4}
\div\left(2+\frac{11}{3}\right)\right\}\right]\)
\(=\frac{3}{2}\left[\frac{7}{2}+\frac{7}{3}\left\{\frac{5}{4}+\left(\frac{6+11}{3}\right)\right\}\right]\)
\(=\frac{3}{2}\left[\frac{7}{2}\div\frac{7}{3}\left\{\frac{5}{4} \div \frac{17}{3}\right\}\right]\)
\(=\frac{3}{2}\left[\frac{7}{2} \div \frac{7}{3}\left\{\frac{5}{4} \times \frac{3}{17}\right\}\right]\)
\(=\frac{3}{2}\left[\frac{7}{2} \div \frac{7}{3}\times \frac{15}{68}\right]\)
\(=\frac{3}{2}\left[\frac{7}{2} \div \frac{35}{68}\right]\)
\(=\frac{3}{2}\left[\frac{7}{2} \times \frac{68}{35}\right]\)
\(=\frac{3}{2}\times \frac{34}{5}\)
\(=\frac {51}{5}\)
\(=10\frac{1}{5}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=10\frac{1}{5}\)
(xiii) \(\left(1 \frac{1}{13} \times 2 \frac{3}{5}\right) \div\left(7 \frac{1}{2} \times 3 \frac{1}{10}\right) \div \frac{28}{279}\)
\(\left(1 \frac{1}{13} \times 2 \frac{3}{5}\right) \div\left(7 \frac{1}{2} \times 3 \frac{1}{10}\right) \div
\frac{28}{279}\)
\(=\left(\frac{14}{13} \times \frac{13}{5}\right) \div\left(\frac{15}{2} \times \frac{31}{10}\right) \div
\frac{28}{279}\)
\(=\frac{14}{5} \div \frac{93}{4} \div \frac{28}{279}\)
\(=\frac{14}{5} \div \frac{4}{93} \times \frac{279}{28}\)
\(=\frac{6}{5}\)
\(=1 \frac{1}{5}\)
\(\therefore\) নির্ণেয় সরলফল \(=1 \frac{1}{5}\)
20. (i) \(\frac{2}{3}\) -এর সঙ্গে কোণাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের কোণাকুনি ফাঁকা বৃত্তগুলিতে লিখি।
(ii) \(\frac{2}{3}\) -কে আড়াআড়ি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করে ভাগফল বাইরের ফাঁকা বৃত্তগুলিতে লিখি।

\(\frac{2}{3} \times \frac{1}{5}=\frac{2}{15} ,\)
\(\frac{2}{3} \times \frac{9}{12}=\frac{1}{2} ,\)
\(\frac{2}{3} \div \frac{2}{9}=\frac{2}{3} \times \frac{9}{2}=3,\)
\(\frac{2}{3} \div \frac{2}{5}=\frac{2}{3} \times \frac{5}{2}=\frac{5}{3} ,\)
\( \frac{2}{3} \times 1 \frac{1}{5}=\frac{2}{3} \times \frac{6}{5}=\frac{4}{5},\)
\(\frac{2}{3} \times \frac{3}{5}=\frac{2}{5},\)
\(\frac{2}{3} \div \frac{4}{3}=\frac{2}{3} \times \frac{3}{4}=\frac{1}{2},\)
\(\frac{2}{3} \div \frac{3}{2}=\frac{2}{3} \times \frac{2}{3}=\frac{4}{9} \)
Koshe Dekhi 6 Class 6 || কষে দেখি ৬ ক্লাস 6 || West Bengal Board Class 6 Chapter 6 Math Solution
আজই Install করুন Chatra Mitra
এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা নিষিদ্ধ। ভারতীয় Copywright আইন 1957 এর ধারা 63 অনুযায়ী, এই ফাইলটির সমস্ত অধিকার 'ছাত্র মিত্র Mathematics' অ্যাপ দ্বারা সংরক্ষিত। ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি করা বা সম্পাদনা করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ ছাত্র মিত্রের অনুমতি ছাড়া, এই Page টি বা এই Website টির কোন প্রকার বিষয়বস্তু কপি বা সম্পাদনা করলে ছাত্র মিত্র কতৃপক্ষ তার বিরুদ্ধে সকল প্রকার কঠোর আইনি পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share this page using:

Scroll to Top